PDA

View Full Version : ফরেক্স ইজ এ গ্রিন ওয়াইড ওয়ে।



S M Murshedul Akhter
2016-04-16, 04:20 PM
বাংলাদেশ ফরেক্স ফোরাম কোটি কোটি মানুষের কর্মের পথ করে দিয়েছে। বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হয়েছেন অনেকেই। অনেকেই online income করে জিবনে প্রতিষ্ঠিত। এই ফোরামকে কি আমি সফলতার গ্রিন ওয়াইড ওয়ে বলতে পারি?

basaki
2016-06-01, 09:03 AM
হা ফরেক্স মার্কেটে যদি কেউ ভাল করে ট্রেড করতে পারে তবে তার জন্য আম মনে করি ফরেক্স মার্কেট সবুজ হিসাবে কাজ করবে কারন ফরেক্স মার্কেটে যদি আপনি লাভ করতে পারেন তবে ফরেক্স মার্কেট থেকে নিয়মিত ইনকাম করতে পারবেন আর আপনি দিনে দিনে বড়লোক হতে পারেবন।

maziz6989
2016-06-01, 09:13 PM
আসলেই কি তাই! যদি তাই হবে কেন তবে এখানে মাত্র ৫% লোক গেইনার। আমি মনে করি যারা এই জিনিস নিয়ে অধিক উচ্চাসা দেখেন তাদের এখনও সময় আছে এত এত উচ্চাসা বাদ দেবার। এখানে প্রচুর শ্রম দিয়ে খুব সামান্যই লাভ হতে পারে এবং তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে তাই আমি মনে করি শুধু শুধু কেন মানুষকে এত এত স্বপ্ন দেখানো।

dwipFX
2016-06-07, 05:47 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে ফোরামে কাজ করে ইনভেস্ট করলে ভাল হবে তাহলে লস করলে ফরেক্স মার্কেটের প্রতি অনিহা আসবেনা।ফরেক্স মার্কেটে ফোরামে কাজ করে অনেক বেকার ছেলে আয় করতে পারছে যা অনেকে পরিবার চালাচ্ছে এই ফোরাম থেকে ইনভেস্ট করে।ফোরাম কে ফরেক্স ইজ গ্রিন ওয়ে বলা যায়।

Moon
2016-06-07, 06:53 PM
অবশ্যই বলতে পারি । আপনি যদি ফোরামের পরিসংখ্যান দেখেন তবেই বুঝতে পারবেন যে ফোরামের জনপ্রিয়তা কতটুকু বৃদ্ধি পেয়েছে । মুলত ফোরামের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়া মানেই হল ফরেক্স এর জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়া । ফোরামের মাধ্যমেই অনেকে এখানে আসে আর ভাল পারফরেমেন্সের মাধ্যমে এখান থেকে অনেক লাভবান হতে পারে । বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হতে পারে ।

amin rabby
2016-06-07, 10:47 PM
ফরেক্স ট্রেড শেখা অনেক কঠিন কাজ এবং রিয়েল ট্রেড করে টিকে থাকাও অনেক কঠিন। যারা ফরেক্সকে আয়ত্ত করতে পেরছে তারাই প্রত্যাশিত সফলতা পেয়েছে। একজন ট্রেডার যদি ফরেক্সকে ভালো করে আয়ত্ত করতে পারে তাহলে তার বেকারত্ত অবশ্যই দূর হবে। ফরেক্স ইজ গ্রিন ওয়াইড ওয়ে বলা যায় যখন একজন ট্রেডার তার সফলতা পায়।

HKProduction
2016-06-10, 02:06 PM
100% নিশ্চিত। ফোরাম আমাদের জীবনে আশার আলো জ্বালিয়েছে । আমরা ফোরাম মানি দিয়ে রিয়েল ট্রেড করতে পারি এমনকি আয় করে নিজেদের একটি নিজস্ব ফান্ড গড়তে পারি। এর চেয়ে বড় আর কি আশা করতে পারি। আমি ফোরামের কাছে চিরদিন ঋণী হয়ে থাকব। আছি।

hasibul
2016-06-10, 04:54 PM
ফরেক্স সবসময় ই সবুজ ব্যাবসা এবং আধুনিক ব্যাবসা । শুধু তাই নয় ফরেক্স ব্যাবসা করে অনেক মানুষ এখন নিজের জিবিকা নিবাহ করছেন । তা ছাড়াও দেখা যায় যে অনেকে ফোরাম পস্টিং করে জমানো ডলার দিয়ে ফরেক্সে ব্যাবসা করে অনেক লাভ করছেন। তবে আমার মতে আমাদের মতো দেশের জন্য ফরেক্স থেকে ইঙ্কাম একটা গ্রিন ওয়াইড ওয়ে বলা যেতে পারে । সবশেষে বলতে পারি , ফরেক্স ইজ এ গ্রিন ওয়াইড ওয়ে যখন দেখা যায় একজন ট্রেডার তার সফলতা পায় । :)

