PDA

View Full Version : পিপস এবং পিপেটিস



Biplob72
2016-04-01, 10:20 PM
পিপস কি , তা বুঝতেই অধিকাংশ মানুষ প্রচুর সময় ব্যয় করে ফেলে।কিছু উদহারনের সাহায্যে সহজ করে শিখতে পারি
বের করার নিয়মঃ বেশি-কম = ১.৪৩৪৫ - ১.৪৩৪০ = ০.০০০৫

পিপস গণনা শুরু হয়, দশমিকের পর চার নাম্বার সংখ্যা থেকে। ভুলে যান দশমিক, আসুন সহজ করে হিসাব করিঃ

৪৩৪৫-৪৩৮০ = ৫

অর্থাৎ, মার্কেট ৫ পিপস পরিবর্তিত হয়েছে।
gbb/usd ১.৫৬৩০ থেকে ১.৫৬৩৯ তে গেল। মার্কেট কত পিপস মুভ করল?

৫৬৩৯-৫৬৩০ = ৯ পিপস।

Sahed
2016-07-23, 03:24 PM
ফরেক্স মার্কেটে পিপস এবং পিপেটিস একটি গুরুত্বপূর্ণ বিষয় । মার্কেটে আমরা সাধারনত ডলারের হিসেব না করে পিপসের হিসেব করে থাকি । ফরেক্স মার্কেটে পিপস হচেছ কোন কারেন্সির দশমিকের পরের প্রতি চার ঘরের একটি ঘরের পরিবর্তনকে বুঝায় । আর মার্কেটে কোন কারেন্সির দশমিকের পরে প্রতি পাচ ঘরের পরিবর্তনকে পিপেটিস বলে ।