PDA

View Full Version : একজন ভালো ট্রেডার এর গুনাগুণ কি?



S M Murshedul Akhter
2016-04-08, 08:59 AM
আমি ফরেক্স এ নতুন। একজন ভালো ট্রেডার হতে হলে তার কিছু গুনাগুণ থাকা প্রয়োজন। যেমন -
১| ভালোভাবে ডেমো প্রাক্টিস করা।
২| মাথা ঠান্ডা রেখে কাজ করা।
৩| বেশি লোভ না করা।
৪|এনালাইসিস করা।
৫|নির্ধারিত সময় ট্রেড করা।
এ ছাড়া আর কি কি গুনাগুণ থাকতে পারে?

real80
2016-04-09, 04:31 PM
ফরেক্স মার্কেটে পরিশ্রম করলে অনেক বেশি লাভ করা যায়। তাই অনেকেই এই মার্কেটের প্রতি আগ্রহী হয়ে এই মার্কেটে ট্রেডিং করতে আসেন। কিন্তু সবাই নিজেকে এই মার্কেটে সফল ট্রেডার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন না। এর জন্য একজন ট্রেডারের ভিতরে কিছু গুনাগুন থাকতে হয়। একজন সফল ট্রেডার সবসময় ট্রেডিং প্ল্যান মেনে ট্রেডিং করেন। কখনই ওভার ট্রেডিং করেন না। লোভ পরিহার করে ট্রেডিং করেন। মানি ম্যানেজমেন্ট এর নিয়ম মেনে ট্রেডিং করেন।

khanam.rabeya272
2016-04-10, 01:21 AM
একজন ভালো ত্রাদের হতে হলে তার মধ্যে যেমন গুনাবলিগুলো থাকা উচিত বলে আপনি প্রকাশ করেছেন আমি তার সাথে একমত প্রকাশ করছি.ভালো ত্রাদের হবার প্রথম ধাপ হচ্ছে ভালো ভাবে ডেমো অনুশীলন করা.ডেমো তে অনুশীলন কলরে অর্জন করা অসিগ্যতা রিয়েল এ কাজে লাগানো.মার্কেট এনালাইসিস করা,মানি ম্যানেজমেন্ট করা.

basaki
2016-04-24, 05:08 PM
ফরেক্স মার্কেটে যে যেমন সময় দিবে সেই বেশি কিছু ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে পারবে। ফরেক্স মার্কেতে লসের পরিমান কমাতে হলে আপনাকে ফরেক্স ট্রেড ওপেন করার সময় অনেক কিছুই ভেবে ট্রেড নিতে হবে।তাই ভাল ট্রেডার হতে হলে আপনাকে বেশি বেশি ট্রেড করতে হবে।

RUBEL MIAH
2016-04-29, 02:43 PM
একজন ভালো ট্রেডারের অবশ্যই কিছু গুণ থাকা প্রয়োজন । যে গুণগুলো এই ট্রেড ব্যবসা করার জন্য খুবই দরকার হবে । নিম্নে সেগুলো দেয়া হল :
(১) ফরেক্স এ্যানালাইসিস করতে হবে ।
(২) ফরেক্স নিউজ ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে ।
(৩) ফরেক্স ধৈর্য্য ধারণ করতে হবে ।

Realifat
2016-04-29, 02:47 PM
একজন ভালো ট্রেডারের অনেক গুনাবলী থাকতে পারে। বিশেষ করে ভালো ট্রেডাররা অন্তর্নিহিত গুনাবলী যেমন ধৈর্য্য, অধ্যাবসায়, পরিশ্রমী ইত্যাদি ক্ষেত্রে অনেক কঠোর যেটা ফরেক্সের সফলতার ক্ষেত্রে প্রয়োজন।তাছাড়াও ভালো ট্রেডাররা ফরেক্সে শতভাগ চেষ্টা করে এবং চেষ্টার দ্বারা নিজের ফরেক্সের ভাগ্যের চাকার পরিবর্তন ঘটাতে চাই।

Moon
2016-06-27, 12:05 AM
একজন ভাল ট্রেডার অবশ্যই তার সব দিকে থেকে অন্য যে কোন সাধারণ ট্রেডার থেকে অনেক বেশি এগিয়ে থাকেন । কেননা ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে ভাল ট্রেডারে প্রথমত ভাল মানের ট্রেডিং কৈশল থাকে । এরপরেই সে অন্যদের চেয়ে বেশি জানার ও বেশি ফরেক্স জ্ঞান সমৃদ্ধ হওয়ার চেষ্টা করে । এছাড়াও ভাল ট্রেডারগণ বেশিরভাগ সময় নিজের মেধাকে শাণিত করার চেষ্টা করেন নানা অভিজ্ঞতার মাধ্যমে ।

uzzal05
2016-06-27, 10:18 AM
একজন ভালো ট্রেডার হতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। কারন এখানে মার্কেট অভিজ্ঞতা বেশি প্রয়জন। আর যার যত বেশি অভিজ্ঞতা আছে সে ততই বেশি ভালো প্রফিট করতে পারে। আর কোন রুলস এর বাইরে ট্রেড করা যাবে না। এই বিষয় মেনে ভালো ট্রেডার রা ট্রেড নিয়ে থাকেন।

kader
2016-06-30, 11:01 AM
আমার মতে একজন ভালো ট্রেডার হতে হলে তার কিছু গুনাগুণ থাকা প্রয়োজন। যেমন - ভালোভাবে ডেমো প্রাক্টিস করা, মাথা ঠান্ডা রেখে কাজ করা আর বেশী লোভ না করা ভালভাবে এনালাইসিস করা।

Md. Tariqul Islam
2016-06-30, 12:14 PM
সবাই নিজেকে এই মার্কেটে সফল ট্রেডার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন না। এর জন্য একজন ট্রেডারের ভিতরে কিছু গুনাগুন থাকতে হয়। একজন সফল ট্রেডার সবসময় ট্রেডিং প্ল্যান মেনে ট্রেডিং করেন। কখনই ওভার ট্রেডিং করেন না। লোভ পরিহার করে ট্রেডিং করেন। মানি ম্যানেজমেন্ট এর নিয়ম মেনে ট্রেডিং করেন। বিশেষ করে ভালো ট্রেডাররা অন্তর্নিহিত গুনাবলী যেমন ধৈর্য্য, অধ্যাবসায়, পরিশ্রমী ইত্যাদি ক্ষেত্রে অনেক কঠোর যেটা ফরেক্সের সফলতার ক্ষেত্রে প্রয়োজন।তাছাড়াও ভালো ট্রেডাররা ফরেক্সে শতভাগ চেষ্টা করে এবং চেষ্টার দ্বারা নিজের ফরেক্সের ভাগ্যের চাকার পরিবর্তন ঘটাতে চাই।

amin rabby
2016-06-30, 12:45 PM
এছাড়াও থাকতে পারে ট্রেড প্লান অনুসরন করা, ট্রেড করার জন্য মানি ম্যনেজমেন্ট করা, রিস্ক রিউওয়ার্ড ফলো করা, ফান্ডামেণ্টাল এনালাইসিস করা, নিজের প্রতি আত্নবিশ্বাশ রাখা, ট্রেড করার পুর্বে পর্যাপ্ত সময় নির্ধারন করে নেয়া ইত্যাদি। ভালো ট্রেডারের গুনাগুন অনেক যার ফলে সে ভালো ট্রেড করে। তবে আমরা ট্রেডে মনোযোগী হয়ে ট্রেড করলে ভালো ট্রেড করতে পারব।

