PDA

View Full Version : সাপ্তাহিক ফরেক্স টেকনিক্যাল পরিবর্তন সম&



FX sathi
2016-05-10, 03:56 PM
EUR/USD(1.137)
EURUSD-মূল্য ১.১৩৭ সাপোর্ট পর্যন্ত রয়েছে।
• EURUSD গত সপ্তাহে মূল্য ১.১৬০ পর্যন্ত স্পর্শ করেছিল এবং এখন পর্যন্ত শক্তিশালী ধারা বজায় রাখতে ব্যর্থ হয়েছে।
• ফলাফল অনুযায়ী EURUSD ১.১৩৭৩ সাপোর্ট পর্যন্ত নিম্নমুখী হতে পারে বলে আশা করা যাচ্ছে।
• এখন কার নিম্নবর্তী অবস্থানে Breakout লেভেল কে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন মধ্য থেকে আবার পরীক্ষা করতে দেখা যায়।
• ঊর্ধ্বমুখী হওয়ার জন্য ১.১৪৬৫ রেসিসটেন্স ভেঙ্গে যেতে পারে এবং খুব শিগ্রহ বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন ব্যর্থ হতে পারে যা শক্তিশালী পতন থেকে খুব সম্ভাবত বর্তমান সাপোর্ট থেকে পরিবর্তিত হয়ে নিচের দিকে আসতে পারে বলে ধারনা করা যাচ্ছে।
• আগামী কাছের সাপোর্ট ১.১২২০ পর্যন্ত এবং পরবর্তী সাপোর্ট ১.১০৫০ পর্যন্ত
• ১.১৩৭-১.১৩২ সাপোর্ট এবং ১.১৪৬৫-১.১৪৭০ রেসিসটেন্স

USDJPY(108.8)
USDJPY-সম্ভাবত ট্রেন্ড থেকে পরিবর্তিত হয়ে উচ্চ পর্যায় থেকে নিম্নমুখীতে যাচায় করা হতে পারে
• USDJPY গত সপ্তাহে ১০৫-১০৬ লেভেল এর নিচে ছিল এবং ১০৮.৮০-১০৭.৭০ রেসিসটেন্স পর্যন্ত ভাঙ্গতে সক্ষম হয়েছে।
• এখন যত পর্যন্ত টুকু পুনরুদ্ধার হয়েছে তা ঝুঁকি পূর্ণ কারণ নিম্নমুখী টাইম ফ্রেম Hidden divergence দেখা গিয়েছে।
• ঊর্ধ্বমুখী পরিবর্তনের জন্য একটি higher low আব্যশক এবং রেসিসটেন্স থেকে ভেঙ্গে ১০৮.৮০-১০৭.৭০ সাপোর্ট পর্যন্ত দেখা যেতে পারে বলে আশা করা যাচ্ছে।
• USDJPY ঊর্ধ্বমুখীর হওয়ার সম্ভাবনা রয়েছে যা ১১১.০ রেসিসটেন্স কে পরীক্ষা করতে দেখা যেতে পারে ।
• ১০৮.৮০-১০৭.৭০ সাপোর্ট এবং ১১১.০ রেসিসটেন্স
GBPUSD(1.44)
GBPUSD-মূল্য ঠেলাঠেলির ১.৪২ রেসিসটেন্স নিচে আসতে ব্যর্থ হতে পারে
• GBPUSD ১.৪৫১-১.৪৪৭ রেসিসটেন্স ভাঙ্গতে সক্ষম হয়নি যার কারণে এই লেভেল এর নিচে বন্ধ হয়েছে।
• GBPUSD কাছাকাছি মেয়াদী থেকে যদি রেসিসটেন্স ধারায় থাকে তাহলে পরবর্তীতে নিম্নমুখী ১.৪২-১.৪১ সাপোর্ট এ আসতে পারে বলে আশা করা যাচ্ছে
• inverse প্যাটার্ন ব্যর্থ হওয়ার জন্য বিয়ারিশ গতিবেগ দেখা যেতে পারে এবং সল্পসময়ের জন্য মূল্য নিচের দিকে দেখা যেতে পারে
• GBPUSD পূর্বের ১.৩৯ লেভের এর কাছাকাছি থেকে পরীক্ষিত ভাবে পরিবর্তিত হয়ে ১.৪১ পর্যন্ত আসতে পারে
• ১.৪২ সাপোর্ট এবং ১.৪৪৭৭-১.৪৫১ রেসিসটেন্স
USDCAD(1.29)
USDCAD-Retracement সম্ভাবত বুলিশ ধারায় এগিয়ে থাকতে পারে
• USDCAD ১.২৬-১.২৫২৫ সাপোর্ট এর কাছাকাছি থেকে শক্তিশালী পরিবর্তনের মাধ্যমে বন্ধ হতে পারে।
• মূল্য পরিষ্কার ভাবে ১.২৮৬৫ সাপোর্ট এ রয়েছে এবং ১.২৯৮৫-১.২৯২৩ রেসিসটেন্স পর্যন্ত রয়েছে।
• Stochastic অপসারণ কারণে সল্পসময়ের জন্য বাধা প্রাপ্ত হতে পারে।
• সম্ভাবত মূল্য নিম্নমুখী থেকে ১.২৬ এর উপরে আসতে পারে এবং বুলিশ ১.২৯৮৫-১.২৯২৩ থেকে পরিবর্তিত হয়ে ১.৩১৩৬ পর্যন্ত আসতে পারে বলে আশা করা যাচ্ছে।
• ১.২৬-১.২৫২৫ সাপোর্ট এবং ১.২৯৮৫-১.২৯২৩ রেসিসটেন্স।
USDCHF(0.972)
USDCHF-সম্ভাবত ঊর্ধ্বমুখীতে শুরু হতে পারে
• USDCHF দীর্ঘ সময়ের জন্য doji প্যাটার্ন সাথে ০.৯৫৪ সাপোর্ট এর নিচে ছিল।
• মূল্য ঊর্ধ্বমুখী দিকে অবস্থান করতে দেখা যেতে পারে বলে ধারনা করা যাচ্ছে।
• USDCHF পরীক্ষিত ভাবে ০.৯৬-০.৯৬১৮ সাপোর্ট এ রয়েছে এবং পরবর্তীতে ঊর্ধ্বমুখীর দিকে পরিবর্তিত হতে পারে বলে আশা করা যাচ্ছে।
• ০.৯৮৪৮-০.৯৯২৮ রেসিসটেন্স রয়েছে এবং সম্ভাবত এই টার্গেট থেকে সাম্প্রতিক পরিবর্তিত হয়ে ০.৯৬১৮-০.৯৬ সাপোর্ট এ ফিরে আসতে পারে।
• ০.৯৬ এর কাছাকাছি থেকে নিম্নমুখী তে অবস্থান করতে ব্যর্থ হয়েছে এবং বিয়ারিশ গতিবেগের জন্য USDCHF ০.৯৫৪ এর নিচে আসতে পারে বলে আশা করা যাচ্ছে
• ০.৯৬-০.৯৬১৮ সাপোর্ট এবং ০.৯৮৪৮ রেসিসটেন্স

