PDA

View Full Version : কোন টাইমফ্রেমে ট্রেড করবো?



Biplob72
2016-04-18, 11:17 PM
এটা নির্ভর করে আপনি কি ধরনের ট্রেড করতে চান। আপনি যদি স্ক্যাল্পিং পছন্দ করেন তবে আপনার উচিত m1, m5 অথবা m15 এ ট্রেড করা। আপনি যদি সাধারন কিংবা একটু লং টার্ম ট্রেড করতে চান, তবে আপনার m30, h1 অথবা h4 এ ট্রেড করা উচিত। সুইং বা পজিশন ট্রেড করতে আগ্রহী হলে আপনার সপ্তাহ অথবা মাসের টাইমফ্রেমগুলোকে অ্যানালাইসিস করা উচিত।

Royal
2016-04-19, 12:58 PM
আমি রয়েল ফরেক্স এ নতুন সদস্য তাই আপনার পোষ্টটি পড়লাম এবং ফরেক্স সম্পর্কে নতুন ধারনা হলো। আমি আশা করি ভবিষ্যাতে আপনি আরো সুন্দর সুন্দর পোষ্ট দেবেন।

Md Sanuwar Hossain Hossai
2016-04-19, 08:27 PM
আমি মনেকরি,, নতুনদের জন্য ফরেক্সে ছোট টাইম ফ্রেমে কাজ করা উচিৎ আর ছোট লটে ট্রেড করে প্রফিট যা আসে তাই নিয়ে ট্রেড চালিয়ে যাওয়া উচিৎ।। লং টাইম ফ্রেমে কাজ করা ছুট ট্রেডারদের জন্য অনেক ঝুকি বহুল।।

Realifat
2016-04-19, 09:48 PM
আমই আপনার সাথে সহমত। ফরেক্সে বহু্বিধ টাইমফ্রেমের মধ্যে যেকোন নির্দিষ্ট টাইমফ্রেম বুঝে ট্ররড করা ভালো।এজন্য যারা স্ক্যালপিং করতে চায় তাদের উচিত ছোট টাইমফ্রেমে ট্রেড করার।আর যারা পজিশন বা সুইয় ট্রেড করতে চায় তাদের উচিত লং টাইমফ্রেম বুঝে ট্রেড করার।তাহলে সমসা হওয়ার কথা নয়।

Biplob72
2016-04-19, 10:21 PM
সাধারনত নিম্নোক্ত টাইমফ্রেমগুলো বেশী ইউজ হয় কারন এগুলো মেটাট্রেডার ৪ এ দেয়া আছে। কিন্তু মেটাট্রেডার ৫ এ আপনি আরো কাস্টম টাইমফ্রেম ব্যবহার করতে পারবেন।
m1
m5
m15
m30
h1
h4
d1
w1
mn
আপনি কোন নির্দিষ্ট টাইমফ্রেমের কোন ১টি ক্যানডেল দেখলেই বুঝতে পারবেন ঐ সময়ে প্রাইসের মুভমেন্ট কেমন হয়েছিল।:ok:

Biplob72
2016-04-19, 10:24 PM
ধন্যবাদ রয়েল। টাইমফ্রেমের মাধ্যমে আমরা কোন নির্দিষ্ট ৫ মিনিট, ১৫ মিনিট, ১ ঘন্টা, ১ সপ্তাহ বা ১ মাসে প্রাইস সর্বোচ্চ কত বেড়েছিল বা কমেছিল ইত্যাদি আমরা জানতে পারি। যদি আমরা ১টি ৫ মিনিটের ক্যানডেল দেখি, তাহলে তা থেকে আমরা বুঝতে পারবোঃ

কোন প্রাইসে ক্যানডেলটি শুরু হয়েছে
কোন প্রাইসে ক্যানডেলটি ক্লোজ হয়েছে
প্রাইস ঐ ৫ মিনিতে সর্বোচ্চ কত বেড়েছিল
প্রাইস ঐ ৫ মিনিতে সর্বনিম্ন কত কমেছিল

এ থেকে অনেক কিছু অনুমান করা যায়।

neon007
2016-04-19, 11:26 PM
ফরেক্স এ সবাই বলে রিক্স বেশী। কম রিক্স এ ভাল করা জায় কিভাবে?