HKProduction
2016-07-01, 04:57 PM
মানি ম্যানেজমেন্টের নিয়ম মাথায় রেখে যে ট্রেড করে সেই ভাল ট্রেডার। লোভ করে ফরেক্স মার্কেটে বেশি সময় টিকে থাকা যায় না। তাই লোভ এবং আবেগময় ট্রেড থেকে সব সময় নিজেকে দূরে রাখতে হয়। যারা এটা পারে তারাই ফক্সে মার্কেটে সফলতা লাভ করতে পারে। একজন ভাল ট্রেডার প্রফিট অর্জনের চেয়ে অভিজ্ঞতা অর্জনের দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় আর সেই জন্যে বেশি বেশি প্রাকটিস করে নিজের দক্ষতা বাড়ায়।

MD ALAMIN ARIF
2016-07-01, 06:28 PM
পরিশ্রম করতে হবে অনেক আপনাকে একজন ভালো ট্রেডার হতে হলে। ভালো ট্রেডাররা অন্তর্নিহিত গুনাবলী যেমন ধৈর্য্য, অধ্যাবসায়, পরিশ্রমী ইত্যাদি ক্ষেত্রে অনেক কঠোর যেটা ফরেক্সের সফলতার ক্ষেত্রে প্রয়োজন। আরও কিছু আছে যেমন ভালোভাবে ডেমো প্রাক্টিস করা, মাথা ঠান্ডা রেখে কাজ করা আর বেশী লোভ না করা ভালভাবে এনালাইসিস করা।

motiar
2016-07-02, 11:32 AM
একজন ভাল ট্রেডারের গুনাবলী হলো অনেক সে সঠিক শিখা গ্রহন করবে । যখন তখন ট্রেড ওপেন করবে না । ধীর স্থীর করে সব কাজ করবে । তড়াহুড়া করে ট্রেড ওপেন করবেনা । মারকেটে ঢুকে পরিস্থিতি বোঝার জন্ন অপেক্ষা করবে । সে কখনি স্কাল্পীং করবে না ।

basaki
2016-07-03, 12:32 PM
একজন ফরেক্স মার্কেটে ভাল ট্রেড করে মোনাফা করতে পারলেই আমরা তাকে ভাল ট্রেডার বলতে পারি কারন ফরেক্স মার্কেটে আপনি যদি ভাল একজন ট্রেডার হতে চান তাহলে আপনি আগে ফরেক্স মার্কেটে কিভাবে ট্রেড করবেন তা জানতে হবে আর অনেক সাহসের সাথে ট্রেড করতে হবে।

Achraf
2016-09-01, 09:22 AM
একজন ভালো ত্রাদের হতে হলে তার মধ্যে যেমন গুনাবলিগুলো থাকা উচিত বলে আপনি প্রকাশ করেছেন আমি তার সাথে একমত প্রকাশ করছি.ভালো ত্রাদের হবার প্রথম ধাপ হচ্ছে ভালো ভাবে ডেমো অনুশীলন করা.ডেমো তে অনুশীলন কলরে অর্জন করা অসিগ্যতা রিয়েল এ কাজে লাগানো.মার্কেট এনালাইসিস করা,মানি ম্যানেজমেন্ট করা

SHOYEB
2016-09-01, 09:50 AM
একজন ভালো ট্রেডারের সবচাইতে বেশি দরকার তার ধৈর্য্যশক্তি । যে ব্যক্তি ফরেক্স মার্কেটে ধৈর্য্য ধরে করতে পারবে সে অনেক লাভবান হবে আমি নিশ্চিত ।

Md Sanuwar Hossain Hossai
2016-09-01, 05:25 PM
ফরেক্স ট্রেডিং করার জন্য আমাদের ট্রেডারদের বিষেস কিছু গুনের অধিকারী হওয়া উচিৎ।।। ফরেক্স ট্রেডিং এর সবচেয়ে বড় বিষয় হল মানি ম্যানেজমেন্ট করা।। মানি ম্যানেজমেন্ট হচ্ছে ফরেক্স ট্রেডিং এ সফলতা পাওয়ার সবচেয়ে বড় চাবিকাঠি।।

nawfal
2016-09-01, 05:32 PM
নালাইসিস আছে সে গুলকে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। b ভালকরে জানতে হবে । আর আপনি আবেগহীন কখনো হতে পারবেন না । কারন আবেগহীন হলে আপনার সব পরিকল্পনা বিলীন হয়ে

nawfal
2016-09-01, 05:34 PM
যাবে না । আমরা যখন কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। মানুষ তখন আবেগ তো কিছু না কিছু থাকবেই কারো কম কারোও বেশি । আমাদেরকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব আবেগ সামলে ট্রেড করা । আর আমরা যদি এটা না করতে পারি তাহলে আমদের ফরেক্সে লস করার ঝুকি অনেকাংশে বেড়ে যায় । তবে আমরা যদি আবেগহীন ভাবে ট্রেড করি তাহলেই যে কেবল সফল হওয়া যাবে তা কিন্তু নয় । সফল হতে হলে মানি ম্যানেজমেন্ট মেনে দ

nawfal
2016-09-01, 05:35 PM
এনালাইসিস গুলো জানার পর কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। আপনি সে গুলো একসাথে নিয়ে যদি আবেগ বাদ দিয়ে ট্রেড করেন তাহলে ইনশাল্লাহ বলা যেতে পারে আপনি ফরেক্স এ কখনই ক্ষতি গ্রস্থ হবেন না। অবশ্যই লাভবান হবেন। আশাকরি আমার কথা গুলো আপ্নারা বুঝতে পেরেছেন।

mithun30
2016-10-05, 11:38 AM
ফরেক্স মার্কেট থেকে আয় করার জন্য আপনাকে ফরেক্স বুঝতে হবে। এর সম্পর্কে জানতে হবে। ফরেক্স না বুঝলে এর থেকে আয় করা কঠিন। তাছারা ফরেক্স থেকে আয় করার জন্য আপনি প্রথমে প্রচুর প্রাক্তিস করুন। এর জন্য ডেমো একউন্ত ক্রিএত করুন। এতে আপনার ভালো প্রাক্তিস হবে। এভাবে শিখে নিন ফরেক্স আর শিখতে থাকুন। দেখবেন আয় করে সফল হবেন। তবে লোভ করবেন না। হিসাব করে, প্লান করে এগিয়ে যান।

MoinFX
2016-10-05, 12:04 PM
একজন ভাল ট্রেডারের অনেক গুলো গুন থাকতে হবে।। যেমন : ডেমো প্রেকটিস করতে হবে,আবেগ কে স্হান দেওয়া যাবেনা,ধৈর্য দরে ট্রেড করতে হবে, মানি মেনেজম্যান মেনে ট্রেড করতে হবে,অতিরিক্ত ট্রেড করা যাবেনা।তাকে সব সময় ফরেক্স সম্পর্কে চর্চা করতে হবে।

Md Masud
2017-07-26, 07:50 PM
একজন ভালো ট্রেডারের অবশ্যই কিছু না কিছু গুণ থাকা প্রয়োজন । অামরা বেশী করে ফরেক্স মার্কেটে কাজ করার চেষ্টা করব । অামরা সব সময় ফরেক্স মার্কেটে ধৈর্য্যের সহিত কাজ করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা বেশী করে গুণাগুণ অর্জন করব তাহলেই অামরা সফলকাম হতে পারব ।

Mahidul84
2017-09-14, 12:44 PM
একজন ভাল ট্রেডার হতে গেলে আপনাকে অবশ্যই কিছু গুণাবলি থাকার প্রয়োজন আছে। যেমন আপনাকে ফরেক্স মার্কেটে এসে অধিক বেশি লোভ করা যাবে না, ধৈর্য্য হারা হওয়া যাবে এবং বোঝে শোনে ট্রেড করতে হবে তাহলে আপনি লাভবান হতে পারবেন এবং মার্কেট সম্পর্কে ট্রেডিং এনালাইসিস করতে হবে। আর উক্ত গুণাবলির মাধ্যমে আপনি একজন দক্ষ ট্রেডার হতে পারবেন।

