PDA

View Full Version : আমি যে ট্রেড টা ওপেন করি সেটাতেই লসে পড়ি।



Tazul Islam
2016-04-08, 04:13 PM
মাকের্ট দেখতে দেখতে যখন মনে হল বাই করি , ঠিক বাই করার পরই শুরু হল সেল মুভমেন্ট । আমি কি কোথাও ভুল করতেছি।

RUBEL MIAH
2016-05-01, 04:34 PM
কথাটা বাস্তবিকই । অনেক এ্যানালাইসিস করে তারপর যখন ট্রেড করি তখনই লসে পড়ে যাই । এর কারণ হল মার্কেট এ্যানালাইসিস না করা , নিউজ না দেখা , দক্ষতা অর্জন না করা এবং ধৈর্য্য না ধরা । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য উপরের দোষগুলো গুণ পরিণত করব তাহলেই সফলকাম হতে পারব ।

habibur
2016-05-07, 01:32 AM
ডেমোকেই আমার এই হাল

dwipFX
2016-05-07, 11:19 AM
আপনাকে ট্রেড করার আগে ভার করে এনালাইসিস করতে হবে। এনালাইসিস তিন প্রকার সব প্রকারে এনালাইসিস করে ট্রেড করতে পারলে ভাল কারন ফরেক্স মার্কেট আমাদের সেন্টিমেন নিয়ে খেলে সেই ক্ষেত্রে আমাদের ধৈর্য ধরে ট্রেড নিয়ে বসে থাকতে হবে।

basaki
2016-05-23, 08:26 AM
আসলে এটা কোন ব্যপার না কারন আপনি মনে হয় কোন প্রকাত এনালাইসিস চাড়াই ট্রেড করে যাচ্ছেন তাই আপনি ট্রেড ওপেন করার সাথে সাতে লসের মধ্য পড়ছেন। তাবে কি কারনে আপনার লস হচ্ছে তা যদি বাহির করতে পারেন তবেই আপনার আর লস হবে না বলে আমি মনে করি।

maziz6989
2016-06-01, 09:28 PM
মাকের্ট দেখতে দেখতে যখন মনে হল বাই করি , ঠিক বাই করার পরই শুরু হল সেল মুভমেন্ট । আমি কি কোথাও ভুল করতেছি।

আসলে এটা হতেই পারে কেননা আপনার মত এমন অনেকেই চার্ট টা দেখতেছে এবং তারাও একই জায়গা থেকে বাই বা সেল নিচ্ছে তাতে মার্কেট এ ট্রেডার সেন্টিমেন্ট প্রেসারের কারনে মার্কেট আপনার বিপরীত দিকে যাচ্ছে। একটা কথা মাথায় রাখবেন সবাই যা ভাববে যদি যৌক্তিক কারণে তার বিপরীত ভাবতে পারেন তবেই আপনার সফলতা নতুবা খালি লস আর লস। একটা কথা মাথায় রাখবেন স্মার্ট মানি অলওয়েজ ওয়াচিং ইউ।

edottc
2016-06-02, 01:50 PM
আসলে না বুঝে ট্রেড করলে সব সময় লস খেতে হবে এর কোন বিকল্প নাই তাই আগে ফোরেকস মার্কেট সম্পর্কে বিস্তারিত জানেন যেমন মানি ম্যানেজমেন্ট *সিগনাল মার্কেট এনালাই সেস ইত্যাদি তার পর ট্রেড করেন তাহলে লস না খেয়ে লাভ হবে।

maziz6989
2016-06-02, 07:04 PM
এটা একটা কমন সমস্যা আমার মত নতুন ট্রেডারদের । কেননা আমরা মার্কেট এনালাইসিস করতে পারি না তাই আমাদের ট্রেড লাভে না গিয়ে লসে যেতেই পারে। তাই আগে এনালাইসিস শিখুন। কেননা এটা অনেকাংশে আপনার লস কমাতে সাাহায্য করবে এবং যেখানে সেখানে ট্রেড করা হতে বিরত রাখবে।

