PDA

View Full Version : মাত্র ১ ডলার দিয়ে ট্রেড ওপেন করা সম্ভব ফরে&



ahal
2016-04-29, 11:20 AM
ফরেক্স এমন একটি মার্কেট প্লেস এখানে কেউ যদি টাকা ইনভেস্ট করতে না চাই তাহলেও বোনাস দিয়ে ট্রেড করতে দেয় । আবার যদি কেউ খুব ই সামান্য পরিমান টাকা ইনভেস্ট করে ট্রেড করতে চায় তা ও সম্ভব , যদি তা ১ ডলার ও হয় ।বেকার অথবা আমরা যারা স্টুডেন্ট আছি তাদের জন্য খুব ই উপক্রি ফরেক্সের এই সাপোর্ট টি । সুতরাং আমরা যারা ইনভেস্ট করা নিয়ে ভয়ে আছি তারা নিসচিন্তে খুব সামান্য ইনভেস্ট করে ট্রেড করতে পারি ।

basaki
2016-05-01, 03:03 PM
হা ভাই ফরেক্স ব্যবসাটা এমন একটা ব্যবসা যা আপিনি এক ডলার দিয়েও আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবেন। তবে আপনি একাউন্ট করতে হবে মাইক্র একাউন্ট তাহলে আপনি এক ডলার দিয়ে একাউন্ট করতে পারবেন তাই আপনি আগে ভাল করে ফরেক্স শিখতে হবে তারপর আপনি ট্রেড করেন।

HKProduction
2016-06-23, 08:18 PM
আমার মতে একজন নতুন ট্রেডার যদি ডেমোতে এক বছর প্রাকটিস করে তাহলে সে মাত্র 50 ডলার দিয়ে ট্রেড শুরু করলে রিয়েল মার্কেটে তার রিয়েল অভিজ্ঞতা নিতে পারবে। একটু সচেতন হলে এবং মানি ম্যানেজমেন্টের নিয়ম ধরে ট্রেড করলে প্রফিটও বের করা অসম্ভব কিছু নয়। কিন্তু সে যদি বড় বড় লটে ট্রেড করে তাহলে কখনোই ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবে না। তাকে ধৈর্য্য ধরে ধীরে ধীরে ট্রেড করে এগিয়ে যেতে হবে।

Rahat015
2016-06-24, 12:48 PM
ফরেক্স এমন একটি মার্কেট প্লেস এখানে কেউ যদি টাকা ইনভেস্ট করতে না চাই তাহলেও বোনাস দিয়ে ট্রেড করতে দেয় । আবার যদি কেউ খুব ই সামান্য পরিমান টাকা ইনভেস্ট করে ট্রেড করতে চায় তা ও সম্ভব , যদি তা ১ ডলার ও হয় । যেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। বেকারত্ব মুছনে ফরেক্স বড় ভুমিকা রাখবে বলে আশাবাদি।

basaki
2016-07-03, 09:45 PM
হা ভাই ফরেক্স মার্কেটেই এটা সম্বব মাত্র এক ডলার দিয়েও আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবেন বা আপনি আপনার ব্যবসা টা চালিয়ে যেতে পারবেন। কারন এমন অনেক ব্রোকার আছে যারা আপনাকে এই সুযোগটা দিয়ে থাকে আর আপনি এটা কাজে লাগিয়ে আপনার জীবন গড়তে পারেন।

maziz6989
2016-07-20, 04:56 PM
আরে ভাই এটা কোন লটারী নয় একটা ব্যবসা আর এখানে এক ডলার দিয়ে ট্রেড করা যায তার মানে এই নয় যে আপনি সেই এক ডলার নিয়ে মার্কেট এ নামবেন। কেননা এক ডলার খুবই সামান্য এই তিনশত ট্রিলিয়ন ডলারের মার্কেট এর কাছে। তাই আগে ইনভেস্ট করার মত একটা এমাউন্ট যোগাড় করুন তার পরে মাঠে নামুন।

