PDA

View Full Version : Eur/jpy এর ইলিয়ট ওয়েভ বিশ্লেষণ (১৩ এপ্রিল, ২০১৬ ইং)



Biplob72
2016-04-18, 07:43 PM
2162

ওয়েভ বিশ্লেষণ: শুক্রবার আমরা লক্ষ্য করেছি এই পেয়ার 122.54 লেভেল স্পষ্টভাবে ভেদ করতে ব্যর্থ হয়েছে। এর মাধ্যমে বুঝা যায় যে, রেড ওয়েভ [v] এবং রেড ওয়েভ [iii] এর ক্ষেত্রে পঞ্চম ওয়েভ ব্যর্থ হয়েছে। যাহোক, আমরা আশা করছি 123.66 লেভেলের রেসিস্ট্যান্স ঊর্ধ্বমুখী প্রবণতাকে প্রতিহত করে আবারও নিম্নমুখী প্রবণতায় 122.54 লেভেল ভেদ করবে। আমরা রেড ওয়েভ iv এর ক্ষেত্রে 123.57 লেভেলে একটি কারেকটিভ হাই লক্ষ্য করেছি এবং আজ 122.54 লেভেলের লো ভেদ করে নিচে নামতে লক্ষ্য করেছি। 121.75 লেভেলের সাপোর্ট ইতোমধ্যে ভেদ হওয়ার কারণে আমরা পরবর্তী সাপোর্ট 120.44 লেভেলের দিকে আরও নিম্নমুখী প্রবণতা আশা করছি। লেনদেনের পরামর্শ: আমরা 123.76 লেভেল থেকে ইউরোতে শর্ট পজিশনে আছি এবং 122.90 লেভেলে আমাদের স্টপ নির্ধারণ করব। 120.50 লেভেলে টেক প্রফিট নির্ধারণ করব।

Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/74974/

maziz6989
2016-07-20, 12:41 AM
আসলে সত্যি কথা বলতে কি আমি ওয়েব এনালাইসিস এর চরম একটা ফ্যান। আমার কাছে মনে হয় এই এনালাইসিস এর উপর আর কোন এনালাইসিস হতেই পারে না। তাই তো একটা কাস্টম ইনডিকেটর আমার চার্টে এটাচ করে নিয়েছি যাতে ওয়েব খুজতে না হয়। আসলে অনেক ভাল রেজাল্ট পাওয়া যায় যদি সঠিক সময় সঠিক এন্ট্রি নেওয়া যায়।

Md. Tariqul Islam
2016-07-20, 01:35 PM
আমার কাছে মনে হয় এই এনালাইসিস এর উপর আর কোন এনালাইসিস হতেই পারে না। তাই তো একটা কাস্টম ইনডিকেটর আমার চার্টে এটাচ করে নিয়েছি যাতে ওয়েব খুজতে না হয়।

Sahed
2016-07-23, 02:29 PM
মার্কেট এ্যানালাইসিস এর বিকল্প কিছু ফরেক্স মার্কেটে আছে কি না আমার জানা নেই । ফরেক্স মার্কেটে ট্রেডিংএর পূর্ব মার্কেট এ্যানালাইসিস করা গুরুত্বপূর্ণ একটি বিষয় । আপনাকে অসংখ্য ধন্যবাদ *আপনার এই পোস্টের জন্য । অভিজ্ঞরা এভাবে সহায়তা করলে আমরা নতুনরা অনেক উপকৃত হব ।