PDA

View Full Version : ফরেক্স ট্রেডে বিকাশ একাউন্ট সংযোগ দেয়া যা



S M Murshedul Akhter
2016-04-05, 04:36 PM
আমি ফরেক্স এ নতুন সদস্য। আমার একাউন্ট ভেরিভিকেশন এর কাজ এখনো শেষ হয় নি। সবচে হাতের কাছের একাউন্ট হলো বিকাশ একাউন্ট। এই একাউন্ট ব্রোকার এর নিকট গ্রহণযোগ্য হলে খুব ভালো হয়। মুল কথা হলো B cash একাউন্ট কি ব্রোকারগণ অনুমোদন করেন?

S M Murshedul Akhter
2016-04-05, 10:25 PM
বড় ভাইদের বলছি যে ব্রোকারদের নিকট হতে কারেন্সি ট্রেডের অর্থ পাওয়ার সহজ উপায় হিসেবে বিকাশ একাউন্ট সংযোগ করা যায় কি না। কোনো সমাধান এ পর্যন্ত পাওয়া গেলো না। আশা করছি সমাধান পাবো।

RUBEL MIAH
2016-04-29, 07:52 PM
ফরেক্স হল একটি আর্ন্তজাতিক ব্যবসা । এই ব্যবসা লেনদেন ব্যাংকের মাধ্যমে , স্কিলের মাধ্যমে করা যেতে পারে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করে তারপর করব তাহলেই সফলকাম হতে পারবে । অতএব বিকাশ এ্যাকাউন্টের মাধ্যমে এখনো কার্যক্রম শুরু করা হয়নি ।

fardin222333
2016-04-29, 08:02 PM
ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা। এই ব্যবসা লেনদেন ব্যাংকের মাধ্যমে। তাই এখানে বিকাশ এ্যাকাউন্টের মাধ্যমে দলার লেনদেন হয় না। তাই এটা আসা করা যায় না। ব্যাংক এর মাধ্যমে লেনদেন করতে হবে।

Realifat
2016-04-29, 08:55 PM
ফরেক্সে বিকাশ অ্যাকাউন্টে গ্রহনযোগ্যতা নেই। তবে আপনি যেটা বলচেন অর্থাত ফরেক্সে যদি সত্যিকারেই বিকাশ অ্যাকাউন্টের ব্যবহার করা সম্ভব হতো তবে খুবই ভালো হতো আমাদের বাংলাদেশীদেরর জন্য। কেননা বাংলাদেশীরা বিকাশ সংক্রান্ত ব্যাপারে লেনদেন করে অভ্যস্ত হয়ে রয়েছে।

basaki
2016-05-06, 08:55 AM
মার মনে হয় ফরেক্স একাউন্টে বিকাশ একাউন্টা থেকে টাকা ডিপোজিট করার কন প্রকার সুবিধা নাই। তবে যদি থাকে আমার সেটা জানা নেই। কেউ যদি সেটা জানেন তবে আমাদের সাথে শিয়ার করলে ম্রা সবাই অনেক উপকার পাবো বলে আমি মনে করি তাই সব কিছু জানাটা অনেক কটিন।

sharifulbaf
2016-05-06, 02:42 PM
ফরেক্স মার্কেটের ফরেক্স ব্রোকারের একাউন্ট বিকাশ একাউন্টের স্ট্রেটমেন্ট দ্বারা করা যাবে তার জন্য বিকাশ একাউন্টের স্ট্রেটমেন্টের কপিতে ব্যাংকের সিল দিয়ে সাইন করে দেওয়া থাকিলে একাউন্ট ভেরিফাই হয়ে যাবে,তাই ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য আমাদের একাউন্ট ভেরিফাই করে নিয়ে ট্রেডিং করতে হবে।

dwipFX
2016-05-06, 07:40 PM
ফরেক্স মার্কেটে আমি নতুন ট্রেড করি আপনার কথার সাথে একমত কারন বিকাশ একাউন্ট এটেচ করতে পারলে আমাদের টাকা উঠাতে অনেক নিরাপদ হত। কতৃপক্ষ এটা অনুমোদন করে তাহলে আমাদের অনেক সুবিদা হবে।

kholil
2016-09-26, 10:34 PM
আমি ফরেক্সে নতুন কাজ করার জন্য এসেছি । যতটুকু জেনে কাজ করা যায় ততটুকু জেনে ফরেক্স শিখে ফরেক্সে কাজ করতে এসেছি । কিন্তু আমি জানি না যে ফরেক্সে ট্রেডে বিকাশ একাউন্ট যোগ করা যায় কিনা । তবে আমার মনে হয় ফরেক্স ট্রেডিং এ বিকাশ এখাউন্ট যোগ করা যায় না । ফরেক্সে যদি বিকাশ একাউন্ট যোগ করা যেত তাহলে ভালোই হতো । ফরেক্সে কাজ করে টাকা নিজের বিকাশ একাউন্টে রাখা যেত , আর খুব সহজে হাতে পাওয়া যেত ।

