PDA

View Full Version : স্ক্যাল্পিংয়ের জন্য কি অনেক ইন্ডিকেটর?



Biplob72
2016-04-18, 11:13 PM
অনেকেই স্ক্যাল্পিংয়ের জন্য অনেক ইন্ডিকেটর ফলো করে থাকেন। কিন্তু স্ক্যাল্পিংয়ে ইন্ডিকেটর খুব একটা কাজ করে না। কারন মার্কেটের ছোট ছোট মুভমেন্টগুলো তো আর কোন নিয়ম মেনে চলে না।

কিছু কিছু ব্রোকার আছে যারা স্ক্যাল্পিং সাপোর্ট করে না। আবার অনেক ব্রোকারের স্ক্যাল্পিং এ ২ মিনিট রুলস আছে। ২ মিনিটের আগে ট্রেড ক্লোজ করলে তা বাতিল করে দেয়ার অধিকার ব্রোকার রাখে। তাই আপনি যে ব্রোকারের সাথে ট্রেড করছেন, সেই ব্রোকারের স্ক্যাল্পিং সম্পর্কে কোন রুলস আছে কিনা আগে জেনে নিন।

askam
2016-04-19, 03:12 PM
আসলে ফরেক্সএ স্ক্যাল্পিং এর জন্য কোন স্পেশাল ইনডিকেটর আছে কিনা আমি জানিনা । আমি জতদুর জানি স্ক্যাল্পিং এর জন্য টেকনিক্যাল এনালাইসিস , এবং সেন্তিমেন্তাল এনালাইসিস করে ট্রেড করে ত্রেদার রা । খুব অল্প সময়ের জন্য ট্রেড ওপেন করা হয় এই জন্য একটু বেশি রিস্ক থেকে যায় । তবে এনালাইসিস কিংবা কোন ইনডিকেটরের নিরদেশনা খুব কম সময়ই মেলে । এটা নিরভর করে নিজের অভিগ্যতা ,এবং পারদরশিতার উপর ।

basaki
2016-05-22, 11:13 PM
ফরেক্স মমার্কেটে আপনি যদি স্কেল্পিং করতে চান তবে আমি মনে করি আপনি ঘন্টার চার্ট ব্যবহার করেই ফরেক্স মার্কেটে ট্রেড করত পারেন। তবে আমি মনে করি লং টাইম ট্রেড করতে পারলে অনেক ভাল হয় কারন লং টাইম ট্রেডে লস কম করে হয়ে তাকে বলে আমি মনে করি। আপনার কি মত।

MdRiazulIslam1991
2016-05-23, 12:57 AM
এমন অনেক ট্রেডার রয়েছেন যারা স্ক্যাল্পি ট্রেডিংয়ে খুবই দক্ষ এবং অভিজ্ঞ আর তারা ফরেক্সে স্ক্যাল্পিং করে এখান থেকে কয়েকগুন বেশি আয় করে নিচ্ছে প্রতিনিয়ত। তবে তাদের ঐ পারদর্শিতা কিন্তু একদিনে তৈরি হয়নি দীর্ঘ সাধনার ফলে তারা এখন এই পর্যায়ে এসেছে সেই কারনে আমি মনে করি নতুন ফরেক্স ট্রেডারদের কখনই লোভ দ্বারা প্রভাবিত হয়ে স্ক্যাল্পিং ট্রেডিং করা উচিত না।

udaydebnath
2016-10-04, 11:10 PM
স্ক্যালপিং করার জন্য বলিঞ্জার বেন্ড ইন্ডিকেটর যথেষ্ট ভাল কাজ করে। এ ছাড়াও আছে মুভিং এভারেজ, স্টকাষ্টিক অসিসলেটর, প্যারাবলিক সার ইত্যাদি। যে ইন্ডিকেটর যার সাথে স্যুট করে সে সেই ইন্ডিকেটরে বেষ্ট পারফরম্যান্স এনে দিতে পরে। আমি সাধারনত বলিঞ্জার বেন্ড ব্যবহার করি।

MoinFX
2016-10-05, 09:38 AM
আমাদের মধ্যে যারা স্কেলপিং করে ট্রেড করে তারা ফরেক্স মার্কেটে অনেক সাধনা করা লাগবে কারন ফরেক্স মার্কেটে স্কেলপিং করতে হলে আপনাকে মার্কেট ভাল করে বুঝা লাগবে কারন মার্কেট কোথায় থানবে সেটা আমরা কেই বলতে পারিনা।একটা ট্রেড বন্ধ করার পর আরেকটা ট্রেডের টাকা থাকা লাগবে।

Rahat015
2016-10-05, 09:55 AM
ফরেক্স একটি মুক্তবাজাত অর্থনীতি। এখানে যে যার যার সুবিধামত এসে ট্রেড করে যাবে। আপনি যে টাকাগুলা লস করছেন সেগুলা কোন এক ট্রেডার তার পকেটে ডুকাচ্ছে তাই বলে আপনি তাকে দোষারোপ করতে পারবেন না। এখানে কেউ স্ক্যাল্পিং করে টাকা ইনকাম করে আবার কেউ কেউ লং টাইম ট্রেড। যেখানে রিস্ক কম সেখানে লাভ ও কম তা তো আমরা সবাই জানি।

