PDA

View Full Version : ফরেক্স কপি



yasir arafat
2016-04-07, 06:07 PM
ফরেক্স কপি বিভিন্ন রকমের দেখা যায় । তার মধ্যে একটি হল আপনি আরেকজনকে কপি করবেন।আর আরেকটি হল নিজে নিজে ট্রেড ওপেন হবে।আরও অনেক ধরনের নিয়ম আছে।আপনি এই ফোরামে আরও তথ্য পাবেন।কপি ট্রেড যারা মার্কেট এনালাইসিসের জন্য দূর্বল তাদের জন্য উপকারী।

Tazul Islam
2016-04-07, 07:18 PM
কপি ট্রেড নতুনদের জন্য ভাল । তবে কপি ট্রেড করার পূর্বে ডেমোতে কপি ট্রেড করে দেখতে হবে ঐ সফটওয়ার কত সঠিক তথ্য প্রদান করছে। ১০ টা ট্রেডের মধ্যে তারা কয়টিতে সফলতা পাচ্ছে । যদি ৭ সফল হয় তাহলে কপি ট্রেড করা যেতে পার। আর কপি করতে করতে একদিন এক্সপার্ট হয়ে যাবেন।

RUBEL MIAH
2016-09-19, 09:54 PM
আমরা ফরেক্স ব্যবসা করতে হলে ফোরামের গুরুত্ব অপরিসীম । কিন্তু যে এই ফোরামের লেখা কপি করবে সে কিন্তু লসে পড়ে যাবে । এমনকি তার এ্যাকাউন্ট বন্ধ করেও দিতে পারে । সুতরাং আমরা কখনোই ফোরামের পোষ্ট কপি করব না ।

uzzal05
2016-12-14, 12:00 PM
আপনি বোধয় বুঝাতে চেয়েছেন যে ফরেক্স মার্কেট এ ট্রেড কপি। আমি এরকম দেখেছি যে ভাল ট্রেডার গন এরকম সার্ভিস দিয়ে থাকে। তারা যা ট্রেড করবে আপনার একাউণ্ট ও সেই ট্রেড ওপেন হবে। এবং তারা যে রকম প্রফিট বা টারগেট করবে আপনার ও তাই হবে।

Fazlul
2016-12-14, 12:29 PM
কপি ট্রেড নতুনদের জন্য ভাল । তবে কপি ট্রেড করার পূর্বে ডেমোতে কপি ট্রেড করে দেখতে হবে তথ্যগুলো কততা সঠিক প্রদান করছে। ৭-৮ টা ট্রেডের মধ্যে তারা কয়টিতে লাভ পাচ্ছে আর কয়টিতে লস খাচ্চে । যদি ৫-৬ ট্রেড সফল হয় তাহলে কপি ট্রেড করা যেতে পার। আর কপি করতে করতে একদিন অভিজ্ঞ ফরেক্স ট্রেডার হয়ে যাবেন। তখন সফলতা লাভ করতে পারবেন।

nazib72
2016-12-14, 07:34 PM
ফরেক্স এ কপি ট্রেড ট্রেডার কে ভালো অভিজ্ঞতা অর্জনে সাহাজ্য করে তবে এটা আপার রিয়েল ট্রেড এ ভালো ফলদায়ক নাও হতে পারে।এটাকে আপনি ডেমোতে প্রয়োগ করে দেখতে পারেন।আবার ফরে এ অনেকে বোনাস নেবার জন্য কপি করে পোস্ট করে তাদের একাউন্ট চিনহিত করে ব্যানেড করে দেয়া হয়।তাই কপি না করে ফোরামে সথিক ভাবে আলোচনা করুন এবং নিজের ও অন্যের দক্ষতা অর্জনে সাহায্য করুন।

