PDA

View Full Version : সংশোধনের মাধ্যমে গোল্ডের মূল্য নিরুপন



FX sathi
2016-05-11, 05:24 PM
গোল্ডের মূল্য ১৫ মাস উচ্চ পর্যায় থাকার পরে গত সপ্তাহে $১৩০০ এর উপরে দখল করতে সক্ষম হয়েছিল এবং এখন পর্যন্ত গোল্ডের মূল্য ধীর গতিতে নিচের দিকে অবস্থান করছে।COT রিপোর্ট অনুযায়ী দীর্ঘ মেয়াদী সংশোধনের মাধ্যমে ব্যবসায়ীরা গোল্ডের মূল্য ঊর্ধ্বমুখীতে দেখতে পাবে বলে ধারনা করা যাচ্ছে।

গত সপ্তাহে গোল্ডের মূল্য $১৩০০হ্যান্ডেল এর উপর থেকে পরিবর্তিত হয়ে দ্বিতীয় সপ্তাহে নিম্নমুখীতে অবস্থান করছিলো এবং এই সপ্তাহে ১২৫৬.৯৮ এর নিচে রয়েছে।সাপ্তাহিক ক্যান্ডেলস্টিক সাথে doji প্যাটার্ন ১২৭৫-১২৮৪ লেভেল রেসিসটেন্স এর কাছাকাছি বন্ধ ছিল এবং এই লেভের এর উপরে বন্ধ হতে ব্যর্থ হওয়ার কারণে precious metal(ধাতু) মূল্য সম্ভাবত সংশোধনের মাধ্যমে কাছাকাছি মেয়াদীতে দেখা যেতে পারে যা দীর্ঘ মেয়াদী বিনিয়োগকারীদের জন্য একটা ভালো সুযোগ প্রদান করতে পারে বলে আশা করা যাচ্ছে।

গত শুক্রবার সাপ্তাহিক CFTC COT পজিশনিং ডাটা কিছু মজার বিষয় প্রকাশ করেন।২০০৫ সালে আগস্টের পরে গোল্ডের বৃহত্তার পরিবর্তন দেখা যায়নি যা সাপ্তাহিক $৭.৫ বিলিয়ন বৃদ্ধিতে ছিল।কাছাকাছি মেয়াদীতে বাধা প্রাপ্ত হওয়ার জন্য গোল্ড দীর্ঘ সময়ের জন্য উচ্চ পর্যায় দেখা গিয়েছিলো।একই সময়ে,মার্কিন ডলার net short এ অব্যাহত থাকার কারণে ব্যাপকভাবে $৬.৭ বিলিয়ন পর্যন্ত ছিল।

GC Weekly Continous Contract with CoT

GC সাপ্তাহিক COT এর সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছে(সূত্রঃBarchart.com)

Seasonally,মে মাস গোল্ডের জন্য ধীর গতির মাস এবং একই সময়ে মার্কিন ডলারের জন্য শক্তিশালী মাস হিসাবে বিবেচনা করা হচ্ছে,যা চার্ট অনুযায়ী আগামী দুই সপ্তাহ টেকনিক্যাল লেভেল শক্তিশালী পর্যায় দেখা যেতে পারে।প্রশ্ন কিন্তু রয়ে যায় যে গোল্ড এই সংশোধনের মাধ্যমে $১২০০হ্যান্ডেল এর উপরে আসবে কিনা?

গোল্ডের-টেকনিক্যাল পরিবর্তন সমূহঃ-

সাপ্তাহিক চার্ট অনুযায়ী মূল্য সাম্প্রতিক বিয়ারিশ এর মধ্যে ঘুরা ঘুরি করছে এবং এই সপ্তাহে ১২৫৬.৯৮ এর কাছাকাছি থেকে নিচে রয়েছে। গোল্ডের মূল্য উচ্চ পর্যায় ১২৭০-১২৮০ অঞ্চাল থেকে পরিবর্তিত হয়ে সাম্প্রতিক ১২৬৯ লেভেল এর কাছাকাছি দেখা যেতে পারে বলে আশা করা যাচ্ছে,কিন্তু এই লেভেল এর উপরে Retracement হিসাবে দেখা যেতে পারে।মূল্য ১২৭৫-১২৮৪ রেসিসটেন্স লেভেলের কাছাকাছি শক্তিশালী পর্যায় রয়েছে এবং সাপ্তাহিক চার্ট অনুযায়ী Hidden divergence থাকার কারণে ১২০০-১১৭৬ সাপোর্ট লেভেরের নিচে আসতে পারে বলে ধারনা করা যাচ্ছে।

