PDA

View Full Version : টেকনিক্যাল অ্যানালাইসিস



Biplob72
2016-04-11, 11:53 PM
টেকনিক্যাল অ্যানালাইসিস এমনই। পূর্বে যা ঘটেছিল, আমরা আশা করেতে পারি হয়তো ভবিষ্যতেও তাই ঘটতে পারে। যদি কোন প্রাইস লেভেল পূর্বে সাপোর্ট বা রেসিসটেন্স হিসেবে কাজ করে থাকে, তবে ট্রেডারদের চোখ থাকবে সেই দিকে এবং তারা তার ওপর ভিত্তি করে তাদের ট্রেড করবে।টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা একই প্যাটার্ন মেলানোর চেষ্টা করি যা পূর্বে ঘটেছিল। এবং যেহেতু তা পূর্বে ঘটেছিল, তাই আমরা আশা করবো এবারও হয়ত আগের মত একই জিনিস ঘটতে পারে।:woo:

askam
2016-04-12, 10:34 AM
আমরা ঠিক কথাটি ই জানলাম । ফরেক্স এ টেকনিক্যাল এনালাইসিস খুব ই গুরুত্যপুরন । একটি ট্রেড ওপেন করার আগে অবশ্যই ভালো ভাবে এই এনালাইসিস টি করা জরুরী । তাতে করে আমরা বুঝতে পারব যে এই ট্রেড এর পূর্বের অবস্থা কি ছিল । কি পর্যন্ত ট্রেড টি আপ করেছে বা ট্রেড টি কোথাই গিয়ে ক্লোজ হয়েছে তা আমরা টেকনিক্যাল এনালাইসিস এর মাধ্যমে জানতে পারি । এটা করা অনেক জরুরী ভালো ত্রেদার হওয়ার জন্য ।

basaki
2016-04-24, 10:49 PM
টেকনিক্যাল অ্যানালাইসিস আপনি যদি ভাল করে করতে পারেন তবে ফরেক্স মার্কেটে আপনি অনেক ভাল কিচু করতে পারবেন। আর আপনি ফরেক্স মার্কেটে যদি বেশি সময় দেনবতবে আমি মনে করি আপনি খুব সহজে এনালাইসিস করতে পারবেন যে মার্কেট কোন দিকে যাবে। বাড়বে না কমবে।

RUBEL MIAH
2016-05-15, 11:56 AM
ফরেক্স ব্যভসার জন্য টেকনিক্যাল এ্যানালাইসিস খুবই প্রয়োজন । যে যত বেশী টেকনিক্যাল এ্যানালইসিস করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং অমরা সব সময় এই ব্যবসা করার জন্য টেকনিক্যাল এ্যানালাইসিস করে থাকব তাহলেই জীবনে উন্নতি করতে পারব ।

dwipFX
2016-05-17, 08:04 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করত হলে আমাদের কে এনালাইসিস করে ট্রেড করতে হয়। টেকনিক্যাল এনালাইসিস হল মার্কেটে পুর্বে যা ঘটে ছিল ভবিষ্যতে তা ঘটতে পারে। আর এনালাইসিস টা নির্ভর করে আমার নিজের উপর আমি কেমন এনালাইসিস করি সেটা কি লস না প্রপিট। লস হলে এনালাইসিস পরিবর্তন করতে হবে লাভ হলে সেটা মনে রাখতে হবে।

HKProduction
2016-06-22, 05:15 PM
ইতিহাসের পুনরাবৃতি বলে কথা। সব কিছু মুছে গেলেও ইতিহাস কখনো মিথ্যে বলেনা। তাই যারা ইতিহাস থেকে শিক্ষা নেয় তারা কখনো ভুল করে না। এমনি একটি প্রকৃয়া হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস। এটি খুবই ভাল। আমি এই বিষয়ে গবেষণা করে যাচ্ছি। তবে এখনো সফল হতে পারিনি। কেননা সফলতার আগেই আমি বড় লোক হতে চেয়েছি। তাই আরকি? যা হবার তাই হলো। ফলাফল শুন্য। আমাদেরকে অনেক ধীরে ফরেক্স মার্কেটে এগিয়ে যেতে হবে।

basaki
2016-07-03, 09:59 PM
ফরেক্স মাড়ড়কেটে ট্রেড করতে হলে আপনাকে কোন না কোন এনালাইসিস করেই ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে। আমি মনে করি ফরেক্স মার্কেটে আপনি যদি টেক্নিকেল এনালাইসিস করে ট্রেড করেন তবেই আপনি ফরেক্স মার্কেটে অনেক লাভ করতে পারবেন বলে আমি আশা করি।

Md. Tariqul Islam
2016-07-18, 10:46 AM
টেকনিক্যাল এ্যানালাইসিস খুবই প্রয়োজন । যে যত বেশী টেকনিক্যাল এ্যানালইসিস করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং অমরা সব সময় এই ব্যবসা করার জন্য টেকনিক্যাল এ্যানালাইসিস করে থাকব তাহলেই জীবনে উন্নতি করতে পারব । আর এনালাইসিস টা নির্ভর করে আমার নিজের উপর আমি কেমন এনালাইসিস করি সেটা কি লস না প্রপিট। লস হলে এনালাইসিস পরিবর্তন করতে হবে লাভ হলে সেটা মনে রাখতে হবে।

Md. Tariqul Islam
2016-07-18, 11:27 AM
ফরেক্স এ টেকনিক্যাল এনালাইসিস খুব ই গুরুত্যপুরন । একটি ট্রেড ওপেন করার আগে অবশ্যই ভালো ভাবে এই এনালাইসিস টি করা জরুরী । তাতে করে আমরা বুঝতে পারব যে এই ট্রেড এর পূর্বের অবস্থা কি ছিল । কি পর্যন্ত ট্রেড টি আপ করেছে বা ট্রেড টি কোথাই গিয়ে ক্লোজ হয়েছে তা আমরা টেকনিক্যাল এনালাইসিস এর মাধ্যমে জানতে পারি ।