View Full Version : মার্কিন ডলার সূচক অনুযায়ী খুচরা বিক্রয় এব
FX sathi
2016-05-13, 01:58 PM
সাপ্তাহিক চার্ট অনুযায়ী মার্কিন ডলার মূল্য ৯২.৫-৯৩ সাপোর্ট এবং ৯৪.৫০-৯৪.০ রেসিসটেন্স এর মধ্যে দেখা গিয়েছিল।নিম্নবর্তী পরিবর্তনের মাধ্যমে ৯১.৮৮ পর্যন্ত অথবা ৯২ পর্যন্তে বন্ধ ছিল এবং পরবর্তীতে নিম্নবর্তী থেকে ভেঙ্গে ৯২ এর নিচে ছিল।তবে ডলার সূচক অনুযায়ী মূল্য সম্ভাবত সীমিত সময়ের জন্য নিম্নবর্তীতে থাকতে পারে,এবং পরবর্তীতে ঊর্ধ্বমুখী রেসিসটেন্স এর মধ্যে অব্যাহত হতে পারে।বিয়াশ ঊর্ধ্বমুখীর জন্য মার্কিন ডলার সূচক সল্পসময়ের জন্য পরীক্ষিত ভাবে ৯৬.৫০ লেভেল পর্যন্ত আসতে পারে বলে ধারনা করা যাচ্ছে।
powered by www.orbex.com
Mamun13
2017-06-15, 02:52 PM
নিয়মিত লিখে যান৷এসব তথ্য অবশ্যই "লাইভ ট্রেডিং নিয়ে আলাপচারিতা" সেকশনে লিখবেন৷ আমাদের এই ফোরামে আপনার মতো অনেক অনিয়মিত কিন্তু ভালো মানের লেখক লক্ষ্য করলাম৷তাদের লেখা থেকে যথেষ্ঠ শেখার সুযোগ রয়েছে৷এখানে আমিও শিখছি ও আশা করছি নিয়মিত আমিও লিখবো যা অতীতে শিখেছি৷
samun
2021-07-18, 08:39 PM
মার্কেটে আমি একজন নতুন ট্রেডার তাই এত কিছু সম্পর্কে আমার কোন ধারণা নাই অবশ্যই আস্তে আস্তে আরো বেশি করে জানার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.