PDA

View Full Version : ফরেক্স ট্রেডিংয়ের জন্য সম্পর্কে ধারনা



mmja_2003
2014-02-22, 09:49 PM
যদিও ফরেক্স বিজনেস ২৪ ঘন্টাই করা যায়, তারপরও একটি নির্দিষ্ট সময় ঠিক করে নেয়া জরুরী। কারণ সবাইকে ব্যবসা ছাড়াও অন্য কোন কাজে ব্যবস্ত থাকতে হয়। যেমন আমি অন্য একটি স্থায়ী চাকুরী করছি। তাই আমার জন্য সন্ধ্যার পর সময়টা ট্রেড উপযুক্ত সময়। কিন্তু আমি দেখেছি সন্ধ্যা প্রায় ৬.০০ টা থেকেই বাজারের ভোলাটিলিটি বেশি থাকে। তাই এ সময় ট্রেড করতে পছন্দ করি বেশি। প্রত্যেকেই নিজের সময় অনুযায়ী উপযুক্ত ট্রেডিং সময় বেছে নেয়া উচিত আমি মনে করি।

zaman
2014-02-22, 10:01 PM
আপনার বাছাই করা সময়টা খুবই উপযুক্ত একটা সময়।কারন এই সময় মার্কেট অনেক বেশী ভোলাটাইল থাকে বলে অল্প সময়েই প্রফিট করে বের হয়ে যাওয়া যায়।আমিও এই সময়টা বেশী পছন্দ করি।

Md. Monirul
2014-02-22, 10:09 PM
আমরা যারা চাকরী করি তাদের প্রত্যেকের সকালে ঘুম থেকে উঠে অফিসের প্রস্তুতি নিতে হয়। অফিসে যাওয়ার আগে তেমন গুরুত্বের সাথে ট্রেডও করা যায় না। বিশেষ করে যারা চাকরী জীবি তাদের বেশির ভাগের সময় হয় চাকুরীর পরে অর্থাৎ সন্ধার পরে। সন্ধার পরের থেকে ঘুমানার সময় পর্যন্ত চাকুরী জিবিদের জন্য ফ্রি টাইম। তাদের জন্য ঐ সময় ট্রেড করা ভাল একটি সময়। আমি নিজেরও সন্ধার পরে ফ্রি হয়ে ট্রেড করতে পারি।

banna50
2014-02-22, 11:11 PM
আমার মনে হয়, যাদের কোন কাজ নেই, বেকার তারা যদি ফরেক্স করেন, তাহলে সারাদিন তাদের ফরেক্স এ ট্রেড করা উচিৎ। কারণ তারা অনেক লাভ করতে পারবে। আমি নিজেও সারাদিন ফরেক্স এ ট্রেড করি। আর যারা অন্য কোন কাজ করেন। যেমন অন্য কোন বিজনেস বা কোন চাকরি করেন, তাহলে আপনারা আপনাদের সময় মত ফরেক্স এ ট্রেড করতে পারেন। কারণ ফরেক্স সবসময় করা যাই।

saidul1234
2014-02-23, 10:57 AM
ফরেক্স মার্কেট শনিবার ও রবিবার ব্যতিত অন্য সব দিন ২৪ ঘন্টা খোলা থাকে । কিন্তু সব সময় মার্কেট বেশি চলে না তাই ভাল সময় দেখে ট্রেড করা উচিত। ফরেক্স ব্যবসা আমি পার টাইম জব হিসেবে করে থাকি । আমি প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ট্রেড করে থাকি কারন এ সময় মার্কেট বেশি চলে । তখন ট্রেড করলে লাভের আশা করা যায় ।

alal
2014-02-23, 11:02 AM
ফরেক্স এ নিজস্ব সময় ঠিক করার কোন কারন নেই । কেননা এখন যে কোন কাজের আগে ট্রেড ওপেন করে লাভ লস এর সীমা নির্ধারণ করে দিলে অটোমেটিক ট্রেড ক্লোজ হয়ে যাবে।

loparani
2014-02-23, 12:24 PM
ফরেক্স ট্রডে যখন তখন করা যায় কারন ফরেক্স মর্কেট ২৪ ঘন্টা খোলা থাকে।তই অপনি ইচ্ছা করলে যে কোন সময় ট্রেড করতে পারেন তবে সেটা করা উচিত না কারন মার্কেট সন্ধার সময় ভাল থাকে অপনি যদি সন্ধার সময় ট্রেড করেন তাহলে আপনার প্রফিট নিতে খুভ সহজ হয় ।আর আপনি যদি চাকরি করেন চাকরি থেকে আসার পরআপনি সন্ধার সময় কয়েক ঘন্টা ট্রেড করলেন কাজের ফাকে ফাকেআপনি ট্রেড করতে পারলেন ।

kamrul12
2014-02-23, 07:37 PM
আমি মনেকরি ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য সবচেয়ে ভালো এবং সুন্দর সময় হল সন্ধার সময়। এই সময়ে মার্কেট দ্রুত থাকে। আর এই সময় ট্রেড করলে সেই ট্রেড থেকে লাভ হওয়ার সম্বভনা অনেক বেশি। রাত ৯টা পর্যন্ত সময়টা ভালো থাকে ।

jaki
2014-02-23, 07:44 PM
যদিও ফরেক্স বিজনেস ২৪ ঘন্টাই করা যায়,তারপরও একটি নির্দিষ্ট সময় ঠিক করে নেয়া জরুরী।তাই আমার জন্য সন্ধ্যার পর সময়টা ট্রেড উপযুক্ত সময়।কিন্তু আমি দেখেছি সন্ধ্যা প্রায় ৬.০০ টা থেকেই বাজারের ভোলাটিলিটি বেশি থাকে।তাই এ সময় ট্রেড করতে পছন্দ করি বেশি।এই সময় ট্রেড করলে সেই ট্রেড থেকে লাভ হওয়ার সম্বভনা অনেক বেশি।

Hamidur Rahman Jibon
2014-02-23, 07:53 PM
ফরেক্স বিজনেস ২৪ ঘন্টাই করা যায়,তারপরও একটি নির্দিষ্ট সময় ঠিক করে নেয়া ভালো !

sumon1231
2014-02-23, 10:45 PM
ফরেক্সের ব্যবসা ২৪ ঘন্টা খোলা থাকে এই ব্যবসা যেকোন সময় যেকেউ করতে পারে। ফরেক্স মার্কেটের ব্যবসায় ট্রেড করতে হলে বুঝতে হবে বাজার কখন দ্রুত চলে। কারন বাজার স্লো চললে ট্রেড করে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বেশি লাভ হয় না। তাই একটি নির্দিষ্ট সময়ে ট্রেড করতে হবে যখন বাজার দ্রুত থাকে। আমি ফরেক্স মার্কেটের ব্যবসা অবসর সময়ে করে থাকি। আমি ফরেক্স মার্কেটে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ট্রেড করি এর মধ্যে আমার যথেষ্ট প্রফিট আয় হয়। তাই আমার নির্দিষ্ট সময় আমি ট্রেড করি এবং সপ্তাহে ৪ দিন করি। কারন আমি লেখাপড়ার মাঝে ফরেক্সে ব্যবসা করে আয় করি।

mamun4earn
2014-03-12, 03:37 AM
ফরেক্স বাজারে ট্রেডার হওয়ার আগে আমার পরিচয় হলো আমি একজন চাকুরীজিবি আমি প্রাইভেট চাকুরি করি পাশাপাশি ফরেক্স বিজনেস করি।তাই আমি সারা দিন সময় দিতে পারি না।আমি মনে করি আপনি যদি ফরেক্স শিখে ট্রেড করেন তাহলে আপনি যেকোনো সময় ট্রেড করতে পারেন।কারন ট্রেডিং করে নিজেকে অভিজ্ঞ জ্ঞ্যানী কোশলী ও পরিশ্রমী ট্রেডার হিসেবে নিজেকে গড়ে তুলবেন।আমি এখন রাতে ট্রেড করি কারন এই সময়টা আমি ট্রেড করার জন্য সময় পাই আর সকালে ট্রেড করি।

rahman513
2014-05-07, 01:09 PM
ফরেক্স বিজনেস দিন রাত ২৪ ঘন্টাই করা যায় তবে রাত ৩-৪ টা পর্যন্ত মার্কেট বন্ধ থাকে, আবার সপ্তাহে দুদিন যেমনঃ শনিবার ও রবিবার এ সময় বাদ দিয়ে অন্যান্য সময় ট্রেড পরিচালনা করতে পারেন। তবে একটি নিদ্দিষ্ট সময় যেমন রাতে আমি একটা চাকুরি করি এর ফাকে ট্রেড পরিচালনা করি। তবে দিনেও চেক করা ভালো।

saruarh
2014-05-07, 04:10 PM
আমি তাই মনে করি ফরেক্স ট্রেডিংয়ের জন্য আর আমারা যদি ভাল ক্করে আই বিসয়ে ছরছা করি তাহলে আমারা ভাল এবং নিয়মিত লাভ করতে পারব ফরেক্স বেবসা থেকে ।

saruarh
2014-05-07, 08:33 PM
ফরেক্স ট্রেডিংয়ের জন্য নিরদিরত সময়ের প্রয়োজন হয় না কারন এতি সব সময় করা জায় তাই আমরা যদি এতাকে পেসা হিসেবে নেই তাহলে আমরা এ থেকে অনেক উপক্রিত হতে পারি ।

kishor4321
2014-05-13, 08:51 PM
ফরেক্স মার্কেটে যেকোনো সময় ট্রেড করা যায়।তবে সন্ধার সময় মার্কেট ভাল থাকে অপনি যদিসন্ধার সময় ট্রেড করেন তাহলে আপনার প্রফিট নিতে খুভ সহজ হয়।এই সময় ট্রেড করলে সেই ট্রেড থেকে লাভ হওয়ার সম্বভনা অনেক বেশি।

zahurul
2014-06-25, 11:03 PM
আপনি যদি চাকুরী কিংবা অন্য কিছুর পাশা পাশি ফরেক্স করেন তাহলে আপনাকে একটা নির্দিষ্ট টাইম বেছে নিতে হবে | এমন সময় বেছে নিতে হবে যেটা আপনার ফেবার করবে | তারপর পরও যারা full time ফরেক্স করেন তাদেরও একটা নির্দিষ্ট টাইম বেছে ট্রেড করা ভালো | এমন সময় বেছে নিতে হবে যে সময় মার্কেটে মুভমেন বেশি থাকে | আর মুভমেন্ট বেশি থাকলে প্রফিট বেশি পাওয়া যায় |

anish113
2014-07-07, 11:05 PM
ফরেক্স এ ব্যবসা করার জন্য সটীক সময় নির্ধারন করা খুব জরুরি,কারন মার্কেট সবসময় ভোলাটাইল থাকেনা ।আমার কাছে লন্ডন এবং নিউইয়র্ক সেশান খুব important ত্রাদিং করার জন্য কারন এই সময় ত্রাদিং করলে বেসিরভাগ ত্রাদিং এ উইন করা যাই।

nelson
2014-07-09, 08:29 PM
মার্কেট খোলা থাকলে ২৪ ঘণ্টা ফরেক্স এ ট্রেড করা যায় । কিন্ত আমার মতে বাংলাদেশ এর দুপুর ১ থেকে রাত ১০ পর্যন্ত মার্কেট অনেক বেশী নাড়াচাড়া করে । তখন ট্রেড করলে ইনকাম করা যাই ভালো । আর অনেক এ আছেন যারা সুদু নিউজ ট্রেড করেন । তবে আমার মতে নিউজ ট্রেড খুব রিস্কি । তার পর ও আপনার খুশি ।

shaddam_hossain
2014-07-14, 11:36 PM
আমি মনে করি ফরেক্স এ নিজস্ব সময় ঠিক করার কোন কারন নেই । কেননা এখন যে কোন কাজের আগে ট্রেড ওপেন করে লাভ লস এর সীমা নির্ধারণ করে দিলে অটোমেটিক ট্রেড ক্লোজ হয়ে যাবে।

