PDA

View Full Version : মার্কিন ডলার সূচক অনুযায়ী খুচরা বিক্রয় এব



FX sathi
2016-05-13, 02:18 PM
ডলার সূচক অনুযায়ী সম্ভাবত ৯৩.০ সাপোর্ট এ বাধা প্রাপ্ত হতে পারে এবং নতুন ধারার মাধ্যমে ৯৬-৯৬.৫০ লেভেল পর্যন্ত দেখা যেতে পারে ও সল্প সময়ে গ্রিনব্যাক ফিরে আসতে পারে বলে ধারনা করা যাচ্ছে।

মার্কিন খুচরা বিক্রয় এবং producer মূল্য সূচক ডাটা অনুযায়ী প্রধান ডাটা পয়েন্ট থেকে আজকে মার্কিন ডলার linger এর কাছাকাছি থেকে key সাপোর্ট লেভেল এ দেখা যেতে পারে।গত সপ্তাহে বুলিশ অফ থাকার জন্য ৯৩ হ্যান্ডেল পর্যন্তে মূল্য বন্ধ হতে দেখা গেছে,তবে মূল্য যেখানে থাকুক না কেন এটি ঊর্ধ্বমুখীতে পরিবর্তিত হতে পারে।গত সপ্তাহে CFTC ডাটা অনুযায়ী মার্কিন ডলার সল্পসময়ের জন্য speculators এর মধ্যে অব্যাহত থাকতে দেখা গেছে,যা $৬.৭০ বিলিয়ন পর্যন্ত রেকর্ড গড়েছিল এবং এই লেভেল সর্বশেষ ২০১৩ সালে ফেব্রুয়ারী মাসে দেখা গিয়েছিলো।এই সপ্তাহের জন্য গুরুত্ব পূর্ণ বিষয় হল,Boj এবং জাপানের সরকারী কর্মকর্তা rhetoric থেকে ডলার তার সাপোর্ট দখল করতে সক্ষম হতে পারে, অন্যদিকে ইয়েন jawbone এর মধ্যে অব্যাহত থাকতে পারে এবং এটি ডলার সাপোর্ট এর জন্য সাহায্য হতে পারে বলে ধারনা করা যাচ্ছে।গত সপ্তাহের NFP ডাটা ধীর গতিতে পরিবর্তিত হওয়ার কারণে ডলার moderately বিড অবস্থান করছে।

গত সপ্তাহে Goldman sachs এর পূর্বাভাস অনুযায়ী মার্কিন ডলার এবং গ্রিনব্যাক লক্ষণীয় পর্যায় ছিল যা ৯৩ লেভেল থেকে ১৫% পর্যন্ত লাভ করতে সক্ষম হয়েছিল।

মার্কিন ডলার এর টেকনিক্যাল পরিবর্তন সমূহঃ-

সাপ্তাহিক চার্ট অনুযায়ী মার্কিন ডলার মূল্য ৯২.৫-৯৩ সাপোর্ট এবং ৯৪.৫০-৯৪.০ রেসিসটেন্স এর মধ্যে দেখা গিয়েছিল।নিম্নবর্তী পরিবর্তনের মাধ্যমে ৯১.৮৮ পর্যন্ত অথবা ৯২ পর্যন্তে বন্ধ ছিল এবং পরবর্তীতে নিম্নবর্তী থেকে ভেঙ্গে ৯২ এর নিচে ছিল।তবে ডলার সূচক অনুযায়ী মূল্য সম্ভাবত সীমিত সময়ের জন্য নিম্নবর্তীতে থাকতে পারে,এবং পরবর্তীতে ঊর্ধ্বমুখী রেসিসটেন্স এর মধ্যে অব্যাহত হতে পারে।বিয়াশ ঊর্ধ্বমুখীর জন্য মার্কিন ডলার সূচক সল্পসময়ের জন্য পরীক্ষিত ভাবে ৯৬.৫০ লেভেল পর্যন্ত আসতে পারে বলে ধারনা করা যাচ্ছে।

powered by www.orbex.com

basaki
2016-05-23, 08:19 AM
হা মার্কিন ডলারলের সুচকের উপরে আমাদের ডলারের দাম অনেকটা নির্বর করে থাকে। আমার যদি ডলার আমাদের একাউন্টে ধরে রাখতে পারি তবে সেখান থেকে আমরা কিছু পরিমান লাভ করতে পারি। তবে যারা ফরেক্স মার্কেটে ট্রেড করে তারা সব সময় এতটা ডলার নিয়ে ভাবে না।

RUBEL MIAH
2016-05-27, 10:12 PM
কথাটা সত্য । মার্কিন ডলারের সূচক অনুযায়ী আমরা খুচরা ব্যবসায়ীরা অনেকটা লাভবান হতে পারি । আমরা যদি মার্কিন ডলারের দিকে লক্ষ্য রাখি তাহলে আমরা দেখতে পারব সত্যিই কথাটা ঠিক ।

maziz6989
2016-05-30, 06:41 AM
আমি ব্যক্তিগত ভাবে ডলার ইনডেক্স এর উপর নির্ভর করে মার্কেট এনালাইসিস করার চেষ্টা করে থাকি। খুব যে ভাল বুঝি তা না কিন্তু চেষ্টা করছি যাতে ভাল ভাবে বুঝতে পারি। আসলে এজন্যই বলে পড়াশুনার কোন বিকল্প নেই। তবে যারা মুলত ওয়েল এবং গোল্ড ট্রেডার তাদের ইনডেক্স এর উপর নজর রাখতেই হবে।

Md. Tariqul Islam
2016-06-16, 05:14 PM
মার্কিন ডলারের সূচক অনুযায়ী আমরা খুচরা ব্যবসায়ীরা অনেকটা লাভবান হতে পারি । আমরা যদি মার্কিন ডলারের দিকে লক্ষ্য রাখি তাহলে আমরা দেখতে পারব সত্যিই কথাটা ঠিক । খুব যে ভাল বুঝি তা না কিন্তু চেষ্টা করছি যাতে ভাল ভাবে বুঝতে পারি। আসলে এজন্যই বলে পড়াশুনার কোন বিকল্প নেই।

Rahat015
2016-06-17, 03:58 AM
এতকিছু ভাবি না। কারন সব কিছুই সহজে শেষ করতে পারলে ভালো। একাউন্ট এ মার্কিন ডলার থাকলে তার দাম যখন বাড়ে ওই সময় তুললে অন্তত ডলার প্রতি ৩ টাকা মত লাভ থাকবে। আপনি যদি ৫০০ ডলার তুলেন তাহলে ১৫০০ টাকা থাকে। অযথা এত টাকা লস দেওয়ার কোন অর্থ হয় না।