ONLINE IT
2016-12-14, 07:57 PM
আমি কখনো কপি ট্রেড করিনি। জানি না এই ফোরামে এমন কেউ আছে যারা কপি ট্রেড করে থাকে। যদি কেউ থেকে থাকেন তাহলে অনুগ্রহ করে কপি ট্রেড সম্পর্কে বিস্তারিত জানাবেন। আমার মত সবাই উপকৃত হবে। কারন- তাহলে যারা নতুন ট্রেডার আছে কিংবা লসে আছে তারা কপি ট্রেড করে তাদের লস কাটিয়ে উঠতে পারবে।

Skfarid
2016-12-14, 09:32 PM
সকল মানুষে জ্ঞান সমান নয়। সবাই ভাল মানের এনালাইসিস করতে পারেনা। ভিবিন্ন জনের মত ভিন্ন হয়। কিন্তু সব গুল এক হয় না। ফরেক্সে দক্ষ যারা তাহাদের চিন্তাধারা অনেক উন্নত মানের, নতুনদের নতুন এবং অনঅভিজ্ঞরা চাইনমলে অভিজ্ঞদের ট্রেডিং সিস্টাম কপি করে ট্রেড বসাতে পরেন। তবে কেও তো এর বিনাপয়সা আপনাকে কপি করতে দিবেনা। এই জন্য নিজের এনালাইসিস নিজে করুন। ্

Competitor
2017-06-24, 03:47 PM
অনেক নতুন ট্রেডার আছে যাদের ফরেক্স জ্ঞান পরিপূর্ণ বিকাশ লাভ করেনি বলেই এরা অন্য ট্রেডারদের কাছ থেকে ফরেক্স কপি করে একই সময়ে নিজের একাউন্টে ট্রেড করে । তবে আমি মনে করি যে দক্ষতা ব্যাতিত এভাবে অন্যজনকে অণুসরন করে বেশিদিন চলে যাওয়া যাবে না । তাই অমাদের উচিত হবে নিজের দক্ষতার সার্বিক উন্নয়ন করা যাতে করে আমরা নিজেরাই যে কোন মুহুর্তে ট্রেড করার উপযোগি হতে পারি ।

01797733223
2018-01-03, 06:46 PM
ফরেক্স কপি আমার মতে নতুনদের জন্য ভাল তবে এটা সামনে গিয়ে আপনার জন্য বিশাল বড় ক্ষতির কারন হতে পারে। কেননা এখানে যেহেতু আপনি এই ব্যবসাটা সারাজীবন করবেন সেহেতু আপনাকে পরে হলেও সবকিছু ভালভাবে শিখতে ও জানতে হবে। সুতরাং এখানে আমার মতামত হচ্ছে ভাই একটু কষ্ট করে নাহয় শিখলেন তাতে আপনার ইনকামের পথটাও সদৃঢ় হল আর আপনি হালালভাবে আপনার কার্যক্রম সারাজীবন ধরে চালাতে পারবেন, আপনাকে কারো উপর নির্ভর করে থাকতে হবেনা ।

Grimm
2018-01-13, 04:04 PM
আমার মতে যারা ফরেক্সে সময় দিতে পারেন না তাদের জন্য ফরেক্স কপি খুবই খুরুত্বপূর্ণ, তবে কপি করলে আপনি কিছুই শিখতে পারবেন না। আপনি যদি উপার্জনের পাশাপাশি কিছু শিখতে চান তাহলে ফরেক্স কপি এড়িয়ে চলবেন আর নিজের মত করে ট্রেড করবেন। যদি আপনি নিজের মত করে বাজার পর্যালোচনা করে ট্রেড করেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন।

