PDA

View Full Version : এপ্রিল মাসে US dollar এর বিপরীতে কয়েক টি মূদ্রার প&#



MohabbatElahi
2016-04-05, 03:44 AM
এপ্রিল মাসে US dollar এর বিপরীতে কয়েক টি মূদ্রার পতনের সম্ভাবনা৤
------------------------------------------------------------
মার্চ ২০১৬ এর প্রথম দুই সাপ্তাহে US Dollar অন্যসব মূদ্রার সাথে ফেডারেল রিজার্ভের অপরিবর্তীত Bank Interest rate ও Initial Jobless Claims এর low performance ফলে পতন হলেও পরবর্তী সাপ্তাহ অথাৎ 3rd Trading Week-এ US Dollar প্রাইজ রিকভারের সম্ভাবনা তৈরি করেছিল যা ট্রেডিং মার্কেটে অন্যসব মূদ্রা কে খুবই প্রভাবিত করেছে ৤
---------------------------
কিন্তু মর্চের শেষ সাপ্তাহ বা 4th Week Wednesday, Mar 30, 2016 day-তে পরবর্তী দুটি Economical Events (ADP & NFP) সামগ্রীক পর্যালোচনায় Bearish হওয়াতে US Dollar-এর পতন হয়, ফলে বিশ্বের বৃহত্তম ফরেক্স ট্রেডিং মার্কেটে অন্যসব মূদ্রা শক্তিশালী অবস্থান তৈরি করে নেয় ৤
---------------------------

অপর দিকে এপ্রিলের প্রথম দিন শুক্রবার NFP (Previous: 245K.Forecast: 205K.Actual: 215K) ঘোষনার পর তা প্রত্যাশীত পরিমান থেকে কিছুটা ভাল অবস্থানে (+10K) থাকায় Global trader sentiment কিছুটা US Dollar-এর পক্ষে চলে যায়, ফলে US Dollar কিছু টা শক্তিশালী হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে ছিল৤
--------------------------
কিন্তু একই সময়ে United States Unemployment Rate ( Previous:4.9%. Forecast: 4.9%. Actual: 5.0%) Increasing এর কারনে পুনরায় US Dollar দূর্বল হয়ে পড়ে ৤ ফলে Friday তে US Dollar-এর daily candle টি long-legged doji তে পরিনত হয়৤ এবং মার্কিন ডলারের বিপরিতে অন্য সব মূদ্রা কিছুটা অপরিবর্তিত ছিল৤
----------------------------
সূতরাং সামগ্রীক দিক মূল্যায়নে এপ্রিলের প্রথম সাপ্তাহ ফরেক্স ট্রেডিং মার্কেটের জন্যে খুবই গুরুত্বপূর্ন বিশেষ করে চলতি সাপ্তাহের Initial Jobless Claims এই events টি৤ এছাড়া বর্তমানে USDX একটি strong demand zone- এ অবস্থান করছে৤
অতএব যদি চলতি সাপ্তাহে মার্কিন ডলার শক্তিশালী পজিশন তৈরি করতে সক্ষম হয় তবে পরর্বতী সাপ্তাহে বিশেষ কিছু মুদ্রা মার্কিন ডলারের বিপরীতে পিছিয়ে যেতে পারে যেমন, AUD, EUR,CAD, CHF

---------------------------------------------------------------------------------
A.E: Forex Fundamental
Currency: USDX
Time Frame: D1 with W1
Current Sentiment: Under pressure & waiting for channel.
---------------------------------------------------------------------------------
Md Mohabbat E Elahi
Analytical Expert: Forex & CFD Market.
Writer: The insider secret of global Forex market.