Md. Tariqul Islam
2016-06-16, 05:03 PM
অনেক এ্যানালাইসিস করে তারপর যখন ট্রেড করি তখনই লসে পড়ে যাই । এর কারণ হল মার্কেট এ্যানালাইসিস না করা , নিউজ না দেখা , দক্ষতা অর্জন না করা এবং ধৈর্য্য না ধরা । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য উপরের দোষগুলো গুণ পরিণত করব তাহলেই সফলকাম হতে পারব । এনালাইসিস তিন প্রকার সব প্রকারে এনালাইসিস করে ট্রেড করতে পারলে ভাল কারন ফরেক্স মার্কেট আমাদের সেন্টিমেন নিয়ে খেলে সেই ক্ষেত্রে আমাদের ধৈর্য ধরে ট্রেড নিয়ে বসে থাকতে হবে।

Md. Tariqul Islam
2016-06-16, 05:04 PM
অনেক এ্যানালাইসিস করে তারপর যখন ট্রেড করি তখনই লসে পড়ে যাই । এর কারণ হল মার্কেট এ্যানালাইসিস না করা , নিউজ না দেখা , দক্ষতা অর্জন না করা এবং ধৈর্য্য না ধরা । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য উপরের দোষগুলো গুণ পরিণত করব তাহলেই সফলকাম হতে পারব । তাবে কি কারনে আপনার লস হচ্ছে তা যদি বাহির করতে পারেন তবেই আপনার আর লস হবে না বলে আমি মনে করি।

Rahat015
2016-06-17, 04:09 AM
মাকের্ট দেখতে দেখতে যখন মনে হল বাই করি , ঠিক বাই করার পরই শুরু হল সেল মুভমেন্ট । আমি কি কোথাও ভুল করতেছি।
আপনার প্রবলেম টা আমার। মার্কেত দেখে শুনে যখন এন্ট্রি নিই, ঠিক তার পরপর এ মার্কেট রিভার্সাল করা শুরু করে। আমার মনে হয় আমরা এখনো মার্কেট ঠিক মত এনালাইসিস করতে পারি না যার কারনে আমাদের এই অবস্থা।

HKProduction
2016-06-22, 04:57 PM
আপনার ট্রেডে অবশ্যই ভুল রয়েছে। ফরেক্স মার্কেটে মনে হয়, হতে পারে এবং হয়তো বলে কোন কথাকে ধরে ট্রেড করবেন না। এসব একান্তই ইমোশনাল এবং বাচ্চাদের খেলার মতো। সঠিক প্রমাণ বের করুন ডেমো থেকে। আপনার ছোট একটি সূত্র আপনার সারা জীবনের জন্য যথেষ্ট। তাই বেশি না চেয়ে অল্পের মধ্যে বিচরণ করুন সফলতা আসবে। আমি অনেক দৌড়া দৌড়ি করে এখন ক্লান্ত। এখন ধীরে ধীরে ট্রেড করি। লাভ না হলেও বড় লস করি না। এটাই আমার অনেক বড় সফলতা।

basaki
2016-07-03, 10:07 PM
আপনি যেটাই ওপেন করেন সেটাই লস করেন তাহলে আপনার সাথে আমি যদি বিপরিত ট্রেড করতে পারি তাহলে অনেক লাভবান হতে পারতাম। তবে আমি মনে করি আপনি সঠিক সময়টা নির্ধারনে ভুল করছেন বিধায় আপনার এমনটা হচ্ছে তবে আরেকটু খেয়াল করে ট্রেড করলে হয়তো লাভ হবে।

