PDA

View Full Version : মে ২০১৬, মার্কিন ডলারের বর্তমান অবস্থান ও 



MohabbatElahi
2016-05-03, 10:22 PM
জানুয়ারী ২০১৬ থেকে মে ২০১৬ পর্যন্ত মার্কিন ডলারের ক্রমাগত পতনের ফলে বিশ্বের বৃহত্তম ফরেক্স ট্রেডিং মার্কেটে কয়েকটি মূদ্রা যেমন EUR,GBP, CHF, JPY ও CAD শাক্তিশালী অবস্থানে রয়েছে ৤
-------------------------------
EUR এর বিপরীতে USD 01-016 খেকে পিছিয়েছে প্রায় ৮০০ পিপস৤
GBP এর বিপরীতে USD ফেব্রুয়ারী থেকে পিছিয়েছে প্রায় ৮০০ পিপস৤
CHF এর বিপরীতে USD ফেব্রূয়ারী থেকে পিছিয়েছে প্রায় ৮০০ পিপস৤
JPY এর বিপরীতে USD পিছিয়েছে প্রায় ১৫০০ পিপস৤
CAD এর বিপরীতে USD পিছিয়েছে প্রায় ২০০০ পিপস৤
--------------------------------
এছাড়া NZD ও *AUD এর বিপরীতে যথাক্রমে ৭০০ ও ১০০০ পিপস এর পতন হলেও পরিবর্তন গত দিক থেকে কিছুটা ভারসম্যতা ছিল যা সাধারনত
CAD ও JPY এর ক্ষেত্রে দেখা যায়নি৤ ফলে CAD ও JPY এর বিনিয়োগ কারী গন খুবই সমস্যায় পড়েছেন৤
---------------------------------
তবে মে ২০১৬ এর প্রথম সাপ্তাহে মার্কিন ডলারের ভাগ্য পরিবর্তন হতে পারে কারন মার্কিন ডলার কে প্রভাবিত করতে পারে এমন সব গুরুত্বপূর্ন Economical Events ( FOMC ,ADP Employment Change,Trade Balance,Initial Jobless Claims, Nonfarm Payrolls, Unemployment Rate) publish হতে যাচ্ছে৤

এক্ষেত্রে ADP -5K,Trade balance -$41.5B ও NFP -15K এর রেকর্ড দেখানো হচ্ছে, সূতরাং মার্কিন ডলারের ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা বাহ্যিক ভাবে দেখা না গেলেও গ্লোবাল ট্রেডার সেন্টিমেন্ট ও মার্কিন ডলারের অপরিবর্তিত Bank interest rate , অপরিবর্তীত unemployment rate কিছুটা সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে, এছাড়া এপ্রিল ২০১৬ তে অন্যসব মূদ্রার Economical Events ততটা পরিবর্তিত না হলেও মার্কিন ডলারের পতনে মূদ্রাগুলো কিছুটা সুবিধা জনক আবস্থান ধরে রেখেছে৤
---------------------------------------------
মার্কেট সেন্টিমেনট৤
চলতি সাপ্তাহে যদি মার্কিন ডলারে positive পরিবর্তন হয় তাহলে EUR/USD, GBP/USD, AUD/USD, USD/CAD, ও USD/CHF এ দীর্ঘ মেয়াদি একটি পরিবর্তন আসতে পারে৤ অন্যথায় মার্কেটে রিভার্সেল ট্রেড ততটা সুফল দিবে বলে মনে হচ্ছে না৤ কারন এপ্রিলে কিছুটা পরিবর্তনের সম্ভাবনা খাকা সত্তেও মার্কিন ডলারের অপরিবর্তিত সুদের হারের পরও বড় ধরনের পতন হয়ছে৤
--------------------------------------------------------------------------------------
MD Mohabbat E Elahi
Analytical Expert: Forex & CFD Market.
Currency: US Dollar.
C.Position: Strong demand zone.
C.T Sentiment: Reversal Trading.
Analysis view: Trend+S&D
2180