Mamun13
2017-09-20, 07:40 AM
আপনার বিকাশ একাউন্টের স্ট্যাটমেন্টের স্ক্যান কপি দিয়ে এড্রেস ভেরিফাই হওয়ার সম্ভাবনা আছে৷আপনার যদি কোনোও ব্যাংক একাউন্ট থাকে তাহলে ঐ একাউন্ট স্ট্যাটমেন্টের স্ক্যান কপি দিয়ে সহজেই রিয়েল একাউন্টের দ্বিতীয় লেভেল ভেরিফাই করে নিতে পারবেন৷যদি আপনার বিকাশ একাউন্টের স্ক্যান কপি দিয়ে এড্রেস ভেরিফিকেশন অনুমোদন নাই করে তাহলে আপনার বিদ্যুৎ বিল,গ্যাস বিল,পানির বিল,ফোন বিল,ড্রাইভিং লাইসেন্স ইত্যাদির স্ক্যান কপি দিয়েও ভেরিফাই করে নিতে পারবেন৷

01797733223
2017-09-21, 05:39 PM
না । ফরেক্স একটি অনলাইন ভিত্তিক ব্যাবসা এখানে টাকা উত্তোলন থেকে শুরু করে যাবতীয় আর্থিক কাজ অনলাইনে করা হয় । এর জন্য পেমেন্ট প্রসেসর বা পেমেন্ট গেটওয়েও অনলাইন ভিত্তিক । তাই আপনি চাইলে ব্রোকার কর্তৃক অনুমোদিত যেকোনো অনলাইন ভিত্তিক পেমেন্ট গেটওয়ে ব্যাবহার করতে পারেন । যেমন স্ক্রিল , পেয়জা, পেপাল, পারফেক্ট মানি ইত্যাদি । এগুলো অফলাইন ব্যাংক এর চেয়ে অনেক সুবিধা জনক । কারন এতে সব কাজ অনলাইনে করা হয় । ফলে আপনি বিশ্বের যেকোনো প্রান্ত থেকে এই কাজ গুলো করতে পারেন ।

Mahidul84
2017-09-21, 07:35 PM
আমি ফরেক্স এ নতুন সদস্য। আমার একাউন্ট ভেরিভিকেশন এর কাজ এখনো শেষ হয় নি। সবচে হাতের কাছের একাউন্ট হলো বিকাশ একাউন্ট। এই একাউন্ট ব্রোকার এর নিকট গ্রহণযোগ্য হলে খুব ভালো হয়। মুল কথা হলো B cash একাউন্ট কি ব্রোকারগণ অনুমোদন করেন?

ভাই এটা হচ্ছে একটি আন্তর্জাতিক মার্কেট এখানে শুধু কারেন্সি লেনদেন হয়। তাই আপনাকে না বললেই না হয় এটা বাংলাদেশের মুদ্রার সাথে কোন ধরনের সম্পর্ক নেই অথচ আপনি বিকাশ এ্যাকাউন্টে কথা বলছেন। এই মার্কেট থেকে টাকা উত্তোলন করতে হলে আপনাকে কিছু অনলাইন ভিত্তিক ব্যাংক এ্যাকাউন্ট আছে সেগুলো খুলতে হবে আর তার মাধ্যমেই আপনি টাকা উত্তোলন করতে পারবেন। অথবা আপনি মাষ্টার কার্ড এর মাধ্যমেও টাকা উত্তোলন করতে পারবেন।

Grimm
2018-01-24, 11:06 PM
আপনি যে একাউন্টের কথা বলেছেন সেটা হলো আমাদের দেশের একটি লোকাল সেবা, কিন্তু ফরেক্স হলো আন্তর্জাতিক সেবা। এখানে কোন লোকাল সেবা পাওয়া সম্ভাবনা নেই। তাই আপনি যদি এই ব্যবসা থেকে আপনার টাকা উত্তোলন করতে চান তাহলে অবশ্যই আন্তর্জাতিক মানের একাউন্ট ব্যবহার করতে হবে। আপনি ইচ্ছা করলে আপনার ব্যাংক একাউন্ট ব্যবহার করতে পারেন কিন্তু সে জন্য আপনার ব্যাংক এর মাধ্যমে এই বাজারে অর্থ বিনিয়োগ করতে হবে, আর সেটা করতে পারবেন আপনি ইন্সটাফরেক্স এর লোকাল অফিস এর মাধ্যমে।

samun
2021-10-25, 01:39 PM
আমার জানামতে ফরেক্স মার্কেটে সরাসরি বিকাশ রকেট বা নগদ একাউন্ট সংযোগ দেয়া সম্ভব হয়না বরং আপনি ডলার উইথড্রো দেওয়ার পর আইপিডিবিএস এর মাধ্যমে যখন ডলার সেল করেন সেখানে আপনার এই একাউন্টের তিনটি অপশন থাকে যার যেকোন একটির মাধ্যমে আপনি ডলারকে বিক্রি করে টাকা নিতে পারেন এটি শুধুমাত্র আইপিডিবিএস এর সাথে সংযুক্ত