Sahed
2016-07-23, 12:00 PM
হ্যা ফরেক্স এমন একটি মার্কেট যেখানে আপনি মাত্র এক ডলারের মাধ্যেমেও ট্রেড করতে পারবেন । তবে *আমি মনে করি মার্কেটে ট্রেড করার জন্য মিনিমাম কিছু ডিপোজিট করা ভাল । কেননা আপনি কম ব্যালেন্স নিয়ে ফরেক্স মার্কেটে বেশিক্ষন ঠিকতে পারবেন না । ধন্যবাদ॥

milonkhanfx1993
2016-09-29, 08:55 PM
আপনি আপনার ইছা মত ইনভেস্ট করে এখান থেকে আয় করতে পারেন এমনকি এই ফোরাম যে সুযোগ টা দিচ্ছে সেটাউ আপনি কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে আপনাকে আগে ফরেক্স সম্পূর্ণ ভাবে জানতে হবে তারপর আপনি ফরেক্স করতে আসবেন নতুবা শুধু লস ই করবেন।

Dilip05
2016-10-03, 06:05 AM
ফরেক্স মার্কেটে ব্রোকার অনুযায়ী ১ ডলার থেকে ট্রেড করা যায়। ফরেক্স এমন একটি মার্কেট প্লেস এখানে কেউ যদি টাকা ইনভেস্ট করতে না চাই তাহলেও বোনাস দিয়ে ট্রেড করতে দেয় । আবার যদি কেউ খুব ই সামান্য পরিমান টাকা ইনভেস্ট করে ট্রেড করতে চায় তা ও সম্ভব , যদি তা ১ ডলার ও হয় । যেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। বেকারত্ব মুছনে ফরেক্স বড় ভুমিকা রাখবে বলে আশাবাদি।

MoinFX
2016-10-03, 12:51 PM
ফরেক্স মার্কেটে ১ ডলার দিয়ে ট্রেড করা সম্বভ তবে আমাকে নির্ভর যোগ্য ট্রেড করতে হলে ভাল এমাউন্ট ইনভেষ্ট করতে হবে তাহলে আপনি রিস্কি ট্রেড থেকে দুরে থাকতে পারবেন। ১ ডলার দিয়ে ট্রেড করা মানে কম টাকা দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করা যায় সেটা বুঝায়।

udaydebnath
2016-10-03, 08:29 PM
খুব সামান্য মুলধন নিয়ে ফরেক্স করতে চাইলে লাভের চেয়ে লস বেশি হওয়ার সম্ভাবনা আছে। একমাত্র এক্সপার্ট ট্রেডার ছাড়া সামান্য মুলধন দিয়ে ট্রেড করা প্রায় অসম্ভব। মুলধন যত বেশি হবে লাভের সম্ভাবনা তত বেশি হবে। তবে খুব সামান্য মুলধন দিয়েও ফরেক্স করা যায়। তা 1 ডলার বা তার চেয়েও কম হতে পাপরে।

Hassan Raja
2016-10-04, 03:11 PM
অনেক ফরেক্স বোকার 1 ডলার সুবিধা নাও দিতে পারে তবে ইনন্সটা ফরেক্স এ এই সুবিধা আছে।

Md Masud
2017-05-25, 12:11 AM
আমরা যারা ইনভেস্ট করা নিয়ে ভয়ে আছি তারা নিসচিন্তে খুব সামান্য ইনভেস্ট করে ট্রেড করতে পারি । ফরেক্স এমন একটি মার্কেট প্লেস এখানে কেউ যদি টাকা ইনভেস্ট করতে না চাই তাহলেও বোনাস দিয়ে ট্রেড করতে দেয় । ১ ডলার দিয়ে ট্রেড করা মানে কম টাকা দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করা যায় । আগে ইনভেস্ট করার মত একটা এ্যামাউন্ট যোগাড় করুন তার পরে মাঠে নামুন ।

uzzal05
2017-06-16, 10:19 PM
কম ইনভেস্ট করে ব্রোকার এ ট্রেড করা যায় সমস্যা নেই। কিন্তু অল্প ইনভেস্ট প্রফিট কম হবে। মাত্র ১ ডলার দিয়ে ট্রেডিং বিজনেস শুরু করা যায়। কিন্তু এই সামান্য ডলার ফরেক্স মার্কেট এ কিছুই না। আপনি যত বেশি বিনিয়োগ করতে পারবেন তত আপনার ট্রেড এর জন্য ভালো।

maziz6989
2017-06-28, 10:49 AM
সম্ভব কিন্তু ১ ডলার আপনাকে কত দিন ঠিকিয়ে রাখবে তাও ভাবার বিষয়। আমি মনে করি কম পক্ষে ডিপোজিট ১০০ ডলার বা তার বেশি হওয়া উচিত শান্তিমত ট্রেড করতে চাইলে। কেননা আপনি দুই তিনটা ট্রেড ওপেন করলেন আর আপনার মার্জিন লেভেল এর লাল বাত্তি জ্বলে গেল তবে কেমন হল।