MD ALAMIN ARIF
2016-06-10, 11:32 PM
ফরেক্স ফোরাম কোটি কোটি মানুষের কর্মের পথ করে দিয়েছে। বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হয়েছেন অনেকেই। সবশেষে বলতে পারি , ফরেক্স ইজ এ গ্রিন ওয়াইড ওয়ে যখন দেখা যায় একজন ট্রেডার তার সফলতা পায় ।

MD ALAMIN ARIF
2016-06-10, 11:33 PM
রেক্স মার্কেটে যদি কেউ ভাল করে ট্রেড করতে পারে তবে তার জন্য আম মনে করি ফরেক্স মার্কেট সবুজ হিসাবে কাজ করবে।ফরেক্স ইজ এ গ্রিন ওয়াইড ওয়ে যখন দেখা যায় একজন ট্রেডার তার সফলতা পায় । ফরেক্স ফোরাম কোটি কোটি মানুষের কর্মের পথ করে দিয়েছে।

RUBEL MIAH
2017-04-27, 04:12 PM
প্রচুর শ্রম দিয়ে খুব সামান্যই লাভ হতে পারে এবং তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে । ফরেক্স ফোরাম কোটি কোটি মানুষের কর্মের পথ করে দিয়েছে । গ্রিন ওয়াইড ওয়ে যখন দেখা যায় একজন ট্রেডার তার সফলতা পায় । আমি ফোরামের কাছে চিরদিন ঋণী হয়ে থাকব । তাহলে অবশ্যই আমরা এ্যানালাইসিস করার চেষ্টা করব ।

uzzal05
2017-06-16, 12:48 PM
ফরেক্স থেকে আয় করা সহজ। অনেকে যারা বলেন কঠিন তারা ফরেক্স এ তেমন সময় দেন না। ফরেক্স এর বিষয়ে তারা স্টাডি ও করেন না। সে জন্য ফরেক্স থেকে অভিজ্ঞ ট্রেডাররা দ্রুত আয় করে থাকে। ফরেক্স থেকে আয় করা প্রফিট আমরা গ্রিন পিপ বলতে পারি।

Mamun13
2018-01-24, 09:30 PM
বাংলাদেশ ফরেক্স ফোরাম কোটি কোটি মানুষের কর্মের পথ করে দিয়েছে। বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হয়েছেন অনেকেই। অনেকেই online income করে জিবনে প্রতিষ্ঠিত। এই ফোরামকে কি আমি সফলতার গ্রিন ওয়াইড ওয়ে বলতে পারি?

আমরা সবাই বিশেষ করে যারা এই ফোরামে এসে নিয়মিত লেখাপড়া করে বা পোষ্টগুলো পড়ে পড়ে ট্রেডিং কৌশলগুলো শিখেছি,মার্কেট সম্পর্কে খুঁটিনাটি সব বিষয়ই জেনেছি,বুঝতে পারছি-তারা সবাই ফোরামের প্রতি আন্তরিক ও শ্রদ্ধাশীল থাকা উচিৎ৷ফোরামের মাধ্যমে অসংখ্য নতুন ট্রেডার ফরেক্স ট্রেডের সঠিক,বাস্তব সম্মত ও কার্যকরী দিক নির্দেশনা পাচ্ছে এবং সর্বদাই তা পাওয়ার সুযোগ থাকবে৷পাশাপাশি বোনাস ব্যালেন্স দিয়ে রিয়েল ট্রেড করার সুযোগ দিয়ে একটা ভালো ও প্রশংসনীয় অবদান রাখার জন্য আমরা সবাই ফোরামের প্রতি কৃতজ্ঞ থাকবো৷

samun
2021-10-25, 01:41 PM
আমাদের মতন অসংখ্য বেকার ও ছাত্ররা রয়েছে যারা ফরেক্স এর মাধ্যমে বেকারত্ব ঘুরছে নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছে এমনকি সহায়ক পেশা হিসেবে এবং অতিরিক্ত চাহিদা পূরণের জন্য ফরেক্স যুগোপযোগী একটি অত্যাধুনিক প্রযুক্তির ব্যবসা এখানে আমরা খুব সহজেই দক্ষতা অর্জন করে আয় করতে সক্ষম হব