Sacrifice
2016-07-04, 12:43 AM
প্রতিটি ট্রেডে লস করা মানে, আপনি যথাযথ নিয়ম না মেনে জুয়াড়ীর মত ট্রেড করছেন। ফরেক্সে সফলতা অর্জনের জন্য আপনার অবশ্যই ফরেক্স সম্পর্কে জ্ঞান থাকতে হবে। শুধুমাত্র অনুমান নির্ভর আর। গগুজবে কান দিয়ে যদি ট্রেড ওপেন আর ক্লোজ করতে থাকেন তবে লস করাটা স্বাভাবিক। তাই আগে ফরেক্স শিখুন তারপর ট্রেড করুন।

forexboy
2016-07-04, 08:54 AM
আমি মনে করি ফরেক্স এ লস খুব সাধারন একটা ব্যাপার । ব্যাবসায় লাভ লস থাকবেই । আমি যে ট্রেড টা ওপেন করি সেটাতেই লসে পড়ি। কাননা আপনি ভুল ট্রেড করেন আর
তা নাহলে আপনি আখুনো ভালোভাবে ফরেক্স শিখেন নি।

motiar
2016-07-17, 04:31 PM
সঠিক এনলাইসেস না হলে এমটা হবেই তাই মার্কেট এনালাইসেস শিখতে হবে । মার্কেট তার নিজস্ব নিয়মে চলে আমার বা আপনার নিয়মে চলে না । তাই মারকেটের ভাষা শিখুন তার পরে ট্রেড করুন অবস্য ই প্রফিট হবে ।

maziz6989
2016-07-18, 07:50 AM
আসলে এখানে বাই বা সেল এর দোষ নেই দোষ হল আপনার এনালাইসিস এর । আপনি ঠিক ভাবে মার্কেট এনালাইসিস করতে পারেন নি বলে আপনার ট্রেডটা লসে পড়েছে। আপনি যদি সঠিক এনালাইসিস করতে পারতেন তবে আপনার ট্রেড এভাবে লসে যেত না। তাই আমি মনে করি সবার আগে এনালাইসিস শিখা আপনার সমস্যার সমাধান।

Md. Tariqul Islam
2016-07-18, 10:34 AM
মন অনেকেই চার্ট টা দেখতেছে এবং তারাও একই জায়গা থেকে বাই বা সেল নিচ্ছে তাতে মার্কেট এ ট্রেডার সেন্টিমেন্ট প্রেসারের কারনে মার্কেট আপনার বিপরীত দিকে যাচ্ছে। একটা কথা মাথায় রাখবেন সবাই যা ভাববে যদি যৌক্তিক কারণে তার বিপরীত ভাবতে পারেন তবেই আপনার সফলতা নতুবা খালি লস আর লস।

Md. Tariqul Islam
2016-07-18, 12:07 PM
আসলে এটা কোন ব্যপার না কারন আপনি মনে হয় কোন প্রকাত এনালাইসিস চাড়াই ট্রেড করে যাচ্ছেন তাই আপনি ট্রেড ওপেন করার সাথে সাতে লসের মধ্য পড়ছেন। তাবে কি কারনে আপনার লস হচ্ছে তা যদি বাহির করতে পারেন তবেই আপনার আর লস হবে না বলে আমি মনে করি।

majidiqbal
2016-07-18, 05:47 PM
আমিও একই সমস্যয় ভুগতাম। কিন্তু এখন আর এই বিষয়টিকে তেমন সমস্যা মনে হয়না। কারন আমি স্কল্পিং ছেড়ে দিয়েছি এবং এখন লং টাইমফ্রেমকে মাথাই রেখে ট্রেড করি। এতে মুভমেন্ট একটু পরির্বতন হলেও এক সময় আমার কংক্ষিত লক্ষে পৌছে যায়।

Md. Tariqul Islam
2016-07-20, 01:47 PM
এ্যানালাইসিস করে তারপর যখন ট্রেড করি তখনই লসে পড়ে যাই । এর কারণ হল মার্কেট এ্যানালাইসিস না করা , নিউজ না দেখা , দক্ষতা অর্জন না করা এবং ধৈর্য্য না ধরা । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য উপরের দোষগুলো গুণ পরিণত করব তাহলেই সফলকাম হতে পারব । এনালাইসিস তিন প্রকার সব প্রকারে এনালাইসিস করে ট্রেড করতে পারলে ভাল কারন ফরেক্স মার্কেট আমাদের সেন্টিমেন নিয়ে খেলে সেই ক্ষেত্রে আমাদের ধৈর্য ধরে ট্রেড নিয়ে বসে থাকতে হবে।

