View Full Version : লট ভলিউম সংক্রান্ত জিজ্ঞাসা।
imrankhan.cu
2016-05-01, 07:30 PM
যখন আমি ডেমো একাউন্ট ব্যাবহার করতাম, তখন একটা জিনিসে খুবই আশ্চর্য হতাম সেটা হচ্ছে যখন আমি এক লট ভলিউমের একটা কারেন্সি পেয়ার কিনি তখন যদি ওই কারেন্সি পেয়ারের ভ্যালূ কমে যায় তাহলে আমার ইকূয়িটি অনেক কমে যায়।
কিন্তু কেনো? এক লট কিনলে আমার কতো ডলার পর্যন্ত কমতে পারে? এই সম্পর্কে একটু জানার ছিলো।
sharifulbaf
2016-05-05, 03:30 PM
ফরেক্স মার্কেটে আমরা ট্রেডিং করার সময় সর্বনিম্ন লটে ট্রেডিং করে থাকি আমরা যদি লটকে বাড়িয়ে দেই তাহলে তখন ভলিউমে পরিনত হবে,তাই আমাদের ট্রেডিং করার সময় ফরেক্স মার্কেটের লট বা ভলিউমের উপরে নজর রাখিতে হবে যাতে আমরা ফরেক্স মার্কেটে বেশি লস না করে কম করে ভাল প্রফিট করতে পারি।
dwipFX
2016-05-05, 03:53 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে আমাদের কে লট বা ভলিউম সম্পর্কে সঠিক ধারনা থাকতে হবে না হয় একাউন্ট জিরো করতে মোটেই সময় লাগবেনা। তাই আমাদের কে ফরেক্স সম্পর্কে বেশি করে পড়া লেখা করতে হবে তবে লট সম্পর্কে আমরা জানতে পারব।
basaki
2016-07-24, 06:27 AM
এক লট ভিলিয়ম দিয়ে ট্রেড করলে আপনার একাউন্ট কত লিভারেজ নেওয়া সেটা জানতে হবে আপনার যদি বেশি লিভারে থাকে তবে আপনার কম ব্যলেন্স হলেই চলবে তবে আমি মনেনকরি আপনি এত বড় লটে ট্রেড নাকরলেই অনেক ভাল হবে তাই কম লট ভলিয়ম দিয়ে ট্রেড করাই ভাল।
macrun13
2016-07-24, 07:14 AM
ফরেক্স মার্কেটে লট একটি ্অত্যান্ত গুরুত্ব পূর্ন বিষয় তায় ট্রেড করার সময় আপনাকে আপনার মূল ধনের দিকে লক্ষ্য রাখতে হবে।ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে আমাদের কে লট বা ভলিউম সম্পর্কে সঠিক ধারনা থাকতে হবে।এতে আপনার একাউন্ট জিরো হবে না এবং আপনি দীর্ঘ দিন এখানে টিকে থাকবেন।
Md Masud
2017-05-23, 04:34 PM
আমাদের ট্রেডিং করার সময় ফরেক্স মার্কেটের লট বা ভলিউমের উপরে নজর রাখিতে হবে যাতে আমরা ফরেক্স মার্কেটে বেশি লস না করে কম করে ভালো প্রফিট করতে পারি । অামরা অবশ্যই ফরেক্স মার্কেটে এ্যানালাইসিস বেশী করে করতে থাকব তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা সবস সময় ধৈর্য্যের সহিত কাজ করব ।
uzzal05
2017-05-24, 10:52 AM
লট সাইজ বা ভলিয়ম আমাদের অব্যশোই জানা উচিত। কারন লট সাইজ সম্পর্কে আমাদের ধারনা না থাকলে আমরা বড় নিয়ে ফেলতে পারি। তখন আমাদের অঙ্কে লস হতে পারে। কত ভলিয়ম ব্যবহার করলে কত পিপ পইরবর্তনে কত ডলার লাভ বা লস হবে সেটা জানতে হবে।
