PDA

View Full Version : ভুল অর্ডার ফেরত বা রিমুভ করা প্রসংগে।



Tazul Islam
2016-04-25, 10:11 PM
আমরা অনেক সময় ভুল করে বসি । যেমন আমি একবার অর্ডার করব বাই কিন্তু ভুল ক্রমে ওপেন হলো সেল । তারপর আমার মনে হলো ফরেকস্ কতৃপক্ষ কেন ভুল ফিরিয়ে নেওয়ার টুল রাখেনি। আমার মনে হয় ১ মিনিটের মধ্যে কেউ যদি চায় তার অর্ডার যেন ফেরত আনতে পারে অথবা দিনে অন্তত ১ বার হলেও যেন ভুল রিমুভ করার সুবিধা রাখে । আপনারা কি বলেন।

Sakar Sorkar
2016-04-25, 10:56 PM
ফরেক্স মার্কেটে আমি নতুন একজন সদস্য। আমার জানামতে কোন ভুল অর্ডার পরিবর্তন করা যায় কিনা জানা নেই। তবে জানা খুবই জরুরী। কেউ যদি জেনে থাকেন তালে জানালে খুব উপকৃত হব।

Realifat
2016-04-26, 09:03 PM
আপনি যেমনটি মনে করছেন এমনটি করা ভালো হবেনা।কেননা ফরেক্সে ভুল করার কোনো ঠাই নেই।আপনাকে অনেক অ্যানালাইসিস এবং ভেবেচিন্তে ট্রেড করতে হবে।এজন্য ধৈর্য্য ধরে সময় নিয়ে ট্রেড ওপেন অথবা ক্লোজ করতে হবে।সুতরাং ভুল রিমুভ করার সিস্টেম না থাকা খুব একটা সমস্যা না বলে মনে করি।

Tazul Islam
2016-04-26, 09:12 PM
শারমিন ভাই আপনার গুরুত্ব পূর্ন মতামতের জন্য আপনাকে ধন্যবাদ। আমিও আপনার মতো করতে চাই । কিন্তু সাহস হয় না । কারন আমি আমার একাউন্টে রিয়াল ডলার ইনভেস্ট করিয়েছি।

Moon
2016-06-25, 10:26 PM
যদিও আমরা অনেক ভুল করি থাকি নিত্য ফরেক্স ট্রেডিং করতে গিয়ে । তবে আমি মনে করি যে ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি তাদেরকে অনেক বেশি পরিমাণে এ বিষয়ে খেয়াল রাখতে হবে যে একটা ট্রেড দিলে সেটা কিন্ত আর ফিরিয়ে নেওয়া যায় না এ ক্ষেত্রে ট্রেডটা ক্লোজ করে লস দিয়েই ফিরাতে হয় । এ ক্ষেত্রে প্রতিটা ট্রেড দেওয়ার পুর্বেই আমাদের নিজেদের ট্রেড সম্পর্কে নিশ্চিত হয়ে নিতে হবে।

HKProduction
2016-06-26, 05:09 AM
আপনি এক মিনিটে ট্রেড পরিবর্তনের কথা বলছেন। এবার আপনাকে প্রশ্ন করি, মনে করেন মার্কেটের মালিক আপনি। আমি একটি ট্রেডে বাই দিলাম 1 লটে। মার্কেট এক মিনিটে 500 পিপস -500 ডলারে বিপরীত হলে আমি যদি এটা চেঞ্জ করতে চাই আপনি কি এটা 500 ডলার প্রফিটে আমাকে বদলে দেবেন ? আর এটা কি কখনো সম্ভব ? আসলে আমরা যখন ট্রেড শেখার জন্যে মরিয়া হয়ে উঠি তখন এমন হাজারো প্রশ্ন মাথায় আসে।