Gold Weekly Chart, price at resistance with a doji

গোল্ড-সাপ্তাহিক চার্ট অনুযায়ী,doji এর সাথে মূল্য রেসিসটেন্স রয়েছে।

দৈনিক চার্ট অনুযায়ী গতকাল ১০শে মে ২০১৬ মধ্যমা লাইন এর কাছাকাছি থেকে নিচে গঠন করতে সক্ষম হয়েছিল।গোল্ড খুব সম্ভাবত ঊর্ধ্বমুখী পরিবর্তনের মাধ্যমে ১২৭৯.৮০-১২৮০ রেসিসটেন্স এর কাছাকাছি আসতে পারে বলে আশা করা যাচ্ছে।অন্যদিকে গোল্ড যদি ঊর্ধ্বমুখীতে পরিবর্তন করতে ব্যর্থ হয় তাহলে ১২৩৩ এবং অবশেষে ১২১৬-১২০০ এর মধ্যে আবদ্ধ থাকতে পারে।শক্তিশালী সংশোধনের মাধ্যমে বিয়াস এর নিম্নমুখী পরিবর্তনের জন্য গোল্ড ১২১৬-১২০০ সাপোর্ট থেকে পরিবর্তিত হয়ে পরবর্তীতে ১১০৮ পর্যন্ত দেখা যেতে পারে বলে আশা করা যাচ্ছে।

Gold Daily Chart: Watch for a lower high

গোল্ড-দৈনিক চার্ট অনুযায়ী Lower high এ দেখা যেতে পারে।

বিয়াস এর ঊর্ধ্বমুখী পরিবর্তনের জন্য গোল্ড দীর্ঘ ট্রেন্ড এ গঠিত হতে পারে এবং বুলিশ বেশী থাকার কারণে ডিসেম্বার-জানুয়ারী মাসে মূল্য sub-1100 এর বাহিরে ছিল।মূল্য যদি $১২০০লেভেল বা সাপোর্ট এর উপরে থাকে তাহলে গোল্ডের মূল্য উচ্চ ধারা দেখা যেতে পারে এবং একই সময়ে এটি পরিবর্তিত হয়ে খুব সহজে $১৩০০ হ্যান্ডেল এর উপরে আসতে পারে বলে ধারনা করা যাচ্ছে।যাইহোক গোল্ডের মূল্য শক্তিশালী লেভেল থেকে ১১৭৬-১২০০ সাপোর্ট জোন এর কাছাকাছি আসতে পারে যা সব মিলে $২৪ পার্থক্যে রয়েছে।


powered by orbex

dwipFX
2016-05-12, 10:29 AM
আমি মনে করি ফরেক্স মার্কেটে সবচেয়ে বেশি মুব করে গোল্ড আমি ডেমো ট্রেড করার সময় বেশি লাভ করেছে গোল্ডে আবার বেশি লস করেছে গোল্ডে। আমি না জেনে ট্রেড দিয়েছি সকালে দেখি আমার তিন হাজার ডলার লাভ হয়েছে কিছু দিন পর আমার সেই একাউন্ট জিরো হয়ে যায় এই গোল্ডে ট্রেড করে। তাই আমাদের কে জেনে ট্রেড করতে হবে।

maziz6989
2016-07-23, 09:35 AM
গোল্ড ট্রেড করে হিউজ প্রফিট করেছিলাম আবার হিউজ লসও করেছিলাম। আমার একাউন্টও জিরো করেছি ১১০০ডলারের এই জিনিসের পেছনে পড়ে। তাই এখন আর চিন্তাও করি না এই জিনিস নিয়ে। তাই এখন ট্রেড করি গোল্ড বাদে। কেননা এমন অনেক পেয়ার মার্কেট এ আছে যেগুলো দিয়ে নিয়মিত ভাবে প্রফিট করা যাবে।

Sahed
2016-07-23, 11:18 AM
ফরেক্স মার্কেটে আমি মনে করি আমাদের মত ক্ষুদ্র ট্রেডার গোল্ডে ট্রেড না করাই ভাল । এটি খুব বেশি মুভ করে এবং আপনি নিশ্চই জানেন যে বিশ্বজুয়ে যত বড় বড় মার্কেটার আছেন তার সবাই গোল্ডে ট্রেড করে । তাই এত বিলিয়নারের বিপরীতে আমরা ট্রেড করে লাভবান হতে পারব বলে আমি মনে করি না ।

Md Masud
2017-05-25, 02:09 PM
ফরেক্স মার্কেটে সবচেয়ে বেশি করে গোল্ড আমি ডেমো ট্রেড করার সময় বেশি লাভ করেছে গোল্ড আবার বেশি লস করেছে গোল্ড । শক্তিশালী সংশোধনের মাধ্যমে বিয়াস এর নিম্নমুখী পরিবর্তনের জন্য গোল্ড ১২১৬-১২০০ সাপোর্ট থেকে পরিবর্তিত হয়ে পরবর্তীতে ১১০৮ পর্যন্ত দেখা যেতে পারে বলে আশা করা যাচ্ছে । অামরা বেশী করে ফরেক্স মার্কেটে কাজ করব ।