PDA

View Full Version : টেক প্রফিট কি?



Biplob72
2016-04-03, 12:17 PM
টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
ধরুন, আপনি ১.৩৫৪০ তে একটি বাই ট্রেড ওপেন করলেন। আপনি চাচ্ছেন ৫০ পিপস লাভ করবেন।:ok:

Sahed
2016-07-23, 03:25 PM
ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেক প্রফিট একটি গুরুত্বপূর্ণ বিষয় । স্টপ লস ব্যবহারের মাধ্যমে আপনি আপনার একাউন্ট ব্যালেন্স শূন্য হওয়া থেকে বিরত রাখতে পারেন । অভিজ্ঞ ট্রেডাররা সব সময় স্টপ লস ব্যবহার করে ট্রেড করে থাকে । আর টেক প্রফিট হচ্ছে অতিরিক্ত লোভ না করে একটি নির্দিষ্ট লক্ষমাত্রা নিয়ে ট্রেডটি আপনা আপনি বন্ধ করে দেওয়ার একটি কৌশল ।

milonkhanfx1993
2016-10-01, 10:12 PM
আপনি এটার সাথে ট্রেলিং স্টপ ও ব্যাবহার করতে পারেন। মানে আপনার ট্রেড যখন প্রফিট এ থাকে তখন আপনি অনেক সময় এস এল টা কমিয়ে আনেন এটা সেই কাজ টাই করে আপনার এস এল টা কমিয়ে দেই। আপনার চার্ট এর ট্রেড লাইন এর উপর রাইট ক্লিক করলেই অপশন পাবেন।

Dilip05
2016-10-03, 05:58 AM
ফরেক্সে মার্কেটে লাভ ও লস দুটিই হয়। টেক প্রফিট হচ্ছে অতিরিক্ত লোভ না করে একটি নির্দিষ্ট লক্ষমাত্রা নিয়ে ট্রেডটি আপনা আপনি বন্ধ করে দেওয়ার একটি কৌশল ।

MoinFX
2016-10-03, 12:57 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে আমাদের কে বুঝতে হবে কখন ট্রেড এন্ট্রি নিতে হবে একটা ট্রেড অপেন করার পর কোথায় টিপি দিতে হবে কোথায় স্টপ লস ব্যাবহার করতে হবে সেটা আমাদের কে বুজতে হবে।

udaydebnath
2016-10-03, 08:08 PM
ফরেক্স মার্কেটে টেক প্রফিট সেট করা খুবই গুরুত্বপূর্ন একটি বিষয়, ট্রেড ওপেন করে যদি চার্টের সামনে বসে না থাকতে পারি তাহলে প্রাইস যতটুকু উপরে উঠতে পারে বা নামতে পারে সেই ধারনা অনুযায়ি টেক প্রফিট সেট করে রাখা যেতে পারে। পরে যদি প্রিাইস টেক প্রফিট পর্যন্ত যায় তাহলে প্রফিট অটোমেটিক ব্যলেন্সে যোগ হবে।

mithun30
2016-10-04, 10:01 PM
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই লং টার্ম ট্রেড করতে হবে কারন আমরা যখন লং টার্ম ট্রেড করি তখন আমাদের প্রতিটা ট্রেড আমাদের লাভের পরিমান পুরন করে ট্রেড বন্ধ করতে পারব। স্কেলপিন করলে একটা সমস্যা হয় যে ফরেক্স মার্কেটে আপনাকে সাময়িক লাভ করতে পারবেন সে সকল লাভ একটি ট্রেড বিপরীতে গেলে সেটা চলে যাবে।

Hassan Raja
2016-12-07, 10:21 PM
মার্কেটে ট্র্রেড করতে আসলে আপানার লাভ লস দুটোই হবে । যদি আপনি স্টপ লস বুঝে থাকেন তবে টেক প্রভিট ও বুঝবেন । টেক প্রভিট হলো কি পরিমান প্রফিট হলে আপনার এ্যাকাউন্ট অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে তা সেট করে রাখা যতে আপনি ট্রেডিং এর না থাকলেও আপনার ট্রেড আপনার সেটিং অনুযায়ি ক্লোজ হয়ে যাবে। আপনাকে ক্লোজ করতে হবে না।

nbfx
2016-12-08, 02:58 PM
ফরেক্স মার্কেটে আপনার মূলধনের নিয়ন্ত্রনের জন্য স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করা হয়। টেক প্রফিট হলো কোন একটি নিদিষ্ট প্রাইসে আপনার ট্রেডটি লাভে ক্লোজ হবে। টেক প্রফিটের উপকারীতা অনেক । অনেক সময় দেখা যায় ট্রেড লাভ হওয়ার পর আবার লস হয়ে যায়। এক্ষেত্রে লাভের ট্রেড আর লস হওয়ার সম্ভাবনা নাই।

RUBEL MIAH
2016-12-11, 09:58 PM
আমরা ফরেক্স মার্কেট সব সময় বসে থাকতে পারি না । কারণ বিভিন্ন ঝামেলা থাকে । আমরা যদি টেইক প্রফিট দেই তাহলে অবশ্যই আমরা চিন্তামুক্ত থাকতে পারি । যে ট্রেডার টেইক প্রফিট ব্যবহার করবে সে সব সময় ট্রেড নিয়ে চিন্তা মুক্ত থাকতে পারবে । আর আপনারাও চেষ্টা করেন যে ফরেক্স ট্রেড যখনই করবেন তখনই টেইক প্রফিট দিয়ে দেবেন ।

riponinsta
2016-12-22, 06:41 PM
টেক প্রফিট হল আপনি কত তুকু লাভ করলে আপনার টেড বন্দ হয়ে যাবে । টেক প্রফিট দিয়ে আপনি মার্কেট এ রিস্ক ফ্রী হয়ে টেড করতে পারবেন । ফরেক্স মার্কেট এ যে সব ফরেক্স টেড আর আছে তারা সবাই টেক প্রফিট ব্যবহার করে আমি নিজেও টেক প্রফিট ব্যবহার করি টেক প্রফিট ব্যবহার ছাড়া টেড করার কথা ভাবাই যাই না আমি মনে করি ।