RUBEL MIAH
2017-06-30, 05:01 PM
আপনার কম ব্যালেন্স হলেই চলবে তবে আমি মনেনকরি আপনি এত বড় লটে ট্রেড না করলেই অনেক ভাল হবে তাই কম লট ভলিয়ম দিয়ে ট্রেড করাই ভালো । অামরা অবশ্যই ফরেক্স মার্কেটে এ্যানালাইসিস বেশী করে করতে থাকব তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা সবস সময় ধৈর্য্যের সহিত কাজ করব ।
maziz6989
2017-06-30, 07:59 PM
বিষয়টা এমন যে আপনি কি পরিমাণ লিভারেজ নিয়েছেন তা এবং একই সাথে আপনার ব্রোকরের স্প্রেড এর সাথে সম্পর্ক যুক্ত। কেননা আপনি যখন একটা বাই মাবা সেল নিয়েছেন তার পরে যখন মার্কেট আপনার বিপরীতে গেছে তখন লস+মার্জিন+স্প্রেড বাদ দিয়ে হিসেব হচ্ছে। তাই আপনার ইকিউটি কমেবেই।
new man
2017-07-07, 02:03 PM
আমার মতে লট ভলিউম এর মধ্যে 0.01 সব থেকে ভাল । আমি সব সময়ে এই লট ভলিউমে ট্রেড করে থাকি । কারন বড় লটে ট্রেড করতে হবে অনেক এনালাইসিস করা লাগে যেমন টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ভাল ভাল ইন্ডিকেটর, ও বড় এমাউন্ট ইনভেষ্ট ও লাগে ।
01797733223
2018-01-08, 07:01 PM
ভাই ফরেক্স মার্কেটে এখানে লর্ট বা ভলিউম হল আপনার ব্যালেন্সের নির্ধারিত ব্যবহার। আপনি একটা ট্রেডে সর্বোচ্চ কত ইনকাম করতে চান এটা আগেই ফিক্সড করা। মনে করেন আপনার ১০০ ডলার আছে এখন আপনি একটা ট্রেড নিবেন সেক্ষেত্রে আপনি এখানে ভলিউম রাখতে পারেন 0.01 যা কিনা এই ব্যালেন্সের জন্যে সব থেকে ভাল। আর তাছাড়া ভাই এখানে ডেমো একাউন্টের হিসাব আলাদা ডেমোতে সবকিছু একটু বেশি পরিমানে সো করা হয়ে থাকে, যার কারনে এমনটা মনে হচ্ছে আপনার।
Mahidul84
2018-01-08, 07:25 PM
ভাই ফরেক্স মার্কেটে লর্ট বা ভলিউম হল আপনার ব্যালেন্স নির্ধারণ করার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ আপনি কত টাকা ইনকাম করতে চান প্রতি পয়েন্টে সেটা আপনাকে আগে থেকেই নির্ধারণ করতে হবে। যদি আপনার মূলধনের পরিমাণ কম থাকে তাহলে আপনাকে কম ভলিউম বা লটে ট্রেড করতে হবে। আপনার যদি ১০০ ডলার ব্যালেন্স থাকে তাহলে আপনি ০.০১ লটে ট্রেড করতে পারেন। কারণ এটা সবচেয়ে ভাল ব্যালেন্স রাখতে পারে। এছাড়াও আপনি ডেমো অনুশীলনে ট্রেড করে আপনি আপনার নির্ধারিত লট বা ভলিউম সিলেক্টশন করতে পারবেন। এজন্য বেশি বেশি করে ডেমো অনুশীলন করুন।
Mamun13
2018-05-17, 08:39 AM