Biplob72
2016-04-22, 12:18 AM
ফরেক্স এ সবাই বলে রিক্স বেশী। কম রিক্স এ ভাল করা জায় কিভাবে?
ডেমো প্রাকটিস করে।

Tazul Islam
2016-04-22, 07:50 AM
আপনার পোষ্ট থেকে টাইম ফ্রোম সমন্ধে ভাল একটা ধারনা পেলাম। আমি অবশ্্য m1 বাদে সব টাইম ফ্রেম ব্যবহার করি। ট্রেড ক্লজ করার আগে m5 m15 টাইম ফ্রম দেখি।ট্রেড নেয়ার আগে h1 h4 d1 টাইম ফ্রেম দেখে এনালাইসিস করে ট্রেড নেই।

razu4th
2016-04-22, 03:42 PM
আমার মনে হয় আপনি কোন ধরনের টাইমফ্রেম ব্যবহার করবেন এটা সম্পূণ নির্ভর করবে আপনার নিজের ট্রেডিং স্ট্রাটিজির ওপর । আপনার ট্রেডিং স্ট্রাটিজি কি রকম , আপনি কিভাবে ট্রেড করবেন । আপনার প্রতিদিনের টার্গেট কত ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করবে আপনি কিভাবে টাইমফ্রেমকে ব্যবহার করবেন । তবে ডে ট্রেডার হলে বড় ধরনের টাইমফ্রেম ব্যবহার করতে হবে ।

basaki
2016-04-23, 03:58 PM
আমি মনে করি ফরেক্স মার্কেটে আপনি যে টাইম ফ্রেমটা বেদে ট্রেড কপ্রলে আপনার অনেক ভাল হবে বা আপনি যেটাইম ফ্রেম বেধে আপনি লাভ করতে পারবেন আমি মনে করি আপনি সেই টাইম ফলো করেই ট্রেড করলে আপনি অনেক লাভবান হবে বলে আশা করি তাই একঘন্টার টাইম্ফ্রেম অনেক ভাল।

Sakar Sorkar
2016-04-23, 05:27 PM
আপনি কোন টাইমফ্রেমে ট্রেড করবেন তা সম্পূন ভাবে আপনার উপর নির্ভরশীল। তাছাড়া আপনি টাইমফ্রেমে স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং আপনার টক্ষে আসে সেটা আপনি ভালবুঝবেন।

kholil
2016-09-22, 10:29 PM
ফরেক্সে ট্রেড করার জন্য লং টাইম ফ্রেম ব্যবহার করা ভাল । কারন ফরেক্স মার্কেট প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে , শর্ট টাইম ফ্রেম দেখলে ভাল বোঝা যায় না যে মার্কেট কোন দিকে যেতে পারে । তাই ভাল ট্রেড করার জন্য লং টাইম ফ্রেম ব্যবহার করা ভাল । টাইম ফ্রেম বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন- ৫মি, ১৫ মি , ৩০ মি, ১ ঘন্টা , ৪ ঘন্টা ইত্যাদি । যার যেমন টাইম ফ্রেম ব্যবহার করে সুবিধা বলে মনে হয় সে সেই রকম টাইম ফ্রেম ব্যবহার করে ট্রেড করতে পারে ।

jamal191khan
2016-09-22, 10:33 PM
ফরেক্স মার্কেটে আপনি কোন ধরনের টাইমফ্রেম ব্যবহার করবেন এটা সম্পূণ নির্ভর করবে আপনার নিজের ট্রেডিং স্ট্রাটিজির ওপর । আপনার ট্রেডিং স্ট্রাটিজি কি রকম , আপনি কিভাবে ট্রেড করবেন । আপনার প্রতিদিনের টার্গেট কত ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করবে আপনি কিভাবে টাইমফ্রেমকে ব্যবহার করবেন । তবে ডে ট্রেডার হলে বড় ধরনের টাইমফ্রেম ব্যবহার করতে হবে ।

shati75
2016-09-23, 08:47 AM
আমি মনে করি যারা আমার মতো নাতুন তাদের উচিৎ হবে m1,m5,m15 তে ট্রেড করা। কারন এখানে ট্রেড করা সহজ হবে এবং নতুনরা ট্রেড শিখতে পারবে। ার যদি এখানে দক্ষ হয়ে একটু কঠিন ট্রেড করতে চান তাহলে m30,h1.h4এ ট্রেড করতে পারেন। ট্রেড করতে আপনাকে অবশ্যই মার্কেট আনলাসিস করে ট্রেড করতে হবে।

