PDA

View Full Version : ব্রোকার নিউজ রিলিজের সময় কিছু সমস্যা



Biplob72
2016-04-19, 10:16 PM
বিভিন্ন ব্রোকার নিউজ রিলিজের সময় স্প্রেড বাড়িয়ে দেয় কারণ ঐ মুহূর্তে মার্কেটে volatility বেশি থাকে। তাই আপনার একাউন্ট ফিক্সড স্প্রেড না হলে স্প্রেড বেশি দেখলে অবাক হবেন না। Requotes হতে পারে যদি আপনার ব্রোকার market maker হয়। আবার মাঝে মাঝে প্লাটফর্ম হ্যাং হয়ে যেতে পারে। আবার ট্রেড ওপেন হয়ে গেলেও শো না করতে পারে। সেক্ষেত্রে আপনি পুনরায় ট্রেড ওপেন করে ফেললে পরে দেখবেন ২টা ট্রেড।

Biplob72
2016-04-19, 10:17 PM
আবার বাংলাদেশের বিদ্যুতের যে অবস্থা নিউজ রিলিজে ট্রেড ওপেন করার পর যদি বিদ্যূত চলে যায় তাহলে কি করবেন সেটাও ভেবে রাখবেন। কারণ নিউজ রিলিজের পর একচুয়াল ভ্যালু যা আসে তা মাঝে মাঝে সংশোধন হয় যাকে Revise বলে।

Realifat
2016-04-27, 06:38 AM
আজকাল অনেক ব্রোকারের মধ্যে বেশকিছু ব্রোকারে এরকম সমস্যা দেখা দিচ্ছে।ফিক্স স্প্রেড না খাকায় নিউজ রিলিজের সময় অনেক ব্রোকার অনেক বেশি স্প্রেড নিচ্ছে।এক্ষেত্রে অবশ্যই আমরা যারা ইন্সটাফরেক্সে ট্রেড করছি তাদের কোনো সমস্যা হবেনা।কেননা ইন্সটাফরেক্স ব্রোকারে ফিক্সড স্প্রেড সিস্টেম চালু রয়েছে।

basaki
2016-07-24, 11:35 AM
আসলে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে নিউজ সম্পর্কে ভাল জ্ঞান লাভ করতে হবে কারন নুইজ প্রকাশ করার পর আপনাকে বুঝে শুনে ট্রেড করতে হবে না হলে আপনাকে ব্রোকার নিউজ থেকে বাচতে হবে। কারন অনেক ব্রোকার এই সময়ে অনেক সমস্যা করে থাকে।

Mamun13
2017-07-22, 06:50 PM
নিউজ আওয়ারে ট্রেড করা সত্যিই কঠিন ব্যাপার কারন উল্লেখিত সমস্যাগুলো প্রায়ই হয়ে থাকে৷যেসব ব্রোকারের অনেক ধরনের একাউন্টের মধ্যে ফিক্সড স্প্রেড সিস্টেম নাই তাদের ফ্লাট ফর্মেই এইধরনের সমস্যাগুলো বেশি দেখতে পাওয়া যায়৷আপনি যখন কোনো ব্রোকারে একাউন্ট খুলবেন তখন অবশ্যই লক্ষ্য করবেন স্প্রেড ফিক্সড না ফ্লাটিং ? স্প্রেড ফিক্সড হলেও কিছু সুবিধা-অসুবিধা থাকবে আবার ফ্লাটিং থাকলেও কিছু সুবিধা-অসুবিধা থাকবে৷যেমন-কম ভলাটালিটির সময় ফিক্সড স্প্রেড ওয়ালা ব্রোকারগণ বেশি কমিশন নেয় আর বেশি ভলাটালিটির সময় ফ্লাটিং স্প্রেড ওয়ালা ব্রোকারগণ বেশি কমিশন নেয়৷

