PDA

View Full Version : ফরেক্স কী ধরনের শিক্ষা দেয় লোভ না কী লাভ ?????



hasibul
2016-06-11, 12:59 AM
ফরেক্স হলো আন্তজাতিক মানের একটা ব্যাবসা প্লাটফম। কোটি কোটি মানুষ ব্যাবসা করে জীবিকা নিরবাহ করছে। একটা বিশাল প্লাটফমে অনেক দেশের বিচিত্র মানুষ এক সাথে ব্যাবসা করছে। আমার মনে হয় লাভ-লস নিয়েই এই ব্যাবসা। যেখানে লাভ করা বৈধ কিন্তু লোভ করলেই ধংশ হবেন । সুতরাং লোভ থেকে বিরত থেকে মার্কেট এনালাইসিস করে ট্রেড করলে অনেক লাভ করা সম্ভব ।

amin rabby
2016-06-11, 10:08 AM
ফরেক্স ট্রেড করে সকলেই লাভ করতে চায় কারন ব্যবসায় করার মুল উদ্দেশ্য হল মুনাফা অর্জন করা। তাই ফরেক্স ট্রেড অবশ্যই লাভ কিভাবে করতে হয় তা সম্পর্কে শিক্ষা দেয়। তবে যে ট্রেডাররা একটু বেশি প্রাপ্তির আশায় না বুঝে ট্রেড করেন তাদের জন্য ফরেক্স অনেক ঝুকিপুর্ন। সকল ট্রেডারের উচিত সঠিক ও সুষ্ঠভাবে ট্রেড করা এবং পর্যাপ্ত পরিমানে লাভ করার চেষ্টা করা। ফরেক্স ট্রেডে অর্থের সঠিক ব্যবহার করতে হয় তা না হলেই বিপদজনক। তাই এনালাইসিস ও মানি ম্যনেজমেন্ট ভালো করে করা দরকার।

Wajih Toushif
2016-06-11, 10:28 AM
ফরেক্স শেয়ার মার্কেট এর মত। এখানে কেও ইনভেস্ট ছাড়া লাভ বা উপারজন করতে পারে না। যেকোনো ব্যবসায় ইটভেস্ট ছাড়া ব্যবসায় করা জায় না। ফরেক্স তার মধ্যে একটি। অনেকেই আছে লোভ করে এই ব্যবসায় করে কিন্তু ফরেক্স এ লোভ না করে লাভ এর জন্য করলে সফল হওয়া সম্ভব।

foysalahmed
2016-06-11, 11:32 AM
ফরেক্স আমাদের কে শিক্ষা দিচ্ছে তুমি ব্যাবসা কর সেখানে লাভ লস থাকবেই কিন্তু ট্রেড করতে গিয়ে লোভ করা যাবে না। ফরেক্স আমাদের কে এই শিক্ষাই দিয়েছেন লোভ করলে তুমি তোমার ব্যালেন্স শেষ করে ফকির হয়ে যাবেন।

dwipFX
2016-06-11, 12:15 PM
ফরেক্স মার্কেট বিশ্বের মানুষ ট্রেড করে এইটা আমাদের জন্য অনেক বড় সুযোগ কারন বর্তমানে অনলানে কাজ করা সহজ হচ্ছে তাই ফরেক্স মার্কেটে ট্রেড করা সহজ। ফরেক্স মার্কেটে ট্রেড করে টিকে থাকতে হলে আমাদের কে অনেক পরিশ্রম করতে হবে কিভাবে ট্রেড করতে হয় কখন ট্রেড করতে হয় সেটা সম্পর্কে আমাদের বেশি করে জানত। হবে।

motiar
2016-06-11, 01:08 PM
ফরেক্স কখনও লোভ শিখা্য়না এখানে /যেমাধ্যমে শিখানো সেখানে প্রথম ই জানানো হয় এখানে লোভ করলে ধংস । আর ভালভাবে শিখে নিয়ম মেনে এই ব্যাবসা করলে জিবিকার ব্যাবস্তা হবে ।

motiar
2016-06-11, 01:15 PM
ফরেক্স একটি বড় ধরনের আন্তরযাতিক ব্যাবসা এই ব্যাবসা বুঝতে হলে সময় নিয়ে শিখতে হবে অনেক কিছু । তবে এতে ভয়ের কিছুই নাই শিখাটা তেমন কোন কঠিন নয় । একটু মনযোগ হলেই শিখে নিতে পারা যায় ।

RUBEL MIAH
2016-06-16, 12:34 AM
ফরেক্স ব্যবসা সব সময় লাভের দিকটাই শিক্ষা দিয়ে থাকে কারণ ফরেক্স ব্যবসা যদি দক্ষতার সহিত করা হয় তাহলে অবশ্যই সফলকাম হওয়া সম্ভব । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করতে লাভের দিকটাই বেছে নেব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

monorom
2016-06-16, 09:58 AM
ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা । এই ব্যবসা সকলের করার অধিকার রয়েছে । আমরা যারা ফরেক্স ট্রেডিং করি আমাদের সকলের একটাই উদ্দেশ্য হল এই ফরেক্স মার্কেট থেকে মুনাফা আয় করা । প্রতিটি ব্যবসা লাভ লস আছে ঠিক তেমনি ফরেক্স ব্যবসা ও লাভ লস আছে । তাই এই ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করে মুনাফা আয় করতে হলে আপনাকে আগে ফরেক্স ট্রেডিং ভালো ভাবে শিখতে হবে । আর আপনি যদি লোভ করে ফরেক্স ট্রেডিং ভালো করে না শিখেই ট্রেড করেন তাহলে আপনি অনেক বড় লস এর সম্মুখীন হবেন ।