Forex.Hunter
2014-07-23, 10:12 AM
আমি মনে করি প্রতিদিন দুপুর ২ টা থেকে সন্দা ৬ টা বিতর মার্কেট অনেক মুব করে এবং রাতে ৮ টার পর থেকে ১০ বিতর মার্কেট ভালো মুভ নেই এবং কোন ভালো নিউজ থাকলে মার্কেট ৩০ থেকে ৬০ পিপ মুব নেই।

Msjmoni
2014-10-14, 10:33 AM
২৪ ঘন্ট ট্রেড চললেও নিদ্দিষ্ট সময় মানে দুপুর ২টা হতে রাত ১০ টা পর্ষন্ত ট্রেড করলে ভালো ফল পাওয়া যায় কারন এই সময় মার্কেট বেশি মুভ করে। ধন্যবাদ।

satudas
2014-10-28, 04:45 PM
ভাই এর জন্য আপনাকে এমন কিছু পেয়ার এ ট্রেড করতে হবে যেগুলাতে আপনার ঐ সময় আনেক ভোলাইটি লিটি থাকে। মানে আপনি যেই শেসনে ট্রেড করবেন সেই শেসনের পেয়ার এ আপনাকে ট্রেড করতে হবে। তাহলে ঐসময় গুলাতে পেয়ার এর ভোলাইটিলিটি বেশি থাকবে। আর না হলে আপনাকে লং ট্রাম ট্রেডার হতে হবে।

আল-ইয়াছা
2014-10-29, 11:35 AM
আপনার বাসাই করা সময়ে আপনি ট্রেড করতে পারেন । তবে আমি যখন সময় পাই তখন ট্রেড করে থাকি । আর আমার জানা নেই যে কখন ট্রেড এর জন্য ভাল সময় ।

aminurkst
2014-10-29, 01:29 PM
আমি মনে করি ফরেক্স এ নিজস্ব সময় ঠিক করার কোন কারন নেই ।মার্কেট খোলা থাকলে ২৪ ঘণ্টা ফরেক্স এ ট্রেড করা যায় । কিন্ত আমার মতে বাংলাদেশ এর দুপুর ১ থেকে রাত ১০ পর্যন্ত মার্কেট অনেক বেশী নাড়াচাড়া করে ।

rajukst
2014-11-12, 08:42 AM
আমি দেখেছি সন্ধ্যা প্রায় ৬.০০ টা থেকেই বাজারের ভোলাটিলিটি বেশি থাকে। তাই এ সময় ট্রেড করতে পছন্দ করি বেশি।

salamshalauddin
2014-11-17, 11:37 AM
হা বন্ধু ট্রেড ওপেন করার জন্য সন্ধাকালীন সময়টা অনেক ভালো কারন সন্ধা ৬ টা হতে আমেরিকা সময় শুরু হয় যখন মার্কেট বেশ গতিশীল থাকে। ধন্যবাদ।

xflf22
2014-12-06, 09:48 AM
Forex ব্যবসা আমি পার টাইম জব হিসেবে করে থাকি । আমি প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ট্রেড করে থাকি কারন এ সময় মার্কেট বেশি চলে । তখন ট্রেড করলে লাভের আশা করা যায় ।

mahadihasan0001
2014-12-06, 11:36 AM
হ্যা ফরেক্স ট্রেডের জন্য সন্ধা সময়টা অনেক ভালো কারন এই সময় মার্কেটের মুভ অনেক বেশি থাকে কারন এই সময় আমেরিকার সময় শুরু হয় । ধন্যবাদ।

ali.kamal
2014-12-08, 04:55 PM
কেউ যদি চাই যে ২৪ ঘন্টাই ফরেক্স ট্রেডিং করবে কোন ব্যাপার না সে করতে পারে, কারণ ফরেক্স বাজার ২৪ ঘন্টাই খোলা তাকে। তবে একটা মানুষের পক্ষে কখনও ২৪ ঘন্টা ট্রেড করা সম্ভব নয় তাই সে তার পছন্দ মোতাবেক সকাল বিকাল সন্ধ্যা বা রাত এক্টি নির্দিষ্ট সময় নির্ধারন করে ট্রেড করে থাকে।

sumonmia
2014-12-11, 10:39 AM
আমরা যারা চাকরী করি তাদের প্রত্যেকের সকালে ঘুম থেকে উঠে অফিসের প্রস্তুতি নিতে হয়। অফিসে যাওয়ার আগে তেমন গুরুত্বের সাথে ট্রেডও করা যায় না। বিশেষ করে যারা চাকরী জীবি তাদের বেশির ভাগের সময় হয় চাকুরীর পরে

bdtake
2014-12-11, 04:10 PM
প্রতিটি ফরেক্স ট্রেডারকেই ট্রেডিং করার জন্য নির্দিষ্ট একটি সময় নির্ধারণ করে নেয়া প্রয়োজন। যদিও ফরেক্সে ২৪ ঘন্টাই ট্রেডিং করা যায়। কিন্তু আপনার সুবিধামত একটি নির্দিষ্ট সময় বেছে নেয়া প্রয়োজন। ধন্যবাদ

amitbd
2014-12-11, 04:29 PM
আমিও আপনার সাথে একমত , ফরেক্স মার্কেট 24 ঘন্টাই খোলা থাকে .... যারা ট্রেডার তাদের প্রত্যেকই তাদের একটি সময় মত তারা কাজ করে থাকে ... আমিও তার ব্যতিক্রম নয় , আমি সন্ধার পর ট্রেড করতে অনেক বেশি পছন্দ করি কারন অই সময় সব থেকে বেশি নিউজ থাকে এবং বেশি প্রভাব পড়ে মার্কেটে ।

forhadmaijdee
2015-01-08, 01:03 AM
ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন এবং ২৪ ঘণ্টা ওপেন থাকে তাই যার যখন খুসি তখন সে ট্রেড করবে এটাইত এই বাবসার মুল জিনিস । ।আর আপনি যদি চাকরি করেন তাহলে অবসর সময়ে ট্রেড করতে পারেন ।
তাই আপনি সন্ধার পরে ট্রেড করবেন না সন্ধার আগে করবেন সেটা আপনার বিষয় । তবে সন্ধ্যা প্রায় ৬.০০ টা থেকেই বাজারের ভোলাটিলিটি বেশি থাকে। তাই এ সময় ট্রেড করে লাভ করা যায় অল্প সময়ে ।

uzzal86
2015-01-11, 12:20 AM
ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা । ফরেক্স ব্যবসার জন্য নির্দিষ্ট কোন টাইম নেই । এ ব্যবসা দিনে ২৪ ঘন্টাই করা যায় । তবে তারপরেও ফরেক্স ব্যবসার জন্য একটি টাইম যার যার সুবিধা অনুযাই বের করে নেয়া উচিত । কারণ কম বেশি সবাই ফরেক্স ছাড়াও অন ব্যবসা বা চাকরির সাথে জরিত আছে । আর একটি টাইম নির্ধারন করলেও এটা বুঝায় কোন কাজটা থেকে কত লাভ হচ্ছে । তাই একটি নির্দিষ্ট টাইম কি করে নেয়াই ভাল ।

Dulal
2015-01-11, 11:20 AM
ট্রেডিং শুরু করার আগে নিজের স্ট্রাটেজি ঠিক করে নেয়াটা জরুরি। কোন সময় ট্রেড করলে বেশি প্রফিট হয়, কোন সময় ট্রেড করলে লসের সম্ভাবনা থাকে সেটা আগে থেকে ঠিক করে নেয়া ভাল। এই সময় কে ঠিক করে নিলে ফরেক্স এ তাড়াতাড়ি লাভ করা যায়। আমার মতে ডে ট্রেড এর জন্য দুপুর ১টা থেকে রাত ১০ টা ভাল।

fxhasan
2015-01-11, 11:31 AM
আসলে আমরা বেশীরভাগ মানুষই সন্ধ্যার পর ট্রেড করে থাকি , কারণ আমরা যারা চাকুরীজীবী আছি তারা সাধারণত এই সময়টায় ফ্রি থাকি । আর কাকতালীয় ভাবে এই সময়টাতেই মার্কেটের অবস্থানও বেশ লক্ষণীয় । যাই হোক সন্দ্যার পরেই হল ট্রেড করার উপযুক্ত সময় ।

TselimRezaa
2015-08-31, 09:30 PM
কেউ যদি চাই যে ২৪ ঘন্টাই ফরেক্স ট্রেডিং করবে কোন ব্যাপার না সে করতে পারে, কারণ ফরেক্স বাজার ২৪ ঘন্টাই খোলা তাকে। তবে একটা মানুষের পক্ষে কখনও ২৪ ঘন্টা ট্রেড করা সম্ভব নয় তাই সে তার পছন্দ মোতাবেক সকাল বিকাল সন্ধ্যা বা রাত একটি নির্দিষ্ট সময় নির্ধারন করে ট্রেড করে থাকে। আসলে এটা সম্পূর্ন নিজের উপরই নির্ভর করে।

mamun93
2015-08-31, 09:39 PM
ফরেক্স ট্রেডিংয়ের জন্য সন্ধার সময়টাই যে একেবারে পারফেক্ট আসলে বিষয়টা কিন্তু ঠিক তা নয়। ফরেক্স ট্রেডিংয়ের পারফেক্ট সময় কখন এটি ঐ ভাবে নিদিষ্ট করে কারর পক্ষেই বলা সম্ভাব না তবে হ্যা যদি কোন দিন সন্ধার ঐ সময়টায় মার্কেট মুভমেন্ট অনেক ভাল থাকে তা হলে ঐ দিনের জন্য সন্ধার ঐ সময়টাই পারফেক্ট ট্রেড করার জন্য।

pips
2015-08-31, 10:25 PM
ন।হ্যা ফরেক্স এর কোন নির্দিষ্ট টাইম টেবিল নেই। ২৪ ঘন্টাই করা যায়। তবে দুপুর ১ টা থেকে সন্ধ্যা ৬ তা পর্যন্ত বেশি ভলাতাইল হই। তারপরও এক এক জন তাদের সুবিধা অনুযায়ী কাজ করতে পারে।
আপনি যখন ফ্রী থাকবেন তখনে করতে পারবেন... কোন বাধ্যবাধকতা নেই ভাই। এটাই ফরেক্সের আসল মজা।

Fuch
2015-08-31, 10:46 PM
ফরেক্স এমন একটা ব্যবসা যার কোন নির্দিষ্ট টাইম নেই আপনি যখন ইচ্ছা ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন এর জন্য দরকার ফরেক্স মার্কেট সম্পর্কে খুব ভালো জ্ঞান আর কিছু না আপনার যদি সন্ধ্যার সময় টাইম হয় তো আপনি ওই সময় ফরেক্স মার্কেট ত্রেড করবেন

