PDA

View Full Version : Leverage (লোন) কি???



Biplob72
2016-04-18, 07:58 PM
Leverage (লোন) বাংলাদেশে শেয়ার মার্কেট এ ব্যাংকগুলো যেখানে সরব্বচ্চ ১:২ অনুপাতে ব্যাংকগুলো লোণ দেয়, ফরেক্স এ সেখানে আপনি ফরেক্স ব্রোকারদের কাছ থেকে ১:৫০০ পর্যন্ত লোণ পেতে পারেন। ইনিস্তা ফরেক্স ব্রোকার ১:১০০০ লোন দেয়, মানে ক্যাপিটাল এর উপর ১০০০ গুন পর্যন্ত লোন। লিভারেজ যত বেশি হবে, আপনি তত বড় ট্রেড ওপেন করতে পারবেন। আর তাই, ফরেক্স এ আপনি ১:১০০০ লিভারেজ ব্যাবহার করে ৫ মিনিতেই টাকা দ্বিগুণ করতে পারেন।

kholil
2016-09-22, 08:09 PM
লেভারেজ হলো বাংলাই লোনের মতো । ফরেক্সে কাজ করার জন্য ব্রোকারের কাছ থেকে কিছু ডলার লোন হিসাবে নেওয়া হয় । পরবর্তিতে এই লোন শোধ করে দেওয়া হয় ফরেক্সে লাভ করে । ফরেক্সে কাজ করে প্রতি মাসে অনেক তাকা আয় করা যায় । ফরেক্সে সবাই কাজ করার সুযোগ পাই , তাই ফরেক্সে কাজ করতে হলে আগে ফরেক্সের কাজ ভালকরে শিখতে হবে তারপর ফরেক্সে কাজ করে তাকা আয় করতে হবে ।

RUBEL MIAH
2016-12-13, 03:04 PM
আমরা যারা ফরেক্স ব্যবসায়ী রয়েছি তারা যে সময়ই নতুন রিয়েল এ্যাকাউন্ট করব তখনই লিভারেজ কমিয়ে নেওয়ার চেষ্টা করব । কারণ লোভ এমন এক জিনিস যেটা দক্ষতাবান ট্রেডাররাও সামলিয়ে রাখতে পারে না । অতএব আমরা সব সময় ধৈর্য্য ধারণ করে ট্রেড করব আর ওভার ট্রেড থেকে নিজেকে নিয়ন্ত্রন রাখার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারবে ।

uzzal05
2016-12-13, 04:21 PM
লিভারেজ যেমন আমাদের জন্য সুবিধা তেমনি অসুবিধাও। কারন লিভারেজ বেশি থাকলে আমাদের লট সাইজ বারিয়ে দেই। কিন্তু এতে আমাদের রিস্ক ও বেরে যায়। এখানে আপনি যদি ১০০ ডলার ইনভেস্ট করে লিভারেজ যদি ১ঃ২ দেন তাহলে আপনি ১০০ ডলার দিয়ে ২০০ ডলার এর ট্রেড ওপেন করতে পারবেন।

vampire
2016-12-13, 04:21 PM
ফরেক্স মার্কেটে লোন হল ফরেক্স মার্কেটে আপনি যা ইনভেস্ট করবেন তারপর উপর একটা নির্দিস্ট অনুপাতে আপনি ব্রোকার সাইওট থেকে লোণ নিতে পারবেন।একটা ব্রোকার সাইট সর্বোচ্চ ১ঃ৮০০০ অনুপাতে লোণ দিয়ে থাকে।তবে আমার মতে ফরেক্সে এ ১ঃ৫০০ অনুপাতে লোন নেওয়া উচিত।

ONLINE IT
2016-12-13, 04:41 PM
Leverage (লোন) বাংলাদেশে শেয়ার মার্কেট এ ব্যাংকগুলো যেখানে সরব্বচ্চ ১:২ অনুপাতে ব্যাংকগুলো লোণ দেয়, ফরেক্স এ সেখানে আপনি ফরেক্স ব্রোকারদের কাছ থেকে ১:৫০০ পর্যন্ত লোণ পেতে পারেন। ইনিস্তা ফরেক্স ব্রোকার ১:১০০০ লোন দেয়, মানে ক্যাপিটাল এর উপর ১০০০ গুন পর্যন্ত লোন। লিভারেজ যত বেশি হবে, আপনি তত বড় ট্রেড ওপেন করতে পারবেন। আর তাই, ফরেক্স এ আপনি ১:১০০০ লিভারেজ ব্যাবহার করে ৫ মিনিতেই টাকা দ্বিগুণ করতে পারেন।

লিভারেজ মানে হল লোন। এটা ঠিক কথা। তবে আপনাকে এটাও মনে রাখতে হবে আপনি যে পরিমান লোন বা লিভারেজ নিয়ে ট্রেড করেন না কেন লস হলে কিন্তু আপনারই হবে। আপনার লসের ভাগ কিন্তু ব্রোকার নিবে না। তাই বেশি লিভারেজ নিয়ে 5 মিনিটের ভিতর টাকা দ্বিগুন করতে গিয়ে আপনি আবার আপনার সব বিনিয়োগ আবার হারিয়ে বসবেন না। আসলে এই মাত্র 5 মিনিটে টাকা দ্বিগুন করতে গিয়েই আমরা আমাদের এ্যাকাউন্ট জিরো করে ফেলি।

