Log in

View Full Version : ফরেক্স নিয়ে সাধারন কথাবার্তা (5 veiwing)



Tazul Islam
2016-04-07, 04:56 PM
আমি যখন ফোরামে লগইন করি তখন দেখি ফরেক্স নিয়ে সাধারন কথাবার্তায় viewer এর সংখ্যা কখনো ৫ কখনো ১১ ইত্যাদি। ফোরাম ভিউয়ার এত কম হওয়া র কারন কি?

RUBEL MIAH
2016-05-30, 10:53 PM
ফরেক্স ব্যবসা নিয়ে আমরা যদি সব সময় আলোচনা করি তাহলে আমরা কখনোই লসে পড়বো না । আমরা আগে ধৈর্য্য ধারণ করে তারপর যদি এই ব্যবসা করে থাকি তাহলে অবশ্যই আমরা সফলকাম হতে পারব । সুতরাং আমরা কখনোই এ্যানালাইসিস ছাড়া এই ব্যবসা করব না তাহলেই সমস্যায় পড়ে যাব ।

Mrs.SaoudiaIslam111989
2016-05-30, 11:45 PM
বাংলাদেশ ফরেক্স ফোরামে অনেকগুলো বিষয়বস্তু রয়েছে যার মধ্যে অন্যতম একটি হল ফরেক্স নিয়ে সাধারন কথাবার্তা যেখানে ফরেক্স ট্রেডিং নিয়ে বিভিন্ন সমস্যা,বিভিন্ন ট্রেড সহায়ক বিষয়,বিভিন্ন দিকনির্দেশনা ইত্যাদি প্রদান করা হয়ে থাকে যার মাধ্যমে নতুন ট্রেডাররা ফরেক্স ট্রেডিং বিষয়ে অজানা তথ্য খুব অল্প সময়ের মধ্যেই জেনে নিতে পারেন যা ফরেক্স ট্রেডিংয়ের জন্য অনেক বেশি সহায়ক ভূমিকা রাখে।

Mamun13
2017-06-19, 06:39 PM
অনেক সদস্যই তাদের সুযোগ-সুবিধা অনুসারে ফোরামে বসে৷অল্প সময়ে কিছু কিছু স্টাডি করে বের হয়ে যায়৷সেগুলো ডেমো বা রিয়েল ট্রেডিং এ প্র্যাকটিস করে থাকে৷তাই বেশি সদস্য একই সাথে ফোরামে বেশিক্ষণ থাকেনা৷আমি নিজেও বেশিক্ষণ লেখাপড়ার সময় পাইনা৷ ফরেক্স স্টাডির জন্য অবশ্য্ই ফোরামে লেখাপড়া করে খুটিনাটি সব বিষয় শিখতে হবে ৷

Competitor
2017-06-19, 09:03 PM
ফোরামে ভিউয়ার বেশি না থাকা মানেই এই নয় যে ফোরাম কিংবা ফরেক্স জনপ্রিয় নয় । বরং এটা মনে করতে হবে যে আমরা যারা ফোরামে মেম্বার আছি তারা একই সময়ে ফোরামে সবাই ঢুকে না । যেহেতু ফোরামে যে কেউ যে কোন সময় কাজ করতে পারে তাই বিচ্ছিন্নভাবে সবাই ঢুকে । যে কারণে অনেক বেমি ভিজিটর এর দেখা মেলে না । সে জন্য আমাদেরকে কাজ করতে হবে ।

01797733223
2017-12-23, 12:07 PM
ভাই ফোরামে ভিউয়ারের সংখ্যা কম হওয়ার প্রধান কারন হল মানুষ ধৈর্য নিয়ে বেশি সময় ধরে ফোরামে অবস্থান করতে চায়না, হয়তবা তাদের ব্যস্ততা নাহলে অন্যকিছু। কারন মানুষের পড়ালেখার পাশাপাশি অনেক কাজ করতে হয়। তাই ফরেক্স নিয়ে সাধারন কথাবার্তায় বাংলাদেশ ফরেক্স ফোরামে যেখানে ফরেক্স ট্রেডিং নিয়ে বিভিন্ন সমস্যা, বিভিন্ন বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা ইত্যাদি দেওয়া থাকে, যা নতুন ট্রেডাররা তাদের অজানা তথ্যসমূহ খুব সামান্য সময়ে জেনে নিতে পারেন।

expkhaled
2017-12-23, 02:17 PM
ফোরামে এক সংগে সবাই থাকে না বলেই এত ভিউয়ার দেখা যায় না। আমার বিশ্বাস সবাই ফোরামে প্রতিদিন পড়াশুনা করেন এবং প্রতিদিনই ফোরামে সময় দেন কারন পোষ্টিং দেখলেই বোঝা যায়। যাই হোক আমাদের ধীরে ধীরে উন্নতি হবে সময় লাগবে, ধৈর্য্য ধারন করতে হবে আরও। আমি মনে করি এই ফোরামের মাধ্যেমেই ফরেক্স এর বিপ্লব ঘটবে বাংলাদেশে সেদিন বেশী দুরে নয়। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে যাতে ভালভাবে শিখতে পারি মার্কেট ভালভাবে এনালাইসিস করে সঠিক ট্রেডিং করতে পারি। অামার কথা হলো যাই কিছু শিখেন না কেন সেটা ভাল ভাবে শিখেন।

samun
2021-07-27, 11:45 AM
নতুন ট্রেডার হিসেবে আমার জ্ঞান খুবই সীমিত এবং সীমাবদ্ধ আমার জ্ঞানের অনুকূলে আমি যতটুকু বুঝি ফরেক্স মার্কেট এ কাজ করতে হলে অবশ্যই প্রাথমিকপর্যায়ে জ্ঞান অর্জন করতে হবে তারপর এক বছরের মত ডেমো ট্রেডিং করে দক্ষতা এবং অভিজ্ঞতা বৃদ্ধি করতে হবে পরবর্তীতে রিয়েল ট্রেডিং নিয়ে এসে অবশ্যই ধৈর্যের সাথে এই মার্কেটে কাজ করতে হবে অবশ্যই মানি মানি ম্যানেজমেন্ট এর উপর লক্ষ্য রাখতে হবে এবং লোভ বিহীন অল্প লটে ট্রেড ওপেন করতে হবে যাতে করে ফরেক্স মার্কেটে একটু দেরিতে লাভ হলেও টিকে থাকা সম্ভব নয় কারণ আমি দুদিন পরে লাভ নিলে কোন সমস্যা নেই কিন্তু যদি একবার ব্যালেন্স 0 হয়ে যায় তবে পরবর্তী ব্যালেন্স না আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে তাই এর থেকে ভালো নিজেকে নিয়ে ভাবে ফরেক্স মার্কেটে টিকিয়ে রাখতে হবে