PDA

View Full Version : ‘’oil এর Inventory ধারা থেকে নিম্নবর্তীতে কমানোর প্রকú



FX sathi
2016-05-12, 03:30 PM
WTI Crude oil তার উচ্চ পর্যায় থেকে দ্বিতীয় দিনে অবিশ্বাসও ভাবে নিম্নবর্তীতে দেখা গেছে এবং ১১ মে বুধবার $৪৬.৩৫ পর্যন্তে ওঠার পরে বন্ধ হতে দেখা গেছে।
গতকাল EIA রিপোর্ট অনুযায়ী, সাপ্তাহিক US Crude oil রিলিজের পরে অবিশ্বাস্য ভাবে WTI Crude oil এর মূল্য ২০১৬ সালে উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় আসার প্রক্রিয়া চলছে বলে আশা করা যাচ্ছে। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের সাপ্তাহিক রিপোর্ট অনুযায়ী গতকাল তেলের মূল্য $৪৫.৯৯ এ বন্ধ থাকতে দেখা গেছে এবং যা আগের দুই সপ্তাহে ২.৮ মিলিয়ন ব্যারেল ঊর্ধ্বমুখী থেকে ৬ মে ২০১৬ সালে ৩.৪ মিলিয়ন ব্যারেল এ বন্ধ হতে সক্ষম হয়েছিল।বিশেষজ্ঞরা মনে করছেন তেল ০.১মিলিয়ন পর্যন্তে আসতে পারে,EIA রিপোর্ট অনুযায়ী আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট সাপ্তাহিক রিপোর্ট একই সময়ে বিপরীত দিকে অবস্থান করতে দেখা গেছে,সাপ্তহিক রিপোর্ট অনুযায়ী US Crude oil 3.45 মিলিয়ন থেকে ৫৪৩.১ মিলিয়ন ব্যারেল আসতে পারে বলে ধারনা করা যাচ্ছে এবং তাৎক্ষনিক ভাবে এই রিপোর্ট ভেঙ্গে ৭১৪k পর্যন্তে আসতে বলে আশা করা যাচ্ছে।
সাপ্তাহিক Inventory রিপোর্ট-API(+3.45Mn)6 May 2016
সাপ্তাহিক Inventory riport-EIA(-3.4Mn)6 May 2016
সপ্তাহে তেলের মূল্য পরিবর্তনশীল হওয়ার কারণে অধিকাংশ এই পরিবর্তন কাজে লাগাতে পারে।
• সৌদি আরবের তেল মন্ত্রী Ali Al-Naimi-আরামকোতে বদলি হওয়ার পরে প্রায় দুই দশক ধরে Mr.Falih তার চেয়ারম্যান হিসাবে ছিলেন।
• Alberta এর Wildfires,কানাডা তেলের মূল্য disrupted production সাপোর্ট থাকতে পারে।
• ইরানের উৎপাদন প্রতিদিন ৪৮৪k ব্যারেল কাছাকাছি বৃদ্ধিতে রয়েছে।
• সৌদি আরামকোর উৎপাদন আগামী দুই সপ্তাহের মধ্যে দিনে ১ মিলিয়ন ব্যারেল বৃদ্ধির হতে পারে বলে আশা করা যাচ্ছে।

Crude oil-এর টেকনিক্যাল পরিবর্তন সমূহঃ-
সাপ্তাহিক চার্ট অনুযায়ী Crude oil-এর মূল্য সাপ্তাহিক চার্ট থেকে ভেঙ্গে $৪৫ হ্যান্ডেল উপরে রয়েছে।Hidden divergence এর জন্য মূল্য এই ঊর্ধ্বমুখী লেভেল থেকে ভেঙ্গে ঝুঁকির সাথে নিম্নমুখীর দিকে আসতে পারে।সাপ্তাহিক চার্ট অনুযায়ী তেলের মূল্য ৪৪.৫-৪৪ সাপোর্ট রেসিসটেন্স পর্যন্ত থাকতে ব্যর্থ হতে পারে, মানে শুরুর দিকে সংশোধনের মাধ্যমে ৩৮.২৫ সাপোর্ট পর্যন্তে আসতে পারে বলে ধারনা করা যাচ্ছে।