Skfarid
2016-12-14, 02:16 PM
ফরেক্সে আপনি রিয়েল একািউন্ট ওপেন করার সময় ফরেক্স ব্রোকার আপনাকে লিভারেজ অপার করবে । আর লিভারেজ বা মার্জিন লোন হচ্ছে আপনার ক্যাপিটাল এর উপর সর্বোচ্চ কত গুন লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে। এটি ক্ষেত্র বিশেষ কম বেশি হয়ে থাকে । আপনি আপনার সুবিধা মত লিভারেজ নিতে পারেন ।

nazib72
2016-12-14, 06:57 PM
ফরেক্স ট্রেদ এর ক্ষেত্রে লেভারেজ হচ্ছে লোন, তবে এটা শর্ত সাপেক্ষে আপনার একাউন্ট থেকে এতা কেতে নেয়া হয় না আপনার প্রফিট থেকে শেটা কেতে নেয়া হয়। কিন্তু লেভারেজ নিয়ে আপনি যেমন প্রফিট করতে পারেন দ্রুত তেমনি আবার তাড়াতাড়ি আপনার একাউন্ট জিরোও হতে পারে কারন আপ্ইনার লস হলেও ঐ লেভারেজ এর হারেই আপনার লস হবে।

nazib72
2016-12-14, 06:58 PM
ফরেক্স ট্রেদ এর ক্ষেত্রে লেভারেজ হচ্ছে লোন, তবে এটা শর্ত সাপেক্ষে আপনার একাউন্ট থেকে এতা কেতে নেয়া হয় না আপনার প্রফিট থেকে শেটা কেতে নেয়া হয়। কিন্তু লেভারেজ নিয়ে আপনি যেমন প্রফিট করতে পারেন দ্রুত তেমনি আবার তাড়াতাড়ি আপনার একাউন্ট জিরোও হতে পারে কারন আপ্ইনার লস হলেও ঐ লেভারেজ এর হারেই আপনার লস হবে।তাঈ খুব বেশি লেভারেজ না নেয়াই ভালো।

nbfx
2016-12-14, 08:50 PM
লিভারেজ বা মার্জিন লোন হচ্ছে আপনার ক্যাপিটাল এর উপর সর্বোচ্চ কত গুন লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে।
ধরুন, আপনার ব্যাল্যান্স বা ক্যাপিটাল হচ্ছে ১০০ ডলার । আপনি যদি ১;২০০ লিভারেজ ব্যাবহার করেন, তাহলে আপনি ট্রেড করার সময় আপনার ব্রোকার আপনাকে সর্বোচ্চ্য ২০০ গুন পর্যন্ত লোন দিবে। এখন এইটা আপনার ব্যাপার আপনি কত পরিমান লোন নিবেন। সুতরাং, ১০ ডলার দিয়ে ১০x২০০=২০০০ ডলার ট্রেড করতে পারবেন।
ব্রোকার লোন আপনাকে ঠিকই দিবে। লাভ হলে তো ভালোই, লস এর ক্ষেত্রে আপনার লস যদি কোন সময় আপনার ক্যাপিটাল এর সমান হয়, তাহলে সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে। ব্রোকার কোন অবস্থাতেই আপনার যা ক্যাপিটাল আছে, তার থেকে বেশি লসে আপনার ট্রেড চলতে দিবে না। এইটাকে ফরেক্সে মার্জিন কল বলে, বাংলাদেশের শেয়ার মার্কেটে বলে ফোর্সড সেল।
সোজা বাংলা কথায়, হ্যা! সুতরাং, লিভারেজ যাই সেট করুন না কেন, ট্রেড খোলার সময় কখনই ব্যালেন্স এর অনুপাতে বেশি বড় ট্রেড খুলবেন না। কিছু মানুষ বলে যে ফরেক্স নাকি একদিনেই ক্যাপিটাল দুই গুন, তিন গুন করা সম্ভভ। ভাগ্য থাকলে অবশই সম্ভব। কিন্তু এভাবে ঝুকি নিয়ে ট্রেড করলে ধরা একদিন না একদিন খেতেই হবে।

Mamun13
2017-11-14, 08:37 PM
লিভারেজ হলো লোন সুবিধা যা ব্রোকারগণ তার ক্লায়েন্টদের দিয়ে থাকেন৷আমরা যত বেশি লিভারেজ নিয়ে একাউন্ট ওপেন করবো তত বেশি লটে ট্রেড ওপেন করার সুযোগ সুবিধা পাবো৷এই সুযোগেই আমরা বড় বড় লটে এন্ট্রী করি এবং ওভারট্রেড করি৷নতুন অবস্হায় ভূল ট্রেড করে করে আমাদের ব্যালেন্স গুলো প্রায়ই লস করি,জিরোও করে ফেলি৷তাই লিভারেজ 1:50 এর বেশি নেওয়া উচিৎ নয়৷

expkhaled
2017-11-14, 09:21 PM
লিভারেজ হলো ফরেক্স ব্রোকার কতৃক দেওয়া লোন। যা মুল বিনিয়োগের আনুপাতিক হারে দেওয়া হয়। এখন ব্রোকারেজ হাউজ থেকে আপনি ১:২ থেকে ১:১০০০ পর্যন্ত লিভারেজ পাওয়া যায়। তবে যত বেশী লিভারেজ নিবেন আপনার একাউন্ট তত বেশী রিস্ক। আপনি যত বেশী লিভারেজ নিবেন তত বেশী বড় ট্রেড নিবেন যদি লাভ হয় তো খুব ভাল আর যদি লস তাহলেও কিন্তু বড় লস এবং অাপনার একাউন্ট জিরো হয়ে যেতে পারে। সুতরাং লিভারেজ নেওয়ার ব্যপারে একটু ভাল বুঝে শুনে নিবেন না হলে ক্ষতি হতে পারে যা রিকভার করা সুযোগ কিন্তু না ও পেতে পারেন।