Sahed
2016-07-23, 02:14 PM
হ্যা আপনি ভূল করছেন । মার্কেট দেখে আপনি আন্দাজে ট্র্রেড করলে হবে ন*া । মার্কেটে আপনি যা দেখেন তার বিপরিতে মার্কেটকে যেতে এক মিনিটও সময় লাগে না । তাই আমি বলব আপনি ভালভাবে মার্কেট এ্যনালাইসিস করে তারপর ট্রেড নিন এবং অপেক্ষা করে দেখুন কি হয় । মার্কেটে পাজেল হলে চলবে না ।

milonkhanfx1993
2016-09-29, 08:24 PM
যাই গাড়ি টা দ্রুত কোন দিকে যেতে থাকে আপনি তাকে ছুতে গেলে কি হতে পারে ভাবুন একবার,একই ভাবে চলন্ত বার রানিং ক্যন্ডেল এ ট্রেড ওপেন করবেন না নতুবা ধরা খাবেন,এখানে আপনার ভাগ্যের কোন দোষ নাই দোষ আপনার ভুল বোঝার আগে বুঝুন কেন লস হচ্ছে আর কোথাই কিভাবে লস হচ্ছে।

Dilip05
2016-09-30, 08:39 AM
আপনার উচিত আগে ডোমো একাউন্টে ট্রেড করা। ডেমো টে লাভ করতে পারলে আপনি রিয়াল এ লাভ করতে পারবেন।

udaydebnath
2016-10-03, 08:52 PM
অবশ্যই আপনার অনেক ভুল হচ্ছে। কখন বাই আর কখন সেল দিতে হেবে সেটা আপনার জানা নাই বলেই এমনটি হচ্ছে। আগে জানুন মার্কেট কখন ব্রেকআউট হয়, মার্কেট কখন ট্রেন্ডে থাকে, কথন সাইডওয়েতে থাকে, কোথা থেকে বাই দিতে হবে, কোথা থেকে সেল দিতে হেবে। কোন স্থান থেকে প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। কোন সময় ট্রেড করা থেকে বিরত থাকতে হবে। ইত্যাদি ইত্যাদি।

Hassan Raja
2016-10-04, 03:16 PM
অনেক এ্যানালাইসিস করেছি অনেক নিউজ পড়ি অনেক চিন্তা ভাবনা করে ট্রেড করি তারপর ও লস হয় । কখও শুরুতে হয় কখও পড়ে হয় । যখন ই হউক লস হয় ।

MoinFX
2016-10-05, 01:25 PM
আপনি যে ট্রেড অপেন করেন সেটা লসে পড়েন তাহলে আপনাকে ট্রেডিং কৌশল পরিবর্তন করতে হবে কারন আপনার এনালইসিস কোন গড়মিল আছে আপনাকে আরও ভাল করে এনালাইসিস করতে হবে। আপনাকে টেকনিক্যাল এনালাইসিস এর উপর জোর দিতে হবে।

Md Masud
2017-05-24, 11:03 PM
আমরা সব সময় এই ব্যবসা করার জন্য উপরের দোষগুলো গুণ পরিণত করব তাহলেই সফলকাম হতে পারব । আমরা সব সময় এই ব্যবসা করার জন্য উপরের দোষগুলো গুণ পরিণত করব তাহলেই সফলকাম হতে পারব । মার্কেট এনালাইসিস করতে পারি না তাই আমাদের ট্রেড লাভে না গিয়ে লসে যেতেই পারে । তাই আগে এ্যানালাইসিস শিখুন ।