Crude oil-এর সাপ্তাহিক চার্ট(continuous contract)
দৈনিক চার্ট অনুযায়ী মূল্য সাম্প্রতিক বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন এর মধ্যে রয়েছে,যা আগের ঊর্ধ্বমুখী অবস্থান থেকে ভেঙ্গে ৪৬.৭৭ পর্যন্তে আসতে পারে এবং মূল্য নতুন বুলিশ ধারায় দেখা যেতে পারে বলে আশা করা যাচ্ছে।বুলিশ অব্যাহত থাকার জন্য মূল্য সর্বনিম্ন টার্গেট দেখা যেতে পারে এবং তেল পরীক্ষার মাধ্যমে খুব সহজে $৫০ হ্যান্ডেল দেখা যেতে পারে বলে ধারনা করা যাচ্ছে।কিন্তু স্টকস্টিক ছবির রং বিয়ারিশ divergence থেকে ভিন্ন হওয়ার কারণে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন দুর্বল পর্যায় দেখা যেতে পারে,এবং মূল্য প্রাথমিক পর্যায় ৩৮.২৫ সাপোর্ট পর্যন্তে থাকতে ব্যর্থ হতে পারে এবং পরবর্তীতে নিম্নমুখী ৩৩.৭০-৩২.৭০ সাপোর্ট আসতে পারে বলে ধারনা করা যাচ্ছে।

Crude oil(continuous contract)-দৈনিক চার্ট অনুযায়ী বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন মধ্যে রয়েছে।
৪ঘণ্টার চার্ট অনুযায়ী মূল্য ৪৬.৭৭-৪৬.৫৫ রেসিসটেন্স কাছাকাছি থেকে ৪৩.৫৬-৪৩.২২ সাপোর্ট এ দেখা যেতে পারে।রেসিসটেন্স এর উপরে বন্ধ হতে ব্যর্থ হওয়ার কারণে এই লেভেল বিয়ারিশ রিভারসেল প্যাটার্ন এর কাছাকাছি থেকে বাধা প্রাপ্ত হতে পারে, এদিকে বিয়াশ এর অবস্থানের জন্য প্রথম দিকে ৪৩.৫৬-৪৩.২২ সাপোর্ট পর্যন্তে দেখা যেতে পারে বলে আশা করা যাচ্ছে।

ভবিষ্যতে Crude oil-মূল্য খুব সম্ভাবত Range bound অবস্থান করতে পারে।
পরিশেষে বলে যায়,তেলের মূল্য সাম্প্রতিক লেভেল থেকে consolidation এর কাছাকাছি দেখা যেতে পারে এবং পরবর্তীতে নিম্নবর্তী থেকে ভেঙ্গে ৪৬.৭৭-৪৬.৫৫ এর উপরে আসতে পারে যা $৫০ এর মধ্যে অব্যাহত থাকতে পারে এবং এই নিম্নমুখী ৪৩.৫৬-৪৩.২২ সাপোর্ট থেকে পরিবর্তিত হয়ে ৩৯.২৫-৩৯.০ পর্যন্তে আসতে পারে বলে ধারনা করা যাচ্ছে।

powered by orbex.com

RUBEL MIAH
2017-04-27, 06:05 PM
বিশেষজ্ঞরা মনে করছেন তেল ০.১মিলিয়ন পর্যন্তে আসতে পারে,eia রিপোর্ট অনুযায়ী আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট সাপ্তাহিক রিপোর্ট একই সময়ে বিপরীত দিকে অবস্থান করতে দেখা গেছে । পরবর্তীতে নিম্নবর্তী থেকে ভেঙ্গে ৪৬.৭৭-৪৬.৫৫ এর উপরে আসতে পারে ।

