PDA

View Full Version : ডেমো একাউনট কোথায় কিভাবে খুলব?



Taskin Ahmed
2016-05-26, 09:48 PM
ডেমো একাউনট কোথায় কিভাবে খুলব?

FxShuvo
2016-05-31, 12:10 PM
ডেমো একাউনট কোথায় কিভাবে খুলব?

আপনি নিচের এই দুটি লিঙ্ক অনুসরণ করে লাইভ ট্রেডিং এবং ডেমো ট্রেডিং একাউন্ট খুলেতে পারবেন।
https://www.instaforex.com/open_live_account.php
https://www.instaforex.com/bd/register_demo_account.php
আর ফরেক্স সম্পর্কে বিস্তারিত জানতে ইসস্টাফরেক্সের এই লিঙ্কটি অনুসরণ করুন-
https://www.instaforex.com/bd/for_beginners.php
ধন্যবাদ

Mamun13
2017-06-14, 08:05 PM
ডেমো একাউন্ট খোলার জন্য আপনি ইন্সটা ফরেক্সের ওয়েবপেইজে যাবেন৷সেখানে দেখবেন লিখাই আছে -"ডেমো একাউন্ট খুলুন"৷ঐ লিংকে গিয়ে একটি একাউনট ওপেনিং ফরম পাবেন তাতে সব লিখে ok করলেই আপনার ডেমো একাউন্ট খুলে যাবে৷যদি ফরেক্সে ক্যরিয়ার গড়তে চান তাহলে দীর্ঘদিন নিয়মিত ডেমো ট্রেড করতেই হবে৷ডেমো ট্রেডিংএর কোনো বিকল্প নাই মনে রাখবেন৷১০০ ভাগ রিস্ক্ ফ্রি ডেমো ট্রেডিং করে করে ট্রেডিং কৌশলগুলো ভালো ভাবে আয়ত্ত্ব করে নিতে হবে৷বিশ্বের সকল এক্সপার্ট ট্রেডারগণ প্রথমে দীর্ঘদিন যাবৎ ডেমো ট্রেড করেই দক্ষতা অর্জন করেছেন৷

uzzal05
2017-06-15, 01:53 AM
ডেমো একাউন্ট মেটাট্রেডার প্লাটফরাম থেকে ও খুলতে পারেন। আবার আপনি ইস্নটাফরেক্স সাইট থেকেও খুলতে পারেন। ডেমো একাউন্ট খুলে আপনি ট্রেড করতে পারেন। কারন এখানে ব্রোকার ভার্চুয়াল মানি দিবে। তাই যে কোন মূহুর্তে আপনি ট্রেড শুরু করে দিতে পারেন।

Competitor
2017-06-15, 08:16 PM
ডেমো একাউন্ট করার জন্য আমরা নিজেরাই কারো সাহায্য ব্যাতিত করতে পারি । ফরেক্সে তারাই ভালো করতে পারে যারা খুব বেশি পরিমাণে মনযোগি এবং ফরেক্সে ভালো করার জন্য চেষ্টা করে । ফরেক্স এমন একটা বিষয় যেটা একদিনেই কেউ সফল হতে পারবে না । সফল হতে হলে খুব বেশি পরিমাণে প্রেকটিস করতে হবে । কেননা প্রেকটিস এর কোন বিকল্প নেই । যে যত প্রেকটিস করে সে তত ভালোভাবে এগিয়ে যেতে পারে ।

RUBEL MIAH
2017-06-17, 03:28 PM
যদি ফরেক্সে ক্যরিয়ার গড়তে চান তাহলে দীর্ঘদিন নিয়মিত ডেমো ট্রেড করতেই হবে৷ডেমো ট্রেডিংএর কোনো বিকল্প নাই মনে রাখবেন ৷ ১০০ ভাগ রিক্স ফ্রি ডেমো ট্রেডিং করে করে ট্রেডিং কৌশলগুলো ভালো ভাবে আয়ত্ত্ব করে নিতে হবে ৷ যে যত প্রেকটিস করে সে তত ভালোভাবে এগিয়ে যেতে পারে ।

abdulguffer
2017-06-17, 05:12 PM
ফরেক্স ট্রেড এ দক্ষ ও সফল হতে হলে অবশ্যই দীর্ঘদিন ধরে ডেমো একাউন্ট এ ট্রেড প্রেকটিস করে নিজ ভুল গুলো শুধরে নিতে পারেন । ইন্সটাফরেক্স সাইট এ গিয়ে, " ওপেন ডিমো একাউন্ট " এ গিয়ে ফরম পূরণ করে ডিমো একাউন্ট ওপেন করতে পারবেন ।

hasan019
2017-06-17, 06:38 PM
ডেমো অ্যাকাউন্ট খোলার জন্য আপনার কোন টাকা লাগবে না। আপনি যে কোন ব্রোকার এ যেয়ে এম টি ৪ ডাউনলোদ করে নেন। তারপর ইমেইল দিয়ে খুলে নেন অ্যাকাউন্ট। আপনার ভেরিফাই করা লাগবে না। আপনি ট্রেড করতে পারবেন লস বা প্রফীট জাই হোক না কেন কিছুই হবে না। দীর্ঘদিন নিয়মিত ডেমো ট্রেড করতেই হবে যদি আপনি সফল হতে চান।

rakib.r
2020-03-26, 03:00 PM
ডেমো একাউন্ট খোলা খুব ই সহজ একটা ব্যাপার। এটা খোলার জন্য আপনাকে তেমন কোণ সমস্যায় পড়তে হবে না বা সমস্যার কথা ভাবতে হবে না। শুধু মাত্র আপনি একটা মেইল দিয়ে সহজেই একটা ডেমো একাউন্ট করতে পারবেন। ডেমো একাউন্ট করতে হলে আপনি চলে যান ইন্সটাফরেক্সের পেইজে , সেখানে গিয়েই আপনি দেখতে পারবেন যে সেখানে ডেমো একাউন্ট করার জন্য আলাদা ভাবে একটা অপশন দেয়াই আছে শুধু ফিলাপ করলেই হয়ে গেলো