Armi
2015-08-31, 11:52 PM
ভাল ট্রেডার হতে হলে আমাদের সব সময় এই বাসবা থেকে শিখা নিতে হবে। আমরা জপদি মন দিএ এই বাবসা শিক্তে পারি আমাদের অবশ্যই লাভ হবে। আমার মনে হয় সব রকম টাইম ফ্রেম আমাদের জন্য খুব গুরুত্ত পূর্ণ যদি আমরা ভাল টাকা আয় করতে চাই।

Imran1995
2015-09-10, 12:54 AM
যদিও ফরেক্স বিজনেস ২৪ ঘন্টাই করা যায়, তারপরও একটি নির্দিষ্ট সময় ঠিক করে নেয়া জরুরী। কারণ সবাইকে ব্যবসা ছাড়াও অন্য কোন কাজে ব্যবস্ত থাকতে হয়। যেমন আমি অন্য একটি স্থায়ী চাকুরী করছি। তাই আমার জন্য সন্ধ্যার পর সময়টা ট্রেড উপযুক্ত সময়। কিন্তু আমি দেখেছি সন্ধ্যা প্রায় ৬.০০ টা থেকেই বাজারের ভোলাটিলিটি বেশি থাকে। তাই এ সময় ট্রেড করতে পছন্দ করি বেশি। প্রত্যেকেই নিজের সময় অনুযায়ী উপযুক্ত ট্রেডিং সময় বেছে নেয়া উচিত আমি মনে করি।

sumonyahoo24
2015-09-19, 12:42 PM
ফরেক্স বাজার ২৪ ঘন্টাই খোলা তাকে। তবে একটা মানুষের পক্ষে কখনও ২৪ ঘন্টা ট্রেড করা সম্ভব নয় তাই সে তার পছন্দ মোতাবেক সকাল বিকাল সন্ধ্যা বা রাত এক্টি নির্দিষ্ট সময় নির্ধারন করে ট্রেড করে থাকে।কোন সময় ট্রেড করলে বেশি প্রফিট হয়, কোন সময় ট্রেড করলে লসের সম্ভাবনা থাকে সেটা আগে থেকে ঠিক করে নেয়া ভাল। এই সময় কে ঠিক করে নিলে ফরেক্স এ তাড়াতাড়ি লাভ করা যায়।

Harun1650
2015-09-19, 11:41 PM
ফরেক্স মার্কেটে ট্রেডিং করার নির্দিষ্ট কোন সময় নেই আপনি যেকন সময় ট্রেড করতে পারেন তবে কথা হচ্ছে বাকি সময়গুলাতে মার্কেট একি নিয়মে চলে কিন্ত সন্ধার সময় মার্কেট অনেক বেশি উঠা নামা করে তার কারন হচ্ছে এই সময় নিউজ আপডেট হয় তার একটা প্রভাব পরে। আর এই সময়ে ট্রেড বসালে যেমন লাভ করা যায় আবার একটু ভুল হলেই আপনার ব্যালেন্স জিরো হয়ে যাবে তাই এই সময় ট্রেড ওপেন করার সময় খুবই সতর্ক থাকতে হবে।

shaown
2015-09-19, 11:47 PM
প্রত্যেকেই নিজের সময় অনুযায়ী উপযুক্ত ট্রেডিং সময় বেছে নেয়া উচিত । ইহা ২৪ ঘন্টাই করা যায় । তারপরও একটি নির্দিষ্ট সময় ঠিক করে নেয়া জরুরী।

Imran2
2015-09-22, 04:18 PM
ফরেক্স মার্কেটের জন্য কোন নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয় না ।এটি সপ্তাহে শনিবার ও রবিবার ব্যতিত অন্য সব দিন ২৪ ঘন্টা খোলা থাকে ।তাই আপনি চাইলে এটি যেকোনো সময়ই বের করে আপনি ব্যাবহার করতে পারেন ।আমি একজন ছাত্র আর আমি প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ট্রেড করে থাকি কারন এ সময় মার্কেট বেশি চলে ।আপনি যদি এই সময়ে ট্রেড করেন তাহলে আপনি লাভ করতে পারেন ।

skemon5747
2015-09-22, 04:51 PM
আসলে নিদিষ্ট সময়ের মধ্যে মার্কেট কতটা মুভ করবে তা কারর পক্ষেই ঐ ভাবে বলা সম্ভাব না তবে হ্যা আমি ও আপনার মত মনে করি যে ফরেক্স ট্রেডিংয়ের পাশাপাশি যারা অন্য পেশায় নিয়োজিত রয়েছেন তাদের ক্ষেত্রে অবসর সময় গুলোতে রিল্যাক্স মুডে ফরেক্স ট্রেডিং করাাই ভাল।

M M RABIUL ISLAM
2015-10-30, 02:47 PM
ফরেক্স ব্যবসার জন্য নির্দিষ্ট কোন টাইম নেই । এ ব্যবসা দিনে ২৪ ঘন্টাই করা যায় । তবে তারপরেও ফরেক্স ব্যবসার জন্য একটি টাইম যার যার সুবিধা অনুযাই বের করে নেয়া উচিত । কারণ কম বেশি সবাই ফরেক্স ছাড়াও অন ব্যবসা বা চাকরির সাথে জরিত আছে । আর একটি টাইম নির্ধারন করলেও এটা বুঝায় কোন কাজটা থেকে কত লাভ হচ্ছে । তাই একটি নির্দিষ্ট টাইম কি করে নেয়াই ভাল। আশাকরি বিঝতে পেরেছেন।ধন্যবাদ

monorom
2015-10-30, 06:20 PM
আমি একজন ছাত্র আমি যখনি সময় পায় তখনি ফরেক্স ট্রেডিং নিয়ে বাস্ত থাকি । কারন ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে ভালো এনালাইসিস করে ট্রেড করতে হবে তাই আমি যত টুকু সময় পায় মার্কেট এনালাইসিস করি । এবং আমি আমার পছন্দ মত পজিসন পেলে ট্রেড এন্ট্রি নেয় । আমি দুপুর ৩ টার থেকে রাত ১০ টা পর্যন্ত ফরেক্স ট্রেডিং এ বেশি সময় দেয় ।

AbuRaihan
2015-12-17, 12:15 AM
ফরেক্স ২৪ ঘন্টা খোলা থাকার কারণে বিশ্বের অনেক মানুষ একে পার্ট টাইম পেশা হিসেবে নিয়েছে ৤ ফরেক্স মার্কেটে ২৪ ঘন্টা খোলা থাকা মানেই যে আমাদেরকে ২৪ ঘন্টা মার্কেটে বসে থাকতে হবে তা কিন্ত নয় ৤ বরং আমরা আমাদের সময় এবং সুবিধা অনুসারেই একটা নিদ্দিষ্ট সময়ে মার্কেটে বসতে পারি ৤ অামি সারাদিন অন্যকাজে ব্যস্ত থাকায় রাতে মার্কেটে বসি এবং একটা নিদ্দিষ্ট টাইম অণুসরন করি ৤ বর্তমানে মোবাইলের মাধ্যমে ট্রেড যেকোন স্থান হতে নিয়ন্ত্রন করা যায় ৤

Realifat
2015-12-17, 08:42 AM
ফরেক্স মার্কেটে সর্বদা গতিশীল অবস্থা বিরাজমান থাকে। কিন্তু তাই বলে সবসময়ই মার্কেটের গতি সমান থাকে না। কোনো কোনো সময় মার্কেটের গতি অত্যাধিক বেশি থাকে। যারা পার্ট টাইম ফরেক্স ট্রেডার তারা অনেকেই বেশি মুভমেন্ট মার্কেটে ট্রেড করতে পছন্দ করে। এজন্য বাংলাদেশ সময় দুপুর ২ টা - রাত ৯ টা পর্যন্ত ভালো সময় বলে বিবেচিত হতে পারে বলে আমি মনে করি।

HKProduction
2015-12-17, 08:53 AM
সন্ধ্যায় মার্কেটের মোভমেন্ট খুবই ভাল থাকে। অনেক সময় ট্রেডাররা এ সময় প্রচুর লস করে থাকে। তাই ভালভাবে এ সময় মার্কেট বুঝে ট্রেড দিতে হয়। এ সময় ভাল ট্রেডাররা প্রচুর লাভ করে থাকেন। আবার অনেকে ট্রেড থেকে বিরত থাকেন। আমাদেরকে ভেবে চিন্তে কাজ করতে হবে।

Selim BU
2015-12-17, 07:51 PM
ফরেক্স মার্কেটে সবসময়ই টুকটাক মুভমেন্ট থাকে। তাই যেকোনো সময়ই ট্রেড করা যায়। তবে হ্যা সন্ধ্যার দিকে মার্কেটের মুভমেন্ট তুলনামূলক বেশি থাকে। এটা ট্রেড ধরার জন্য পারফেক্ট সময় বলা যায়। তবে আমি মনে করি দিনের যেকোনো টাইমেই সুযোগ ধরে নেয়া উচিত। এক সময় লস করলে অন্য সময় ট্রেড নিয়ে মেক আপ করে নেয়া উচিত বলে মনে করি।

sharifulbaf
2016-01-10, 11:28 PM
ফরেক্স মার্কেট এর ব্যাবসা সপ্তাহে ৭ দিনের মধ্যে ৫ দিন ২৪ ঘন্টা খুলা থাকে তাই আমি মনেকরি এই সময়ে আমরা ফরেক্স ট্রেডিং করে থাকি আমি ফরেক্স ট্রেডিং করি আমাদের বাংলাদেশ সময় অনুসারে সন্ধ্যা ৬ ঘটিকা হইতে রাত ১১ ঘটিকা পর্যন্ত এই সময়ে ফরেক্স মার্কেট এ বেশি ট্রেডার ট্রেড করে।

MotinFX
2016-01-11, 10:57 AM
আমি আপনার সাথে একমত কারন মার্কেট সবচেয়ে বেশি আপডাউন করে সন্ধা সেই সময় মার্কেটের সব নিউজ রিলিজ হয়ে যায় তাই নিউজের প্রভাবে মার্কেটে আপডাউন বেড়ে যায়। আর মার্কেটে আমাদের পক্ষে সারাদিন সময় দেওয়া সম্বভ হয়না। বিশেষ করে ফরেক্স করার পাশাপাশি চাকরি করতে হয়।

basaki
2016-01-11, 11:49 AM
ফরেক্সমার্কেট সপ্তাহের পাচ দিনের মধ্য ২৪ ঘন্টাই খোলা থাকে। তাই আমার যা ধারনা একজন ট্রেডার ফরেক্স মার্কেটে সে এই ২৪ ঘন্টার মধ্য যেকোন সময় ট্রেড করতে পারবে। আর যদি কেউ মনে করে যে আমি কোন নির্দিষ্টপরিমাণ সময়ে ট্রেড করব সেটাও করা যায়। সন্ধ্যা সময় আসলেই ট্রেড করার ভাল সময়।

