PDA

View Full Version : ফরেক্সে লসের কারন



Biplob72
2016-04-02, 12:59 PM
ফরেক্সে ৯৫% ট্রেডার লস খায়। এর প্রধান কারন গুলো হলঃ
১.অভিজ্ঞতার অভাব।
২.সিগন্যালের ওপর নির্ভরশীলতা
৩.উদ্দেশবিহীন ট্রেডিং করা
৪.বড় রিস্ক নিয়ে ট্রেড করা।
৫.ট্রেডিং স্ট্রাটেজি না থাকা
৬.নিজের ওপর আত্মবিশ্বাস থাকা

zobairi007bd
2016-04-03, 03:25 PM
ফরেক্সে ট্রেডার লস খায় এর প্রধান কারন গুলো হলঃ

1 অভিজ্ঞতার অভাব
2 বড় রিস্ক নিয়ে ট্রেড করা।
3 নিজের ওপর আত্মবিশ্বাস থাকা

ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের আগে সিরিয়াসলি ভাবে ডেমো প্রেকটিস করতে হবে।
ডেমোতে কম ভলিউমে ভাল সফলতা পান তাহলে আপনি সফল ট্রেডার হতে পার বেন না হয় লস ছাড়া এই মার্কেটে কিছুই পাবেন না।

askam
2016-04-03, 04:56 PM
ফরেক্স লসের অনেকগুল কারনের মধ্যে অন্যতমও কারন বলে আম মনে করি না বুঝে ঝুকি নিয়ে ট্রেড করা । পাশাপাশি ঠিক থাক মানিম্যনেজমেন্ত না মানা ।ট্রেড সম্পর্কে কম ধারনা থাকা । ভালো ভাবে ডেমো প্র্যাকটিস না করেই লাইভ ট্রেড করা । অতি লাভের আশাই লোভে পড়ে ট্রেড করা । আমার কাছে মূলত এগুলকেই কারন বলে মনে হয় ।

RUBEL MIAH
2016-05-15, 02:37 PM
ফরেক্সে লসের বিভিন্ন কারণ রয়েছে । তার মধ্যে কয়েকটি কারণ উল্লেখ করা হল :
(১) দক্ষতার অভাব ।
(২) ধৈর্য্যের অভাব ।
(৩) অভিজ্ঞতার অভাব ।
(৪) মার্কেট এ্যানালাইসিসের অভাব ।

dwipFX
2016-05-17, 12:32 PM
ফরেক্স মার্কেটে লসের অনেক কারন থাকতে পারে। ফরেক্স সম্পর্কে না জেনে ট্রেড করলে লস হতে পারে, অতিরিক্ত ট্রেড করলে লস হতে পারে,মানি মেনেজমেন্ট না মানলে একাউন্ট জিরো হয়ে যোতে পারে,ধৈর্য হারা হয়ে পড়লে লস হতে পারে।লোভ করলে লস হতে পারে।

saiful977
2016-05-28, 06:10 PM
ফরেক্স বাজারে লোভ কমাতে হবে তাহলে লস আনেকটা কমে যাবে। বেশি মানুষ লোবের কারণে লস করে। আর যারা ফরেক্স সম্পর্কে না জেনে কাজ করে তারাও লস করে।

maziz6989
2016-06-01, 10:03 PM
আসলে আপনি যে বিষয়গুলো এখানে আলোকপাত করেছেন তা খুবই বেসিক। সব থেকে বড় কারণ হল এনালাইসিস না জানা এবং অভিজ্ঞতার অভাব। তাই আমি বলব আগে নিজের অভিজ্ঞতার ঝুলি পূর্ণ করুন। লস নিয়ে ভাবতে হবে না। কেননা মার্কেট লস করা কোন বড় বিষয় না। এখানে লস রিকভার করতে জানতে হবে।

ikhtiikhti
2016-06-12, 05:07 PM
ফরেক্স এ ভাল না করার পিছনে কিছু কারন রয়েছে। যেমন অতিরিক্ত লোভ করা,উদাসীন হয়ে পড়া,মন মতো ট্রেড ওপেন করা,সিগনাল এর উপর ভিত্তি করে ট্রেড করা ইত্যাদি। এছাড়াও আরো অনেক কারন রয়েছে। যেমন একসাথে অনেকগুলো ইন্ডিকেটরের উপর নির্ভর করাও ফরেক্স এ ভাল না করার একটি কারন। আমরা চেষ্টা করব সঠিক নিয়ম অনুযায়ী ট্রেড করার, তাহলে অযথা আমাদের লসে পড়তে হবেনা।

