PDA

View Full Version : ১৯শে এপ্রিল, ২০১৬ ইউরো/মার্কিন ডলারের প্রù



neon007
2016-04-19, 11:42 PM
যখন ইউরোপের মার্কেট খুলবে, কিছু অর্থনৈতিক সংবাদ প্রকাশ পাবে যেমন ZEW অর্থনৈতিক ভাবপ্রবণতা, জার্মান ZEW অর্থনৈতিক ভাবপ্রবণতা, কারেন্ট অ্যাকাউন্ট। আমেরিকা কিছু অর্থনৈতিক তথ্য প্রকাশ করবে যেমন হাউজিং স্টার্ট এবং বিল্ডিং পারমিট। সুতরাং প্রতিবেদনগুলো থেকে দেখা যায়, আজ ইউরো/ মার্কিন ডলারের ভোলাটিলিটি নিম্ন থেকে মধ্যম মানের হবে। আজকের প্রায়োগিক লেভেলঃ ব্রেকআউট ক্রয় লেভেল: 1.1362. স্ট্রং রেসিস্টেন্স: 1.1355. অরিজিনাল রেসিস্ট্যান্স:1.1344. ইনার সেল এরিয়া: 1.1333. টার্গেট ইনার এরিয়া:1.1306. ইনার বাই এরিয়া:1.1279. ওরিজিনাল সাপোর্ট: 1.1268. স্ট্রং সাপোর্ট:1.1257. ব্রেকআউট সেল লেভেল:1.1250. সতর্কতা: ফরেক্স ট্রেডিং (বৈদেশিক বিনিময়) এর ক্ষেত্রে মার্জিন অধিক ঝুঁকি বহন করে এবং সকল বিনিয়োগকারীর জন্য উপযুক্ত নাও হতে পারে। অধিক লিভারেজ আপনার জন্য অধিক ঝুঁকি বহন করে, আবার অধিক লাভের উৎস হিসাবেও কাজ করে। ফরেক্সে বিনিয়োগ করার পূর্বে আপনাকে অবশ্যই বিনিয়োগের লক্ষ্য, অভিজ্ঞতার স্তর এবং ঝুঁকির প্রবণতা নির্ধারণ করতে হবে। ফলে লোকসান ও প্রাথমিক বিনিয়োগ হারানোর সম্ভাবনা সম্পর্কে নিশ্চিত হতে পারবেন, এমনভাবে বিনিয়োগ করবেন না যা হারালে আপনি প্রাথমিক বিনিয়োগ হারিয়ে ফেলবেন এবং লোকসান কাটিয়ে উঠতে পারবেন না। আপনি বিনিয়োগ সম্পর্কিত সকল ঝুঁকি সম্পর্কে সচেতন থাকবেন এবং আপনার যদি কোন সমস্যা হয় তাহলে একজন অর্থ বিষয়ক পরামর্শকের কাছে পরামর্শ চাইতে দ্বিধা করবেন না।

Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/75037/

Tazul Islam
2016-04-20, 07:10 PM
(1.1355. অরিজিনাল রেসিস্ট্যান্স:1.1344. ইনার সেল এরিয়া: 1.1333. টার্গেট ইনার এরিয়া:1.1306. ইনার বাই এরিয়া:1.1279.) এখানে মার্কেট যখন অরিজিনাল রেজিস্ট্যান্স এর কাছে যাবে বা গিয়ে ফিরে আসে তখন কি আমি ইনার সেল এরিয়ায় সেল অর্ডার করব? আবার ইনার বাই এরিয়া আগে সেল টা ক্লজ করে কি বাই অর্ডার করব? আমাকে একটু দয়াকরে উ্ত্তর দিবেন।

basaki
2016-05-01, 03:05 PM
আসলে ফরেক্স মার্কেট টা নির্ভর করে অনেকটা ইউএসডির উপরে তাই এই ইউএসডি যদি কোন বড় ধরনের পরিবর্তন হিয় তবে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অনেক হিসাব করেই তবে ট্রেড ওপেন করতে হবে না হলে আপনি অনেক বড় লসের মধ্য পড়তে পারেন বলে আমি মনে করি।