PDA

View Full Version : লট/ভলিউম



Biplob72
2016-04-01, 10:21 PM
স্ট্যান্ডার্ড লট ব্রোকারে ১ লট = $১০/পিপস। কিন্তু মিনি লট ব্রোকারে ১ লট = $১/পিপস। আর মাইক্রো লট ব্রোকারে ১০ লট = $১/পিপস।
তারমানে, আপনি স্ট্যান্ডার্ড লট ব্রোকারে যদি ১ লট দিয়ে একটি ট্রেড ওপেন করেন এবং ১০ পিপস আপনার অনুকুলে যায় তবে আপনার লাভ হচ্ছে $১০x১০=$১০০. অনুরুপ লস হলেও $১০০ হবে।
কিন্তু, আপনি মিনি লট ব্রোকারে যদি ১ লট দিয়ে একটি ট্রেড ওপেন করেন এবং ১০ পিপস আপনার অনুকুলে যায় তবে আপনার লাভ হচ্ছে $১x১০=$১০. অনুরুপ লস হলেও $১০ হবে।
আর, আপনি মাইক্রো লট ব্রোকারে যদি ১ লট দিয়ে একটি ট্রেড ওপেন করেন এবং ১০ পিপস আপনার অনুকুলে যায় তবে আপনার লাভ হচ্ছে $০.১x১০=$১. অনুরুপ লস হলেও $১ হবে।

ahal
2016-04-03, 03:51 PM
ফরেক্স এ লট ভিলিউম সম্পরকে ধারনা থাকা খুব ই জরুরি। আমি আজকের আগে এত টা জানতাম না। আজকে অনেক টা ই বুঝলাম। আমি ডেমো ট্রেড করার সময় মাঝে মাঝে এই লট ভিলিউম নির্বাচন করতে সমস্যায় পরি। এখন ঠিক বুঝলাম।

Sahed
2016-07-23, 03:28 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ভলিউম নির্নয় অত্যান্ত গুরুত্বপূর্ণ ।ভলিউম বলতে আমরা সাধানত বুঝি যে এক পিপস মার্কেট আপ বা ডাউন হলে আমাদের কি পরিমান লাভ বা লস বহন করতে হবে । ভলিউম বা লট নির্বাচন সম্পূর্নভাবে নির্ভর করে মার্কেটের মুভমেন্ট এর উপর । মার্কেটের মুভমেন্ট দেখে লট নির্বাচন করা উচিত বলে আমি মনে করি । আমাদের মত ক্ষুদ্র ট্রেডারদের জন্য লট সাইজ ০.০১ থেকে ০.০৫ এর মধ্যে নির্বাচন করা ভাল ।