Marufa
2016-02-14, 03:11 PM
শুধু ফরেক্স ট্রেডিং কোন সময়টাতে করলে ভাল হবে এই বিষয়ই না বরং অন্যান সকল বিষয় আগে থেকেই ঠিক থাকতে হবে । কোন পরিস্থিতিতে কি করতে হবে । কোন পরিস্থিতে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে । মানি ম্যানেজমেন্ট কি হবে । কখন ট্রেডে এন্ট্রি নিতে হবে । কখন ট্রেড থেকে বের হতে হবে ইত্যাদি সকল বিষয় সম্পর্কে একটি পরিপূর্ণ দিক নির্দেশনা থাকা প্রযোজন বলে আমি মনে করি ।

real80
2016-02-15, 07:11 PM
ফরেক্স বিজনেস সম্পূর্ণভাবেই স্বাধীন ও মুক্ত একটি বিজনেস। ঘরে বসেই নিজের সুবিধামতন সময়ে ট্রেডিং করা যায় বলে ফরেক্স বিজনেসের প্রতি দিন দিন আগ্রহীদের সংখ্যা বাড়ছে। দিনের ২৪ ঘণ্টা এই মার্কেটে ট্রেডিং করা যায়। তাই নিজের সুবিধামতন সময় বের করে নিয়ে এই মার্কেটে ট্রেডিং করা যায়।

Vision
2016-02-15, 11:44 PM
চব্বিশ ঘন্টা করা যায় বলে যে চব্বিশ ঘন্টাই ফরেক্স নিয়ে বসে থাকতে হবে এমন কোন কথা নেই । আসলে ফরেক্স মার্কেট হল এমন একটা মার্কেট প্লেস যেখানে আমরা দিনে রাতে যে কোন সময় যে কোন অবস্থাতেই ট্রেড করতে পারি । আর এখন মোবাইলের মাধ্যমে ট্রেড করতে পারা যায় বলে যে কোন অবস্থাতেই ট্রেড চেক করা যায় মোবাইলে খুব স্বল্প ডাটা ব্যবহার করেই । তবে আমাদের বেশিরভাগ ট্রেডারই ফরেক্সকে পার্ট টাইম পেশা হিসেবে নিয়েছে । যার কারণে নিদ্দিষ্ট একটা সময়ে আমাদেরকে ট্রেড করতে হয় । বেশিরভাগ রাতের সময় ।

MdMintuHossen2016
2016-02-15, 11:48 PM
ফরেক্স মার্কেটে ২৪ ঘন্টাই ট্রেড করা যায় তবে ট্রেড করার জন্য আমাদের সেই সকল সময়কে বেছে নেওয়া উচিত যখন মার্কেট ট্রেন্ড ট্রেড সহনীয় থাকে অর্থাত যখন ট্রেড করলে ভাল প্রফিটের সম্ভাবনা থাকে আর সেই সম।ভাব্য সময় জানতে হলে অবশ্যই মার্কেট অ্যানালাইসিস জ্ঞান অনেক ভাল থাকতে হবে।

Sahed
2016-03-22, 01:32 PM
ফরেক্স মার্কেট খুবই জটিল একটি ব্যবসায় বলে আমি মনে করি । মার্কেটে সফলতা পেতে হলে আপনাকে কিছু প্লান *মোতাবেক আগাতে হবে । যেমন একটি নির্দিষ্ট ট্র্রেডিং প্লান তৈরি করা । আপনি যদি মার্কেটে প্লান অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ে ট্রেড করেন তাহলে *আমি মনে করি মার্কেটে সফল হওয়া সম্ভব । ধন্যবাদ ।

RUBEL MIAH
2016-05-31, 10:40 PM
ফরেক্স ব্যবসা তো সপ্তাহে ৫ দিন খোলা থাকে । অামরা যদি মনেকরি যেকোন সময়েই এ ব্যবসা করার জন্য ট্রেড করতে পারি । আমরা তারপরও একটা সময়কে বেছে নেব সেটা হল সন্ধা । আমরা যদি এই সময়কে ঠিকমত বেছে নিতে পারি তাহলে আশাকরি সফলতা অর্জন করা সম্ভব হবে ।

DIPANKARSINGH1992
2016-06-01, 01:04 AM
অামি অপনার সাথে এক মত সারা দিন ট্রেড না করে নির্দিষ্ট একটি সময় নির্ধারন করা ভাল । ফরেক্স মার্কেট সপ্তাহের ৫দিন ২৪ ঘন্টা খোলা থাকে দপুর ২থেকে রাত ২টা মধ্যে মার্কেট অনকে বেশী আপডাউন করে এবং এ সময় মার্কেটের আবস্থা বুঝে ট্রেড করলে লাভ করা সম্ভব মার্কেট এই সময় অনেকটা মুভিং করে ঘুরে দ্বারায় ।

KAMIRUN NESA
2016-06-01, 01:14 AM
যারা অন্য কোন কাজ করেন। যেমন অন্য কোন বিজনেস বা কোন চাকরি করেন, তাহলে আপনারা আপনাদের সময় মত ফরেক্স এ ট্রেড করতে পারেন। কারণ ফরেক্স সবসময় করা যাই।

amin rabby
2016-06-03, 09:56 PM
ফরেক্সকে পেশা হিসেবে যারা নেয় তারা ফরেক্সে বেশি সময় দিতে তবে যারা অন্যান্য পেশার পাশাপাশি ফরেক্স ট্রেড করে তাদের জন্য সময় নিরধারন করে নেওয়া জরুরী। কারন সকল ট্রেড করার পুর্বে মার্কেট পর্যালোচনা করা দরকার হয়। তবে এখন ট্রেডের ক্ষেত্রে স্টপ লস টেক প্রফিট ব্যবহার করে ট্রেড করা সহজ হয়। তারপরেও ট্রেডের ক্ষেত্রে ট্রেড করার উপযুক্ত সময় নির্বাচন দরকার হয়। কখন বাই বা কখন সেল করতে হবে তা একমাত্র এনালাইসিস দ্বারা বোঝা সম্ভব।

dwipFX
2016-06-03, 11:48 PM
ফরেক্স মার্কেট চব্বিশ ঘন্টা খোলা থাকে তবে এর মধ্যে আমাদের কে বের করতে হবে কোন সময়ে ট্রেড করা উপযুক্ত।। আমার কাছে মনে হয় বিকাল থেকে রাত আট টা পর্যন্ত ট্রেড করার উপযুক্ত সময়। ফরেক্স মার্কেটে ট্রেড করা কোন ব্যাপার না তবে আমাদের কে ফরেক্স সম্পর্কে বেশি করে জানতে হবে।

Audhidul
2016-06-04, 06:15 AM
ফরেক্স ট্রেড সপ্তাহে ৫দিন শনিবার এবং রবিবার বাদে ২৪ ঘন্টা করা যায় । আমাদের সারাদিন ফরেক্স ট্রেড করতে হবে এমন কথা নেই ।আর সারাদিন ফরেক্স ট্রেড করলে যে অনেক পিপ আয় হবে তা কিন্তু নয় । সেসন বুঝে ট্রেড করলে কম সময়েও অনেক ভাল প্রফিট করা যায় । তাই আমি সেসন ওভারলেপ এর সময় ট্রেড করতে পছন্দ করি ।

Moon
2016-06-04, 11:13 PM
ফরেক্স মার্কেট যে বিষয়গুলোর কারণে অনেক বেশি জনপ্রিয় ও যে বিষয়গুলো সর্বজন নন্দিত সেই বিষয়গুলো অন্যতম সময় । ফরেক্সে দিনরাত যে কেউ চব্বিশ ঘন্টা বিজনেস করতে পারবে । কেউ হয়ত সারাদিন চাকুরি করে সেও সন্ধ্যায় কিংবা রাতে ট্রেড করতে পারে । এভাবে উপযুক্ত ট্রেডিং সময়টা বেছে নিতে হলে এনালাইসিস করে মার্কেট মুভমেন্ট বেশি থাকার সময় নিতে হবে ।

MD ALAMIN ARIF
2016-06-05, 03:10 AM
আমার জন্য সন্ধ্যার পর সময়টা ট্রেড উপযুক্ত সময়। ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য সবচেয়ে ভালো এবং সুন্দর সময় হল সন্ধার সময়। এই সময়ে মার্কেট দ্রুত থাকে। আর এই সময় ট্রেড করলে সেই ট্রেড থেকে লাভ হওয়ার সম্বভনা অনেক বেশি।

mithun30
2016-10-21, 01:19 PM
ফরেক্স মার্কেট এর কয়েকটি গুন এর মধ্যে একটি হচ্ছে ফরেক্স মার্কেট থেকে আনলিমিটেড আয় করার সুযোগ। তাই আমি বলবো ফরেক্স মার্কেট থেকে আপনি যা আয় করবেন তা নির্ভর করবে আপনার মেধা এবং আপনার ট্রেড করার ধরনের উপর। তাই আপনি যদি পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেট থেকে দিনে ১০০ ডলার ও আয় কোরতে পারবেন আবার ১ ডলার ও আয় কোরতে পারেন। তাই ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে হবে।

sumon72
2016-10-21, 02:50 PM
হ্যা ফরেক্স ট্রেডের জন্য সন্ধা সময়টা অনেক ভালো কারন এই সময় মার্কেটের মুভ অনেক বেশি থাকে কারন এই সময় আমেরিকার সময় শুরু হয়

sheam
2016-10-21, 03:01 PM
আমি মনে করি ফরেক্স এ নিজস্ব সময় ঠিক করার কোন কারন নেই ।মার্কেট খোলা থাকলে ২৪ ঘণ্টা ফরেক্স এ ট্রেড করা যায় । কিন্ত আমার মতে বাংলাদেশ এর দুপুর ১ থেকে রাত ১০ পর্যন্ত মার্কেট অনেক বেশী নাড়াচাড়া করে । তাই এই সময় ভাল।

soniaakter
2016-10-22, 09:25 PM
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদে মনে রাখতে হবে যে সময় মার্কেটে বেশির ভাগ ট্রেডার ট্রেডিং করে সেই সময় মার্কেটের মুভমেন্ট বেশি থাকার জন্য অনেক ভাল প্রফিট করা যায় তাই আমাদের ফরেক্স মার্কেটে আমাদের দেশের সময় অনুসারে সন্ধ্যা ৬ টা থেকে রাত ১১ টা পর্যন্ত ট্রেডিং করলে ভাল প্রফিট করা যায়।

blue
2016-10-22, 09:42 PM
আমরা জানি ফরেক্স বিজনেস ২৪ ঘন্টাই করা যায়,তারপরও একটি নির্দিষ্ট সময় ঠিক করে নেয়া জরুরী।তাই আমার জন্য সন্ধ্যার পর সময়টা ট্রেড উপযুক্ত সময়।কিন্তু আমি দেখেছি সন্ধ্যা প্রায় ৬.০০ টা থেকেই বাজারের ভোলাটিলিটি বেশি থাকে।তাই এ সময় ট্রেড করতে পছন্দ করি বেশি।এই সময় ট্রেড করলে সেই ট্রেড থেকে লাভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

aida
2016-11-07, 11:20 PM
ফরেক্স বিজনেস দিন রাত ২৪ ঘন্টাই করা যায় তবে রাত ৩-৪ টা পর্যন্ত মার্কেট বন্ধ থাকে, আবার সপ্তাহে দুদিন যেমনঃ শনিবার ও রবিবার এ সময় বাদ দিয়ে অন্যান্য সময় ট্রেড পরিচালনা করতে পারেন। তবে একটি নিদ্দিষ্ট সময় যেমন রাতে আমি একটা চাকুরি করি এর ফাকে ট্রেড পরিচালনা করি। তবে দিনেও চেক করা ভালো।