Wajih Toushif
2016-06-12, 09:09 PM
জি আপনার পয়েন্ট গুলোর মদ্দে ১,২,৩ ও ৫ নাম্বার গুল বেশি গুরুত্ত পূর্ণ। অভিজ্ঞতা, সিগন্যালের ওপর নির্ভরশীল, উদ্দেশবিহীন ট্রেডিং, ট্রেডিং স্ট্রাটেজিটি ও ধর্য ধারণ করা। আমি অনেক কেই ধেকেছি ভয় ও ধর্য অভাভ এ লস এ পরতে। তাই ধর্য ফরেক্স এ লস এর একটি কারন।

Rahat015
2016-06-15, 12:21 AM
ফরেক্স এ যারা নতুন আসে তাদের ৯০% এ কইয়েক মাসে একাউন্ট জিরো বানায়, আর ফরেক্স রে গালি দিতে দিতে বিধায় জানায়। এর প্রধান কারনসমূহ হল
১.অভিজ্ঞতার অভাব।
২.মানি মেনেজমেন্ট না জানা।
৩.উদ্দেশবিহীন ট্রেডিং করা
৪.বড় রিস্ক নিয়ে ট্রেড করা।
৫.ট্রেডিং স্ট্রাটেজি না থাকা

Md. Tariqul Islam
2016-06-16, 04:48 PM
ফরেক্সে লসের বিভিন্ন কারণ রয়েছে । তার মধ্যে কয়েকটি কারণ উল্লেখ করা হল :
(১)মার্কেট এ্যানালাইসিসের অভাব ।
(২) ধৈর্য্যের অভাব ।
(৩)দক্ষতার অভাব ।
(৪)অভিজ্ঞতার অভাব ।

Md. Tariqul Islam
2016-06-22, 12:01 AM
ফরেক্স লসের অনেকগুল কারনের মধ্যে অন্যতমও কারন বলে আম মনে করি না বুঝে ঝুকি নিয়ে ট্রেড করা । পাশাপাশি ঠিক থাক মানিম্যনেজমেন্ত না মানা ।ট্রেড সম্পর্কে কম ধারনা থাকা । ভালো ভাবে ডেমো প্র্যাকটিস না করেই লাইভ ট্রেড করা । অতি লাভের আশাই লোভে পড়ে ট্রেড করা ।সব থেকে বড় কারণ হল এনালাইসিস না জানা এবং অভিজ্ঞতার অভাব। তাই আমি বলব আগে নিজের অভিজ্ঞতার ঝুলি পূর্ণ করুন। লস নিয়ে ভাবতে হবে না। কেননা মার্কেট লস করা কোন বড় বিষয় না।

Md. Tariqul Islam
2016-06-22, 02:23 PM
পাশাপাশি ঠিক থাক মানিম্যনেজমেন্ত না মানা ।ট্রেড সম্পর্কে কম ধারনা থাকা । ভালো ভাবে ডেমো প্র্যাকটিস না করেই লাইভ ট্রেড করা । অতি লাভের আশাই লোভে পড়ে ট্রেড করা । আমার কাছে মূলত এগুলকেই কারন বলে মনে হয় । ফরেক্স সম্পর্কে না জেনে ট্রেড করলে লস হতে পারে, অতিরিক্ত ট্রেড করলে লস হতে পারে,মানি মেনেজমেন্ট না মানলে একাউন্ট জিরো হয়ে যোতে পারে,ধৈর্য হারা হয়ে পড়লে লস হতে পারে।লোভ করলে লস হতে পারে।

HKProduction
2016-07-03, 07:49 AM
নিজের উপরে আত্ম বিশ্বাস থাকা মোটেই ভাল নয়। বরং নিজের ট্রেডের উপরে আত্ম বিশ্বাস থাকলে ফরেক্স মার্কেট থেকে লাভ করা যায়। তাই আমাদেরকে ডেমোতে ট্রেড করে করে নিজের ট্রেডের উপরে বিশ্বাস আনতে হবে। নয়তো আমরা জীবনেও মার্কেটের ধারে কাছেও যেতে পারব না। সারা জীবন শুধু লসের খাতার পাতাই উল্টাতে থাকব। লাভ আর কোন দিন চোখে দেখব না। সময থাকতে সচেতন হলে আমরা সফল হতে পারব।

maziz6989
2016-07-17, 05:23 PM
লসের প্রধানএবং প্রথম কারণ আমি মনে করি ট্রেড করতে না জানা। আর একটা কারণ লোভ। তাই আগে এই দুটো জায়গায় কাজ করেন আশা করা যায় সফল হতে পারবেন।
সবার প্রতি শূভ কামনা রইল।

basaki
2016-07-23, 01:05 PM
ফরেক্স মার্কেটে লসের কারন অনেক কিছু থাকতে পারে তবে এর মধ্য প্রথম সেটা হচ্ছে আমি মনে করি লোভ। কারন আমরা যখন লোভ করি তখন আমাদের মাথায় কাজ করে না তখন মনে করি লাভ করতে পারবো কিন্তু আসলে তা নয় এয়ার এটাই আমাদের লসের কারন হয়ে দাঁড়ায়।