powered by orbex

dwipFX
2016-05-12, 10:33 AM
প্রতিসাপ্তাহে মার্কেটে কিছু বড় পরিবর্তন দেখা যায় তাই আমি সিনিয়ররা আমাকে পরামর্শ দিয়েছেন আগামি সাপ্তাহে কি ট্রেড করবেন সেটা মার্কেট বন্ধ থাকা অবস্হায় এনালাইসিস করে নিবেন তাহলে আপনার ধারনার সাথে কত টুকু মিল ছিল সেটা বুঝতে পারবেন। তাই আমাদের আগাম প্রস্তুতি মুলক ট্রেড করতে হবে।

RUBEL MIAH
2017-04-28, 01:15 PM
ফরেক্স মার্কেটে বর্তমান সাপোর্ট থেকে পরিবর্তিত হয়ে নিচের দিকে আসতে পারে বলে ধারনা করা যাচ্ছে । মার্কেট বন্ধ থাকা অবস্থায় এ্যানালাইসিস করে নিবেন তাহলে আপনার ধারনার সাথে কতটুকু মিল ছিল সেটা বুঝতে পারবেন । সল্প ময়ের জন্য মূল্য নিচের দিকে দেখা যেতে পারে ।

Md Masud
2017-05-25, 01:57 PM
মার্কেট বন্ধ থাকা অবস্থায় এ্যানালাইসিস করে নিবেন তাহলে আপনার ধারনার সাথে কতটুকু মিল ছিল সেটা বুঝতে পারবেন । আগামি সাপ্তাহে কি ট্রেড করবেন সেটা মার্কেট বন্ধ থাকা অবস্হায় এনালাইসিস করে নিবেন তাহলে আপনার ধারনার সাথে কত টুকু মিল ছিল সেটা বুঝতে পারবেন। তাই আমাদের আগাম প্রস্তুতি মুলক ট্রেড করতে হবে ।

uzzal05
2017-06-16, 09:42 PM
ফরেক্স মার্কেট এ সাপ্তাহইক এনালাইসিস করা উচিত। এনালাইসিস করার পর আমাদের টার্গেট রাখতে হবে যে আমরা কোন পেয়ার এ ট্রেড নিব। যখন আমরা সিগ্নাল পেয়ে যাবে তখন আমাদের টেড ওপেন করতে হবে। আর কিছু পেয়ার এ আমাদের ট্রেড করা উচিত।