Amit4040
2016-11-11, 01:30 AM
আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে,চীনের চেয়ে ইউরোপের অর্থনীতি খুব দ্রুত গেইন করে।সুতরাং আপনি যদি ইউরোপের নিউজ এবং অর্থনৈতিক অবস্থা পর্যবেক্ষণ করেন,তাহলে একটা জিনিস ভালভাবে লক্ষ্য করবেন যে একটা কোরিলেশন তাদের মধ্যে কাজ করছে।

Mamun13
2017-11-09, 07:45 AM
ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকলেও এখানে নির্দিষ্ট সময়ে লেনদেন কম/বেশি হয়ে থাকে৷৪ টি সেসনে বিভক্ত আছে এই বিশাল মার্কেট৷লন্ডন সেসন ও নিউইর্য়ক সেসনে সর্বাধিক লেনদেন হয় তাই ঐ সময়েই মার্কেটে ভলাটিলীটি বেশি থাকে৷এজন্য এই দুই সেসনে ট্রেড করা সুবিধাজনক হয়৷

Mahidul84
2017-11-09, 07:18 PM
ফরেক্স বিশ্বের একটি আন্তর্জাতিক মানের একটি মার্কেট এখানে ২৪ ঘন্টা মার্কেট খোলা থাকে। আপনি যে কোন সময় এই মার্কেটে লেনদেন করতে পারবেন। তবে এই মার্কেটে লেনদেন করতে হলে কিছু সময় অনুযায়ী করলে সবচেয়ে বেশি ভাল প্রফিট অর্জন করা যায়, আর এই সময়গুলো হচ্ছে নিউইর্য়ক, লন্ডন, জাপান সেসনে সর্বাধিক লেনদেন হয়ে থাকে। তাই ঐ সময়গুলোতে ফরেক্স মার্কেটের অধিক বেশি মুভমেন্ট করে থাকে প্রতিটি পেয়ার। তাই আমি বলব উক্ত সেসনে সুবিধা অনুযায়ী আপনি ট্রেড করতে পারলে অধিক লাভবান হতে পারবেন।

01797733223
2017-11-09, 09:21 PM
ঠিক বলেছেন কারন সন্ধ্যার পর থেকে মার্কেটের মুভমেন্ট বেশি হয় । এ সময় আমরা অনেকেই ট্রেডে যাওয়ার প্রস্তুতি নিয়ে থাকি । আবার অন্যান্য কারেন্সি যেগুলো আবার দুপুরের পর থেকে মুভ করা শুরু হয় । সুতরাং ২৪ ঘন্টার মধ্যে যে কোন সময় আমরা বেছে নিতে পারছি এটাই এই ব্যবসার একটা বিশেষ সুবিধা ।

Torun50
2017-11-09, 11:03 PM
ফরেক্স এ ট্রেড করার কোন নির্দিষ্ট সময় নেয় । যখন যার খুসি তখনি ট্রেড করতে পারে । কারন ফরেক্স মার্কেট 24 ঘন্টাই খুলাথাকে । আর আমার কোন নিদিষ্ট কোন সময় নেয় । আমি যখন ফিরিথাকি তকনি আমি ট্রেড কনে থাকি ।

Sajib044
2017-11-10, 12:53 PM
ফরেক্সে আপনি এ ২৪ ঘন্টাই কাজ করতে পারবেন। ফরেক্স ট্রেডিং করতে হলে আপনাকে আগে একজন অবিজ্ঞ ট্রেডার হতে হবে। আর একজন অবিজ্ঞ ট্রেডার হতে হলে আপনাকে ডেমো ট্রেড সাহায্য করতে পারে। কারন ডেমো ট্রেডের মাধ্যমে আপনি অাপনি ট্রেড সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আর এই ডেমো ট্রেড আপনাকে ট্রেড করতে অনেক অবিজ্ঞ করে তুলবে।

Mahidul84
2017-11-10, 05:51 PM
ফরেক্স সপ্তাহে ৫দিন ২৪ ঘন্টা খোলা থাকে। আপনি যখন তখন এই মার্কেটে প্রবেশ করতে পারবেন এবং বিভিন্ন ট্রেডে এন্ট্রি হতে পারবেন। তবে এজন্য আপনাকে অবশ্যই ফরেক্স সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। তা না হলে আপনি কখনও এই মার্কেট থেকে লাভের আশা করতে পারবেন না।

expkhaled
2017-11-10, 08:24 PM
ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রা বাজার। ফরেক্স এ প্রতিদিন প্রায় ৫ ট্রিলিয়ন ডলার পরিমান মুদ্রা আদান-প্রদান হয়, যেখানে রাতদিন ২৪ ঘন্টা ট্রেড করেন লক্ষ লক্ষ ট্রেডার। মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকে তবে একজন মানুষ তো আর ২৪ ঘন্টা ট্রেড করতে পারেন না। তায় যার যার সুবিধা অনুযায়ী সময় নির্বাচন করে ট্রেড করেন সবায়। তবে জানাযায় যে, ৭০% ট্রেডার পার্ট হিসেবে ট্রেড করেন। যার যখন সুবিধা সে সময়ে ট্রেড করার সুবিধার কারনে অনেকে ফরেক্স কে একটি বাড়তি আয়ের উত:স হিসেবে বিবেচনা করে থাকেন। সুতরাং আপনিও আপনার সুযোগ সুবিধা অনুযায়ী ট্রেড করতে পারেন।

Rion
2019-12-07, 11:34 AM
হ্যা ফরেক্স ট্রেডের জন্য সন্ধা সময়টা অনেক ভালো কারন এই সময় মার্কেটের মুভ অনেক বেশি থাকে কারন এই সময় আমেরিকার সময় শুরু হয় ।

KGF
2019-12-07, 11:50 AM
ফরেক্স মার্কেটে যেকোনো সময় ট্রেড করা যায়।তবে সন্ধার সময় মার্কেট ভাল থাকে অপনি যদিসন্ধার সময় ট্রেড করেন তাহলে আপনার প্রফিট নিতে খুভ সহজ হয়।এই সময় ট্রেড করলে সেই ট্রেড থেকে লাভ হওয়ার সম্বভনা অনেক বেশি।

ARD1
2019-12-07, 11:56 AM
ফরেক্স ট্রেডিং কৌশলগুলি একে অপরের সাথে আলোচনার জন্য দুর্দান্ত জায়গা, ফরেক্স ট্রেডিং সম্পর্কে শেখার সর্বোত্তম উপায়, তাই আপনি যখন আপনার অনেক বন্ধুর সাথে আলোচনা করেন ট্রেডিং সম্পর্কে আপনার প্রশ্নগুলি পরিষ্কার হয় তবে আপনার সাফল্যের একটি ভাল ধারণা থাকতে পারে।স্বয়ংক্রিয ফরেক্স সিস্টেমগুলি একটি মূল্যবান সরঞ্জাম হতে পারে, তবে যা মনে রাখতে হবে তা হল বেশিরভাগ রোবট একটি নির্দিষ্ট পরিসরের মধ্যে বাণিজ্য করে। তারা বৈদেশিক মুদ্রার বাজারে সবচেয়ে ধীর সময়ের মধ্যে, শক্ত রেঞ্জের মধ্যে নির্দিষ্ট পরিমাণে পিপ তৈরি করে এবং তারা নিয়মিত সেট করে

Hredy
2019-12-07, 12:42 PM
ভাই এর জন্য আপনাকে এমন কিছু পেয়ার এ ট্রেড করতে হবে যেগুলাতে আপনার ঐ সময় আনেক ভোলাইটি লিটি থাকে। মানে আপনি যেই শেসনে ট্রেড করবেন সেই শেসনের পেয়ার এ আপনাকে ট্রেড করতে হবে। তাহলে ঐসময় গুলাতে পেয়ার এর ভোলাইটিলিটি বেশি থাকবে। আর না হলে আপনাকে লং ট্রাম ট্রেডার হতে হবে।

Fxxx
2019-12-07, 03:50 PM
ভাল ট্রেডার হতে হলে আমাদের সব সময় এই বাসবা থেকে শিখা নিতে হবে। আমরা জপদি মন দিএ এই বাবসা শিক্তে পারি আমাদের অবশ্যই লাভ হবে। আমার মনে হয় সব রকম টাইম ফ্রেম আমাদের জন্য খুব গুরুত্ত পূর্ণ যদি আমরা ভাল টাকা আয় করতে চাই।

PK_SHIKDER
2019-12-07, 04:17 PM
আমি এই ফরেক্স মার্কেটে নতুন,,, তারপর আমি ও একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি এই ফরেক্স মার্কেটে কাজ করে থাকি । আমি বেশিরভাগ সময় ফরেক্স বাংলা ফোরামে পোস্টিং কাজ করে থাকি,,, তবে ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আমি রাতের বেলাকে বেছে নিয়েছি । তার কারন হলো আমি সারাদিন অফিসের কাজের পরে রাতের বেলাতে বেশিরভাগ সময় ফ্রী থাকি,, তারপর আবার রাতের বেলাতে ট্রেড মার্কেট সবচেয়ে বেশি উঠানামা করে থাকে,,, তাই আমার কাছে সেই সময়টা বেটার মনে হয় । আপনাদের ও উচিত ফরেক্স মার্কেটে কাজ করার জন্য একটা নির্দিষ্ট সময় বেধে নেওয়া ।

IFXmehedi
2019-12-07, 04:21 PM
আসলে ফরেক্স ট্রেডিং সম্পর্কে আমার ধারণা সবার মতই । সবাই যেমন মনে করে ফরেক্স ট্রেডিং থেকে একটা ভালো আমউন্ট এর অর্থ আয় করা যায় , আমিও তেমনি মনে করি । আমি মনে করি আমরা যদি ফরেক্স মার্কেটটা ভালোভাবে বুঝতে পারি তাহলে খুব সহজেই এই মার্কেট থেকে অনেক অর্থ উপার্জন করা সম্ভব । তাই আমাদের উচিত প্রথমে খুব ভালোভাবে ফরেক্স সম্পর্কে বোঝা , কিভাবে মার্কেট আনাল্যসিস করা যায় । নিজের ট্রেডিং কওশল তৈরি করা । এগুলো আমরা করতে পারলে খুব সহজেই ফরেক্স ট্রেডিং থেকে অর্থ আয় করতে পারব ।

Leee
2019-12-08, 09:39 AM
যদিও ফরেক্স বিজনেস ২৪ ঘন্টাই করা যায়,তারপরও একটি নির্দিষ্ট সময় ঠিক করে নেয়া জরুরী।তাই আমার জন্য সন্ধ্যার পর সময়টা ট্রেড উপযুক্ত সময়।কিন্তু আমি দেখেছি সন্ধ্যা প্রায় ৬.০০ টা থেকেই বাজারের ভোলাটিলিটি বেশি থাকে।তাই এ সময় ট্রেড করতে পছন্দ করি বেশি।এই সময় ট্রেড করলে সেই ট্রেড থেকে লাভ হওয়ার সম্বভনা অনেক বেশি।

uzzal05
2019-12-23, 07:25 AM
ফরেক্স ট্রেড যে কোন পেশার মানুষ করতে পারে। কারন এখানে যার যার সময় সুযোগমত ট্রেড করে লাভ করতেপারে। আর তাছাড়া বিকাল এর পর থেকে মার্কেট এ ভোলাটাইল বেশি থাকে। মার্কেট এসময় ট্রেড করেও ভালো প্রফিট অল্প সময়ে করা যায়।

