PDA

View Full Version : Eur/nzd এর ইলিয়ট ওয়েভ বিশ্লেষণ (১৮ এপ্রিল, ২০১৬ ইং)



Biplob72
2016-04-18, 07:35 PM
ওয়েভ বিশ্লেষণ: আমরা আশা করছি 1.6229 লেভেলের সাপোর্ট নিম্নমুখী প্রবণতাকে প্রতিহত করে ঊর্ধ্বমুখী প্রবণতায় এটা 1.6492 লেভেল ভেদ করবে এবং এরফলে 1.6830 লেভেল বা তারও উপরে প্রবণতা চলমান থাকোবে। শুধু অপ্রত্যাশিতভাবে 1.6229 লেভেল ভেদ করে নিচে নামলে, বিশেষকরে 1.6086 লেভেলের সাপোর্ট ভেদ করে নিচে নামলে, 1.5784 লেভেলের লো থেকে শুরু হওয়া ঊর্ধ্বমুখী প্রবণতা সম্পর্কে আমাদের পুনরায় ভাবতে হবে। লেনদেনের পরামর্শ: আমরা 1.6325 লেভেল থেকে ইউরোতে লং পজিশনে আছি এবং 1.6225 লেভেলে স্টপ নির্ধারণ করেছি। আপনি যদি এখনও ইউরোতে লং পজিশনে না থাকেন, তাহলে 1.6492 লেভেল ভেদ করে উপরে ওঠার পর ক্রয় করুন এবং একই স্থানে স্টপ নির্ধারণ করুন। আশা করছি শীঘ্রই স্টপ আরও উপরের দিকে নির্ধারণ করতে হবে।:ok:

More: https://www.instaforex.com/bd/forex_analysis/74976/

2160

Md Masud
2017-05-26, 10:13 AM
ইউরোতে লং পজিশনে না থাকেন, তাহলে 1.6492 লেভেল ভেদ করে উপরে ওঠার পর ক্রয় করুন এবং একই স্থানে স্টপ নির্ধারণ করুন । ঊর্ধ্বমুখী প্রবণতা সম্পর্কে আমাদের পুনরায় ভাবতে হবে । লেনদেনের পরামর্শ: আমরা 1.6325 লেভেল থেকে ইউরোতে লং পজিশনে আছি এবং 1.6225 লেভেলে স্টপ নির্ধারণ করেছি ।