View Full Version : প্রফিট উত্তোলন করতে কত সময় লাগে।
Tazul Islam
2016-05-28, 11:13 PM
আমার দুটো একাউন্ট থেকে প্রফিট উত্তোলন করতে সময় লাগে ৫-১০ মিনিট। আপনাদের কত সময় লাগে?
Mrs.SaoudiaIslam111989
2016-05-29, 01:52 AM
ফরেক্সে ট্রেড করার পর যে প্রফিট লাভ করা হয় তা আপনি ফরেক্স থেকে খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যেই স্কিল বা মানিবুকার্সের মাধ্যমে উত্তোরন করতে পারবেন যেখানে সব্বোচ্চ ৬ থেকে ১০ ঘন্টার মধ্যে আপনি আপনার প্রফিট পেয়ে যাবেন।
Realifat
2016-05-29, 07:34 AM
ইন্সটাফরেক্সে প্রফিট উত্তোলন করার সময়সীমা হচ্ছে ৭২ ঘন্টা পর্যন্ত।এই ৭২ ঘন্টা সময়ের মধ্যে যেকোন সময় আপনি আপনার উইথড্র রিকুয়েস্ট সাকসেসফুল দেখতে পারেন। এজন্য উইথড্র রিকুয়েস্ট দেওয়ার পর উইথড প্রসেস হওয়ার আগ পর্যন্ত ট্রেড করা থেকে বিরত থাকুন। কেননা রানিং ট্রেডে লস থাকলে হয়তো উইথড্র প্রসেস হবেনা ।
maziz6989
2016-05-29, 08:06 AM
এটা ব্রোকার বেদে বিভিন্ন হয়ে থাকে। আমি বেশ কিছু ব্রোকারে ট্রেড করেছি তাই অভিজ্ঞতা থেকে জানি সব ব্রোকারের প্রসেসিং টাই সমান নয়। তাই এটা নিয়ে এত মাথা ব্যাথারও কিছু নেই। আপনার একাউন্টে ডলার থাকলে ব্রোকার আপনার ডলার আপনাকে দিবেই যদি না সেটা স্ক্যাম ব্রোকার হয়।
RUBEL MIAH
2016-05-29, 06:21 PM
ফরেক্স মার্কেটে প্রফিটের ডলার উত্তোলন করতে বেশী সময় প্রয়োজন হয় না । কারণ এই ফরেক্স মার্কেট যে ভাবে লেনদেন করে তা ইন্টারনেটের অন্য কোন মার্কেটে দেয় না । তারপরও একটা সময় সীমা ধরা আছে ৭২ ঘন্টা । সুতরাং আগে আমরা আয় করি তারপর আমরা উত্তোলনের কথা পড়ে চিন্তা করব ।
Mamun13
2017-06-13, 05:01 PM
সাধারণত প্রফিট ডলার বিভিন্ন মানি প্রসেসর পেমেন্টের মাধ্যমে উত্তোলন করতে গেলে সাথে সাথে উত্তোলন হয়ে যায়৷ব্রোকার বা পেমেন্ট মেথড কখোনোও ৫/৬ মিনিট সময় লাগাতে পারে৷আবার ব্যাংকের মাধ্যমে উত্তোলন করতে গেলে ১৫ দিনও লেগে যায়৷আর মাস্টর কার্ড দিয়ে উত্তোলন করলে তো কোনো কথাই নাই,ইন্সট্যান্ট সেকেন্ডের মধ্যে হাতে টাকা পেয়ে যাবেন৷প্রফিট উত্তোলন খুবই সহজ কিন্তু প্রফিট তৈরি করাই হলো যত কঠিন !!!
uzzal05
2017-06-13, 09:31 PM
প্রফিট উত্তোলন করার সময় ট্রেড রানিং না রাখাই ভালো। কারন এ ক্ষেত্রে আপনার ট্রেড যদি লস রানিং থাকে তাহলে আপনার প্রফিট ব্রোকার উঠাতে দিবে না। সে জন্য যখন আপনি উইথড্র দেন তখন আপনি ট্রেড থেকে বিরতি নিন। আর ৭২ ঘ্নটার মধ্য আপনার ব্যালেন্স আপনি পেয়ে যাবেন।
Competitor
2017-06-25, 09:08 PM
আসলে আমি এখনো পর্যন্ত কোন ধরনের প্রফিট উত্তোলন করিনি বিধায় জানি না যে প্রফিট উত্তোলন করতে ঠিক কত সময় প্রয়োজন হয় । ফরেক্সে আপনি যদি একজন ভালো ট্রেডার হতে চান তবে অবশ্যই আপনাকে অনেক বেশি পরিমাণে ভালো ট্রেডিং করতে হবে । আর যে প্রফিট পাবেন সেটা আপনি নির্ধারিত পদ্ধতিতে সহজেই উত্তোলন করতে পারবেন । এতে করে আপনি সফল হবেন ।
morshed naim
2017-06-26, 12:06 AM
ফরেক্সে ট্রেড করার পর যে প্রফিট লাভ করা হয় তা আপনি ফরেক্স থেকে খুব সহজে নেত্তলের স্ক্রিল্ল পায়পাল অনেক মেথড এ প্রফিট উত্তোলন করতে পারবেন কিন্তু আসলে কত টুকু সময় লাগে আমি ঠিক বলতে পারি না কারন আমি নতুন এখনও প্রফিট উত্তোলন করতে করতে পারি নাই কিন্তু আমি যত টুকু জানি ৭-৮ গণটা সময়ই এর মধ্যে প্রফিট উত্তোলন করতে লাগে