01797733223
2017-09-14, 05:53 PM
একজন ভালো ট্রেডার এর অনেক গুনাগুন রয়েছে। যেমন সে প্রতিদিন অ্যানালাইসিস করে । কোনো ট্রেড নেয়ার পূর্বে লস সম্পর্কে বিবেচনা করে। আবার ট্রেড করার পূর্বে সে রিক্স রেশিও হিসাব করে উপরন্তু সে মার্কেট এর গতিবিধি খুব মনোযোগ দিয়ে বিবেচনা করে। এর ফলে সে কিছু ট্রেড এ লস করলেও গড়ে তার লাভ হয় । এবং সে সর্বদা চেষ্টা করে মার্কেটে টিকে থাকার।

Mahidul84
2017-09-15, 06:53 PM
আমি মনে করি একজন ভাল ট্রেডার এর অনেক ধরনের গুণাগুণ রয়েছে। এর মধ্যে কিছু গুণাগুণ খুবই উল্লেখ্য যোগ্য প্রতিদিন মার্কেট এনালাইসিস, ট্রেডিং পদ্ধতি, ডেইলি চার্ট এবং মার্কেট নিউজ ইত্যাদি বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা। এবং উক্ত বিষয়গুলো উপর ট্রেডিং পদ্ধতি পরিচালনা করে ফরেক্স মার্কেট থেকে প্রফিট অর্জন করা। আর এই সব গুনাবলি যে ট্রেডার গড়ে নিয়ে আসতে পারবেন সেই একজন উত্তম গুনাবলি ট্রেডার হবে।

Mamun13
2018-02-01, 11:44 PM
অপরিহার্য কিছু গুণাবলী হচ্ছে-# ছোট ছোট টাইমফ্রেমে শর্টট্রেড বা স্ক্যালপিং না করে বরং হাইয়ার টাইমফ্রেমে ট্রেড করার অভ্যাস তৈরী করা উচিৎ৷# কোনোও প্রকার রোবট বা e.a ব্যাবহারের উপর নির্ভরশীল না হওয়া৷# ফরেক্স মার্কেটে ট্রেড করে দ্রূত ধনী হওয়ার চেষ্টা না করা৷

kazol76
2018-02-02, 10:43 PM
আমার মতে একজন ভালো ট্রেডার সবসময়ই ধর্য্যশীল হওয়া খুবই জরুরী এবং আমার মনে হয় শুধুমাত্র এই একটি গুন যদি ট্রেডারের থাকে তবেই একজন ট্রেডার সফল ট্রেডার হিসাবে এই ব্যবসাকে নিজের অর্থিক সফলতার চাবিকাঠী হিসাবে নিতে পারে। ফরেক্স মার্কেট দেখতে অনেক সহজ মনে হলেও এটা বাস্তবিকই খুব কঠিন কারণ সফটওয়ার বা ট্রেডিং প্লাটফরম চালনো আর ট্রেড সম্পর্কে বুঝা খুবই কঠিন আর এই মার্কেটে সেই টিকে থাকতে পারে যে খুবই ধর্য্যশীল হিসাবে নিজেকে ধরে রাখতে পারে।

Grimm
2018-02-02, 11:25 PM
আমার জানামতে একজন ভাল ট্রেডার হতে হলে আপনার অনেক ধৈর্য্য থাকতে হবে আর পাশাপাশি আপনাকে এই ব্যবসা সম্পর্কে অনেক জ্ঞানের অধিকারী হতে হব। আপনার যদি ধৈর্য্য কম থাকে আর আপনি যদি এই ব্যবসা সম্পর্কে তেমন কিছু না জানেন তাহলে আপনি কখনই এই ব্যবসা হতে সফলতার সহিত অর্থ উপার্জন করতে পারবেন না।

iloveyou
2018-02-03, 11:48 AM
এখানে একজন ভালো ট্রেডার মানে তার মধ্যে অবশ্যই ভাল কিছু গুণাগুণ থাকবে। সে খুব ঠান্ডা স্বভাবের হবে, সে তার নিজস্ব একটা স্ট্রাটিজি নিয়েই সবসময় ট্রেড করবে। তার মধ্যে কোন প্রকার ইমোশোন কাজ করবে না, সে তার টার্গেটে পৌঁছাবার জন্য ধীর গতিতে সামনে এগুবেন, তার মধ্যে কোন প্রকার লোভ লালসা কাজ করবে না। এবং সে, বা তিনি অবশ্যই একজন দক্ষতা সম্পূর্ণ ব্যক্তিত্ব হবেন এটা আমার ধারনা ।

expkhaled
2018-02-03, 11:57 AM
আমি যদিও নতুন তারপরও ভাল ট্রেডারের কিছু ট্রেডারের গুনাবলী জানতে পেরেছি যা আমি এখানে শেয়ার করছি। ভাল ট্রেডারগন রেগুলার ব্যসিস স্টাডি করেন ফরেক্স কে আর প্রাথমিক ভাবে ডেমো ট্রেড করেন দীর্ঘদিন। প্রতিদিন চার্ট এনলাইসিস করেন তবে ট্রেড কম করেন। ভাল ট্রেডারগনে ধৈর্য্য অনেক, একটি ট্রেড নিতে অনেক ধরনের এনলাইসিস করেন এবং লং টাইমফ্রেমে ট্রেড করেন। ভাল ট্রেডারদের মানিম্যানেজমেন্ট এর ব্যপারে ভাল জ্ঞান থাকে। ভাল ট্রেডারদের একটি নিজস্ব ট্রেডিং সিস্টেম থাকে যা দিয়ে সব সময় ট্রেড করেন।

Mahidul84
2018-02-03, 07:37 PM
আমি মনে করি একজন ভাল ট্রেডার সব সময় চিন্তা করে কিভাবে নতুন নতুন কৌশল প্রয়োগ করে এই মার্কেট থেকে ভাল প্রফিট করা যায়। এবং ভাল আয় করার জন্য অবশ্যই তাকে ধৈর্য্য সহকারে ট্রেডে এন্ট্রি হতে হবে এমনকি লোভকে পরিহার করতে হবে। আর পাশাপাশি দীর্ঘদিন ডেমো অনুশীলন, টাইম ফ্রেম, ডেইলি চার্ট ফলো এবং মানি ম্যনেজমেন্ট ও লিভারেজ সম্পর্কে যে ভাল জ্ঞান অভিজ্ঞতা লাভ করতে পারবে সে অবশ্যই এই মার্কেটে একদিন সফল ট্রেডার হিসেবে পরিচিতি লাভ করতে পারবেন।

riponinsta
2018-04-10, 12:36 PM
আপনি অনেক ভাল পোস্ট করছেন একজন ভাল ট্রেডার এর অনেক গুন থাকে সেই কারন এ সে একজন ভাল ট্রেডার একজন ভাল ট্রেডার শুধু ভাল ভাল ট্রেড গুল করে সে লাভ এর ট্রেড ধরে রাখে সে লস এর ট্রেড ধরে রাখে না আর একজন ভাল ট্রেডার সে নিয়মিত ফরেক্স মার্কেট এ ট্রেড করে আর তার ট্রেড এর নিয়ম গুল খুব কঠোর ভাবে পালন করে