Md Sanuwar Hossain Hossai
2016-06-26, 08:36 AM
আমার ও অনেক সময় ফরেক্স ট্রেডিং এ ভুল সিধান্ত হয়ে যায়।। বাই অর্ডার দিতে গেলে ভুল করে সেল অর্ডার দেই আবার সেল অর্ডার দিতে গেলে আবার বাই অর্ডার এ ট্রেড অপেন করে ফেলতাম। তখন আবার ফরেক্সে ট্রেড ক্লোজ করা ছাড়া আর কোনো উপায় নেই।।

uzzal05
2016-06-26, 09:19 AM
একটি নগদ ট্রেড অপেন করার আগে আপনাকে অনেক কিছু ভেবে চিন্তে করতে হবে। আপনি যদি কোন পেন্ডিং অর্ডার ভুল করে চালু করে থাকেন তাহলে সেটা আপনি ডিলেট করে দিতে পারেন। কিন্তু আপনি নগদ কোন ট্রেড অপেন করলে সেটা ফেরত আনতে পারবেন না।

motiar
2016-06-26, 09:28 AM
অরডার ভুল হবার পর আর ক্লোজ করার আর সংসোধনের সময় থাকেনা । তাই অরডার দেয়ার সময়ি খেয়াল করে দিতে হবে । ভুল হলে সং সোধনের সুযোগ থাকবে না কেননা অরডার দেয়ার সাথেই লস/প্রফিট রেকরড হয়ে যায় তাই লসের দায় ভার কে নিবে ।

basaki
2016-07-24, 08:50 PM
আমার জানা মতে এটা কখন সম্বব না কারন ফরেক্স মার্কেতে ট্রেড ওপেন করে ফেললে আপনি সেটা পরিবর্তন করতে পারবেন না কারন আপনার ট্রেড নেওয়ার পরেই ফরেক্স মার্কেটের আপনার ট্রেড সাথে সাথে অনেক লাভ বা লসে যেতে পারে তাই এটা করার কোন বিকল্প পথ আছে বলে মনে করি।

vodrolok
2016-09-10, 10:55 AM
ভুল অর্ডার রিমুভ বা ফেরত নেয়া মাঝেমধ্যে আবশ্যক হয়ে পড়ে। অর্থাৎ কিছু লসে ট্রেডটা ক্লোজ করতে হয়। বিশেষ করে স্কাল্প করতে গেলে এই ভুল হওয়াটা স্বাভাবিক। কখনো ভুল পেয়ারে ট্রেড পরে যায়, কখনো ভুল পজিশনে ট্রেড ওপেন হয়ে যায়, কখনো লটের পরিমান এদিক ওদিক হয়ে যায়, কখনো যেই নির্দিষ্ট লেভেলে ট্রেড নেয়ার ইচ্ছে ছিল তার আগে ট্রেড পড়ে যায়। স্ট্রেটেজি থাকার পরও এগুলো লসের কারণ হয়ে দাঁড়ায়।

Forex Boy
2016-09-10, 11:32 AM
আপনার ধারনা একে বারেই ভুল। এরকম কাজ কখোনোই করবেন না ফরেক্স কখোনোই ভুল শোধরানোর কোন সুযোগ রাখে না। আপনাকে বুঝে ট্রেড দিতে হবে। আর যদি কখনো ভুল কোরে ট্রেড পরে যায় সে ক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে যদি মার্কেটের আপনার প্রতি দয়া হয় তাহরে স্প্রেড লস পুরন হওয়া মাত্রই আপনি আপনার ট্রেড টি ক্লোজ কোরে দিতে পারেন।

jamal191khan
2016-09-17, 07:03 PM
আমার মনে হয় আপনি যেমনটি মনে করছেন এমনটি করা ভালো হবেনা।কেননা ফরেক্সে ভুল করার কোনো ঠাই নেই।আপনাকে অনেক অ্যানালাইসিস এবং ভেবেচিন্তে ট্রেড করতে হবে।এজন্য ধৈর্য্য ধরে সময় নিয়ে ট্রেড ওপেন অথবা ক্লোজ করতে হবে।সুতরাং ভুল রিমুভ করার সিস্টেম না থাকা খুব একটা সমস্যা না বলে মনে করি।

currency
2016-09-18, 12:14 PM
আসলে ফরেক্স মার্কেটে আমরা নিত্য নতুন অনেক ভুল করে থাকি আর ফরেক্স ব্যাবসায় এসব ভুল রিমুভ করার কোন সিস্টেম নেই আর হয়তো হবেও না।তাই আমাদের যেকোন অর্ডার দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করে ধৈর্য্য ধরে অর্ডার দিতে হবে যাতে করে কোন প্রবলেমের সম্মুখীন হতে না হয়।

