Log in

View Full Version : 5% স্টপ লস বের করার নিয়ম।



Tazul Islam
2016-04-02, 10:54 PM
ধরুন আমি gbp/usd =১.৪৩৩৫ বাই করলাম। ৫% স্টপ লস সেট করতে হলে স্টপ লস ভ্যালু কত?

RUBEL MIAH
2017-04-26, 08:18 PM
আমরা সব সমতয় স্টপ লস ব্যবহার করার চেষ্টা করব । যে যত বেশী স্টপ লস ব্যবহার করবে সে তত বেশী লাভবান হতে পারবে । আমরা বেশী করে এ্যানালাইসিস করার চেষ্টা করব তাহলেই আমরা সফল ব্যবসায়ী হতে পারব । আর আপনারাও চেষ্টা করেন কিভাবে সফলকাম হতে পারেন ।

uzzal05
2017-05-27, 12:48 PM
স্টপ লস কত দিবেন সেটা মার্কেট প্রাইচ দেখে দিতে হবে। আপনি কত ভলিয়ম দিয়ে ট্রেড করেছেন তা আগে দেখতে হবে। তারপর আপনাকে যেখানে এন্ট্রি নিয়েছে সেখানে থেকে আপনি কত পিপ রিস্ক নিবেন সেই অনুযায়ী আপনাকে ক্যাল্কুলেট করে বের করতে হবে।

Mamun13
2017-05-27, 06:55 PM
আপনার একাউন্টের পুজিঁ কত আছে তা দেখতে হবে৷কত সাইজের লটে এন্ট্রী করেছেন সে টা দেখে বুঝে আপনাকেই নির্ধারণ করতে হবে কী পরিমাণ লস আপনি মেনে নিবেন৷সেই পরিমাণ লস অনুযায়ী এসএল সেট করতে হবে৷ধরুন আপনি 5% লস দিতে প্রস্তুত আছেন৷এই 5% কিন্তু আপনার মোট পুজিঁর উপর হিসেব হবে৷তখন হিসেব করবেন কত সাইজের লট ও কত পিপসের বিপরীতে গেলে 5% লস হতে পারে৷ঠিক সেই পরিমাণ লটে এন্ট্রী দিবেন ও সেই পরিমাণ পিপসে এস এল সেট করতে হবে৷

md mehedi hasan
2019-01-12, 07:31 AM
৫% স্টাপলস বলতে আপনার একাউন্টে মোট কত ব্যালেন্স জমা আছে তার মোট টাকার মধ্যে থেকে প্রতি ট্রেডে ৫% রিক্স নেওয়াকে বুঝায়।ধরলাম আমার একাউন্টে ১০০ ডলার আছে।আমি gbpusd পিয়ারে একটি ট্রেড এন্ট্রি নিবো।gbpusd পিয়ারে ট্রেড এন্ট্রি নিতে গেলে আমকে ৫০ পিপস স্টপলস দিতে হবে।যেহতু আমি ৫% স্টাপলস ব্যবহার করবো।তখন আমি আমার মোট ব্যালেন্স থেকে ৫$ নিবো (100*5/100=5 ডলার)এই ৫ ডলার আবার ৫০ পিপস স্টপলস সাথে ভাগ দিবো(50-5=10)তাহলে আমাদের ভলিয়ম বের হবে।

TanjirKhandokar1994
2019-03-23, 11:00 PM
আমি মনে করি প্রথমেই আপনার মূলধন কত আছে সেটা দেখতে হবে। এরপর স্টপ লস কত দিবেন সেটা মার্কেট এর কারেন্ট রেট কতো সেটা দেখে দিতে হবে। এবং সেই সাথে আপনি কত ভলিয়ম দিয়ে ট্রেড ওপেন করেছেন তা আগে দেখতে হবে। তারপর আপনাকে যেখান থেকে ট্রেড শুরু করেছেন সেখানে থেকে আপনি কত পিপস রিস্ক নিবেন সেই অনুযায়ী আপনাকে ক্যাল্কুলেট করে বের করতে হবে।ধন্যবাদ

SHARIFfx
2019-03-24, 07:45 AM
৫% স্টোপ লস ব্যবহার করতে হলে আপনাকে একজন দক্ষ এনালাইসিস মেন হিসাবে গড়ে নিতে হবে। আমার মতে আপনি আপনার ডিপোজিট অনুজায়ী ভলিউম হিসাব করে ট্রেড নিতে হবে। এখানে আপনি ১০ টি ওয়াডার নিলেন আর ১ টি তে স্টোপ লস হিট করলো। তার মানি আমি ০.০১ ভলিউম করে ১০ পিপ্স টিপি আর স্টোপ লস ব্যবহার করলাম। এই ভাবে ১.০০ ভলিউম এ আমার ০.০৫ ভলিউম স্টোপ লস হিট করলো ভালি ০.৯৫ ভলিউম টিপি হিট করলো। আর এই হিসাব অনুজায়ী অভার অল আপনি প্রফিট এ থাকবেন।

bdunity
2019-03-24, 12:39 PM
আমার মতে আপনি স্টপ লস কত দিবেন সেটা মার্কেট প্রাইচ করে দিতে হবে।আপনি কতো ভলিয়ম দিয়ে ট্রেড করেছেন তা আগে দেখতে হবে।তারপর আপনাকে যেখানে এন্টি নিয়েছেন সেখান থেকে আপনি কতো পিপ রিস্ক নিবেন সেই অনুযায়ী আপনাকে ক্যালকুরেট করে বের করতে হবে।

SAGOR_HALDER944
2019-03-24, 01:02 PM
৫ পার্সেন্ট স্টপ লস বের করতে হলে প্রথমে দেখতে হবে আপনার মূলধন কত? তারপর দেখতে হবে আপনি কত ভলিউমে ট্রেড করেছেন এবং আপনার ট্রেডের এন্ট্রি পয়েন্ট। যেমন ধরুন আপনার মূলধন ১০০ ডলার। এবং আপনি জিবিপি/ ইউএসডি পেয়ারে ১.৩৫০০ তে . ২০ ভলিউমে একটি ট্রেড সেলে ওপেন করেছেন।এখন আপনার মূলধনের ৫ পার্সেন্ট হচ্ছে ৫ ডলার। এবং প্রতি পিপ্স ওঠানামার ফলে লাভ বা লস হবে ২০ সেন্ট বা . ২০ ডলার। তাহলে (৫÷.২০)=২৫ পিপ্স উপরে আপনাকে স্টপ লস ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনার স্টপ লস পয়েন্ট হবে ১.৩৫২৫।

Grimm
2019-03-24, 04:12 PM
পারসেন্টেজ সম্পূর্ণ নির্ভর করে আপনার মুলধনের উপর। আপনি যদি আপনার মুলধন না বলেন আর কত লট এ ট্রেড করবেন এটা যদি না বলেন তাহলে এটা কখনই বলা সম্ভব নয় যে আপনার ৫% স্টপলস লেবেল কততে হবে। তাই আগে আপনার মুলধনের পরিমাণ এবং ট্রেডের লট বলতে হবে। আমি সাধারণত ১০ সেন্টের ট্রেড করি আর আমার ১০০ ডলার এর মুলধন নিয়ে যখন করি তখন আমার ৫% ঝুকি হবে ৫০ পিপস নিচে বা উপরে। তাই এইভাবে আপনি নির্ণয় করতে পারেন।