PDA

View Full Version : ফ্রি মারজিন কত পর্যনত আসলে একাউন্ট ক্লজ হü



Tazul Islam
2016-04-25, 07:07 AM
আমার ফ্রি মারজিন বর্তমানে ৯.০০ ডলার । ইকুইটি ১২.০০ ডলার । ট্রেড ওপেন আছে .৪৫ সেন্ট । ফ্রি মারজিন শেষ হলে কি একাউন্ট ক্লজ হবে। এখন আমি কি করব। অভিঙ্গদের কাছে পরামর্শ চাই।

basaki
2016-07-24, 03:37 PM
ভাই এই মার্জিন বেপারে আমার ধারনা খুব কম কারন আমি মার্জিন খুব্বকম করে নেই তাই আমি যদি মার্জিন না ব্যবহার করি তবে আমি সেটার ব্যপারে খুব কম বুঝতে পারবো। ফরেক্স মার্কেটে আনেক ব্যপার আছে যা আমরা অনেকেই বুঝতে পারি না।

Realifat
2016-07-30, 01:25 PM
আপনি এখানে আপনার ব্যালেন্স উল্লেখ করেন নি কেন? ব্যালেন্স কত তা জানলে বিষয়টা ক্লিয়ারভাবে বোঝা যেত। তবে আমি যতদূর জানি ফ্রি মার্জিন জিরো হয়না। ফ্রি মার্জিন মাইনাসে যাবে। আর ফ্রি মার্জিন যদি মাইনাসে যায় তবে বোনাস অ্যাকাউন্টে সমস্যা হতে পারে। মূল বিষয় হচ্ছে মার্জিন। মার্জিন শেষ হলে ব্যালেন্স শেষ হবে এবং ট্রেড ক্লোজ হবে।

fatema begum
2016-07-30, 10:19 PM
আপনার একাউন্ট আর ১২ ডলার লস অতিক্রম করলেই লসে ক্লোজ হয়ে একাউন্ট জিরো হয়ে যাবে।আর মার্জিনটা আপনার মাত্রাতিরিক্তি ট্রেডগুলো লসে ক্লোজ করবে।সুতরাং আপনি আপনার ইকুইটিটাকেই লেভারেজ হিসেবে ধরতে পারেন।অথাত্* ইকুইটি শেষ মানে একাউন্ট জিরো হয়ে যাবে।আশা করি বুঝতে পেরেছেন।

tarekbsl101
2016-10-23, 01:04 PM
এটি নিয়ে ভাল জানা নেই ফরক্স এ এখন নতুন আমি

Mamun13
2017-09-23, 11:32 PM
আমাদের একাউন্টে ট্রেড করার পূর্বে একাউন্টের ব্যালেন্স,ইকুইটি,ফ্রী-মার্জিন সবই এক সমান থাকে৷যখনই এন্ট্রী করি তখনই সেগুলোর প্রত্যেকটির তারতম্য ঘটতে দেখা যায়৷ট্রেডে লসের পরিমাণ যতই বাড়বে ইকুইটি ও ফ্রী মার্জিন ততই কমবে৷ইকুইটি জিরো মানেই আপনার ব্যালেন্স শুন্য অর্থাৎ ট্রেড ক্লোজ হয়ে যাবে৷আর ব্যালেন্সের সমপরিমাণ (100$) ফ্রী -মার্জিন মাইনাস(-100$) হলেই আপনার ব্যালেন্স শুন্য অর্থাৎ ট্রেড ক্লোজ হয়ে যাবে৷

01797733223
2017-09-24, 01:58 PM
আপনার ইকুইটি শূণ্য হলে আপনার ট্রেডটি ক্লোজ হবে । এর জন্য সর্বপ্রথমে আপনার লট সাইজ কত তা জানতে হবে , এবং আপনি কত লিভারেজ ব্যাবহার করছেন তাও জানাতে হবে । ধরুন আনার লিভারেজ ১:৫০ । এবং আপনার ব্যালেন্স ১০০ ডলার , তাহলে আপনার ট্রেডাবেল ব্যালেন্স হলো ৫০০০ ডলার । আপনি যদি ০.০১ লট সাইজে একটি ট্রেড ওপেন করেন , তাহলে ১০০ পিপ মার্কেট মুভ করলে আপনার ইকুইটি হবে ৯৯ ডলার এবং আপনার ফ্রি মার্জিন হবে ৯০ । এর অর্থ হলো আপনি আরও ৯০ ডলার লস করলে আপনার ট্রেডটি বন্ধ হয়ে যাবে । কিন্তু ব্যালেন্স শূণ্য হলেও আপনার অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হবে না । আপনি আবার ডিপোজিট করে ট্রেড করতে পারবেন ।

jasminbd
2018-05-27, 03:14 PM
ইকুইটি থেকে মার্জিন বাদ দিলে যে পরিমাণ থাকে তাকে ফ্রি মার্জিন বলে। ফ্রি মার্জিন হচ্ছে আপনার ইনভেস্ট করা ক্যাপিট্যাল এবং আপনার লেভারেজের একটি অনুপাত ফ্রি মার্জিন অর্থ হল আপনি আর কত ডলার বিনিয়োগ করতে পারবেন। যে পর্যন্ত আপনার ফ্রি মার্জিন থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি যত খুশি তত ট্রেড করতে পারবেন। ফ্রি মার্জিন হিসাব করার ফর্মুলা হল Free Margin= Equity – Margin

Ronaldray
2023-05-30, 01:47 PM
যখন একটি অ্যাকাউন্ট বন্ধ করা হয়, তখন অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় থাকায় বিনামূল্যে মার্জিন অপ্রাসঙ্গিক হয়ে যায়। ফ্রি মার্জিন বলতে বোঝায় ট্রেডিংয়ের জন্য উপলব্ধ তহবিল, কিন্তু একবার বন্ধ হয়ে গেলে, পজিশনগুলি লিকুইডেট করা হয় এবং অবশিষ্ট ব্যালেন্স, যদি থাকে, ফেরত দেওয়া হয়। এছাড়াও অ্যাকাউন্ট বন্ধ করার সঠিক বিবরণের জন্য আপনার ব্রোকারের সাথে যোগাযোগ করুন।

Mas26
2023-12-25, 05:43 PM
নতুন শিক্ষানবীশ ট্রেডারদের অনেককেই তো দেখি মেজর কারেন্সী পেয়ার বাদ দিয়ে অয়েল,গোল্ড বা হাই ভলাটাইলস ক্রস কারেন্সীতে ট্রেড করেন৷এটা সাংঘাতিক রকমের ভূল কাজ৷অনেকেই মনে করে থাকে যে অয়েল,গোল্ড বা হাই ভলাটাইলস ক্রস কারেন্সীতে ট্রেড করলে দ্রুত প্রফিট করা সম্ভব৷তাই তারা লোভে পড়ে এই অয়েল,গোল্ড বা হাই ভলাটাইলস ক্রস কারেন্সীতে ট্রেড করতে শুরু করে দেন৷