PDA

View Full Version : Account Currency কি সিলেক্ট করা ভাল???



Biplob72
2016-04-18, 08:00 PM
Account Currency (অ্যাকাউন্ট কারেন্সি) - USD বা ডলার সিলেক্ট করাই শ্রেয় ।

Realifat
2016-04-27, 06:56 AM
আআপনি ঠিকই বলেছেন বলে আমি মনে করি।আমরা যখন ট্রেডিং অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করি তখন আমাদের অ্যাকাউন্টে কারেন্সির সিলেক্ট করতে হয়।এজন্য আমি মনেকরি সবচেয়ে ভালো হবে যদি আমরা অ্যাকাউন্টে কারেন্সি হিসেবে usd কে সিলেক্ট করি।কেননা বর্তমানের বিশ্বে এটা অনেক ভালো এবং ডমান্ডেবল কারেন্সি বা মুদ্রা।

Md Masud
2017-05-26, 10:15 AM
আমাদের অ্যাকাউন্টে কারেন্সির সিলেক্ট করতে হয়।এজন্য আমি মনেকরি সবচেয়ে ভালো হবে যদি আমরা অ্যাকাউন্টে কারেন্সি হিসেবে usd কে সিলেক্ট করি । অামরা কারেন্সী চিনে তারপর মার্কেটে কাজ করার চেষ্টা করব । কখনোই ওভার কিছু করব না তাহলেই অামরা লাভবান হতে পারব ।

Mamun13
2017-11-28, 08:31 PM
অবশ্যই একাউন্ট কারেন্সী হিসাবে USD-সিলেক্ট করবেন কারন USD এর উপরই অন্যান্য সকল কারেন্সী ভ্যালু নির্ভর করে থাকে৷আমরা যখন কোনো রিয়েল একাউন্ট ওপেন করবো তখন ঐ Account Currency- অপশনটি আসে৷সেখানে USD সিলেক্ট করা উচিৎ৷

habibi
2019-01-07, 05:49 PM
হ্যাঁ ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করার সময় অ্যাকাউন্টের কারেন্সি নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারন আপনার ট্রেডিং অ্যাকাউন্ট যে কারেন্সিতে থাকবে সে কারেন্সিতে আপনাকে ডিপোজিট করতে হবে এবং উক্ত ট্রেডিং অ্যাকাউন্ট প্রফিট এবং লস সবকিছুই সেই কারেন্সিতে দেখাবে। প্রায় সকল ব্রোকার কয়েকটি কারেন্সিতে অ্যাকাউন্ট খোলার জন্য অনুমতি দেয়। ইন্সটাফরেক্সেরে বেশ কয়েকটি কারেন্সিতে ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করা যায়। তবে আমি মনে করি বাংলাদেশ থেকে যারা ট্রেডিং অ্যাকাউন্ট খুলবেন তারা অবশ্যই মার্কিন ডলার এ ট্রেডিং অ্যাকাউন্ট খোলা ভাল। কারণ বাংলাদেশ সবচেয়ে বেশি ডলারের লেনদেন হয়ে থাকে। আমি সবকটি অ্যাকাউন্ট মার্কিন ডলার কারেন্সিতে খোলা হয়েছে।

FREEDOM
2020-04-06, 01:34 PM
যেহেতু ডলার ব্যাবহারে সব দেশেই সুবিধা পাওয়া যায় বিশেষ করে বাই সেলের ক্ষেত্রে। সেহেতু ডলার ব্যাবহার করাই শ্রেয়। আমি আমার একাউন্ট এ সবসময়ই একাউন্ট কারেন্সী হিসেবে ডলার সিলেক্ট করে থাকি। আর তাছার আমার অন্য কোনো কারেন্সী কখনো নেয়া হয়নি তাই তার ব্যাবহার সম্বন্ধে আমার তেমন জানও নেই তবে ডলারই সকলের জন্য বেস্ট হবে বলে আমি মনে করি।

alamsat
2020-04-06, 01:43 PM
আমরা যেহেতু ডলার দিয়ে ট্রেড করে থাকি তাই কারেন্সি ডলার রাখাই ভাল কারন অন্য কারেন্সি বলতে ইউরো এটা দিয়ে ট্রেড করতে হলে আমাদের ট্রেড করার পরে যে প্রফিট হবে সেটা তুলতে হলে আবার সেটাকে ডলারে কনভার্ট করতে হবে সেটা করতে হয়ত বেশ ঝামেলায় পড়তে হবে আর ইউরোতে ট্রেড করতে হলেও রেট আপনি সঠিক পাবেন না। তাই সবচেয়ে ভাল হয় ডলার সিলেক্ট করে ট্রেড করা এতে করে আপনার যাবতীয় কাজ সঠিক ও সুন্দরভাবে করতে পারবেন বলে আমি মনেকরি। আর বেশিরভাগ ট্রেডার এটা করে থাকে তাই অযথা ঝামেলা না করাই ভাল।

XXXTentacion
2020-04-06, 03:32 PM
এটি হারিয়েছি। ভবিষ্যতে আমার যা করা দরকার তা এখানে। এবং আমি লক্ষ্যটি সামনে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। 26 এ, আমি প্রচুর হতাশায় কাটিয়েছি কারণ মাত্র তিন মাসে আমি প্রায় 20 ডলার হারিয়েছি। মূলত, কিছু ভুল সিদ্ধান্তের কারণে আমাকে এই ক্ষতির মধ্যে পড়তে হয়েছিল। প্রথমে আমি অন্যের সাথে লেনদেন করি এবং আমি লনের সাথে দীর্ঘ সময় ধরে ঝুলন্ত ছিলাম এবং আমি গোলকধাঁধায় প্রেসের উপরও লেনদেন করলাম যাতে আমাকে পরে

Md.Moniruzzaman
2020-04-06, 04:30 PM
হ্যাঁ account currency সিলেক্ট করা ভালো।

K.K.BABY
2020-04-06, 07:04 PM
ফরেক্স মার্কেটে একাউন্ট অপেন করার সময় অবশ্যই আমাদের কারেন্সি অর্থাৎ একাউন্ট কারেন্সি সিলেক্ট করতে হবে।তার কারন আপনি যখন ডিপোজিট অথবা উইথড্র করবেন তখন আপনি কোন কারেন্সি অনুযায়ী ডিপোজিট করবেন অথবা উইথড্র করবেন সেই অনুযায়ী আপনাকে কারেন্সি সিলেক্ট করতে হবে।আর যেহেতু সারা পৃথিবীতে মার্কিন ডলার দিয়ে উইথড্র করা যায় এবং আমাদের দেশে ও এই টা করা যায় সেই ক্ষেত্রে আমার মতে মার্কিন ডলার অর্থাৎ usd কারেন্সি সিলেক্ট করা ভাল হবে আমাদের জন্য।