Mahidul84
2018-04-10, 07:20 PM
আমার জানা মতে একজন ভালো ট্রেডার হতে গেলে আপনাকে অবশ্যই কিছু দক্ষ মানের গুণের অধিকারী হতে হবে। যেমন: স্বচ্ছ চিন্তাভাবনা থাকতে হবে, তীক্ষ্ণ মনোভাবী হতে হবে, সুগভীর চিন্তাশীল হতে হবে, লোভ থেকে বিরত থাকতে হবে, মার্কেটের কৌশল সম্পর্কে সঠিক চিন্তা করতে হবে, প্রয়োজনে দক্ষ ও অভিজ্ঞ লোকের কাজ থেকে পরামর্শ নিতে হবে এবং মার্কেটের টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইসিস সম্পর্কে ভাল জ্ঞান থাকতে হবে। আর এই সব গুণ যদি আপনি সঠিকভাবে অর্জন করতে পারেন তাহলে আপনি অবশ্যই এই মার্কেটে একজন সফলগুণের অধিকারী ট্রেডার হতে পারবেন বলে আমার বিশ্বাস।

sofi
2018-04-20, 01:00 AM
ফরেক্স মার্কেট থেকে আয় করার জন্য আপনাকে ফরেক্স বুঝতে হবে। এর সম্পর্কে জানতে হবে। ফরেক্স না বুঝলে এর থেকে আয় করা কঠিন। তাছারা ফরেক্স থেকে আয় করার জন্য আপনি প্রথমে প্রচুর প্রাক্তিস করুন। এর জন্য ডেমো একউন্ত ক্রিএত করুন। এতে আপনার ভালো প্রাক্তিস হবে। এভাবে শিখে নিন ফরেক্স আর শিখতে থাকুন। দেখবেন আয় করে সফল হবেন। তবে লোভ করবেন না। হিসাব করে, প্লান করে এগিয়ে যান।

uzzal05
2018-06-06, 08:58 AM
মাথা ঠান্ডা রেখে কাজ করা দরকার। কারন মাথা গরম করে ট্রেড করলে নির্ঘাত লস। ফরেক্স অত্যন্ত রিস্কি ব্যবসা। এখানে প্রফিট করার কোন ১০০% নিশ্চয়তা নেই। কারন তাহলে ব্রোকাররা সব জিরো হয়ে যেত। আর অল্প লট দিয়ে ট্রেড অর্থাৎ একজন ভালো ট্রেডার সবসময় এক ভলিয়ম দিয়ে ট্রেড করে।

sr ritu
2018-09-19, 11:42 AM
পরিশ্রম করতে হবে অনেক আপনাকে একজন ভালো ট্রেডার হতে হলে। ভালো ট্রেডাররা অন্তর্নিহিত গুনাবলী যেমন ধৈর্য্য, অধ্যাবসায়, পরিশ্রমী ইত্যাদি ক্ষেত্রে অনেক কঠোর যেটা ফরেক্সের সফলতার ক্ষেত্রে প্রয়োজন। আরও কিছু আছে যেমন ভালোভাবে ডেমো প্রাক্টিস করা, মাথা ঠান্ডা রেখে কাজ করা আর বেশী লোভ না করা ভালভাবে এনালাইসিস করা।

al amin
2018-09-19, 03:17 PM
ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে ভাল ট্রেডারে প্রথমত ভাল মানের ট্রেডিং কৈশল থাকে । এরপরেই সে অন্যদের চেয়ে বেশি জানার ও বেশি ফরেক্স জ্ঞান সমৃদ্ধ হওয়ার চেষ্টা করে । এছাড়াও ভাল ট্রেডারগণ বেশিরভাগ সময় নিজের মেধাকে শাণিত করার চেষ্টা করেন নানা অভিজ্ঞতার মাধ্যমে ।

Mahidul84
2018-09-19, 08:01 PM
ফরেক্স মার্কেটে ভাল ট্রেডার হতে চাইলে আপনাকে অবশ্যই ধৈর্য্যতার সাথে পরিশ্রম করার মত মানসিক জ্ঞান সম্পূর্ণ হতে হবে। প্রচুর পরিমাণে অধ্যাবর্ষায় ও কঠোর পরিশ্রমী হতে হবে। আর তার সাথে আপনাকে নিয়মিত ডেমো ট্রেডিং দ্বারা মার্কেট সম্পর্কে জানার চেষ্টা করতে হবে। এছাড়াও লোভবিহীন ট্রেড করতে হবে, টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এনালাইসিস জানতে হবে, মানি ম্যনেজমেন্ট সম্পর্কে জ্ঞানতে হবে, টাইম ফ্রেম সম্পর্কে জানতে হবে, লিভারেজ সম্পর্কে জানতে হবে, প্রয়োজনে দক্ষ ও অভিজ্ঞ ট্রেডারের কাছ থেকে পরামর্শ নিতে হবে। উক্ত বিষয়গুলো যদি কেউ ভালভাবে জানতে ও বুঝতে পারে তাহলে সে অবশ্যই ভাল ট্রেডার হিসেবে পরিচিতি লাভ করতে পারবে বলে আমার বিশ্বাস।

martin
2018-09-25, 12:23 PM
একজন ভাল ট্রেডারের গুনাবলী হলো অনেক সে সঠিক শিখা গ্রহন করবে । যখন তখন ট্রেড ওপেন করবে না । ধীর স্থীর করে সব কাজ করবে । তড়াহুড়া করে ট্রেড ওপেন করবেনা । মারকেটে ঢুকে পরিস্থিতি বোঝার জন্ন অপেক্ষা করবে । সে কখনি স্কাল্পীং করবে না ।

Mahidul84
2018-09-25, 08:07 PM
একজন ভাল ট্রেডারের গুণাবলী হচ্ছে সঠিক দিক নির্দেশনা মেনে ট্রেডিং কৌশল পরিচালনা করা। অর্থাৎ যখন কোন ট্রেড ওপেন করবেন তখন আপনাকে অবশ্যই মার্কেটে অতীত ও বর্তমান অবস্থান সম্পর্কে টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল দিকগুলো বিচার বিশ্লেষণ করেই ট্রেড করতে হবে। এছাড়া লোভ ও ধৈর্য্যকে নিয়ন্ত্রণ করার মত জ্ঞান অভিজ্ঞতা থাকতে হবে। মানি ম্যনেজমেন্ট এর বিষয়টি সম্পর্কে সঠিকভাবে ধারণা রাখতে হবে। তাহলে আপনি অবশ্যই ধীরে ধীরৈ ফরেক্স মার্কেটে একদিন দক্ষ ও অভিজ্ঞ মানের ট্রেডার হিসেবে পরিচিতি লাভ করতে পারবেন।

fardin
2018-10-20, 10:14 AM
আমার মতে একজন ভালো ট্রেডার হতে হলে তার কিছু গুনাগুণ থাকা প্রয়োজন।নিম্নে সেগুলো দেয়া হল :
(১) ফরেক্স এ্যানালাইসিস করতে হবে ।
(২) ফরেক্স নিউজ ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে ।
(৩) ফরেক্স ধৈর্য্য ধারণ করতে হবে ।

saha
2018-10-30, 11:53 PM
একজন ভাল ট্রেডারের অনেক গুলো গুন থাকতে হবে।। যেমন : ডেমো প্রেকটিস করতে হবে,আবেগ কে স্হান দেওয়া যাবেনা,ধৈর্য দরে ট্রেড করতে হবে, মানি মেনেজম্যান মেনে ট্রেড করতে হবে,অতিরিক্ত ট্রেড করা যাবেনা।তাকে সব সময় ফরেক্স সম্পর্কে চর্চা করতে হবে।