alamsat
2019-01-23, 03:22 PM
ফরেক্স থেকে আয় করার পর সেটা আপনার হাতে আসতে যথেষ্ট সময় লাগতে পারে। যদি আপনার লাভের পরিমান ৩০০ ডলার হয়ে থাকে থাহলে আপনি সরাসরি ব্যাংক ওয়ার এর মাধ্যমে আপনার একাউন্টে নিতে পারবেন। আর যদি এর কম ব্যালেন্স থাকে তাহলে সেটা প্রথমে আপনার স্কিল একাউন্টে নিতে হবে তারপর সেটাকে আপনার ব্যাংক একাউন্টে ট্রান্সফার করতে হবে। সব মিলিয়ে আপনার সময় লাগতে পারে ১০ থেকে ১২দিন। এর কম বা বেশি সময় ও লাগতে পারে তবে এই সময় ধরে কাজ করতে হবে।
alamsat
2019-01-23, 03:32 PM
ফরেক্স ট্রেড করতে হলে আপনাকে ডিপোজিট করতে হবে আর এর জন্য বাংলাদেশ থেকে ডিপোজিট করাটা অনেক কষ্টের ব্যাপার। আপনার যদি স্কিল একাউন্ট থাকে তাহলে আপনি সহজে ডিপোজিট করতে পারবেন। আর যদি আপনি ব্যাংকের মাধ্যমে ডিপোজিট করতে চান তাহলে কোন মতেই এটা সম্ভব নয়। তবে বাংলাদেশে ইন্সাট্রা ফরেক্স এর প্রতিনিধি আছে তাদের সাথে যোগাযোগ করতে পারলে তারা আপনার একাউন্টে ডিপোজিট করে দিতে পারে। এ ক্ষেত্রে আপনাকে লোকাল ট্রান্সফার ইন বাংলাদেশ এ সিলেক্ট করে বাংলাদেশের কিছু লোকের নম্বর পাওয়া যাবে ওখানে নজরুল ভাই এর সাথে যোগাযোগ করলে সহজে উনি আপনার কাজটি করে দিবে।
Grimm
2019-01-24, 11:21 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করে আপনি যদি প্রফিট করতে পারেন তাহলে সেই প্রফিটের অংশ উত্তোলন করতে কত সময় লাগবে সেটা বলা খুবই মুশকিল। কারণ এই ব্যাপারটা পুরোপুরি অর্থায়ন ডিপার্টমেন্টের উপর নির্ভরশীল। আপনি যখন প্রফিটের অংশটা উত্তোলন দিবেন তখন হতেই তারা উত্তোলনের ব্যাপারটা পর্যবেক্ষণ করবে। অর্থায়ন ডিপার্টমেন্ট যদি কোন দুর্নীতি না পায় তাহলে খুব শ্রীঘ্রয় তারা টাকা দিয়ে দেয় অথবা অন্য কোন সমস্যা থাকলে একটু সময় লাগে। তবে আমি ফরেক্স মার্কেট হতে টাকা অনেক বার উত্তোলন দিয়েছি তার মধ্যে ১ ঘন্টার ভিতরেও টাকা পেয়ে গেছি আবার আবার ১ সপ্তাহর মধ্যে টাকা পাইছি।
mdsakil
2019-01-24, 02:02 PM
আমার প্রথম উথড্রো ছিল ৫$ যা তুলতে সমায় নিয়েছিল ৩ দিন। তবে পরবর্তীতে ৫, ৬ ঘন্টার মধ্য পেয়ে গেছি। এখানে প্রফিট করতে পারলে উঠানো সহজ। তবে আমি স্কিল দ্বারা উঠাই তাই জানি না অন্য মেথডে কেমন সমায় নেয়। ইনিষ্টায় তো এখন বিটকয়েন, লাইট কয়েনে প্রফিট উওলন করতে দেয়। ইনিষ্টাফরেক্র সব কিছুই সুন্দর। এত পেমেন্ট মেথড আমি কোথাও দেখিনি।
kohit
2019-01-24, 05:34 PM
প্রফিট উত্তোলনদের সময় নির্ভর করে আপনি কোন পেমেন্ট মেথড দিয়ে প্রফিট উত্তোলন করবেন তার উপর। এক একটি পেমেন্ট মেথডে এক এক রকম সময় লাভে। তাবে আমি স্ক্রিল দিয়ে উইথড্র দিয়ে থাকি আমার প্রফিট আসতে প্রায় সময় ২ একই দিনের মধ্যে হয়ে যায়। আর যারা ফোরামের প্রফিত উইথড্র করবেন তারা অবশ্যই অ্যাকাউন্ট ভেরিফাই করে নিবে। এতে উইথড্র খুব তারাতারি হয়। এছাড়া ইন্সটাফরেক্সের আরো উইথড্র অপশন রয়েছে। আর এগুলো কত সময়লাগে তার দেয়া আছে। আপনি নীচে এই চার্টটি আপনাদের সাথে শেয়ার করার যদি কারো ডিপোজিট এবং উইথড্র সময় সম্পর্কে জানা দরকার হয়ে তাহলে তারা এটি দেখে নিতে পারেন। http://support.instaforex.com/en/Deposit/Withdrawal_review
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.