আপনি বলেছেন এক লট,এই এক লট বলতে কি বুঝিয়েছেন তা পরিষ্কার বুঝতে পারি নাই৷যদি সাইজের লট 1.00 হয়ে থাকে তাহলে তা অনেক বেশি ভলিয়ম !! এটা অত্যন্ত বড় ধরনের ভলিয়ম আর এত বড় ভলিয়ম দিয়ে ট্রেড করলে একাউন্টের ইকুইটি অনেক বেশি কমে যাবে৷এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ট্রেড হবে৷এজন্য আমরা সবাই সর্বনিম্ন 0.01 সাইজের লট বা ভলিউম দিয়ে ট্রেড করে থাকি৷আপনারা সবাই সর্বনিম্ন সাইজের লট বা ভলিউম দিয়ে ট্রেড করবেন৷এতে আপনাদের একাউন্টের ব্যালেন্স একদিকে যেমন নিরাপদ থাকবে তেমনি অন্যদিকে আরো নতুন ট্রেড ওপেন করার পর্যাপ্ত সুযোগও থাকবে৷আপনি যদি 1.00 লটে ট্রেড ওপেন করেন তাহলে হয়তো অন্য কোনো পেয়ারে নতুন করে ট্রেড করার আর সুযোগ থাকবেনা৷তাই আপনার একাউন্টের ব্যালেন্স অনুযায়ী দেখে শুনে বুঝে সর্বনিম্ন সাইজের ভলিয়ম দিয়েই ট্রেড শুরু করা উচিত৷
Rassel Vuiya
2018-05-17, 10:40 AM
লট হল লেনদেনের একক বা পরিমান। ১ লট ট্রেডে যদি আপনি ১ পিপস লাভ করেন তাহলে অ্যাকাউন্ট ভেদে ১ ইন্সটাফরেক্স লট লেনদেন এর প্রতি পিপ মূল্য $১ বা ১ সেন্ট। আর একটু ভাল করে বলছি eur/usd এর মানে হল ১ ইউরো দিয়ে আপনি কি পরিমান ডলার পাবেন, এটিকে কারেন্সি পেয়ার বলা হয়। এরকম অসংখ্য পেয়ার আছে যেগুলোতে ট্রেড করবেন। কারেন্সি মার্কেটে আরো সুক্ষভাবে রাখার জন্য দশমিকের পরের ৪ সংখ্যা পর্যন্ত হিসাব করা হয়। যেমন ১ ইউরো=১.১৮১৩ ডলার। এখানের দশমিকের ২ ঘর পর থেকে সংখ্যাকে পিপস বলে। যদি লট ট্রেডে যদি আপনি ৫ পিপস লাভ করেন তাহলে ১ ইন্সটাফরেক্স লট লেনদেন = পিপ মূল্য $৫ বা ৫ সেন্ট।
jasminbd
2018-05-17, 12:54 PM
যখন আমি ডেমো একাউন্ট ব্যাবহার করতাম, তখন একটা জিনিসে খুবই আশ্চর্য হতাম সেটা হচ্ছে যখন আমি এক লট ভলিউমের একটা কারেন্সি পেয়ার কিনি তখন যদি ওই কারেন্সি পেয়ারের ভ্যালূ কমে যায় তাহলে আমার ইকূয়িটি অনেক কমে যায়।
কিন্তু কেনো? এক লট কিনলে আমার কতো ডলার পর্যন্ত কমতে পারে? এই সম্পর্কে একটু জানার ছিলো।
ইক্যুয়িটি কমার কারন হল ট্রেড ওপেন করার পর ব্রোকার স্প্রেড এর টাকা কেটে নেয় তাই ব্যলান্স কমে যায়। ইন্সটাফরেক্সের স্ট্যান্ডার্ড বেশিরভাগ পেয়ারের স্প্রেড ৩ পিপ্স। এখন আপনি যদি ১ লটে ট্রেড ওপেন করেন তাহলে আপনার পিপ্স ভেল্যু হবে ১ ডলার অর্থাৎ ট্রেড ওপেন করার সাথে ব্রোকার আপনার কাছে থেকে ৩x১= ৩ ডলার কেটে নেবে। আর এই কারণে ট্রেড ওপেন করার পর ইক্যুয়িটি থেকে