blue
2016-10-22, 09:38 PM
আমি বলবো আপনি কোন ধরনের টাইমফ্রেম ব্যবহার করবেন এটা সম্পূণ নির্ভর করবে আপনার নিজের ট্রেডিং স্ট্রাটিজির ওপর । আপনার ট্রেডিং স্ট্রাটিজি কি রকম , আপনি কিভাবে ট্রেড করবেন । আপনার প্রতিদিনের টার্গেট কত ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করবে আপনি কিভাবে টাইমফ্রেমকে ব্যবহার করবেন । তবে ডে ট্রেডার হলে বড় ধরনের টাইমফ্রেম ব্যবহার করতে হবে ।

aida
2016-11-07, 11:22 PM
আমই আপনার সাথে সহমত। ফরেক্সে বহু্বিধ টাইমফ্রেমের মধ্যে যেকোন নির্দিষ্ট টাইমফ্রেম বুঝে ট্ররড করা ভালো।এজন্য যারা স্ক্যালপিং করতে চায় তাদের উচিত ছোট টাইমফ্রেমে ট্রেড করার।আর যারা পজিশন বা সুইয় ট্রেড করতে চায় তাদের উচিত লং টাইমফ্রেম বুঝে ট্রেড করার।তাহলে সমসা হওয়ার কথা নয়।

Amit4040
2016-11-11, 01:28 AM
আমি আপনার সাথে পুরোপুরি একমত। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই ঝুকি গ্রহন করতরতে হবে। কারন ফরেক্সে প্রচুর ঝুকি রয়েছে। যেমন অল্প মানি দিয়ে যারা ট্রেড করতে পারেনা তারা লিভারেজ নিয়ে থাকে। এই লিভারেজ যে যত বেশি নেয় সে তত ট্রেড করতে পারে আর বেশি ট্রেড করা অবশ্যই ঝুকির আওতায় পরে।

shimul77ss
2016-11-11, 10:56 PM
মেটা ট্রেডার ৪ এ ১ মিনিট, ১৫ মিনিট, ৩০ মিনিট, ১ ঘন্টা, ৪ ঘন্টা, ১ দিন, ১ সপ্তাহ, ১ মাস টাইম ফ্রেম থাকে।আপনি কোন টাইম ফ্রেমে ট্রেড করবেন তা নির্ভর করবে আপনার দক্ষতা ও ব্যলেস্নের উপর।আপনি যদি শর্ট টাইমের জন্য ট্রেদ করতে চান তাহলে আপনি ৩০ মিনিট থেকে ১ ঘন্টার টাইম ফ্রেম ব্যভার করতে পারেন আবার আপনি যদি লং টাইমের জন্য ট্রেড করতে চান তাহলে আপনি ৪ ঘন্টা থেকে ১ দিনের ট্রেড ওপেন করতে পারেন।

mithun30
2016-11-11, 11:09 PM
ফরেক্স অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য সবচেয়ে বেশি পারফেক্ট হবে পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করা।ভেরিফিকেশন করার জন্য তিনটা ডকুমেন্টস প্রথম স্তরে অবশ্যই প্রয়োজন।ন্যাশনাল আইডি কার্ড/পাসপোর্ট,/ড্রাইভিং লাইসেন্স। এর যেকোনো একটার স্কান কপি প্রয়োজন হয়।তবে পাসপোর্ট এর সবকিছুই ইংরেজি হওয়ায় সকল ব্রোকারই পাসপোর্ট গ্রহন করেই।কিন্তু ন্যাশনাল আইডি কিছু ব্রোকার গ্রহন নাও করতে পারে।

sss426
2016-11-12, 10:57 AM
এইটি ভাই আসলে নির্ভর করে আপনি কোন ধরনের ট্রেডার তার উপর কেউ শর্ট টাইম ফ্রেম ব্যাবহার করে সফল হয় আবার কেউ বড় টাইম ফ্রেম ব্যাবহার করে সফল হয় তবে প্রফেসনাল ট্রেডার গন বড় টাইমে ফ্রেম বেশি ব্যাবহার করে

md sahid howladar99
2016-11-12, 11:02 AM
টাইমফ্রেম ট্রেডিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ন।ফরেক্সে বহু্বিধ টাইমফ্রেমের মধ্যে যেকোন নির্দিষ্ট টাইমফ্রেম বুঝে ট্রেড করা ভালো।এজন্য যারা স্ক্যালপিং করতে চায় তাদের উচিত ছোট টাইমফ্রেমে ট্রেড করা।আর যারা পজিশন বা সুইয় ট্রেড করতে চায় তাদের উচিত লং টাইমফ্রেম বুঝে ট্রেড করার।তাহলে সমস্যা হওয়ার কথা নয়।তবে সাধারনভাবে এক ঘন্টার টাইমফ্রেমই আমার কাছে বেশি ভালো লাগে।