Sahed
2016-07-25, 07:10 PM
অধিকাংশ ট্রেডার ফরেক্স মার্কেটে লস করে লোভের কারনে । শতকরা প্রায় ৯৫ জন ট্রেডারই এ মার্কেটে লস করে যার ফলে অকালেই অনেকে এই মার্কেট হতে ঝরে পড়ে । মার্কেট থেকে লাভ করা বা লস করা কোন ভাগ্যের ব্যাপার নয় । এটা সম্পূর্ণ ভাবে নির্ভর করে ব্যক্তির অভিজ্ঞতা, মার্কেট এ্যনালাইসিস, মানি ম্যানেজমেন্ট ইত্যাদির উপর । তাছাড়া ফরেক্স না শিখে না বুঝে অনেকে ট্রেড করার কারনেও লস করে থাকে ।

Md. Tariqul Islam
2016-07-26, 09:19 AM
ফরেক্স এ ভাল না করার পিছনে কিছু কারন রয়েছে। যেমন অতিরিক্ত লোভ করা,উদাসীন হয়ে পড়া,মন মতো ট্রেড ওপেন করা,সিগনাল এর উপর ভিত্তি করে ট্রেড করা ইত্যাদি। এছাড়াও আরো অনেক কারন রয়েছে। যেমন একসাথে অনেকগুলো ইন্ডিকেটরের উপর নির্ভর করাও ফরেক্স এ ভাল না করার একটি কারন। আমরা চেষ্টা করব সঠিক নিয়ম অনুযায়ী ট্রেড করার, তাহলে অযথা আমাদের লসে পড়তে হবেনা।

milonkhanfx1993
2016-10-01, 09:03 PM
ফরেক্সে ৯৫% ট্রেডার লস খায়। এর প্রধান কারন গুলো হলঃ
১.অভিজ্ঞতার অভাব।
২.সিগন্যালের ওপর নির্ভরশীলতা
৩.উদ্দেশবিহীন ট্রেডিং করা
৪.বড় রিস্ক নিয়ে ট্রেড করা।
৫.ট্রেডিং স্ট্রাটেজি না থাকা
৬.নিজের ওপর আত্মবিশ্বাস থাকা

নিজের উপর আত্মবিশ্বাস তখন ই হয় যখন আপনি সেটা ঠিক ঠাক পারেন আর আপনি যদি সেটা না পারেন তাহলে আত্মবিশ্বাস আসবে না,আমি নতুন হিসেবে কিভাবে একটি ট্রেডিং স্ট্রাটেজি বানাতে পারি জানাবেন।

shariful
2016-10-02, 12:51 PM
ফরেক্স একটা কম্বাইন সিস্টেম যেখানে আপনাকে একটা সিস্টেম এ আপনার মত করে ট্রেড করতে হয় আর তা বা করে নিজের মত এলোমেলো ট্রেড করলে আপনি লস করবেন

MoinFX
2016-10-03, 08:09 PM
ফরেক্স মার্কেটে লসের প্রধান কারন হল অভিজ্ঞতার অভাব একটু জেনে নিজেকে মনে করি সব কিছু জেনে পেলেছি তাই আমি মনে করি আমাদের অভিজ্ঞতার অভাব রয়েছে।রড রিস্কি নিয়ে ট্রেড করা এবং অতিরিক্ত ট্রেড করা।