Md_MhorroM
2018-11-07, 01:39 AM
আমি বলবো একজন ভালো ট্রেডার এর অনেক গুনাগুন রয়েছে। যেমন সে প্রতিদিন অ্যানালাইসিস করে । কোনো ট্রেড নেয়ার পূর্বে লস সম্পর্কে বিবেচনা করে। আবার ট্রেড করার পূর্বে সে রিক্স রেশিও হিসাব করে উপরন্তু সে মার্কেট এর গতিবিধি খুব মনোযোগ দিয়ে বিবেচনা করে। এর ফলে সে কিছু ট্রেড এ লস করলেও গড়ে তার লাভ হয় । এবং সে সর্বদা চেষ্টা করে মার্কেটে টিকে থাকার।

rkpoint1
2018-11-12, 10:17 PM
অনেক ভাল লেনদেন আছে। তিনি দৈনন্দিন বিশ্লেষণ করে। একটি বাণিজ্য গ্রহণ করার আগে, লস এঞ্জেলেস বিবেচনা। পুনরায় ট্রেডিং করার আগে, তিনি রিকশা গণনা করেন, কিন্তু তিনি বাজারের আন্দোলনকে খুব সতর্কতার সাথে বিবেচনা করেন। ফলস্বরূপ, তিনি কিছু বাণিজ্য হারান, কিন্তু তার মুনাফা গড় ছিল। এবং তিনি সবসময় বাজারে বেঁচে থাকার চেষ্টা করে।

Rajib_Biswas
2019-10-09, 09:00 PM
একজন ভালো ট্রেডার এর অনেকগুলো গুণাবলী থাকতে হয়। এসকল গুণাবলির কারণেই একজন ভালো ট্রেডার একজন সাধারন ট্রেডারের থেকে আলাদা হন। একজন ট্রেডার কে অবশ্যই পরিশ্রমী হতে হবে কারণ পরিশ্রম ছাড়া ফরেক্স মার্কেটে সাফল্য অর্জন করা অনেক কঠিন, সঠিক ভাবে মার্কেট এনালাইসিস করার ক্ষমতা থাকতে হবে কারণ সঠিকভাবে মার্কেট এনালাইসিস না করতে পারলে সঠিক এন্ট্রি নেওয়া সম্ভব নয়, তাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে কারণ ধৈর্য নিয়ে ট্রেড না করলে প্রফিট অর্জন করা সম্ভব নয়, সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে ট্রেড করতে হবে এবং অবশ্যই তাকে নির্লোভী হতে হবে। এ সকল গুণাবলী থাকলে একজন ট্রেডার ভালো ট্রেডার হিসেবে মূল্যায়ন পাবে।

1998am
2019-10-09, 10:58 PM
একজন ভাল ট্রেডারের অনেক গুলো গুন থাকতে হবে।। যেমন : ডেমো প্রেকটিস করতে হবে,আবেগ কে স্হান দেওয়া যাবেনা,ধৈর্য দরে ট্রেড করতে হবে, মানি মেনেজম্যান মেনে ট্রেড করতে হবে,অতিরিক্ত ট্রেড করা যাবেনা।তাকে সব সময় ফরেক্স সম্পর্কে চর্চা করতে হবে।

SHARIFfx
2019-10-10, 01:41 AM
একজন ভালো ট্রেডার দক্ষতা অর্জনের পাশাপাশি মার্কেট মুভমেন্ট ভালো বুজবে। মানিমেনেজমান্ট করে ট্রেড নিবে। বেলেন্স অনুযায়ী ভলিউম কম নিবে। ৩-৫ হাজার পিপ্স মানিমেনেজমান্ট করবে। প্রতি ট্রেডে টিপি আর স্টোপ লস ব্যবহার করতে হবে। ডেইলির ট্রেড ডেইলি ক্লোজ করতে হবে। আর টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস কাজে লাগিয়ে ট্রেড ওপেন করতে য়।

KF84
2019-10-10, 07:14 AM
একজন ভাল ট্রেডারের মধ্যে অনেক ধরনের গুনাগুন লক্ষ্য করা যায় যেমন তার একটি নিজস্ব ট্রেডিং পদ্ধতি থাকবে যা সে যে কোন কঠিন সময়েই আসুক না কেন পরিবর্তন করবে না । তার মধ্যে থাকতে হবে মানসিক দৃঢ়তা । সে কখনো একটি ট্রেড চলার সময় বিচলিত হবে না কারণ সে প্রত্যেকটি ট্রেডের শুরুতে এটাই মনে করবে যে ব্যবসায় লাভ বা লস আছেই । সে নিজের অর্থনৈতিক চাহিদার উপর ভিত্তি করে কখনই রিস্ক ট্রেড করবে না ফলে তার ক্যাপিটাল সুরক্ষিত থাকবে ।

Hredy
2019-10-10, 02:59 PM
একজন ভালো বা সফল ট্রেডারের গুণগুলো হচ্ছে
১/ মার্কেট এনালাইসিস করা।
২/ টেকনিক্যাল এনালাইসিস করা।
৩/ মানি এবং রিস্ক ম্যানেজমেন্ট করা।
৪/ লোভকে কন্ট্রোল করে রাখা।
৫/ ওভার ট্রেড না করা।
৬/ লস হলে বিচলিত না হয়ে মাথা ঠান্ডা রাখা।
৭/ ধৈর্যের সাথে ট্রেড করা।
৮/ সর্বোপরি প্রতিটা ট্রেড ওপেন করার আগে ট্রেডিং প্ল্যান তৈরি করা।

KaziBayzid162
2019-10-10, 08:05 PM
একজন ভালো ট্রেডার বলতে তাকে বোঝানো হয়, যে ফরেক্স মার্কেটের টিকে থেকে লস এড়িয়ে প্রফিট করতে পারে। আর একজন ট্রেডার কে ভালো ট্রেডার এ পরিণত হতে হলে অনেকগুলো গুণের অধিকারী হতে হয়, তা হল
১/অবশ্যই তাকে ফরেক্স সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ ও দক্ষ হতে হবে,২/ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং প্র্যাকটিসের অভিজ্ঞতা থাকতে হবে.৩/সঠিকভাবে মার্কেট এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট করা জানতে হবে,৪/কোন ট্রেড ওপেন করার পূর্বে সেই কারেন্সি সম্পর্কে কোন নিউজ আছে কিনা সেটা ভালো করে জেনে নিতে হবে, ৫/অতিরিক্ত লাভের আশায় ঝুঁকি নিয়ে ট্রেড করা থেকে বিরত থাকতে হবে, ৬/লাভের পাশাপাশি লসকে ও স্বাভাবিকভাবে মেনে নেয়ার মানসিকতা থাকতে হবে,৭/সবথেকে গুরুত্বপূর্ণ হলো তাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে.
কোন একজন ট্রেডারের মধ্যে যদি উপরোক্ত গুনাগুনগুলোঃ বিদ্যমান থাকে তাহলে সে অবশ্যই একজন ভালো ট্রেডার এ পরিণত হতে পারবে।

KANIZFATEMA1997
2019-10-11, 12:48 AM
ধৈর্য্যশীল হওয়া
পরিশ্রমী
অধ্যবসায় হওয়া
ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান রাখা
ডেমো ট্রেড করা
বেশী বেশী প্র্যাকটিস করা ডেমো
নিজের মেধাকে কাজে লাগিয়ে ট্রেড করা
ওভারট্রেড না করা
কম লোটে ট্রেড করা
নিজের ওপর আত্মবিশ্বাস রাখা
নিজের দক্ষতা বাড়ানো
নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ট্রেড করা
বেশী লোভ না করা
নিদির্ষ্ট সময়ে ট্রেড করা
ট্রেড করার আগে আপডেট নিউজ দেখা
মাকের্ট ভালো এনালাইসিস করে ট্রেড করা