MoinFX
2016-11-12, 11:38 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে টাইম ফ্রেম দেখে ট্রেড করতে হয় কারন সব টাইম ফ্রেম আমাদের কে সঠিক সিগনাল দেইনা তাই আমাদের কে ট্রেড করতে হবে কিছু টাইম ফ্রেম দেখে। আমার মতে এক ঘন্টা আর ডেইলি টাইম ফ্রেম দেখে ট্রেড করতে হবে। অন্য গুলো কখনো ভাল সিগনাল দেইনা।

ONLINE IT
2016-11-12, 11:56 AM
একেক জন ট্রেডার একেক টাইমফ্রেমে ট্রেড করে থাকে। যার যেটা ভাল লাগে সে সেই টাইম ফ্রেমে ট্রেড করে থাকে। তবে এটা নির্ভর করে সম্পূর্ন যার যার ব্যক্তিগত এ্যানালাইসিসের উপর। আপনার এ্যানালাইসিসই বলে দিবে আপনি কোন টাইম ফ্রেমে ট্রেড করবেন। তবে আমার মনে আপনার অভিজ্ঞতা যদি কম থেকে থাকে তাহলে লং ট্রেড করাই ভাল।

eshahid
2016-11-13, 12:35 AM
ফরেক্স এ ট্রেড করার জন্য নির্দিষ্ট টাইমফ্রেম আছে। ফরেক্স মার্কেটে ২৪ ঘণ্টাকে আমরা প্রধানত ৪টা ভাগে ভাগ করতে পারি। এগুলো হল সিডনী সেশন, টকিয়ো সেশন, লন্ডন সেশন এবং নিউইয়র্ক সেশন। এই চারটা সেশন যখন শুরু হয়, তখন মার্কেটে অনেক ভোলাটিলিটি শুরু হয়। এর কারন হল একটি সেশন ওপেন হলেই সেই অঞ্চলে অনেক ব্যবসা-বানিজ্য, লেন-দেন ইত্যাদি শুরু হয়। অর্থনীতি সম্পর্কে বড় বড় নিউজ-সিদ্ধান্ত ঐ সময়েই নেয়া হয় অধিকাংশ সময়ে। তাই নতুন সেশন শুরু হলেই মার্কেটে বড়-সড় মুভমেন্ট/নড়াচড়া শুরু হয়ে যায়। এ ই 8 টা শেসন এর ওভার লেপিং যে সময়টা সেই সময় টা তে ট্রেড করলে বেশ ভালো প্রফিট হয়।2634

cool razu
2016-11-13, 01:17 AM
আমি বলবো আপনি কোন ধরনের টাইমফ্রেম ব্যবহার করবেন এটা সম্পূণ নির্ভর করবে আপনার নিজের ট্রেডিং স্ট্রাটিজির ওপর । আপনার ট্রেডিং স্ট্রাটিজি কি রকম , আপনি কিভাবে ট্রেড করবেন । আপনার প্রতিদিনের টার্গেট কত ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করবে আপনি কিভাবে টাইমফ্রেমকে ব্যবহার করবেন । তবে ডে ট্রেডার হলে বড় ধরনের টাইমফ্রেম ব্যবহার করতে হবে ।

sujon30
2016-11-13, 08:20 AM
ফরেক্স মার্কেট এ বিভিন্ন টাইম ফ্রেম আছে আপনি এখান থেকে যেটা সুবিধা ও যেটা আপনার ভাল লাগে সেটা নিয়ে ফরেক্স এর টাইম ফ্রেম ব্যবহার করতে পারেন। এই টাইম ফ্রেম যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করে থাকে। কেউ লঙ্গ টাইম ব্যবহার করে থাকে আবার কেউ বা সর্ট টাইম ব্যবহার করে থাকে। আর এটার কোন অনুমার করা যায় না।

Shimul77
2016-11-15, 03:42 PM
ফরেক্স মার্কেটে কোন টাইম ফ্রেমে ট্রেড করবেন তা নির্ভর করবে আপনার ট্রেডিং দক্ষতার উপর।আপনি যদি দক্ষ ট্রেডার হন তাহলে আপনি যেকোন টাইমফ্রেম দেখে ট্রেড দিতে পারবেন।ট্রেড করার জন্য আমরা যারা উচিত তাদের সবার ১৫ মিনিট, ৩০ মিনিট, ১ ঘন্টার টাইমফ্রেমে ট্রেড করা উচিত।

Biplob72
2016-11-19, 07:31 PM
আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারন আপনারা সবাই আমার লেখা এই বিষয়ের উপর গুরুত্ত্ব পূর্ণ মন্তব্য পোষ্ট করেছেন।