Tazul Islam
2016-05-05, 07:46 AM
আপনার এনালাইসিস ফলো করব। আমি মে মাসে ইউএসডি শক্তি শালি হলে খুশি হব । আমি অনেক লসে আছি। আশা রাখি আপনার এনালাইসিস যেনো ঠিক হয় । তাহলে আামার কপালে কিছু হবে।

dwipFX
2016-05-06, 11:01 AM
আপনার কাছে ফরেক্স সম্পর্কে অনেক সুন্দর করে জানতে পারলাম ডলারের বর্তমান সম্পর্কে এবং ভবিষ্যত সম্পর্কে।ামামাদের জন্য এরকম উপকারি লেখা খুবই কাজে আসবে।ফোরামের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি।

MohabbatElahi
2016-05-23, 01:23 PM
আপনার কাছে ফরেক্স সম্পর্কে অনেক সুন্দর করে জানতে পারলাম ডলারের বর্তমান সম্পর্কে এবং ভবিষ্যত সম্পর্কে।ামামাদের জন্য এরকম উপকারি লেখা খুবই কাজে আসবে।ফোরামের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি।

এনালাইসিস পরবর্তিতে মার্কেট যথাক্রমে পরিবর্তন হয়েছে.........
EUR/USD: (-) 442 pips
GBP/USD: (-) 445 pips
AUD/USD: (-) 300 pips
USD/CAD: (+) 700 pips
USD/CHF: (+) 400 pips.

MohabbatElahi
2016-05-23, 01:24 PM
আপনার এনালাইসিস ফলো করব। আমি মে মাসে ইউএসডি শক্তি শালি হলে খুশি হব । আমি অনেক লসে আছি। আশা রাখি আপনার এনালাইসিস যেনো ঠিক হয় । তাহলে আামার কপালে কিছু হবে।

এনালাইসিস পরবর্তিতে মার্কেট যথাক্রমে পরিবর্তন হয়েছে.........
EUR/USD: (-) 442 pips
GBP/USD: (-) 445 pips
AUD/USD: (-) 300 pips
USD/CAD: (+) 700 pips
USD/CHF: (+) 400 pips.

maziz6989
2016-06-01, 09:25 PM
আসলে খুবই গুরুত্ব পূর্ন একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমরা আরও এরকম পোস্ট আশা করছি আপনার কাছ থেকে। কেননা এখানে নতুন ট্রেডাররা কিছু শিখতে আসে সিনিয়র ট্রেডারদের কাছ থেকে। তাই আমি মনে করি সিনিয়রদের উচিত যা জুনিয়র বা নতুন ট্রেডারদের কাজে লাগবে এমন কোন কিছু পোস্ট করা।

Md. Tariqul Islam
2016-06-16, 05:11 PM
এনালাইসিস পরবর্তিতে মার্কেট যথাক্রমে পরিবর্তন হয়েছে.........
USD/CHF: (+) 400 pips
USD/CAD: (+) 700 pips
GBP/USD: (-) 445 pips
EUR/USD: (-) 442 pips
AUD/USD: (-) 300 pips

Rahat015
2016-06-17, 04:06 AM
অনেক ভালো এবং কার্যকরি একটা এনালাইসিস ছিল। আমি আশা করব আপনি আরো এনালাইসিস আমাদের সাথে শেয়ার করবেন এবং আমাদের উপকৃত করবেন। জেহেতু আমরা এখনো ফরেক্স মার্কেট এ নতুন তাই আমাদের আরও অনেক কিছু শেখার আছে।

Md Masud
2017-05-26, 09:19 AM
মার্কেটে রিভার্সেল ট্রেড ততটা সুফল দিবে বলে মনে হচ্ছে না । কারন এপ্রিলে কিছুটা পরিবর্তনের সম্ভাবনা খাকা সত্তেও মার্কিন ডলারের অপরিবর্তিত সুদের হারের পরও বড় ধরনের পতন হয়ছে । আমরা এখনো ফরেক্স মার্কেট এ নতুন তাই আমাদের আরও অনেক কিছু শেখার আছে ।