Mamun13
2017-09-13, 11:49 PM
ফরেক্স মার্কেটে 95% নতুন ট্রেডার নিয়মিত লস দিয়ে দিয়ে তাদের পুজিঁ বারবার হারিয়ে মার্কেট থেকে পালিয়ে যেতে বাধ্য হয়৷তারা লস করে অতি স্বাভাবিক কিছু নির্দিষ্ট কারনে৷যেমন-#তারা ডেমো প্র্যাকটিস করে দক্ষতা অর্জন করে না ফলে মার্কেটের সার্বিক কলাকৌশল বুঝতে পারেনা৷#নতুন অবস্হায় মার্কেটে এসেই তারা দ্রূত বেশি লাভের আশায় ঝুকিপূর্ণ শর্ট-ট্রেড বা স্ক্যালপিং করতে শুরু করে দেয়৷#তারা লোভে পড়ে ক্রমাগত ওভার ট্রেডিং করতে থাকে৷#তারা মানি মেনেজমেন্ট বুঝেও না এবং পাত্তাও দেয়না৷#তারা একই সাথে অনেকগুলো পেয়ার নিয়ে ট্রেড করতে থাকে৷#তারা ইনডিকেটর নির্ভর হিজিবিজি চার্টে ট্রেড করার ব্যার্থ চেষ্ষ্টা করে৷#তারা সঠিক কোনোও ইন্সট্রাকশান বা গাইড পায়না এবং খুজে বের করতেও পারে না৷#তারা দীর্ঘ সময় নিয়ে ধৈর্য্য ধরে নিয়মিত প্র্যাকটিস করতে পারেনা....আবার সব নতুন ট্রেডারদের তকদীরে নিয়মিত প্রফিট লেখাও থাকে না৷

Parvejdu
2017-09-28, 10:33 PM
ফরেক্স লসের অনেক কারণ রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ন কারণ হল ট্রেডিং কৌশল জানা না থাকা। অভিজ্ঞতার অভাবের কারণেও ফরেক্স-এ ট্রেডাররা লস খায়। মানিম্যানেজমেন্ট না জানার কারণে ট্রেডাররা ফরেক্স-এ লস খায়। ফরেক্স সর্ম্পকে না জেনে যারা ব্যবসা শুরু করে তারা লস খায়।

FREEDOM
2020-08-24, 04:41 PM
ফরেক্স মার্কেটে লসের অনেক কারন থাকতে পারে। ফরেক্স সম্পর্কে না জেনে ট্রেড করলে লস হতে পারে, অতিরিক্ত ট্রেড করলে লস হতে পারে,মানি মেনেজমেন্ট না মানলে একাউন্ট জিরো হয়ে যোতে পারে,ধৈর্য হারা হয়ে পড়লে লস হতে পারে।লোভ করলে লস হতে পারে।

TamimHasan
2020-08-25, 12:52 AM
ফরেক্সে লসের উল্লেখ যোগ্য কারন হলো,
১> অভিজ্ঞতা না থাকা। ( এর জন্য আগে ডেমো থেকে শিখে নেয়ে উচিত)
২> অতিরিক্ত লোভী হয়ে উঠা।(ধৈর্যশীল হতে হবে এবং ধৈর্যের সঠিক পরিচয় দিতে হবে)
৩>মার্কেট সর্স্পকে সঠিক ধারনা। ( নিয়মিত মার্কেট সর্ম্পকে আপডেট রাখা)

sss21
2020-08-28, 09:27 PM
আসলে আপনি যে বিষয়গুলো এখানে আলোকপাত করেছেন তা খুবই বেসিক। সব থেকে বড় কারণ হল এনালাইসিস না জানা এবং অভিজ্ঞতার অভাব। তাই আমি বলব আগে নিজের অভিজ্ঞতার ঝুলি পূর্ণ করুন। লস নিয়ে ভাবতে হবে না। কেননা মার্কেট লস করা কোন বড় বিষয় না। এখানে লস রিকভার করতে জানতে হবে

sagar0835
2020-08-30, 12:11 AM
প্রথম দৃষ্টিতে ফরেক্স কিন্তু সহজ মনে হয়। কারন যেহুতু লাভ অথবা লস, আন্দাজে ট্রেড করে অনেকেই প্রচুর লাভ করে ফেলে। তখন তারা সিদ্ধান্ত নেয় যে রিয়েল ট্রেডিং করবে। কিন্তু আপনি লস না করলে কখন বুঝতে পারবেন না যে কিভাবে আপনি ঐ সকল অবস্থাগুলো পরে মোকাবেলা করবেন। সেজন্য আপনাকে অনেকদিন সিরিয়াসলি ডেমোতে ট্রেড করতে হবে। কিন্তু অধিকাংশ মানুষ ডেমোতে এত সময় ট্রেড করতে চায় না। সে ক্ষেত্রে সেন্ট অ্যাকাউন্টে ট্রেড করতে পারেন। ধরে রাখুন ফরেক্সে আপনার প্রথম ২টি ডিপোজিট আপনি হারাবেন। বুঝে ট্রেড করার চেষ্টা করুন। দেখবেন তখন ট্রেডিং অনেকটা সহজ লাগবে।