PDA

View Full Version : ফরেক্স এ ট্রেড করে কেউ কি দেউলিয়া হয়?



S M Murshedul Akhter
2016-04-04, 10:10 AM
আমি ফরেক্স এ নতুন। এই ব্যবসায় লাভ লস কতটুকু তা আমি জানি না। অনেকে বলে, এই ব্যবসা করে নাকি অনেকে দেউলিয়া হয়েছে। কথাটা কতটুকু সঠিক তা আমি জানি না। দয়া করে জানাবেন কি?

Sahed
2016-07-24, 04:10 PM
হ্যা হতে ও পারে । আর যদি কেউ হয় তাহলে এটি নিজের ভূলের কারনে হবে । কেননা ফরেক্স কোন আলাদিনের চেরাগ নয় যে শুধু এখান থেকে ডলার বাহির হবে । আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ফরেক্স একটি ব্যাবস*ায় । এখানে লাভ এবং লস উভয়ই রযেছে । মার্কেটে এসেই যদি আপনি বিলিয়নার হওয়া চিন্তা করেন তাহলে আপনি দেউলিয়া হতেই পারেন ।

fatema begum
2016-07-31, 03:45 AM
আমি অনেক জনকে দেখেছি যে তারা নাকি কখনো ফরেক্স করেনি।আসলে না করা সত্তেও বিভিন্ন তথ্য তারা দিয়েছে।আসলে লোভ থেকে দূরে থাকতে পারলে ফরেক্স থেকে লাভ করা যায়।আমরা ডেমো থেকে তা বুঝতে পারি।ডেমো ট্রেডিং করে আগে ভাল করে শিখে নিতে হবে।ফরেক্স এমন একটি ব্যবসা যেখানে আপনি আনলিমিটেড আয় করতে পারেন।আর কেউ যদি এটার ভুল ব্যবহার করতে থাকে ,তাহলে তারতো সমস্যা আছে।

Realifat
2016-08-20, 07:38 AM
ফরেক্সে ট্রেড করে কেউ দেউলিয়াদেউলিয়া হবে কি হবেনা সেটা নির্ভর করবে ট্রেডারের ওপর। কেউ যদি ব্যংক থেকে লোন নিয়ে ট্রেড করতে আসে এবং বড় ভাবে দ্রুতই প্রফিট করতে গিয়ে লস করে তখন তো সে দেউলিয়া হবেই।কেননা ব্যংক তখন তার বাড়ির নিলাম করে লোনের টাকা নিবে।কিন্তু লোন ছাড়া যারা নিজের অল্প পুজি দিয়ে ট্রেড করবে তাদের কখনই দেউলিয়া হবেনা।

Shuvo Ghosh
2016-09-01, 11:15 PM
প্রতিটা ব্যবসাতেই লাভ এ লস দুই থাকে। এমন কোন ব্যাবসা নেই যেখানে শুধু লাভ আছে আর শুধু লস আছে। তেমনি ফরেক্স এও সব কিছুু হারানো অর্থাৎ দেওলিয়া হওয়া কোন বিষয় না। যদি আপরা ট্রেডিং সম্পর্কে কোন প্রকার জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা না থাকে তাহলে আপনি না চাইলেও ফরেক্স আপনাকে দেওলিয়া করে ছেড়ে দিবে।

emran605
2016-09-04, 09:13 AM
hagp moto pasa

milonkhanfx1993
2016-09-19, 03:59 PM
দেখেন,আপ্নি যদি কিছু না শিখে ফরেক্স করতে আসেন তবে লাভ ও করবেন লস ও করবেন ,সেটা অন্ধকারে ঢিল ছোড়ার মত,আর দেউলিয়া তখন ই হবেন যখন এটা না জেনে অনেক বড় ব্যালেন্স নিয়া ট্রেড করবেন তাউ আবার স্টপ লস ছাড়া।

Dilip05
2016-09-29, 09:10 AM
আপনি যদি বড় কোন ব্যালেন্চ নিয়ে না শিখে ট্রেড করেন তাও আবার স্টপ লস ছাড়া তাহলে অাপনার দেউলিয়া হওয়ার সম্ভাবনা থাকে।

Emdademoo
2016-11-02, 02:12 PM
বাংলাদেশি মধ্যমানের ট্রেডারদের এভারেজ আয় কত হয়।আর এ পর্যায়ে যেতে কত ইনভেস্ট করতে হয়।

Emdademoo
2016-11-02, 02:22 PM
বোনাস দিয়েই শুরু করেন ভাই।পরে ডিপোজিট করে আয় করুন।এখানে আপনার লসের সম্ভাবনা নাই।

Emdademoo
2016-11-02, 02:24 PM
হুম।ডেমো দেখেই শুরু করা উচিত সবার।

sohrab
2016-11-19, 10:37 PM
ফরেক্স করে কেউ দেউলিয়া হয়েছে এমন কয়েক জনের নাম আমি শুনেছি । এ িসকল পরেক্স ট্রেডার দক্ষতাকে কাজে না লাগিয়ে লোবে পড়ে বড় বড় ট্রেড করে সব কিছু হারিয়েছে ।কেননা ফরেক্স একটি অভিজ্ঞতা ও দক্ষতার ব্যাবসা । কেউ যদি না জেনে আনেক বড় লটে *ট্রেড করে লস খায় তা হলে তার দেউলিয়া হওয়ার সম্ববনা থাকে ্

Eefatali
2017-01-21, 06:40 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনার দরকার হবে ডিপোজিট। এখন ডিপোজিট আপনাকে করতে হবে সেই ডিপোজিট করার জন্য আপনি যদি কোথাও থেকে লোন করেন তবেই দেউলিয়া হবেন।কিন্তু লস না করলে দেউণিয়া হবেন না। দেউলিয়া অনেক সময় অনেক কোম্পানি কর্তক পরিচালিত ট্রেডাররা হয় তাছাড়া পার্সোনাল ট্রেডাররা দেউলিয়া হয় না।