RUBEL MIAH
2017-02-15, 09:48 PM
আমরা ৪ ঘন্টা টাইমফ্রেম দেখে ট্রেড করব । যে ট্রেডার দক্ষতা অর্জন করে ট্রেড করতে পারবে সে অবশ্যই লাভবান হতে পারবে । অতএব বেশী বেশী আমরা দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । সুতরাং আমরা অবশ্যই ধৈর্য্য ধারণ করে এই ব্যভসা করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । অার আপনারাও ধৈর্য্য ধারণ করার চেষ্টা করুন ।

Rana2017
2017-02-15, 09:58 PM
আপনি কোন টাইমফ্রেমে ট্রেড করবেন সেটা একান্তই আপনার নিজস্ব ব্যাপার। আপনি যদি স্কাল্পিং পছন্দ করেন তাহলে আপনার জন্য ৫ মিনিট, ১৫ মিনিট বা ৩০ মিনিটের ক্যান্ডেল দেখে বা চার্ট দেখে ট্রেড করাটাই বেষ্ট। আর আপনি যদি লং টাইমফ্রেমে ট্রেড করতে চান তাহলে আপনার জন্য ডেইলি ক্যান্ডেল বা ৪ ঘন্টার ক্যান্ডেল চার্ট দেখে ট্রেড করাটাই বেষ্ট। এটা সম্পূর্ণই আপনার ব্যাক্তিগত ব্যাপার যে আপনি কিভাবে ট্রেড করতে চান।

instasaiful
2017-02-15, 10:35 PM
আমার মতে ঘন্টার টাইম ফ্রেমে ট্রেড করা এবং ডে টাইম ফ্রেসম ট্রেড করা ভাল।ঘন্টার টােইম ফ্রেম টা বেশি ভাল। তবে যদি আপসন সার্বক্ষনি সময় দিতে না পারেন তবে সে ক্ষেত্রে ডে টাইম ফ্রেম ব্যবহার করতে পারেন। এতে করে আপনি পুরো দিন বা সপ্তাহও যদি মার্কেটে সময় না দেন তবুও চলকব।

ucall
2017-02-15, 10:39 PM
ফরেক্স মার্কেটে আপনি কোন ধরনের টাইমফ্রেম ব্যবহার করবেন এটা সম্পূণ নির্ভর করবে আপনার নিজের ট্রেডিং স্ট্রাটিজির ওপর । আপনার ট্রেডিং স্ট্রাটিজি কি রকম , আপনি কিভাবে ট্রেড করবেন । আপনার প্রতিদিনের টার্গেট কত ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করবে আপনি কিভাবে টাইমফ্রেমকে ব্যবহার করবেন । তবে ডে ট্রেডার হলে বড় ধরনের টাইমফ্রেম ব্যবহার করতে হবে ।

nbfx
2017-02-15, 11:19 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আপনি যে টাইমফ্রেম ব্যবহার করা পছন্দ করুন না কেন। মার্কেটের গতি বুঝার জন্য এনালাইসিসের করার ক্ষেত্রে ৪ঘন্টার টাইমফ্রেম এবং ডেইলি চার্টে অবশ্যই নজর রাখতে হবে।

RUBEL MIAH
2017-02-27, 02:50 PM
আমরা সব সময় ৪ঘন্টার টাইম ফ্রেমে কাজ করার চেষ্টা করব কারণ ৪ ঘন্টার টাইম ফ্রেমে কাজ করলে আশা করা যায় মার্কেটের মুভমেন্ট সর্ম্পকে । আমরা দৃঢ়গতিতে সামনের দিকে অগ্রসার হওয়ার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা বেশী বেশী মার্কেট এ্যানালাইসিস করার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । আর আপনারাও চেষ্টা করেন ধৈর্য্য ধারণ করার ।

Md Masud
2017-05-24, 11:39 PM
আপনার প্রতিদিনের টার্গেট কত ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করবে আপনি কিভাবে টাইমফ্রেমকে ব্যবহার করবেন । তবে ডে ট্রেডার হলে বড় ধরনের টাইমফ্রেম ব্যবহার করতে হবে । ট্রেড নেয়ার আগে h1 , h4 , d1 টাইম ফ্রেম দেখে এ্যানালাইসিস করে ট্রেড নেই । ফরেক্সে বহু্বিধ টাইমফ্রেমের মধ্যে যেকোন নির্দিষ্ট টাইমফ্রেম বুঝে ট্রেড করা ভালো ।