Mahidul84
2018-01-14, 08:03 PM
আমার মতে ফরেক্স এ যারা কপি পেষ্ট করে তারা কখনও ফরেক্স সম্পর্কে কিছুই শিখতে পারে না বরং অন্যের উপার্জিত জ্ঞান চুরি করার চেষ্টা করে থাকে। আর এত সুবিধার চেয়ে অসুবিধা হয় বেশি। আপনি যদি একান্ত ভাবে টাকা উপার্জন করতে চান তাহলে আপনাকে কপি পেষ্ট এড়িয়ে চলতে হবে এবং নিজের দক্ষতা ও অভিজ্ঞতাকে প্রকাশ করতে হবে। যদি আপনি নিজের মত করে বাজার পরিচালনা করতে পারেন তাহলে আপনি একদিন সফলতা নিয়ে আসতে পারবেন এই ফরেক্স মার্কেটে।

Tofazzal Mia
2018-02-13, 02:06 PM
ইন্সটাফরেক্সের এর ফরেক্সকপি পদ্ধতি ট্রেডারদের জন্য সম্পূর্ণ নতুন এক ধরনের যুগউপযোগী পদ্ধতি যার মাধ্যমে যে কোন ফরেক্স ট্রেডার সহজেই অভিজ্ঞ ফরেক্স ট্রেডারদের অনুসরণ ও তাদের লেনদেনসমূহ কপি করে সেই ট্রেড তার নিজের অ্যাকাউন্টে খুলতে পারে। অবশ্য এর বিনিময়ে অভিজ্ঞ ফরেক্স ট্রেডাররা ইন্সটাফরেক্স কোম্পনীর তত্তাবধানে নির্ধারিত অনুপাতে কমিশন পায়। ট্রেড কপি করার সময় একজন ফরেক্সকপি অনুসরনকারী ফরেক্সকপি ট্রেডারের লেনদেন থেকে লেনদেনের পরিমাণ, লটের অনুপাত এবং কোথায় লেনদেন করবে তা নির্ধারণ করে দিতে পারে। এছাড়া ট্রেডার কমিশন প্রদানের জন্য বিভিন্ন অপশন পছন্দ করতে পারে, যেমনঃ লেনদেন প্রতি কমিশন, প্রতি ০.০১ লট অনুপাতে কমিশন এবং তার অনুসারীদের মাধ্যমে পরিশোধযোগ্য একটি লভ্যাংশ শেয়ার।
একজন ফরেক্স ট্রেডার কোন অভিজ্ঞ ট্রেডারদের খোঁজার জন্য সরাসরি ফরেক্সকপি পর্যবেক্ষণ পেজে প্রবেশ করে সেই ট্রেডারের সফলতাকে যাচাই করতে পারে। এই পর্যবেক্ষণ পেইজে কোন নিবন্ধিত অভিজ্ঞ ট্রেডারদের সামগ্রিক ট্রেড এর পরিসংখ্যান, বর্তমান সময়ের ট্রেড ব্যালেন্স, মুনাফার পরিমান এবং বৃদ্ধির সচিত্র প্রতিবেদন দেখার মাধ্যমে কোন ট্রেডার একজন ফরেক্সকপি ট্রেডাররকে সহজেই বেছে নিতে পারে।।

যেকোনো ইন্সটাফরেক্স গ্রাহক বিনামুল্যে ফরেক্সকপি পদ্ধতিতে অনুসরণ বা টেডার হিসাবে নিবন্ধন করতে পারে। বিস্তারিত জানতে ভিজিট করুন: http://bit.ly/2rvCxMN

Rassel Vuiya
2018-02-28, 01:35 PM
অভিজ্ঞ ট্রেডারদের ট্রেড হুবহু আপনার ট্রেডিংয়ে কপি করার একটি অনন্য পদ্ধতি হল ফরেক্সকপি পদ্ধতি। যেসব ফোরাম সদস্য সফল ও অভিজ্ঞ ট্রেডারদের ট্রেড কিভাবে করে শিখতে চান এবং একই সাথে উপার্জন করতে চান, তাদের জন্য ইন্সটাফরেক্সের ব্রোকার এই পদ্ধতিতে ট্রেডিং করার সুবিধা প্রদান করেছে। নিচে ভিডিওটি আপনাকে ফরেক্সকপির কার্যক্রম, ফরেক্সকপির বৈশিষ্ট্য ও সুবিধাসমূহ জানতে এবং ফরেক্সকপিতে নিবন্ধিত হয়ে ট্রেডিং করতে সহায়তা করবে।