Fxhuman
2019-12-26, 03:25 AM
যদিও ফরেক্স বিজনেস ২৪ ঘন্টাই করা যায়,তারপরও একটি নির্দিষ্ট সময় ঠিক করে নেয়া জরুরী।তাই আমার জন্য সন্ধ্যার পর সময়টা ট্রেড উপযুক্ত সময়।কিন্তু আমি দেখেছি সন্ধ্যা প্রায় ৬.০০ টা থেকেই বাজারের ভোলাটিলিটি বেশি থাকে।তাই এ সময় ট্রেড করতে পছন্দ করি বেশি।এই সময় ট্রেড করলে সেই ট্রেড থেকে লাভ হওয়ার সম্বভনা অনেক বেশি।

KGF3010
2020-04-22, 06:56 PM
ফরেক্স মার্কেটে সর্বদা গতিশীল অবস্থা বিরাজমান থাকে। কিন্তু তাই বলে সবসময়ই মার্কেটের গতি সমান থাকে না। কোনো কোনো সময় মার্কেটের গতি অত্যাধিক বেশি থাকে। যারা পার্ট টাইম ফরেক্স ট্রেডার তারা অনেকেই বেশি মুভমেন্ট মার্কেটে ট্রেড করতে পছন্দ করে। এজন্য বাংলাদেশ সময় দুপুর ২ টা - রাত ৯ টা পর্যন্ত ভালো সময় বলে বিবেচিত হতে পারে বলে আমি মনে করি।

Rion83
2020-04-22, 07:02 PM
ফরেক্স বাজার ২৪ ঘন্টাই খোলা তাকে। তবে একটা মানুষের পক্ষে কখনও ২৪ ঘন্টা ট্রেড করা সম্ভব নয় তাই সে তার পছন্দ মোতাবেক সকাল বিকাল সন্ধ্যা বা রাত এক্টি নির্দিষ্ট সময় নির্ধারন করে ট্রেড করে থাকে।কোন সময় ট্রেড করলে বেশি প্রফিট হয়, কোন সময় ট্রেড করলে লসের সম্ভাবনা থাকে সেটা আগে থেকে ঠিক করে নেয়া ভাল। এই সময় কে ঠিক করে নিলে ফরেক্স এ তাড়াতাড়ি লাভ করা যায়।

Fardin02
2020-04-22, 07:07 PM
ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা । ফরেক্স ব্যবসার জন্য নির্দিষ্ট কোন টাইম নেই । এ ব্যবসা দিনে ২৪ ঘন্টাই করা যায় । তবে তারপরেও ফরেক্স ব্যবসার জন্য একটি টাইম যার যার সুবিধা অনুযাই বের করে নেয়া উচিত । কারণ কম বেশি সবাই ফরেক্স ছাড়াও অন ব্যবসা বা চাকরির সাথে জরিত আছে । আর একটি টাইম নির্ধারন করলেও এটা বুঝায় কোন কাজটা থেকে কত লাভ হচ্ছে । তাই একটি নির্দিষ্ট টাইম কি করে নেয়াই ভাল ।

KF84
2020-04-22, 10:44 PM
আসলে ফরেক্স মার্কেট হল এমন একটা মার্কেট প্লেস যেখানে আমরা দিনে রাতে যে কোন সময় যে কোন অবস্থাতেই ট্রেড করতে পারি । আর এখন মোবাইলের মাধ্যমে ট্রেড করতে পারা যায় বলে যে কোন অবস্থাতেই ট্রেড চেক করা যায় মোবাইলে খুব স্বল্প ডাটা ব্যবহার করেই । তবে আমাদের বেশিরভাগ ট্রেডারই ফরেক্সকে পার্ট টাইম পেশা হিসেবে নিয়েছে ।

Jid13
2020-04-29, 01:49 PM
ফরেক্স মার্কেটে ট্রেডিং করার নির্দিষ্ট কোন সময় নেই আপনি যেকন সময় ট্রেড করতে পারেন তবে কথা হচ্ছে বাকি সময়গুলাতে মার্কেট একি নিয়মে চলে কিন্ত সন্ধার সময় মার্কেট অনেক বেশি উঠা নামা করে তার কারন হচ্ছে এই সময় নিউজ আপডেট হয় তার একটা প্রভাব পরে। আর এই সময়ে ট্রেড বসালে যেমন লাভ করা যায় আবার একটু ভুল হলেই আপনার ব্যালেন্স জিরো হয়ে যাবে তাই এই সময় ট্রেড ওপেন করার সময় খুবই সতর্ক থাকতে হবে।

martin
2020-04-29, 07:24 PM
আমিও আপনার সাথে একমত , ফরেক্স মার্কেট 24 ঘন্টাই খোলা থাকে .... যারা ট্রেডার তাদের প্রত্যেকই তাদের একটি সময় মত তারা কাজ করে থাকে ... আমিও তার ব্যতিক্রম নয় , আমি সন্ধার পর ট্রেড করতে অনেক বেশি পছন্দ করি কারন অই সময় সব থেকে বেশি নিউজ থাকে এবং বেশি প্রভাব পড়ে মার্কেটে ।

Mdsofizuddin
2020-04-29, 07:53 PM
ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা । ফরেক্স ব্যবসার জন্য নির্দিষ্ট কোন টাইম নেই । এ ব্যবসা দিনে ২৪ ঘন্টাই করা যায় । তবে তারপরেও ফরেক্স ব্যবসার জন্য একটি টাইম যার যার সুবিধা অনুযাই বের করে নেয়া উচিত । কারণ কম বেশি সবাই ফরেক্স ছাড়াও অন ব্যবসা বা চাকরির সাথে জরিত আছে । আর একটি টাইম নির্ধারন করলেও এটা বুঝায় কোন কাজটা থেকে কত লাভ হচ্ছে । তাই একটি নির্দিষ্ট টাইম কি করে নেয়াই ভাল ।

zakia
2020-06-12, 12:42 PM
ফরেক্স ট্রেড যে কোন পেশার মানুষ করতে পারে। কারন এখানে যার যার সময় সুযোগমত ট্রেড করে লাভ করতেপারে। আর তাছাড়া বিকাল এর পর থেকে মার্কেট এ ভোলাটাইল বেশি থাকে। মার্কেট এসময় ট্রেড করেও ভালো প্রফিট অল্প সময়ে করা যায়। ফরেক্সে আপনি এ ২৪ ঘন্টাই কাজ করতে পারবেন। ফরেক্স ট্রেডিং করতে হলে আপনাকে আগে একজন অবিজ্ঞ ট্রেডার হতে হবে। আর একজন অবিজ্ঞ ট্রেডার হতে হলে আপনাকে ডেমো ট্রেড সাহায্য করতে পারে। কারন ডেমো ট্রেডের মাধ্যমে আপনি অাপনি ট্রেড সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আর এই ডেমো ট্রেড আপনাকে ট্রেড করতে অনেক অবিজ্ঞ করে তুলবে।

konok
2020-07-12, 11:35 AM
ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা । ফরেক্স ব্যবসার জন্য নির্দিষ্ট কোন টাইম নেই । এ ব্যবসা দিনে ২৪ ঘন্টাই করা যায় । তবে তারপরেও ফরেক্স ব্যবসার জন্য একটি টাইম যার যার সুবিধা অনুযাই বের করে নেয়া উচিত । কারণ কম বেশি সবাই ফরেক্স ছাড়াও অন ব্যবসা বা চাকরির সাথে জরিত আছে । কেউ যদি চাই যে ২৪ ঘন্টাই ফরেক্স ট্রেডিং করবে কোন ব্যাপার না সে করতে পারে, কারণ ফরেক্স বাজার ২৪ ঘন্টাই খোলা তাকে। তবে একটা মানুষের পক্ষে কখনও ২৪ ঘন্টা ট্রেড করা সম্ভব নয় তাই সে তার পছন্দ মোতাবেক সকাল বিকাল সন্ধ্যা বা রাত একটি নির্দিষ্ট সময় নির্ধারন করে ট্রেড করে থাকে।

muslima
2020-07-13, 03:21 AM
এ ব্যবসা দিনে ২৪ ঘন্টাই করা যায় । তবে তারপরেও ফরেক্স ব্যবসার জন্য একটি টাইম যার যার সুবিধা অনুযাই বের করে নেয়া উচিত । কারণ কম বেশি সবাই ফরেক্স ছাড়াও অন ব্যবসা বা চাকরির সাথে জরিত আছে । আমরা আমাদের সময় এবং সুবিধা অনুসারেই একটা নিদ্দিষ্ট সময়ে মার্কেটে বসতে পারি । আমি সারাদিন অন্যকাজে ব্যস্ত থাকায় রাতে মার্কেটে বসি এবং একটা নিদ্দিষ্ট টাইম অণুসরন করি । বর্তমানে মোবাইলের মাধ্যমে ট্রেড যেকোন স্থান হতে নিয়ন্ত্রন করা যায় ।

uzzal05
2020-07-13, 05:26 AM
ফরেক্স মার্কেট এ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ট্রেড নেওয়া। মার্কেট এ সঠিক সময়ে ঢুকতে হবে তেমনি সঠিক সময়ে বের হয়ে আসতে হবে। কারন সঠিক সময়ে যদি ট্রেড না বসানো যায় তাহলে কখনোই মার্কেট থেকে বেশি প্রফিট করা সম্ভব না।

jimislam
2020-08-09, 09:44 AM
যদিও ফরেক্স বিজনেস ২৪ ঘন্টাই করা যায়, তারপরও একটি নির্দিষ্ট সময় ঠিক করে নেয়া জরুরী। কারণ সবাইকে ব্যবসা ছাড়াও অন্য কোন কাজে ব্যবস্ত থাকতে হয়। যেমন আমি অন্য একটি স্থায়ী চাকুরী করছি। তাই আমার জন্য সন্ধ্যার পর সময়টা ট্রেড উপযুক্ত সময়। কেউ হয়ত সারাদিন চাকুরি করে সেও সন্ধ্যায় কিংবা রাতে ট্রেড করতে পারে । এভাবে উপযুক্ত ট্রেডিং সময়টা বেছে নিতে হলে এনালাইসিস করে মার্কেট মুভমেন্ট বেশি থাকার সময় নিতে হবে ।

milu
2020-08-09, 11:42 AM
ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা । ফরেক্স ব্যবসার জন্য নির্দিষ্ট কোন টাইম নেই । এ ব্যবসা দিনে ২৪ ঘন্টাই করা যায় । তবে তারপরেও ফরেক্স ব্যবসার জন্য একটি টাইম যার যার সুবিধা অনুযাই বের করে নেয়া উচিত । কারণ কম বেশি সবাই ফরেক্স ছাড়াও অন ব্যবসা বা চাকরির সাথে জরিত আছে।তবে একটা মানুষের পক্ষে কখনও ২৪ ঘন্টা ট্রেড করা সম্ভব নয় তাই সে তার পছন্দ মোতাবেক সকাল বিকাল সন্ধ্যা বা রাত একটি নির্দিষ্ট সময় নির্ধারন করে ট্রেড করে থাকে। আসলে এটা সম্পূর্ন নিজের উপরই নির্ভর করে।

samun
2020-08-22, 12:21 AM
মার্কেট সবচেয়ে বেশি আপডাউন করে সন্ধা সেই সময় মার্কেটের সব নিউজ রিলিজ হয়ে যায় তাই নিউজের প্রভাবে মার্কেটে আপডাউন বেড়ে যায়। আর মার্কেটে আমাদের পক্ষে সারাদিন সময় দেওয়া সম্বভ হয়না। বিশেষ করে ফরেক্স করার পাশাপাশি চাকরি করতে হয়।