Rion
2019-10-11, 08:51 AM
একজন ভাল ট্রেডার এর অনেক ধরনের গুণাগুণ রয়েছে। এর মধ্যে কিছু গুণাগুণ খুবই উল্লেখ্য যোগ্য প্রতিদিন মার্কেট এনালাইসিস, ট্রেডিং পদ্ধতি, ডেইলি চার্ট,ধৈর্য্য থাকতে হবে এবং মার্কেট নিউজ ইত্যাদি বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা। এবং উক্ত বিষয়গুলো উপর ট্রেডিং পদ্ধতি পরিচালনা করে ফরেক্স মার্কেট থেকে প্রফিট অর্জন করা। আর এই সব গুনাবলি যে ট্রেডার গড়ে নিয়ে আসতে পারবেন সেই একজন উত্তম গুনাবলি ট্রেডার হবে।

KGF
2019-10-11, 09:06 AM
আমার মতে একজন ভালো ট্রেডার হতে হলে তার কিছু গুনাগুণ থাকা প্রয়োজন।নিম্নে সেগুলো দেয়া হল :
(১) ফরেক্স এ্যানালাইসিস করতে হবে ।
(২) ফরেক্স নিউজ ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে ।
(৩) ফরেক্স ধৈর্য্য ধারণ করতে হবে ।

Fxhuman
2019-12-01, 02:15 AM
একজন ভালো ট্রেডার হতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। কারন এখানে মার্কেট অভিজ্ঞতা বেশি প্রয়জন। আর যার যত বেশি অভিজ্ঞতা আছে সে ততই বেশি ভালো প্রফিট করতে পারে। আর কোন রুলস এর বাইরে ট্রেড করা যাবে না। এই বিষয় মেনে ভালো ট্রেডার রা ট্রেড নিয়ে থাকেন।

SOMARANITHAKUR1995
2019-12-01, 06:46 AM
একজন ভালো ট্রেডারের বেশ কিছু গুণাবলি থাকা আবশ্যক। নিচেয় আলোচনা করা হল-
১. ফরেক্স মার্কেটে টিকে থাকতে গেলে দক্ষতার কোন বিকল্প নেই। তাই একজন ভালো ট্রেডারের অবশ্যই ফরেক্স এর ওপর দক্ষ হতে হবে।
২. সবসময় ট্রেডিং এর নিয়ম মেনে ট্রেড করতে হবে।
৩. ধৈর্য্যশীল হতে হবে এবং ধীর স্থির বুদ্ধি সম্পন্ন হতে হবে।
৪. কখনো লোভ করা যাবে না।
৫. একজন ভালো ট্রেডার অন্যের দেওয়া সিগনাল ছাড়াই নিজেরা সয়ংক্রিয়ভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে সক্ষম।

KAZIMAJHARULISLAM
2019-12-01, 11:05 AM
একজন ট্রেডার কে ভালো এবং দক্ষ ট্রেডারে পরিণত হতে হলে অনেকগুলো গুনাগুন অর্জন করার প্রয়োজন বলে আমি মনে করি। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু গুনাগুন হলো,
তাকে অবশ্যই ফরেক্স সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ ও দক্ষ হতে হবে, ডেমো অ্যাকাউন্টে দীর্ঘদিন প্র্যাকটিস করার দক্ষতা থাকতে হবে, সকল প্রকার এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, লাভের পাশাপাশি লসকে মেনে নেয়ার মানসিকতা থাকতে হবে, লোভ ও ইমোশনকে নিয়ন্ত্রণে রেখে ট্রেডিং করতে হবে, ধৈর্য ধারণ করে সঠিক সময় ও সুযোগের অপেক্ষা করতে হবে, ইত্যাদি।
আশা করি যখন একজন ট্রেডার তার ভিতরে এই সকল গুনাগুন গুলো সঠিকভাবে অর্জন করতে পারবে তখন সে একজন দক্ষ ও ভালো ট্রেডার এ পরিণত হবে।

ARD1
2019-12-01, 01:46 PM
এই ফোরাম এবং ট্রেডিং সেশনে যোগদানের জন্য এই ফোরামটি অভিজ্ঞ ব্যবসায়ীদের দ্বারা পরিপূর্ণ এবং এখন আরও একটি ভাল ব্যবসায়ী আপনার আকারে বৃদ্ধি পাচ্ছে, এবং আপনি ভাগ করে নিচ্ছেন এখানে সমস্ত বিবরণ এটিও ভাল এবং এখন প্রতিটি সদস্য যোগাযোগ করুন আপনি সহজেই আমি আশা করি আপনি ভাল এবং ট্রেডিং উপভোগ করবেন। প্রিয় আপনার যদি ট্রেডিং সম্পর্কে ভাল জ্ঞান থাকে তবে আপনি এই প্ল্যাটফর্মে আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা ভাগ করবেন এবং আমরা আপনার অভিজ্ঞতা থেকে শিখব।

MINARULRFL100
2019-12-01, 01:55 PM
একজন সফল ফরেক্স ট্রডার এর অনেক ভালো বৈশিষ্ট্য না থাকলে সে কখনো ভাল ট্রেডার হয়না।তবে আমি নিছে ভাল ট্রেডার হওয়ার সম্ভাব্য কারন গুলো তুলে ধরতেছিঃ-
১। নিজের প্রতি আন্তবিশ্বস রাখা।
২। কঠোর পপরিশ্রম করা।
৩। ভুল থেকে শিক্ষা নিয়ে কাজ করা।
৪। কখনো পিছনে না তাকিয়ে সামনে কি করতে হবে সেই বিষয়টি নিয়ে ভেবে কাজ করা।
৫। সব সময় ভাল ট্রেডার হওয়া যায় কি করে এই বিষয় নিয়ে কাজ কারা।
৬। লাভের প্রতি গুরুত্ব না দিয়ে লসের প্রতি গুরুত্ব দিয়া।
৭। সব সময় এনালাইসিস করা।
আরো কারর যদি কোন পয়েন্ট থাকে প্লিজ জানাবেন আমকে?

uzzal05
2019-12-28, 07:56 AM
একজন ভালো ট্রেডার এর অনেকগুলো গুন থাকে। তারা নির্ধারিত সময়ে মার্কেট এনালাইসিস করে থাকে। তারা কখনো লোভ করে না। তারা ওভার ট্রেড করে না। ভালো টেডাররা নির্দিষ্ট একটা স্ট্রেটিজি ছাড়া ট্রেড করেন না। যে কোন একটা স্ট্রেটিজিতে প্রতিদিন ট্রেড করতে হবে।

amreta
2020-02-22, 10:09 AM
আপনি যদি এতে একজন ভাল বোলার পেতে কঠোর পরিশ্রম করেন এবং নিজের ব্যক্তিত্বকে জবাবদিহি করেন এবং আরও অনেক কিছু রাখেন তবে আপনি নিশ্চিত।আপনি যদি এটিতে কঠোর পরিশ্রম করেন তবে আপনি অবশ্যই এতে সফল হবেন So সুতরাং আমার মতে আমার মতে আপনার রাতে কঠোর পরিশ্রম করা উচিত।

saraa
2020-02-22, 06:45 PM
ফরেক্স ব্যবসায় আমি নতুন নই, আমার কয়েক বছরের অভিজ্ঞতা আছে এবং আমার অভিজ্ঞতা থেকে আমি জানতে পারি যে অল্প সময়ের মধ্যে সাফল্য পাওয়া সম্ভব নয় কঠোর পরিশ্রমের পরেও আমরা সাফল্য পাই না এবং কঠোর পরিশ্রম করলে আমরা দ্রুত সাফল্য পেতে পারি না । প্রতিটি ব্যবসায়ের কিছু সিস্টেম থাকে এবং আমাদের সিস্টেমটি অনুসরণ করা দরকার w যখন আমরা সিস্টেমটি ভাঙ্গি আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি না প্রকৃতপক্ষে ফরেক্স ব্যবসায় কোনও আয়ের নিশ্চয়তা নেই এবং এমন কোনও সফল সাফল্য সিস্টেম নেই যা আমরা সহজেই সাফল্য পাই, আমাদের একটি কৌশল অনুসরণ করতে হবে এবং এটি বিকাশ করতে হবে এই ব্যবসায়টিতে আমরা যখন সাফল্য লাভ করি তখন তা শিখতে ধৈর্যশীল হয়।

fxhazera
2020-02-22, 06:50 PM
একজন ট্রেডারের ভালো গুন হলোঃ
১)ধৈর্য ধরে ট্রেড করবে।
২)মানি ম্যানেজমেন্ট করবে।
৩)ঠিক সময়ে ট্রেড নিবে।
৪)দুই একটা ট্রেড করে প্রফিট অর্জন করবে
৫)প্রফিট ধরে রাখবে এবং লস ক্লোজ করে দিবে।

