PDA

View Full Version : ফরেক্স এ কি অল্প সময়ে সফলতা সম্ভব?



banglaforex
2016-06-07, 02:36 PM
কিভাবে কাজ করলে ফরেক্স অল্প সময়ে সফলতা আনা যাবে। এ বিষয়ে মতামত কামনা করছি।:accute:

RUBEL MIAH
2016-06-20, 11:00 PM
ফরেক্স মার্কেটে অল্প সময়েই সফলতা সম্ভব যদি দক্ষ ট্রেডার হওয়া যায় । আমরা সব সময় চেষ্টা করব কিভাবে ফরেক্স মার্কেটের উপর দক্ষতা অর্জন করা যায় । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করে তারপর করব তাহলেই সফলতা সম্ভব ।

nestbdit
2016-07-09, 09:17 PM
না ফরেক্সে অল্প সময়ে সফলতা সম্ভব না। আপনি হয়তো দেখবেন দুই এক সপ্তাহ প্রফিট করছেন কিন্তু তৃতিয় সপ্তাহে আপনার ব্যালেন্স জিরো হয়ে গেছে। তাই অন্তত ৩ মাস ডেমো ট্রেড করুন, আর লেগে থাকুন সফলতা আসবেই।

Tanmay
2016-07-23, 03:07 AM
আপনি প্রথমে গুগুলে সার্চ করে দেখুন ফ্রী তে ফরেক্স ট্রেডিং শেখার ভালো কনো ইবুক পাওয়া যায় কিনা? বইটি পড়ে ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালো করে যেনে নিন কতদিন ই বা আর সময় লাগবে হয়তো ২-৩ মাসের মত। আর তাপর পুরো উদ্দ্যমে কাজ শুরু করুন। আর হ্যা ভালো মানের বই যদি পে যান আমাকে অবশ্যই জানাবেন কেন না আমি এ লাইনে একদম নতুন কি করে কি করতে হয় প্রায় কিছুই জানিনা । আমিও ২-৪-৬ মাস যাই লাগুগ না কেন আগে কাজ টা শিখে নেব পরে ভালো ভাবে শুরু করবো । অভিজ্ঞ ভাই যারা আছেন একটু সহাজ্যর হাত বাড়িয়ে দিন ।

milonkhanfx1993
2016-09-18, 11:02 PM
সফলতা আর অল্প সময় বিষয় টা আসলে দুই মেরু,আর ফরেক্স এ অল্প সময়ে সফলতা আছে বলে আমি মনে করি না,আস্তে আস্তে সামনে আগ্রসর হলে সেটা সম্ভব,নতুবা নয়। কারন একজন সফল ট্রেডার হতে দীরঘ সময় ধরে এটার সাথে লেগে থাকতে হই।