PDA

View Full Version : সেন্টিমেন্টাল অ্যানালাইসিস



Biplob72
2016-04-11, 11:50 PM
প্রত্তেক ট্রেডারের কাছে নিজস্ব মতামত বা ব্যাখ্যা থাকে যে কেন মার্কেট এভাবে মুভ করছে। আমি, আপনি কিংবা পিপস শিকারি মার্কেট সম্পর্কে যা অনুভব করি এবং সে অনুসারে পজিশন নেই, তাই পরবর্তীতে নতুন মার্কেট সেন্টিমেন্ট তৈরি করতে সাহায্য করে। সব ট্রেডারদের ট্রেড মার্কেটে প্রতিফলিত হয়।

তাই আপনি একা যদি কোন ট্রেড সম্পর্কে কিছুই অনুভব করে থাকেন না কেন যে মার্কেট সেইদিকে যাবে, আপনি কখনোই মার্কেটকে আপনার পক্ষে মুভ করাতে পারবেন না। এমনকি আপনার যদি দৃঢ় বিশ্বাস থাকে যে ডলারের দাম বাড়বে, কিন্তু সবাই যদি বিয়ারিশ (সেল) মুডে থাকে, সেখানে আপনি কিছুই করতে পারবেন না।

এটা আপনার ওপর নির্ভর করে আপনি কিভাবে মার্কেট সেন্টিমেন্ট বুঝবেন, এটা বুল্লিশ না বিয়ারিশ।:ok:

RUBEL MIAH
2016-05-15, 12:17 PM
ফরেক্স ব্যবসা করার জন্য আমরা কখনোই সেন্টিমেন্টাল হব না । ফরেক্স ব্যবসা করতে হলে আমাদের ধৈর্য্য ধারণ করতে হবে তাহলেই সফলকাম হতে পারব । তাড়াহুড়া করে আসলে ফরেক্স ব্যবসা করা কখনোই সম্ভব নয় । ধৈর্য্য আমাদের ধরতেই হবে যদি সফলতা অর্জন করতে চাই ।

dwipFX
2016-05-17, 12:25 PM
আপনি যেটা বুঝছেন আসল এটা হল ট্রেডারদের সেন্টিমেন কি বাইয়ে আছে না সেলে আছে আমরা সেটা দেখি। ফরেক্স মার্কেটে সবকিছু ঠিক থাকে তারপরও মার্কেট আমার বিপরীতে যাচ্চে আর সেটা হল সেন্টি মে।। সেন্টিমেন মাঝে মাঝে দেখতে হয় কারন ফরেক্স মার্কেটে অনেক সময় সেন্টিমেন এর উপর নির্ভর করে।

জ্যাক কয়েন
2016-05-29, 10:00 AM
আমি মনে করি প্রত্তেক ট্রেডারের কাছে নিজস্ব মতামত বা ব্যাখ্যা থাকে যে কেন মার্কেট এভাবে মুভ করছে। আমি, আপনি কিংবা পিপস শিকারি মার্কেট সম্পর্কে যা অনুভব করি এবং সে অনুসারে পজিশন নেই, তাই পরবর্তীতে নতুন মার্কেট সেন্টিমেন্ট তৈরি করতে সাহায্য করে। সব ট্রেডারদের ট্রেড মার্কেটে প্রতিফলিত হয়। আমার জানা মতে একজন ট্রেডআর শুধু মাত্র সেন্টিমেন্টাল-অ্যানালাইসিস করে ট্রেড ওপেন করে ও ভালো প্রফিট করতে পারে।

maziz6989
2016-06-02, 07:16 PM
আসলে সেন্টিমেন্টাল এনালাইসিস বলতে যে বিষয়টার প্রতি আলোকপাত করা হয়ে থাকে তাকে এনালাইসিস বলতে আমি রাজি না। কেননা আপনার আমার অনুমান কখনও এনালাইসিস হতে পারে না। কেননা আমরা অনেক সময় অনেক লজিক্যাল লেভেল এ ট্রেড নেবার সময় ও মন থেকে সায় পাই না। তাই এই বস্তুটাকে বুঝে শুনে ব্যবহার করবেন।

Sahed
2016-07-23, 02:37 PM
আপনার পোস্টির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন । মার্কেটে আসলে তাই হয় । সেন্টিমেন্ট মার্কেটে খুব বড় একটি ব্যাপার । মার্কেটে আপনাকে ট্রেড নেওয়ার আগে অবশ্যই মার্কেট বিষয়ে ট্রেডাররা কি ধরনা করছে তা একবার হলেও এ্যনালাইস করা উচিত ।