Soh1952
2020-08-22, 08:47 PM
ফরেক্স মার্কেট থেকে আয় করার জন্য আপনাকে ফরেক্স বুঝতে হবে। এর সম্পর্কে জানতে হবে। ফরেক্স না বুঝলে এর থেকে আয় করা কঠিন। তাছারা ফরেক্স থেকে আয় করার জন্য আপনি প্রথমে প্রচুর প্রাক্তিস করুন। এর জন্য ডেমো একউন্ত ক্রিএত করুন। এতে আপনার ভালো প্রাক্তিস হবে। আপনার যদি ধৈর্য্য কম থাকে আর আপনি যদি এই ব্যবসা সম্পর্কে তেমন কিছু না জানেন তাহলে আপনি কখনই এই ব্যবসা হতে সফলতার সহিত অর্থ উপার্জন করতে পারবেন না।

Smd
2020-08-22, 08:55 PM
ফরেক্স মার্কেটে লসের পরিমান কমাতে হলে আপনাকে ফরেক্স ট্রেড ওপেন করার সময় অনেক কিছুই ভেবে ট্রেড নিতে হবে।কারন এখানে মার্কেট অভিজ্ঞতা বেশি প্রয়োজন। আর যার যত বেশি অভিজ্ঞতা আছে সে ততই বেশি ভালো প্রফিট করতে পারে। আর কোন রুলস এর বাইরে ট্রেড করা যাবে না। আপনাকে অবশ্যই নিয়োমগুলো মানতে হবেই।

Starship
2020-08-22, 09:04 PM
একজন ভালো টিচার হতে গেলে যেসব গুণাবলী থাকা উচিত তা নিচে আলোচনা করা হলো।

পর্যাপ্ত ধর্য্যের মাধ্যমে জ্ঞান অর্জন
কঠোর পরিশ্রমে মাধ্যমে ডেমোতে অনুশীলন
অতিরিক্ত লোভ নিয়ন্ত্রণ
অনুমানের উপর ট্রেড করা থেকে বিরত
মার্কেট এনালাইসিস করতে সক্ষম
অতিরিক্ত রিক্স নিয়ে ট্রেড না করা
সাপোর্ট এন্ড রেজিস্টেন্স সেট করে ট্রেড সিদ্ধান্ত নেওয়া
ফরেক্স নিউজ পড়ার পর ট্রেড করা
লস হইলে লস থেকে অভিজ্ঞতা অর্জন করে ট্রেড করা।

FREEDOM
2020-08-22, 09:05 PM
পরিশ্রম করতে হবে অনেক আপনাকে একজন ভালো ট্রেডার হতে হলে। ভালো ট্রেডাররা অন্তর্নিহিত গুনাবলী যেমন ধৈর্য্য, অধ্যাবসায়, পরিশ্রমী ইত্যাদি ক্ষেত্রে অনেক কঠোর যেটা ফরেক্সের সফলতার ক্ষেত্রে প্রয়োজন। আরও কিছু আছে যেমন ভালোভাবে ডেমো প্রাক্টিস করা, মাথা ঠান্ডা রেখে কাজ করা আর বেশী লোভ না করা ভালভাবে এনালাইসিস করা।

Fahmida1
2020-08-22, 09:07 PM
এক কথায় বলা যায় ভালো ট্রেডার হতে হলে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া কঠোর পরিশ্রমই হতে হবে। প্রচুর ধৈর্যশীল হতে হবে। একজন ভাল ট্রেডার পরিশ্রম এবং ধৈর্য ধারণ করলে অবশ্যই সফল হতে পারেন। জীবনে যে কোন পেশায় অবশ্যই ধৈর্য ধারণ করতে হয়। ভালো ট্রেডার হতে হলে আত্মবিশ্বাস এবং বুদ্ধিমত্তা থাকতে হবে। ফরেক্স ফোরামের প্রতি আত্মবিশ্বাস থাকলে অবশ্যই ভালো ট্রেডার হতে পারবেন।

milu
2020-08-23, 10:04 AM
একজন ভাল ট্রেডার হতে গেলে আপনাকে অবশ্যই কিছু গুণাবলি থাকার প্রয়োজন আছে। যেমন আপনাকে ফরেক্স মার্কেটে এসে অধিক বেশি লোভ করা যাবে না, ধৈর্য্য হারা হওয়া যাবে এবং বোঝে শোনে ট্রেড করতে হবে তাহলে আপনি লাভবান হতে পারবেন এবং মার্কেট সম্পর্কে ট্রেডিং এনালাইসিস করতে হবে। মার্কেট এর গতিবিধি খুব মনোযোগ দিয়ে বিবেচনা করে। এর ফলে সে কিছু ট্রেড এ লস করলেও গড়ে তার লাভ হয় । এবং সে সর্বদা চেষ্টা করে মার্কেটে টিকে থাকার।

samun
2020-08-23, 12:11 PM
একজন ভালো ট্রেডার এর অনেক গুনাগুন রয়েছে। যেমন সে প্রতিদিন অ্যানালাইসিস করে । কোনো ট্রেড নেয়ার পূর্বে লস সম্পর্কে বিবেচনা করে। আবার ট্রেড করার পূর্বে সে রিক্স রেশিও হিসাব করে উপরন্তু সে মার্কেট এর গতিবিধি খুব মনোযোগ দিয়ে বিবেচনা করে। এর ফলে সে কিছু ট্রেড এ লস করলেও গড়ে তার লাভ হয় এবং সে সর্বদা চেষ্টা করে মার্কেটে টিকে থাকার জন্য। এভাবেই একজন ভালো ট্রেডার তৈরী হয়।

konok
2020-08-23, 12:38 PM
যদিও নতুন তারপরও ভাল ট্রেডারের কিছু ট্রেডারের গুনাবলী জানতে পেরেছি যা আমি এখানে শেয়ার করছি। ভাল ট্রেডারগন রেগুলার ব্যসিস স্টাডি করেন ফরেক্স কে আর প্রাথমিক ভাবে ডেমো ট্রেড করেন দীর্ঘদিন। প্রতিদিন চার্ট এনলাইসিস করেন তবে ট্রেড কম করেন। প্রিয় আপনার যদি ট্রেডিং সম্পর্কে ভাল জ্ঞান থাকে তবে আপনি এই প্ল্যাটফর্মে আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা ভাগ করবেন এবং আমরা আপনার অভিজ্ঞতা থেকে শিখব।

jimislam
2020-08-23, 03:10 PM
একজন ভাল ট্রেডার এর অনেক ধরনের গুণাগুণ রয়েছে। এর মধ্যে কিছু গুণাগুণ খুবই উল্লেখ্য যোগ্য প্রতিদিন মার্কেট এনালাইসিস, ট্রেডিং পদ্ধতি, ডেইলি চার্ট,ধৈর্য্য থাকতে হবে এবং মার্কেট নিউজ ইত্যাদি বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা। এর ফলে সে কিছু ট্রেড এ লস করলেও গড়ে তার লাভ হয় এবং সে সর্বদা চেষ্টা করে মার্কেটে টিকে থাকার জন্য। এভাবেই একজন ভালো ট্রেডার তৈরী হয়।

sss21
2020-08-23, 07:07 PM
একজন ভাল ট্রেডারের গুনাবলী হলো অনেক সে সঠিক শিখা গ্রহন করবে । যখন তখন ট্রেড ওপেন করবে না । ধীর স্থীর করে সব কাজ করবে । তড়াহুড়া করে ট্রেড ওপেন করবেনা । মারকেটে ঢুকে পরিস্থিতি বোঝার জন্ন অপেক্ষা করবে । সে কখনি স্কাল্পীং করবে না ।