RUBEL MIAH
2017-03-11, 10:01 PM
আমরা বেশী বেশী ডেমো ট্রেড করব । যে যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী স্ক্যাল্পিং করে সফলকাম হতে পারবে । আমরা ধৈর্য্যের সহিত ফরেক্স ব্যবসা করব তাহলেই আমরা লাভবান হতে পাবর । আমরা সব সময় দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

riponinsta
2017-03-12, 03:31 PM
আমি ঠিক জানি না স্ক্যাল্পিং করার জন্য ভাল কোন ইনডিকেটর আছে কি না । আমি দেখছি অনেক ট্রেডার স্ক্যাল্পিং ট্রেড করার জন্য মুভিং এভারেজ ব্যবহার করে তারা ভাল লাভ করে আমি আজ যা ট্রেড ওপেন করি তা আজকেই বন্ধ করে দেই তবে আমার ট্রেড ১ ঘণ্টা থেকে ৩ ঘণ্টা এর মধ্য টিপি হিট করে তাই এটা নিয়ে কখন ভাবি না অবে ফরেক্স মার্কেট এ অনেক ট্রেডার আছে যারা স্ক্যাল্পিং ট্রেড করে অনেক অনেক ডলার লাভ করে

Mamun13
2017-03-25, 09:42 PM
আমি কখোনোও স্ক্যালপিং করিনা এবং করতে সাপোর্টও করিনা৷বরং সবসময়ই স্ক্যালপিং করতে ঘোর বিরোধিতা করি ৷কারণটা হচ্ছে স্ক্যালপিং বা শর্ট ট্রেডিং এ প্রফিট অনেক বেশি হবে এবং পাশাপাশি আমাদের ভিতরের লোভী পশুটাও তেজী হয়ে উঠবে৷ফলে তখন আবারো নতুন করে মনে পড়বে -"লোভে পাপ,আর পাপে পুরো ব্যালেন্সটাই জীরো !!!"

uzzal05
2017-06-11, 06:38 AM
স্কাল্পিং এর জন্য ইন্ডীকেটর ব্যবহার করা যেতে। স্কাল্পিং করে দ্রুত ট্রেড ক্লোজ করা হয়। আর যদি আপনি দ্রুত ক্লজ করতে না চান সেক্ষেত্রে স্টপ সেট করতে হবে। আর তা না হলে মার্কেট কখন স্পাইক করে বলা যায় না। হঠাত করে একাউন্ট এ বড় ধরনের ক্ষতি হতে পারে।

hasan019
2017-06-11, 10:03 AM
স্ক্যাল্পিংয়ের জন্য বড় বেলেন্স লাগে বলে আমি মনে করি। সব পেয়ার মুভ করে। আমরা হ্যত জানি না পেয়ার টা কত পিপ্স মুভ করবে তবে ১০ ২০ পিপ্স মুভ ক্রবে এতা জানি। জারা বড় লটে ট্রেড নেন তাদের ২০ পিপ্স এই ১০০ ২০০ দলার হয়ে জায়। তবে আপনার বেক আপ থাকা লাগবে কারন উল্টা গেলে আপনার অবস্তা খারাপ। স্ক্যালপিং বা শর্ট ট্রেডিং এ প্রফিট অনেক বেশি হবে যদি আপনার বড় বেলেন্স থাকে।

maziz6989
2017-06-29, 11:35 PM
আমি এক সময় স্ক্যল্পিং এর অনেক গুলো সিস্টেম টেস্ট করেছিলাম। আমার মনে পড়ে মুভিং এভারেজ ক্রস মেথড উইথ স্টকেসটিক বলে একটা মেথড টেস্ট করেছিলাম যেটার উইন রেশিও আমি পেয়েছিলাম ৭০%+ কিন্তু এর সমস্যা হল বড় ব্যালান্স দরকার। তাই আমি একসময় স্ক্যল্পিং বাদ দিয়েছি। কারণ এর জন্য যে ব্যালান্স দরকার তার ১০০০ ভাগের এক ভাগও আমার কাছে নেই। ধন্যবাদ।

abdulguffer
2017-06-30, 06:23 PM
স্কাল্পিং হচ্ছে একটি সর্ট টার্ম ট্রেড তাই প্রথমে মেটা ট্রেডার 4 এ ছোট টাইম ফ্রেম নির্বাচন করতে হবে ( যেমন m1, m5, m15 ) .। এর পর যে ইন্ডিকেটর আপনি ভালো বোঝেন , সেই টা ব্যবহার করে ট্রেড করতে পারবেন । কারন সব ইন্ডিকেটর ব্যবহার করেই স্কাল্পিং করা যায় ।

Momen
2017-07-22, 09:24 AM
স্ক্যাল্পিং হচ্ছে মার্কেট এর ছোট ছোট মুভমেন্ট কে বুঝায়। স্ক্যাল্পিং এর জন্য বর্তমানে অনেক ইন্ডিকেটর পাওয়া যায়, তবে এগুলা খুব একটা কাজ করে বলে আমি মনে করি না। কেননা, মার্কেট এত ছোট ছোট মুভমেন্ট তো আর মার্কেট এর কোন নিয়ম এ হয়না। তাই, আপনি যে ব্রোকার ব্যবহার করেন সেটা স্ক্যাল্পিং সাপর্টেড কিনা তা আগেই জেনে নিন।