Momen
2017-07-23, 09:26 AM
ফরেক্স এ আপনি মাত্র ১ ডলার দিয়েও ট্রেড ওপেন করতে পারবেন। কিন্তু, অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার একাউন্ট যেনো মাইক্রো লটের হয়। এবং লিভারেজ নিয়ে একাউন্ট ওপেন করতে হবে। যেমন আপনার লিভারেজ যদি ১ঃ১০ হয় তবে আপনি ১ ডলার দিয়ে ১০ ডলার সম পরিমান ট্রেড করতে পারবেন।

Mahidul84
2017-08-22, 09:00 PM
হ্যা অবশ্যই আপনি ১ ডলার দিয়ে ট্রেড অপেন করতে পারবেন। কিন্তু তার আগে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে আপনার মানি ম্যনেজমেন্ট এর কথা। যদি আপনার একাউন্টটে টাকার পরিমাণ বেশি থাকে এবং তার পাশাপাশি লিভারেজ এর পরিমাণ সবচেয়ে বেশি যদি হয় তাহলে আপনি ১ ডলারে ট্রেড অপেন করতে পারবেন। কারণ লিভারেজ যদি কম হয় আর আপনি যখনই ১ ডলারে ট্রেড অপেন করবেন আপনার মুলধনের পরিমাণ কমে যাবে এবং অল্প লিভারেজের কারণে লসে ট্রেড ক্লোজ হয়ে যেতে পারে এতে করে আপনি লসে পরে যেতে পারেন।

shamim0976
2017-10-15, 11:15 PM
আমি এই মাসে ১.৫ ডলার বোনাস পেয়েছি পোষ্ট এর জন্য। কাজেই ১.৫ ডলার দিয়ে একটা ট্রেড ওপেন করব কাল মার্কেট শুরু হলে।
হয়তবা মুহুত্বের মধ্যে ব্যলান্স ০ হবে তা হোক শুধু মাত্র অভিজ্ঞতার জন্য এই ট্রেড।

hasan019
2017-10-16, 01:08 PM
১ ডলার দিয়ে ট্রেড কইরা কি লাভ ভাই। একতা ট্রেড ওপেন করার আগে আনাল্যসিস করা লাগে। ট্রেড এর কি হচ্চে তা দেখা লাগে। তারপর যদি লস হয় তাহলে তো গেলই আর যদি লাভ হয় কত আর লাভ হবে খাজনার চেয়ে বাজনা বেশি। তাই আমি বলব আপনি যদি ভালো ইনভেস্ত না করতে পারেন তাহলে আপনি মজা পাবেন না।

shamim0976
2017-11-19, 01:32 PM
০১ ডলার দিয়ে ট্রেড করলে সময় নষ্ট হওয়ার সম্ভবনা বেশি
আর এতে বিরক্ত হয়ে ফরেক্স ছেড়ে চলে যাওয়ার সম্ভবনা থাকে..
তবে শখ করে যদি কেউ করতে চায় সেটা আলাদা কারন শখের তোলা ৮০ টাকা আর ০১ ডলারও ৮০ টাকা...

expkhaled
2017-12-11, 05:48 PM
হ্যা ফরেক্স মার্কেট এমন ব্যবসায়িক প্লাটফর্ম যেখানে অল্প বিনিয়োগ করেও ব্যবসা করা যায়। তবে তা ধৈর্য সহকারে ট্রেড করে বড় ইনভেস্টমেন্ট বানিয়ে তারপর ভালভাবে ট্রেড করতে পারেন। ফরেক্স ব্যবসা মানেই সময় দিতে এটার জন্য। আমরা যারা নতুন আসি ট্রেড করতে তারা অতি ব্যস্ততার জন্য মার্কেট থেকে প্রফিট তো দুরের কথা লস করে কূল কিনারা করতে পারি না। যার জন্য ফরেক্স প্রথমে শিখতে হবে ভালভাবে এবং ডেমোতে প্র্যাকটিস করতে হবে তারপর গিয়ে রিয়েল ট্রেড করতে হবে।