তিন ডলার কমে যাবে। আর যদি কমিশন অ্যাকাউন্ট খুলেন তাহলে কমিশন ট্রেড ক্লোজ করার পর কাছে। ইন্সটাফরেক্সের দুই ধরনেরই অ্যাকাউন্ট খোলা যায়। স্প্রেড অ্যাকাউন্ট হল Standrad account অন্যটি হল Eurica Account. Eurica Account টি হল কমিশন অ্যাকাউন্ট। আপনার যদি স্প্রেডএ সমস্যা মনে করেন থাকলে আপনি Eurica Account খুলতে পারেন।
uzzal05
2018-05-24, 11:36 AM
লাইভ ট্রেড এ যাওয়ার আগে অন্তত লট বা ভলিয়ম নিয়ে প্রত্যেক ট্রেডার এর ভাবা উচিত। আপনি কত ব্যালেন্স দিয়ে ট্রেড শুরু করলেন আর কত লট সা্েইজ ব্যবহার করতে পারবেন। কারন না জেনে অজ্ঞাতবসত যদি আপনি বড় লটে ট্রেড দিয়ে বসেন তাহলে অনেক বড় লসের সম্মুখীন আপনি হতে পারেন।
Ronaldray
2023-05-29, 04:32 PM
বৃহত্তর লট ভলিউম নিয়ে ট্রেড করার সময়, মুদ্রা জোড়ার মান কমে গেলে ইক্যুইটির উপর প্রভাব আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। সঠিক ডলার হ্রাস নির্ভর করে লট সাইজ, কারেন্সি পেয়ার মুভমেন্ট এবং ব্যবহৃত লিভারেজের উপর। ঝুঁকি ব্যবস্থাপনা বোঝা, অবস্থানের আকার নির্ধারণ করা এবং স্টপ-লস অর্ডার সেট করা ক্ষতি সীমিত করার জন্য অপরিহার্য। আপনার জ্ঞান গভীর করতে ডেমো অ্যাকাউন্ট এবং শিক্ষাগত সংস্থান ব্যবহার করুন। একটি সু-সংজ্ঞায়িত কৌশলের সাথে ট্রেডিং এর সাথে যোগাযোগ করুন এবং ক্রমাগত আপনার পদ্ধতির পরিমার্জন করুন।
FRK75
2024-03-09, 12:05 AM
ফরেক্স মার্কেটে আমরা ট্রেডিং করার সময় সর্বনিম্ন লটে ট্রেডিং করে থাকি আমরা যদি লটকে বাড়িয়ে দেই তাহলে তখন ভলিউমে পরিনত হবে,তাই আমাদের ট্রেডিং করার সময় ফরেক্স মার্কেটের লট বা ভলিউমের উপরে নজর রাখিতে হবে যাতে আমরা ফরেক্স মার্কেটে বেশি লস না করে কম করে ভাল প্রফিট করতে পারি।আমার মতে লট ভলিউম এর মধ্যে 0.01 সব থেকে ভাল । আমি সব সময়ে এই লট ভলিউমে ট্রেড করে থাকি । কারন বড় লটে ট্রেড করতে হবে অনেক এনালাইসিস করা লাগে যেমন টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ভাল ভাল ইন্ডিকেটর, ও বড় এমাউন্ট ইনভেষ্ট ও লাগে ।
Ranger
2024-03-09, 01:27 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে আমাদের কে লট বা ভলিউম সম্পর্কে সঠিক ধারনা থাকতে হবে না হয় একাউন্ট জিরো করতে মোটেই সময় লাগবেনা। তাই আমাদের কে ফরেক্স সম্পর্কে বেশি করে পড়া লেখা করতে হবে তবে লট সম্পর্কে আমরা জানতে পারব।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.