PDA

View Full Version : MM Broker, STP Broker and ECN Broker কি ? এরা কে কিভাবে কাজ করে ?



mazidulxp
2016-05-01, 02:15 PM
MM Broker, STP Broker and ECN Broker কি ? এরা কে কিভাবে কাজ করে ?
অ্যাডভান্স লেভেল এর প্রশ্ন, অভিজ্ঞ দের কাছে থেকে মতামত আসা করছি । নতুন দেড়ও জানার অনেক কিছু আছে এখানে ।

dwipFX
2016-05-10, 06:34 PM
ফরেক্স মার্কেটে কয়েক প্রকার ব্রোকার রয়েছে। আমার জানা মতে mm ব্রোকার হল মার্কেট মেকার ব্রোকার।তবে অন্য দুই ব্রোকার সম্পর্কে আমার জানা নেই। যারা তাদের কাছে এই দুই ব্রোকার সম্পর্কে জানতে ছাই।

maziz6989
2017-06-28, 09:53 AM
এসটিপি এবং ইসিএন ব্রোকার হল সেই ব্রোকার যারা মুলত ট্রেডারের স্প্রেড থেকেই ইনকাম করে থাকে। আর মার্কেট মেকার ব্রোকার ইনকাম করে দুই ভাবে। এক - স্প্রেড , দুই - ট্রেডারের এগেইনস্টে ট্রেড করা , ফেইক ক্যান্ডেল ফর্ম করে স্টপলস হিট করানো। তবে মোটমুটি ভাল এমাউন্টের ডিপোজিট হলে ইসিএন বা এসটিপি ব্রোকারে ট্রেড করাই উত্তম।

Mamun13
2017-07-24, 08:31 PM
M.m ব্রোকার বা মার্কেট মেইকার ব্রোকার মূলত বড় ধরনের ইনভেষ্টর ব্রোকার৷শুনেছি-mm ব্রোকার না কি তাদের ক্লায়েন্টদের ওপেনিং ট্রেডের বিপরীতে সমপরিমান লটে নিজেরাই ট্রেড ওপেন করে৷s.t.p ব্রোকার হলো যাদের সাথে লাইভ সাপোর্ট,স্প্রেড বেশি,বিভিন্ন শাখা অফিস আছে,ডেমো/রিয়েল অনেক সার্ভার আছে,বিভিন্ন প্রমোশনাল অফার থাকে,রেফারেল সুবিধা থাকে,অনেক ধরনের একাউন্ট থাকে, প্রতিযোগিতা-প্রাইজমানি আছে,ফরেক্স ভিডিও টিওটোরায়াল আছে,এনালাইটিক সেক্শন আছে,মাল্টি ট্রেডিং টার্মিনাল থাকে,এক কথায় তাদের কার্যক্রম বিশাল-ব্যাপক৷সর্বোপরি ভালো মানের ব্রোকার হলো e.c.n ব্রোকার,তাদের স্প্রেড কম থাকে ও মার্কে্টে ইন্সট্যান্ট প্রাইসের সাথে ট্রেডারদের সরাসরি ট্রেড করার সুযোগ-সুবিধা দেয়৷