Rokibul7
2020-08-22, 12:39 AM
বিশেষ করে যারা চাকরী জীবি তাদের বেশির ভাগের সময় হয় চাকুরীর পরে অর্থাৎ সন্ধার পরে। সন্ধার পরের থেকে ঘুমানার সময় পর্যন্ত চাকুরী জিবিদের জন্য ফ্রি টাইম।

FREEDOM
2020-08-22, 12:50 AM
কেউ যদি চাই যে ২৪ ঘন্টাই ফরেক্স ট্রেডিং করবে কোন ব্যাপার না সে করতে পারে, কারণ ফরেক্স বাজার ২৪ ঘন্টাই খোলা তাকে। তবে একটা মানুষের পক্ষে কখনও ২৪ ঘন্টা ট্রেড করা সম্ভব নয় তাই সে তার পছন্দ মোতাবেক সকাল বিকাল সন্ধ্যা বা রাত এক্টি নির্দিষ্ট সময় নির্ধারন করে ট্রেড করে থাকে।

Soh1952
2020-08-23, 12:42 PM
ফরেক্স বিজনেস ২৪ ঘন্টাই করা যায়, তারপরও একটি নির্দিষ্ট সময় ঠিক করে নেয়া জরুরী। কারণ সবাইকে ব্যবসা ছাড়াও অন্য কোন কাজে ব্যবস্ত থাকতে হয়। যেমন আমি অন্য একটি স্থায়ী চাকুরী করছি। তাই আমার জন্য সন্ধ্যার পর সময়টা ট্রেড উপযুক্ত সময়। কিন্তু আমি দেখেছি সন্ধ্যা প্রায় ৬.০০ টা থেকেই বাজারের ভোলাটিলিটি বেশি থাকে। তাই এ সময় ট্রেড করতে পছন্দ করি বেশি। আমি দুপুর ৩ টার থেকে রাত ১০ টা পর্যন্ত ফরেক্স ট্রেডিং এ বেশি সময় দেয় ।

zakia
2020-08-25, 07:52 PM
ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা । ফরেক্স ব্যবসার জন্য নির্দিষ্ট কোন টাইম নেই । এ ব্যবসা দিনে ২৪ ঘন্টাই করা যায় । তবে তারপরেও ফরেক্স ব্যবসার জন্য একটি টাইম যার যার সুবিধা অনুযাই বের করে নেয়া উচিত । কারণ কম বেশি সবাই ফরেক্স ছাড়াও অন ব্যবসা বা চাকরির সাথে জরিত আছে । আর একটি টাইম নির্ধারন করলেও এটা বুঝায় কোন কাজটা থেকে কত লাভ হচ্ছে । ভাল ট্রেডার হতে হলে আমাদের সব সময় এই বাসবা থেকে শিখা নিতে হবে। আমরা জপদি মন দিএ এই বাবসা শিক্তে পারি আমাদের অবশ্যই লাভ হবে। আমার মনে হয় সব রকম টাইম ফ্রেম আমাদের জন্য খুব গুরুত্ত পূর্ণ যদি আমরা ভাল টাকা আয় করতে চাই।

Sid
2020-10-27, 10:32 AM
আপনার বাছাই করা সময়টা খুবই উপযুক্ত একটা সময়।
কারন এই সময় মার্কেট অনেক বেশী ভোলাটাইল
থাকে বলে অল্প সময়েই প্রফিট করে বের হয়ে
যাওয়া যায়।আমিও এই সময়টা বেশী পছন্দ করি।

FRK75
2020-10-27, 10:53 AM
ফরেক্স এ নিজস্ব সময় ঠিক করার কোন কারন নেই ।মার্কেট খোলা থাকলে ২৪ ঘণ্টা ফরেক্স এ ট্রেড করা যায় । কিন্ত আমার মতে বাংলাদেশ এর দুপুর ১ থেকে রাত ১০ পর্যন্ত মার্কেট অনেক বেশী নাড়াচাড়া করে ।

sss21
2020-11-19, 08:25 PM
কেউ যদি চাই যে ২৪ ঘন্টাই ফরেক্স ট্রেডিং করবে কোন ব্যাপার না সে করতে পারে, কারণ ফরেক্স বাজার ২৪ ঘন্টাই খোলা তাকে। তবে একটা মানুষের পক্ষে কখনও ২৪ ঘন্টা ট্রেড করা সম্ভব নয় তাই সে তার পছন্দ মোতাবেক সকাল বিকাল সন্ধ্যা বা রাত এক্টি নির্দিষ্ট সময় নির্ধারন করে ট্রেড করে থাকে।

Tariq
2020-11-19, 09:03 PM
Forex ব্যবসা আমি পার টাইম জব হিসেবে করে থাকি । আমি প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ট্রেড করে থাকি কারন এ সময় মার্কেট বেশি চলে । তখন ট্রেড করলে লাভের আশা করা যায় ।

Starship
2020-11-19, 10:03 PM
ফরেক্স মার্কেট দিন রাত চব্বিশ ঘণ্টাই খোলা থাকে এখানে যার যে সুবিধা মত সময় অনুযায়ী ট্রেড করতে পারেন। তবে সবসময় মার্কেট মুভমেন্ট এক থাকেনা। ফরেক্স মার্কেট এ যে চারটি সেশন রয়েছে তার মধ্যে সবচাইতে বেশি মুভমেন্ট করে নিউইয়র্ক সেশন ও লন্ডন সেশনে। এর জন্য ফরেক্স মার্কেটে টাইম সেশন সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে এবং সেই সময় অনুযায়ী মার্কেটে এন্ট্রি নিলে প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি নিজেও চাকরির পাশাপাশি ফরেক্স করি এবং এতে করে আমার সময়গুলোকে পর্যাপ্ত কাজে লাগাতে পারি। যা থেকে আমি আর্থিকভাবে বাড়তি সুবিধা আদায় করতে পারি।

IslamMdMerajul
2020-11-19, 10:22 PM
ফরেক্স মার্কেট মূলত একটি অনলাইন বিজনেস মার্কেট। এখানে মুদ্রা ক্রয় বিক্রয় হয়ে থাকে ট্রেডিং এর মাধ্যমে । ফরেক্স মার্কেটে ট্রেড করার অনেক নিয়ম কানুন রয়েছে। যারা এসব ফলো করবে তারা ফরেক্স মার্কেট থেকে ট্রেডিং করে অনেক ভালো কিছু করতে পারবে। যেমন ট্রেড করার আগে মার্কেট সম্পর্কে ভালভাবে এনালাইসিস করা। ফরেক্স মার্কেটে ধৈর্যসহকারে ট্রেড করা ইত্যাদি।

sss21
2021-03-28, 07:21 PM
ফরেক্স একটি আন্তর্জাতিক মানের বিজনেস । ফরেক্স ব্যবসার জন্য নির্দিষ্ট কোন সময় নেই । এ ব্যবসা দিনে ২৪ ঘন্টাই করা যায় । তবে তারপরেও ফরেক্স ব্যবসার জন্য একটি টাইম যার যার সুবিধা অনুযায়ী বের করে নেয়া উচিত কারণ কম বেশি সবাই ফরেক্স ছাড়াও অন ব্যবসা বা চাকরির সাথে জরিত আছে । আর একটি টাইম নির্ধারন করলেও এটা বুঝায় কোন কাজটা থেকে কত লাভ হচ্ছে । ভাল ট্রেডার হতে হলে আমাদের সব সময় এই বিজনেস থেকে শিখতে হবে। আমরা জদি মন দিএ এই বাবসা শিখতে পারি আমাদের অবশ্যই লাভ হবে। আমার মনে হয় সব রকম টাইম ফ্রেম আমাদের জন্য খুব গুরুত্ত পূর্ণ যদি আমরা ভাল টাকা উপার্জন করতে চাই।

Sakib42
2021-03-28, 07:34 PM
আমার মনে হয়, যাদের কোন কাজ নেই, বেকার তারা যদি ফরেক্স করেন, তাহলে সারাদিন তাদের ফরেক্স এ ট্রেড করা উচিৎ। কারণ তারা অনেক লাভ করতে পারবে। আমি নিজেও সারাদিন ফরেক্স এ ট্রেড করি। আর যারা অন্য কোন কাজ করেন। আমি মনে করি আপনি যদি ফরেক্স শিখে ট্রেড করেন তাহলে আপনি যেকোনো সময় ট্রেড করতে পারেন।কারন ট্রেডিং করে নিজেকে অভিজ্ঞ জ্ঞ্যানী কোশলী ও পরিশ্রমী ট্রেডার হিসেবে নিজেকে গড়ে তুলবেন।আমি এখন রাতে ট্রেড করি কারন এই সময়টা আমি ট্রেড করার জন্য সময় পাই আর সকালে ট্রেড করি।

EmonFX
2021-03-28, 07:53 PM
যদিও ফরেক্স বিজনেস ২৪ ঘন্টাই করা যায়, তারপরও একটি নির্দিষ্ট সময় ঠিক করে নেয়া জরুরী। কারণ সবাইকে ব্যবসা ছাড়াও অন্য কোন কাজে ব্যবস্ত থাকতে হয়। যেমন আমি অন্য একটি স্থায়ী চাকুরী করছি। তাই আমার জন্য সন্ধ্যার পর সময়টা ট্রেড উপযুক্ত সময়। কিন্তু আমি দেখেছি সন্ধ্যা প্রায় ৬.০০ টা থেকেই বাজারের ভোলাটিলিটি বেশি থাকে। তাই এ সময় ট্রেড করতে পছন্দ করি বেশি। প্রত্যেকেই নিজের সময় অনুযায়ী উপযুক্ত ট্রেডিং সময় বেছে নেয়া উচিত আমি মনে করি।

ফরেক্স মার্কেট 24 ঘন্টা ওপেন থাকলেও ট্রেড করার জন্য 24 ঘন্টাই উপযুক্ত সময় নয়। ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য স্পেসিফিক কিছু সময় নির্ধারণ করে নেয়া উচিত। সেক্ষেত্রে আমার কাছে সবথেকে ভালো সময় মনে হয় সন্ধ্যা ছয়টা থেকে রাত 11 টা পর্যন্ত। এইসময় মার্কেটে উচ্চ ভোলাটিলিটি বিরাজ করে। বিশ্বের নানা প্রান্ত থেকে এই সময়ে সর্বাধিক সংখ্যক ট্রেডার মার্কেটে সক্রিয় থাকেন বিধায় মার্কেট অনেক বেশি মুভমেন্ট করে থাকে। তবে অবশ্যই উচ্চ ভোলাটিলিটি মার্কেটে ট্রেড করার জন্য ফরেক্স ট্রেডিং সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান বা দক্ষতা থাকতে হবে। তা না হলে প্রফিট করার পরিবর্তে লস করার সম্ভাবনা বেশি থাকে। তাই আমি বলবো এই সময়ে ট্রেড করার জন্য মার্কেটে বেশি বেশি সময় দিয়ে মার্কেট এনালাইসিস, স্টাডি ও মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করুন যাতে করে ব্যালেন্স সুরক্ষিত রেখে ফরেক্স মার্কেটে টিকে থেকে প্রফিট অর্জন করা যায়।

