PDA

View Full Version : Bollinger Bands ইন্ডিকেটরটি ব্যবহার



Biplob72
2016-04-10, 12:11 PM
:ok: মার্কেট ভোলাটিলিটি অনুধাবন করার জন্য Bollinger Bands ইন্ডিকেটরটি ব্যবহার করা হয়।এই ছোট টুলসটি আমাদের বলে দিবে যে মার্কেট কি এখন শান্ত না অশান্ত। যখন মার্কেট শান্ত থাকে তখন ব্যান্ড ২টি সংকুচিত হয়ে যায়, আর যখন মার্কেট অশান্ত থাকে তখন ব্যান্ড ২টি প্রশস্ত হয়ে যায়।:woo:

Sahed
2016-07-29, 06:07 PM
হ্যা ফরেক্স মার্কেট এর ভেলোডিটি বুঝার জন্য আপনি এই ইন্ডিকেটরটি ব্যবহার করতে পারেন॥ ফরেক্স *মার্কেট যখন হাই ভেলোডিটিতে থাকে তখন বুলিংগার ব্যান্ড সাধারনত অনেক প্রসস্থ হয়ে যায় । আর যখন মার্কেট শান্ত অবস্থায় থাকে তখন এটি সংকুচিত হয়ে যায় ।

HasanXM
2016-08-26, 10:54 AM
এই ছোট টুলসটি আমাদের বলে দিবে যে মার্কেট কি এখন শান্ত না অশান্ত। যখন মার্কেট শান্ত থাকে তখন ব্যান্ড ২টি সংকুচিত হয়ে যায়, আর যখন মার্কেট অশান্ত থাকে তখন ব্যান্ড ২টি প্রশস্ত হয়ে যায়। যখন মার্কেট শান্ত ছিল, তখন ব্যান্ড ২টি কাছাকাছি ছিল। কিন্তু যখন প্রাইস খুব দ্রুত বেড়ে গেছে অর্থাৎ মার্কেট অশান্ত হয়ে গেছে, তখন ব্যান্ড ২টি দূরে সরে গেছে।Bollinger Bands সম্পর্কে একটি ব্যাপার আপনার জেনে রাখা দরকার যে প্রাইস অধিকাংশ সময় ব্যান্ডের মাঝখানে ফিরে আসে। এটাই হল Bollinger Bounce এর আসল আইডিয়া। মার্কেট ভোলাটিলিটি অনুধাবন করার জন্য Bollinger Bands ইন্ডিকেটরটি ব্যবহার করা হয়।

vodrolok
2016-09-12, 12:26 PM
ইন্ডিকেটরের মধ্যে অন্যতম জনপ্রিয় ইন্ডিকেটর হচ্ছে বোলিঙ্গার ব্যান্ড। এটা সুইঙের জন্য অনেক কাজে আসে কারণ প্রাইস সাধারণত এর মাঝেই ঘোরাফেরা করে। যদি হায়ার ব্যান্ড বা লোয়ার ব্যান্ডকে প্রাইস টাচ করে তাহলে অনেক বেশি সম্ভাবনা থাকে যে প্রাইস আবার রিভার্স করে মাঝখানে ফায়ার আসবে।

milonkhanfx1993
2016-09-24, 12:06 AM
তবে ভাইয়া সেটা কেমন কাজ করে ,এটা কি আমাদের একি সাথে মার্কেট এর মমেন্টাম ও বুঝায় বলে আপনি মনে করেন,আমি বলিঙ্গার ব্যন্ড এর ব্যাবহার জানি না তাই আপনার কাছে ভালল্ভাবে জানতে চাইলাম

Mamun13
2017-09-12, 05:21 PM
যত ভালো ভালো ইনডিকেটরের নামই বলেন না কেন এসব ইনডিকেটর কখোনোই নির্ভরশীল নয়৷এসব ইনডিকেটর সঠিক সিগনাল কখোনোই দিতে পারে না৷আমি তাই কাউকেই এইসব ইনডিকেটর ব্যাবহার করতে পরামর্শ দেই না বরং সর্বদা নিষেধ করে থাকি৷