jasminbd
2018-05-16, 12:39 PM
কোন হাই ইমপ্যাক্ট নিউজ পাবলিশের সময় মার্কেট হাই ভোলাটাইল থেকে তখন লিকুয়িডিটি কমে যায়। ফলে ব্রোকাররা এই সময় স্প্রেড বাড়িয়ে দেয়। হাই ভোলাটিলিটি ফ্লটিং স্প্রেডের ব্রোকার গুলোতে হাই ভোলাটিলিটি মাকেটে এই সমস্যাটি বেশি হয়। তবে যে ব্রোকারগুলো ফিক্স সুবিধা দেয় তাদের সাথে হাই ভোলাটিলিটি ট্রেড করা ভাল। তারা এই সময় স্প্রেড ফিক্স রাখে। ফিক্স স্প্রেডের ব্রোকার মধ্যে আছে ইন্সটাফরেক্সে। তারা হাই ভোলাটিলিটি মাকেটেও স্প্রেড ফিক্স রাখে। বেশিভার পেয়ারের ক্ষেত্রে এদের ফিক্স স্প্রেড হল ৩পিপ্স। তাই যারা হাই ভোলাটিলিটি মার্কেট স্প্রেড নিয়ে সমস্যায় পরেন তারা আমি বলব যে তারা ফিক্স স্প্রেডের ব্রোকারের সাথে ট্রেড করুন।

expkhaled
2018-05-16, 05:53 PM
সাধারণত হাই ইমপ্যাক্ট নিউজ আওয়ারে আমাদের ট্রেড না করাই উচিত। নিউজ আওয়ারে সাধারণত কোন ওর্ডার নেওয়া হয় না অথবা ক্লোজ করা যায় না তাই নিউজ আওয়ারে আমাদের ট্রেডিং অপারেশন না করাই উচিত। তবে আপনি যদি নিউজ আওয়ারের আগে কোন ট্রেড অপেন করে থাকেন তাহলে অবশ্যই প্রটেকশন নিয়ে নিবেন অর্থাত স্টপলস সেট করে রাখবেন কারন কখনও ফরেক্স মার্কেট বলা যায় না কোন দিকে যায় মার্কেট। তবে আমাদের নিউজ আওয়ার গুলো এভয়েড করতে পারলে ভাল। কারণ যদি অভিজ্ঞতা না থাকে তাহলে এক নিউজে একাউন্ট জিরো।

uzzal05
2018-05-24, 12:07 PM
নিউজ এর সময় হাই ভোলাটাইল থাকে এজন্য অনেক সময় ব্রোকার স্প্রেড বাড়িয়ে দেয়। আবার বর্তমানে ইন্সটাফরেক্স এ স্প্রেডটা একটু বেশি মনে হয়। আসলে কিছু পেয়ারে যে টা লাভ হওয়ার কথা সেটাও হয় না। মানে হচ্ছে ১০০ পিপ প্রফিটে ০.০৫ লটে ৫ ডলার আসে না। ১২ পিপ স্প্রেড পেয়ারগুলোতে লাভ কিছু কম আসে।

Ronaldray
2023-05-29, 04:34 PM
ব্রোকার নিউজ রিলিজের সময়, ব্যবসায়ীরা বর্ধিত অস্থিরতা, বিস্তার প্রসারণ, কার্যকরী বিলম্ব, মূল্যের ব্যবধান এবং রিকোটসের মতো চ্যালেঞ্জের সম্মুখীন হন। এই সমস্যাগুলি প্রশমিত করতে, অবগত থাকুন, সীমা অর্ডার ব্যবহার করুন, একটি নির্ভরযোগ্য ব্রোকার চয়ন করুন, ঝুঁকি ব্যবস্থাপনা অনুশীলন করুন এবং অবস্থানের আকার সামঞ্জস্য করুন। একটি শক্ত ট্রেডিং প্ল্যান থাকা এবং বাজারের খবরের সাথে আপডেট থাকা এই শর্তগুলি নেভিগেট করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।