Mamun13
2017-04-27, 10:14 PM
আসলে আমার জানামতে ফরেক্স মার্কেটে এই তেলের ব্যাবসা করতে হলে পর্যাপ্ত পুজিঁর প্রয়োজন হয়৷আমরা যারা অতি খুচরা বা নগণ্য পুজিঁ নিয়ে ট্রেড করছি তাদের পক্ষে তো আর তেলের ব্যাবসা করা সম্ভব হয় না৷তেল নিয়ে ট্রেড করা শুধু স্বপ্নেই দেখি৷আবার অনেক দিনের নিয়মিত বাস্বব দক্ষতা ও অভিজ্ঞতারও প্রয়োজন আছে৷এনালাইসিস একটু ভূল হলেই আপনার ক্ষুদ্র পুজিঁ এই তেলের উপরই ভেসে যাবে৷

uzzal05
2017-05-23, 03:26 PM
ইন্সটাফরেক্স এ কিছু পেয়ার আছে যেগুলো মারাত্মক মুভ করে। তাই আমি সব পেয়ার এ ট্রেড করতে পারি না। কিছু পেয়ার এ স্প্রেড ও অনেক বেশী। তাই এসব পেয়ার এ ট্রেড করা মানে সাথে সাথে ট্রেড অনেক লসে ওপেন হওয়া।

samun
2021-06-29, 03:36 PM
āϖ⧁āĻŦ āϏ⧁āĻ¨ā§āĻĻāϰ āĻāĻŦāĻ‚ āĻœā§āĻžāĻžāύ āĻŽā§‚āϞāĻ• āĻāĻ•āϟāĻŋ āĻ•āĻĨā§‹āĻĒāĻ•āĻĨāύ āĻ›āĻŋāϞ āĻŦāĻŋāώāϝāĻŧāϟāĻŋ āĻœā§‡āύ⧇ āφāĻŽāĻŋ āĻ…āύ⧇āĻ• āωāĻĒāĻ•ā§ƒāϤ āĻšāϞāĻžāĻŽ āĻāĻŦāĻ‚ āφāĻĒāύāĻžāĻĻ⧇āϰāϕ⧇ āĻŦāĻŋāώāϝāĻŧāϟāĻŋ āϜāĻžāύāĻžāύ⧋āϰ āϜāĻ¨ā§āϝ āĻ…āϏāĻ‚āĻ–ā§āϝ āϧāĻ¨ā§āϝāĻŦāĻžāĻĻ āĻĒāϞāĻžāĻļ āĻŽāĻžāĻ°ā§āϕ⧇āϟ āφāĻŽāĻŋ āĻāĻ•āϜāύ āύāϤ⧁āύ āϟāĻŋāωāύāĻžāϰ āφāĻŽāĻŋ āϏāϰāĻŋ āϏāĻŽā§āĻĒāĻ°ā§āĻ•āĻŋāϤ āϤ⧇āĻŽāύ āϕ⧋āύ⧋ āĻœā§āĻžāĻžāύ āĻŦāĻž āϧāĻžāϰāĻŖāĻž āφāĻŽāĻžāϰ āύ⧇āχ āĻŦāϞāϞ⧇āχ āϚāϞ⧇ āϤāĻžāχ āĻāχ āĻŦāĻŋāώāϝāĻŧ āύāĻŋāϝāĻŧ⧇ āφāϰāĻ“ āĻ…āĻ­āĻŋāĻœā§āĻžāĻĻ⧇āϰ āĻŽāϤāĻžāĻŽāϤ āĻĒā§āϰāĻ•āĻžāĻļ⧇āϰ āϜāĻ¨ā§āϝ āĻ…āύ⧁āϰ⧋āϧ āĻ•āϰāĻ›āĻŋ