https://www.youtube.com/watch?time_continue=25&v=DTBZUdQyQH4

FXBD
2018-03-05, 06:40 PM
অভিজ্ঞ ট্রেডারদের ট্রেড হুবহু আপনার ট্রেডিংয়ে কপি করার একটি অনন্য পদ্ধতি হল ফরেক্সকপি পদ্ধতি। যেসব ফোরাম সদস্য সফল ও অভিজ্ঞ ট্রেডারদের ট্রেড কিভাবে করে শিখতে চান এবং একই সাথে উপার্জন করতে চান, তাদের জন্য ইন্সটাফরেক্সের ব্রোকার এই পদ্ধতিতে ট্রেডিং করার সুবিধা প্রদান করেছে। নিচে ভিডিওটি আপনাকে ফরেক্সকপির কার্যক্রম, ফরেক্সকপির বৈশিষ্ট্য ও সুবিধাসমূহ জানতে এবং ফরেক্সকপিতে নিবন্ধিত হয়ে ট্রেডিং করতে সহায়তা করবে।

https://www.youtube.com/watch?time_continue=25&v=DTBZUdQyQH4

ফরেক্সকপি কিভাবে কাজ করে সেটা নিচের চিত্র থেকে দেখুন
https://fxn.instaforex.com/i/img/forexcopy/forexcopy__1_en.png
ফরেক্সকপি ফলোয়ারদের জন্য এই সিস্টেমের সুবিধা হল। ০১-ফরেক্স মার্কেটের নতুন ট্রেডারদের জন্য সহজে অর্থ উপার্জনের সুযোগ, ০২-বিশাল পরিসংখ্যান থেকে ফরেক্সকপি ট্রেডার নির্বাচনের সুযোগ। ০৩-সর্বনিম্ন $10 ডিপোজিটে কপি শুরু করার সুযোগ। ০৪-আপনার অ্যাকাউন্টে ট্রেডিং সম্পন্ন হবে এবং আপনি ট্রেডিং প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারবেন্এ। ০৫-কটি সহজ পেমেন্ট স্কিম (কোম্পানির পেমেন্ট ব্যবস্থাসহ)। ০৬-একসঙ্গে অনেকজন ট্রেডার অনুসরণ করা যায়, যার ফলে ঝুঁকি কমানোর সুযোগ থাকে। ০৭-কপি করার অনুপাত এবং অন্যান্য সেটিং আপনি নিজে নির্ধারণ করতে পারবেন

ফরেক্সকপি ট্রেডারদের জন্য এই সিস্টেমের সুবিধা হল: ০১-আপনার লাভজনক কৌশলে অতিরিক্ত আয়ের উৎস। ০২-আপনার সুবিধাজনক যে কোন পেমেন্ট পদ্ধতি নির্বাচন করার সুযোগ রয়েছে। ০৩-আপনার অ্যাকাউন্ট পাবলিক মনিটরিং এ অন্তর্ভুক্ত করুন যেখানে ৭ মিলিয়নের বেশি ইন্সটাফরেক্স গ্রাহক রয়েছে। ০৪- ফলোয়ারের সংখ্যা সীমাহীন, মানে কপি করে প্রচুর মুনাফা লাভের সুযোগ। ০৫-ট্রেডিং করার ৪০০ এর বেশি উপকরণ: কারেন্সি, ধাতু, স্টক, বিটকয়েন এবং বাইনারি অপশন।০৬- অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে আপনি যদি ফলোয়ার আনতে পারেন তাহলে দ্বিগুণ মুনাফা পাবেন।