Smd
2021-05-29, 11:44 PM
একজন চাকুরীজিবি আমি প্রাইভেট চাকুরি করি পাশাপাশি ফরেক্স বিজনেস করি।তাই আমি সারা দিন সময় দিতে পারি না।আমি মনে করি আপনি যদি ফরেক্স শিখে ট্রেড করেন তাহলে আপনি যেকোনো সময় ট্রেড করতে পারেন।কারন ট্রেডিং করে নিজেকে অভিজ্ঞ জ্ঞ্যানী কোশলী ও পরিশ্রমী ট্রেডার হিসেবে নিজেকে গড়ে তুলবেন। এমন সময় বেছে নিতে হবে যেটা আপনার ফেবার করবে | তারপর পরও যারা full time ফরেক্স করেন তাদেরও একটা নির্দিষ্ট টাইম বেছে ট্রেড করা ভালো | এমন সময় বেছে নিতে হবে যে সময় মার্কেটে মুভমেন বেশি থাকে |

FRK75
2021-08-11, 09:52 AM
প্রত্যেকের সকালে ঘুম থেকে উঠে অফিসের প্রস্তুতি নিতে হয়। অফিসে যাওয়ার আগে তেমন গুরুত্বের সাথে ট্রেডও করা যায় না। বিশেষ করে যারা চাকরী জীবি তাদের বেশির ভাগের সময় হয় চাকুরীর পরে অর্থাৎ সন্ধার পরে। সন্ধার পরের থেকে ঘুমানার সময় পর্যন্ত চাকুরী জিবিদের জন্য ফ্রি টাইম। তাদের জন্য ঐ সময় ট্রেড করা ভাল একটি সময়। আমি নিজেরও সন্ধার পরে ফ্রি হয়ে ট্রেড করতে পারি।

Mas26
2021-08-11, 10:44 AM
ফরেক্স এ নিজস্ব সময় ঠিক করার কোন কারন নেই । কেননা এখন যে কোন কাজের আগে ট্রেড ওপেন করে লাভ লস এর সীমা নির্ধারণ করে দিলে অটোমেটিক ট্রেড ক্লোজ হয়ে যাবে।অপনি ইচ্ছা করলে যে কোন সময় ট্রেড করতে পারেন তবে সেটা করা উচিত না কারন মার্কেট সন্ধার সময় ভাল থাকে অপনি যদি সন্ধার সময় ট্রেড করেন তাহলে আপনার প্রফিট নিতে খুভ সহজ হয়।বিশেষ করে যারা চাকরী জীবি তাদের বেশির ভাগের সময় হয় চাকুরীর পরে অর্থাৎ সন্ধার পরে। সন্ধার পরের থেকে ঘুমানার সময় পর্যন্ত চাকুরী জিবিদের জন্য ফ্রি টাইম। তাদের জন্য ঐ সময় ট্রেড করা ভাল একটি সময়। আমি নিজেরও সন্ধার পরে ফ্রি হয়ে ট্রেড করতে পারি।

FREEDOM
2021-08-22, 03:35 PM
আপনার বাছাই করা সময়টা খুবই উপযুক্ত একটা সময়।কারন এই সময় মার্কেট অনেক বেশী ভোলাটাইল থাকে বলে অল্প সময়েই প্রফিট করে বের হয়ে যাওয়া যায়।আমিও এই সময়টা বেশী পছন্দ করি।

samun
2021-10-06, 06:50 PM
ফরেক্স বিশ্বের একটি আন্তর্জাতিক মানের একটি মার্কেট এখানে ২৪ ঘন্টা মার্কেট খোলা থাকে। আপনি যে কোন সময় এই মার্কেটে লেনদেন করতে পারবেন। তবে এই মার্কেটে লেনদেন করতে হলে কিছু সময় অনুযায়ী করলে সবচেয়ে বেশি ভাল প্রফিট অর্জন করা যায়, আর এই সময়গুলো হচ্ছে নিউইর্য়ক, লন্ডন, জাপান সেসনে সর্বাধিক লেনদেন হয়ে থাকে। তাই ঐ সময়গুলোতে ফরেক্স মার্কেটের অধিক বেশি মুভমেন্ট করে থাকে প্রতিটি পেয়ার। তাই আমি বলব উক্ত সেসনে সুবিধা অনুযায়ী আপনি ট্রেড করতে পারলে অধিক লাভবান হতে পারবেন।

samun
2021-11-30, 10:29 AM
ফরেক্স বিশ্বের একটি আন্তর্জাতিক মানের একটি মার্কেট এখানে ২৪ ঘন্টা মার্কেট খোলা থাকে। আপনি যে কোন সময় এই মার্কেটে লেনদেন করতে পারবেন। তবে এই মার্কেটে লেনদেন করতে হলে কিছু সময় অনুযায়ী করলে সবচেয়ে বেশি ভাল প্রফিট অর্জন করা যায়, আর এই সময়গুলো হচ্ছে নিউইর্য়ক, লন্ডন, জাপান সেসনে সর্বাধিক লেনদেন হয়ে থাকে। ফরেক্স সিস্টেমগুলি একটি মূল্যবান সরঞ্জাম হতে পারে, তবে যা মনে রাখতে হবে তা হল বেশিরভাগ রোবট একটি নির্দিষ্ট পরিসরের মধ্যে বাণিজ্য করে। তারা বৈদেশিক মুদ্রার বাজারে সবচেয়ে ধীর সময়ের মধ্যে, শক্ত রেঞ্জের মধ্যে নির্দিষ্ট পরিমাণে পিপ তৈরি করে এবং তারা নিয়মিত সেট করে

samun
2022-01-30, 11:56 PM
সারা দিন ট্রেড না করে নির্দিষ্ট একটি সময় নির্ধারন করা ভাল । ফরেক্স মার্কেট সপ্তাহের ৫দিন ২৪ ঘন্টা খোলা থাকে দপুর ২থেকে রাত ২টা মধ্যে মার্কেট অনকে বেশী আপডাউন করে এবং এ সময় মার্কেটের আবস্থা বুঝে ট্রেড করলে লাভ করা সম্ভব মার্কেট এই সময় অনেকটা মুভিং করে ঘুরে দ্বারায় ।ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য সবচেয়ে ভালো এবং সুন্দর সময় হল সন্ধার সময়। এই সময়ে মার্কেট দ্রুত থাকে। আর এই সময় ট্রেড করলে সেই ট্রেড থেকে লাভ হওয়ার সম্বভনা অনেক বেশি।

samun
2022-03-10, 11:54 AM
ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রা বাজার। মার্কেট সবচেয়ে বেশি আপডাউন করে সন্ধা সেই সময় মার্কেটের সব নিউজ রিলিজ হয়ে যায় তাই নিউজের প্রভাবে মার্কেটে আপডাউন বেড়ে যায়। আর মার্কেটে আমাদের পক্ষে সারাদিন সময় দেওয়া সম্বভ হয়না। বিশেষ করে ফরেক্স করার পাশাপাশি চাকরি করতে হয়। ফরেক্স ব্যবসার জন্য নির্দিষ্ট কোন টাইম নেই । এ ব্যবসা দিনে ২৪ ঘন্টাই করা যায় । তবে তারপরেও ফরেক্স ব্যবসার জন্য একটি টাইম যার যার সুবিধা অনুযাই বের করে নেয়া উচিত । কারণ কম বেশি সবাই ফরেক্স ছাড়াও অন ব্যবসা বা চাকরির সাথে জরিত আছে।তবে একটা মানুষের পক্ষে কখনও ২৪ ঘন্টা ট্রেড করা সম্ভব নয় তাই সে তার পছন্দ মোতাবেক সকাল বিকাল সন্ধ্যা বা রাত একটি নির্দিষ্ট সময় নির্ধারন করে ট্রেড করে থাকে।

Mas26
2022-08-06, 11:40 PM
আমরা যারা চাকরী করি তাদের প্রত্যেকের সকালে ঘুম থেকে উঠে অফিসের প্রস্তুতি নিতে হয়। অফিসে যাওয়ার আগে তেমন গুরুত্বের সাথে ট্রেডও করা যায় না। বিশেষ করে যারা চাকরী জীবি তাদের বেশির ভাগের সময় হয় চাকুরীর পরে অর্থাৎ সন্ধার পরে। সন্ধার পরের থেকে ঘুমানার সময় পর্যন্ত চাকুরী জিবিদের জন্য ফ্রি টাইম। তাদের জন্য ঐ সময় ট্রেড করা ভাল একটি সময়। আমি নিজেরও সন্ধার পরে ফ্রি হয়ে ট্রেড করতে পারি

FRK75
2023-04-13, 10:28 PM
ফরেক্স মার্কেটে সর্বদা গতিশীল অবস্থা বিরাজমান থাকে। কিন্তু তাই বলে সবসময়ই মার্কেটের গতি সমান থাকে না। কোনো কোনো সময় মার্কেটের গতি অত্যাধিক বেশি থাকে। যারা পার্ট টাইম ফরেক্স ট্রেডার তারা অনেকেই বেশি মুভমেন্ট মার্কেটে ট্রেড করতে পছন্দ করে। এজন্য বাংলাদেশ সময় দুপুর ২ টা - রাত ৯ টা পর্যন্ত ভালো সময় বলে বিবেচিত হতে পারে বলে আমি মনে করি।চব্বিশ ঘন্টা করা যায় বলে যে চব্বিশ ঘন্টাই ফরেক্স নিয়ে বসে থাকতে হবে এমন কোন কথা নেই । আসলে ফরেক্স মার্কেট হল এমন একটা মার্কেট প্লেস যেখানে আমরা দিনে রাতে যে কোন সময় যে কোন অবস্থাতেই ট্রেড করতে পারি । আর এখন মোবাইলের মাধ্যমে ট্রেড করতে পারা যায় বলে যে কোন অবস্থাতেই ট্রেড চেক করা যায় মোবাইলে খুব স্বল্প ডাটা ব্যবহার করেই । তবে আমাদের বেশিরভাগ ট্রেডারই ফরেক্সকে পার্ট টাইম পেশা হিসেবে নিয়েছে । যার কারণে নিদ্দিষ্ট একটা সময়ে আমাদেরকে ট্রেড করতে হয় । বেশিরভাগ রাতের সময় ।ফরেক্স বিজনেস সম্পূর্ণভাবেই স্বাধীন ও মুক্ত একটি বিজনেস। ঘরে বসেই নিজের সুবিধামতন সময়ে ট্রেডিং করা যায় বলে ফরেক্স বিজনেসের প্রতি দিন দিন আগ্রহীদের সংখ্যা বাড়ছে। দিনের ২৪ ঘণ্টা এই মার্কেটে ট্রেডিং করা যায়। তাই নিজের সুবিধামতন সময় বের করে নিয়ে এই মার্কেটে ট্রেডিং করা যায়।