Smd
2020-08-23, 07:10 PM
ভালো ট্রেডার যে কোন সাধারণ ট্রেডার থেকে অনেক বেশি এগিয়ে থাকেন । কেননা ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে ভাল ট্রেডারে প্রথমত ভাল মানের ট্রেডিং কৈশল থাকে । এরপরেই সে অন্যদের চেয়ে বেশি জানার ও বেশি ফরেক্স জ্ঞান সমৃদ্ধ হওয়ার চেষ্টা করে । কখনই ওভার ট্রেডিং করেন না। লোভ পরিহার করে ট্রেডিং করেন। মানি ম্যানেজমেন্ট এর নিয়ম মেনে ট্রেডিং করেন। বিশেষ করে ভালো ট্রেডাররা অন্তর্নিহিত গুনাবলী যেমন ধৈর্য্য, অধ্যাবসায়, পরিশ্রমী ইত্যাদি ক্ষেত্রে অনেক কঠোর যেটা ফরেক্সের সফলতার ক্ষেত্রে প্রয়োজন।

Sid
2020-08-23, 07:12 PM
ফরেক্স মার্কেটে যে যেমন সময় দিবে সেই বেশি কিছু ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে পারবে। ফরেক্স মার্কেতে লসের পরিমান কমাতে হলে আপনাকে ফরেক্স ট্রেড ওপেন করার সময় অনেক কিছুই ভেবে ট্রেড নিতে হবে।তাই ভাল ট্রেডার হতে হলে আপনাকে বেশি বেশি ট্রেড করতে হবে।

IFXmehedi
2020-08-23, 07:15 PM
আমি ফরেক্স এ নতুন। একজন ভালো ট্রেডার হতে হলে তার কিছু গুনাগুণ থাকা প্রয়োজন। যেমন -
১| ভালোভাবে ডেমো প্রাক্টিস করা।
২| মাথা ঠান্ডা রেখে কাজ করা।
৩| বেশি লোভ না করা।
৪|এনালাইসিস করা।
৫|নির্ধারিত সময় ট্রেড করা।
এ ছাড়া আর কি কি গুনাগুণ থাকতে পারে?

একজন ভালো ট্রেডারের কি কি গুণাবলী থাকা প্রয়োজন আপনি সেগুলো খুব সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন । আসলে যারা ফরেক্স মার্কেটে কিছুদিন ধরে ট্রেডিং করে তারা ফরেক্স ট্রেডিং এর বাস্তবতা বুঝতে পারে এবং এটাও বুঝতে পারে যে একজন দক্ষ ট্রেডার হতে হলে ফরেক্স মার্কেটে তার কি কি করতে হবে । কিন্তু একজন ট্রেডারের যা যা করা উচিত সে কখনোই সেটা করে না যার কারণে বেশিরভাগ ট্রেডার গত ফরেক্স মার্কেটে সফলতা পায় না ।

muslima
2020-08-25, 02:02 AM
একজন ভালো ট্রেডার মানে তার মধ্যে অবশ্যই ভাল কিছু গুণাগুণ থাকবে। সে খুব ঠান্ডা স্বভাবের হবে, সে তার নিজস্ব একটা স্ট্রাটিজি নিয়েই সবসময় ট্রেড করবে। তার মধ্যে কোন প্রকার ইমোশোন কাজ করবে না, সে তার টার্গেটে পৌঁছাবার জন্য ধীর গতিতে সামনে এগুবেন, তার মধ্যে কোন প্রকার লোভ লালসা কাজ করবে না। যার যত বেশি অভিজ্ঞতা আছে সে ততই বেশি ভালো প্রফিট করতে পারে। আর কোন রুলস এর বাইরে ট্রেড করা যাবে না। এই বিষয় মেনে ভালো ট্রেডার রা ট্রেড নিয়ে থাকেন।

FRK75
2020-10-27, 12:16 PM
ফরেক্স মার্কেট থেকে আয় করার জন্য আপনাকে ফরেক্স বুঝতে হবে। এর সম্পর্কে জানতে হবে। ফরেক্স না বুঝলে এর থেকে আয় করা কঠিন। তাছারা ফরেক্স থেকে আয় করার জন্য আপনি প্রথমে প্রচুর প্রাক্তিস করুন। এর জন্য ডেমো একউন্ত ক্রিএত করুন। এতে আপনার ভালো প্রাক্তিস হবে। এভাবে শিখে নিন ফরেক্স আর শিখতে থাকুন। দেখবেন আয় করে সফল হবেন।

FRK75
2021-07-15, 01:03 PM
পরিশ্রম করতে হবে অনেক আপনাকে একজন ভালো ট্রেডার হতে হলে। ভালো ট্রেডাররা অন্তর্নিহিত গুনাবলী যেমন ধৈর্য্য, অধ্যাবসায়, পরিশ্রমী ইত্যাদি ক্ষেত্রে অনেক কঠোর যেটা ফরেক্সের সফলতার ক্ষেত্রে প্রয়োজন। আরও কিছু আছে যেমন ভালোভাবে ডেমো প্রাক্টিস করা, মাথা ঠান্ডা রেখে কাজ করা আর বেশী লোভ না করা ভালভাবে এনালাইসিস করা।

Mas26
2021-07-15, 08:28 PM
একজন ভাল ট্রেডার অবশ্যই তার সব দিকে থেকে অন্য যে কোন সাধারণ ট্রেডার থেকে অনেক বেশি এগিয়ে থাকেন। কেননা ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে ভাল ট্রেডারে প্রথমত ভাল মানের ট্রেডিং কৈশল থাকে। এরপরেই সে অন্যদের চেয়ে বেশি জানার ও বেশি ফরেক্স জ্ঞান সমৃদ্ধ হওয়ার চেষ্টা করে। এছাড়াও ভাল ট্রেডারগণ বেশিরভাগ সময় নিজের মেধাকে কাজে লাগানোর চেষ্টা করেন নানা অভিজ্ঞতার মাধ্যমে।মাথা ঠান্ডা রেখে কাজ করা আর বেশী লোভ না করা ভালভাবে এনালাইসিস করা।ভাল ট্রেডার হতে হলে আপনাকে বেশি বেশি ট্রেড করতে হবে।

Smd
2021-10-08, 10:20 PM
যখন কোন ট্রেড ওপেন করবেন তখন আপনাকে অবশ্যই মার্কেটে অতীত ও বর্তমান অবস্থান সম্পর্কে টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল দিকগুলো বিচার বিশ্লেষণ করেই ট্রেড করতে হবে। এছাড়া লোভ ও ধৈর্য্যকে নিয়ন্ত্রণ করার মত জ্ঞান অভিজ্ঞতা থাকতে হবে। মানি ম্যনেজমেন্ট এর বিষয়টি সম্পর্কে সঠিকভাবে ধারণা রাখতে হবে। বেলেন্স অনুযায়ী ভলিউম কম নিবে। ৩-৫ হাজার পিপ্স মানিমেনেজমান্ট করবে। প্রতি ট্রেডে টিপি আর স্টোপ লস ব্যবহার করতে হবে। ডেইলির ট্রেড ডেইলি ক্লোজ করতে হবে।