riponinsta
2017-02-07, 07:12 PM
আপনি যদি ফরেক্স মার্কেট এ ভুল এ ট্রেড করে ফেলেন তা হলে ওই ভুল ঠিক করার কোন উপাই নাই আপনি যখন কোন ভুল ট্রেড ওপেন করবেন তখন আপনি সাথে সাথে সেই ট্রেড বন্ধ করে দিবেন তা হলে আপনার বেশি লস হবে না ফরেক্স মার্কেট এ সিখার সময় অনেকে ভুল ট্রেড করে আর যখন ভুল ট্রেড করে তখন তারা সেই ট্রেড সাথে সাথে বন্ধ করে দেই তাই যদি কখনো ভুল টেড ওপেন করে ফেলেন তা হলে তা বন্ধ করে দেওয়া ভাল

shohanjacksion
2017-02-07, 07:16 PM
এই মার্কেটে কোন ভুলেরই কোন ক্ষমা নাই। ভুলক্রমে ট্রেড ওপেন হলে ছোট্র একটা খেশারতের মাধ্যমেই বন্ধ করে ফেলতে হবে।

edottc
2017-02-07, 07:27 PM
যখন আপনি ট্রেড ভুল করে ফেলেন যদি আপনার মানি ব্রেক আপ দেওয়ার মত মানি না থাকে তাহলে সাথে সাথে অল্প লসেই ট্রেড ক্লোস করে দেন আর এবং সাথে সাথে উল্টা ট্রেড করেন এতে আপনার লাভ হবে ।

Fxaziz
2017-02-07, 11:34 PM
হ্যাঁ আমাদের এই সুবিধাটা দরকার।তবে এতেও আমরা ভালো ট্রেড করতে পারবো না।আমরা একটাই কথা যে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হোলে ঠাণ্ডা মাথাই ট্রেড করতে হবে।তাহলেই কোন ট্রেড আর ভুল হবে না। এখন আমরা যদি এই ভাবে ভিবিন্ন ভাবে ফরেক্স মার্কেট থেকে সুবিধা খুজতে থাকি তাহলে আমাদের আর ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হবে না।আমার কথা হচ্ছে ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় ঠাণ্ডা মাথাই ট্রেড করুন।

edottc
2017-02-08, 09:33 AM
ভুল অর্ডার ফেরত বা রিমুভ করা প্রসংগে।
আপনি যখন ভূল পেয়ারে ট্রেড করবেন তখন ষাথে সাথে তা ক্লোস করে দিতে হবে এবং ধর্য ধরে বসে থাকবেন যতক্ষন পর্য়ন্ত ভাল সিগন্যা্ল না আসে ।

siddiquecec
2017-02-08, 05:49 PM
ভুর অর্ডার ফেরত আন যায় না এইটা অবশ্যই ভাল দিক নয়। কিন্তু ফরেক্স এমন একটি ব্যবসা ভূল করা মানে নিশ্চিত লস করা। একটি বিষয় মনে করে দেখেন যে, আমরা ভূল শুদ্দ যাই ট্রেড ওপেন করি না কেন লস দিয়েই শুরু মানে আগে বৃকার নগদ 3 pips কেটে নিবে তার মানে লস দিয়েই শুরু। সুতরাং ব্রকারের লাভ আর ফরেক্স এর কাছে কি আর আশা করব।

nbfx
2017-02-09, 07:04 PM
মানুষ মাত্রই ভুল হতে পারে। কাজ করতে গেলে ভুল হওয়া স্বাভাবিক। কিন্ত ফরেক্সে ভুল হলে খেসারত দিয়ে বেরিয়ে আসতে হবে এটাই ঠিক আছে। যেমন ধরুন আপনি eur/usd পেয়ারে বাই এর পরিবর্তে সেলে এন্ট্রি করেছেন। এন্ট্রি করার সাথে সাথে আপনার একাউন্টের ব্যালেন্স হতে ৩ পিপস ব্রোকারেজ হাউজ ট্রেক্স বাবদ কেটে নিয়েছে। এখন আপনি ইচ্ছে করলে উক্ত ট্রেডটি ক্লোজ করে দিতে পারেন । ঐ ৩ পিপস ট্রেক্স এর লস মেনে নিয়ে।ফরেক্সের ক্ষেত্রে এটা তেমন কিছুই নয়। আর নয় অপেক্ষা করুন যখন ট্রেডটি লস ০০ হবে তখন ক্লোজ করে দিবেন।