Rahat015
2016-06-16, 10:22 AM
ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা । এই ব্যবসা সকলের করার অধিকার রয়েছে । আমরা যারা ফরেক্স ট্রেডিং করি আমাদের সকলের একটাই উদ্দেশ্য হল এই ফরেক্স মার্কেট থেকে মুনাফা আয় করা । প্রতিটি ব্যবসা লাভ লস আছে ঠিক তেমনি ফরেক্স ব্যবসা ও লাভ লস আছে । কিন্তু আপনি যদি ফরেক্স মার্কেট ভালো ভাবে বুজেন তাহলে আপনি এখানে অনেক লাভ করতে পারবেন। কথা হচ্ছে লাভ করাটা যেন লোভে পরিনত না হয়। ফরেক্স লাভ করতে বলে কিন্তু লোভ পরিহার করে।

hasibul
2016-06-16, 12:59 PM
ধ্ন্যবাদ সুন্দর মতামতের জন্য ।আসলেই ফরেক্স অনলাইন থেকে টাকা ইনকামের একটা ভাল মাধ্যম । যেহেতু এটা একটা ব্যাবসা তাই এই প্লাটফরমে লাভ -লস থাকবেই । লাভ কে লাভের স্থানে রেখেই ব্যাবসা করতে হবে। কখনই লোভ করা ঠিক হবে না । ফরেক্স কখনই লোভ কে সমর্থন করে না ।

Md. Tariqul Islam
2016-06-16, 03:29 PM
ফরেক্স আমাদের কে শিক্ষা দিচ্ছে তুমি ব্যাবসা কর সেখানে লাভ লস থাকবেই কিন্তু ট্রেড করতে গিয়ে লোভ করা যাবে না। তাই ফরেক্স ট্রেড অবশ্যই লাভ কিভাবে করতে হয় তা সম্পর্কে শিক্ষা দেয়। তবে যে ট্রেডাররা একটু বেশি প্রাপ্তির আশায় না বুঝে ট্রেড করেন তাদের জন্য ফরেক্স অনেক ঝুকিপুর্ন। সকল ট্রেডারের উচিত সঠিক ও সুষ্ঠভাবে ট্রেড করা এবং পর্যাপ্ত পরিমানে লাভ করার চেষ্টা করা।

MD ALAMIN ARIF
2016-06-16, 11:48 PM
ফরেক্স হলো আন্তজাতিক মানের একটা ব্যাবসা প্লাটফম। কোটি কোটি মানুষ ব্যাবসা করে জীবিকা নির্বাহ করছে।আপনি যদি ফরেক্স মার্কেট ভালো ভাবে বুজেন তাহলে আপনি এখানে অনেক লাভ করতে পারবেন। কথা হচ্ছে লাভ করাটা যেন লোভে পরিনত না হয়। ফরেক্স লাভ করতে বলে কিন্তু লোভ পরিহার করে।

Moon
2016-06-17, 12:24 AM
লোভ করা মানে আত্নধ্বংস । কেননা লোভ থেকে কখনো আমরা ভালো কিছূ অর্জন করতে পারি না । লোভ সবসময় আত্নঘাতি একটা প্রক্রিয়া । কেননা এর মাধ্যমে একজন ট্রেডার নিজেকে নিয়ন্ত্রন করতে পারে না । তাই যে কোন সময় বড় ধরনরে দুর্ঘটনা ঘটতে পারে । লোভ থেকে বিরত থাকি এবং বেশি করে লাভ করি ।

Md Masud
2017-05-26, 05:36 PM
ফরেক্স ট্রেড অবশ্যই লাভ কিভাবে করতে হয় তা সম্পর্কে শিক্ষা দেয় । তবে যে ট্রেডাররা একটু বেশি প্রাপ্তির আশায় না বুঝে ট্রেড করেন তাদের জন্য ফরেক্স অনেক ঝুকিপুর্ন । আপনি যদি ফরেক্স মার্কেট ভালো ভাবে বুজেন তাহলে আপনি এখানে অনেক লাভ করতে পারবেন । যারা ফরেক্স ট্রেডিং করি আমাদের সকলের একটাই উদ্দেশ্য হল এই ফরেক্স মার্কেট থেকে মুনাফা আয় করা ।

Mamun13
2017-11-29, 10:16 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে এসে বুঝতে পারলাম আমার নিজের লোভ নিয়ন্ত্রন করা কতো কঠিন ব্যাপার৷আসলে ফরেক্স ব্যাবসায় কোথাও কোনোও প্রকার সমস্যা নাই৷তাহলে সমস্যা কোথায় ? নিজের ভিতরে লুকানো এই লোভই আমাকে বার বার লস করাচ্ছে...লোভ নিয়ন্ত্রন করে অল্প অল্প প্রফিট করাই হলো এই মার্কেটের মূল শিক্ষা যা আমি গত ৪ বছরে শিখেছি৷

expkhaled
2018-05-17, 08:22 PM
ফরেক্স মার্কেট এ প্রাথমিক অবস্থায় সবারই লোভ জাগে এটা স্বাভাবিক কারন এটা লিকুইড মার্কেট। কিন্তু যখন কোন শিক্ষানবীষ ট্রেডার লোভ করে ট্রেড করে লস করার পর বুঝতে পারেন যে, জ্ঞান ও অভিজ্ঞতা ছাড়া এই মার্কেট থেকে ভাল কিছু আয় করা যাবে না। যদি তখন স্টাডি করেন এবং ডেমো ট্রেড করে নিজেকে প্রস্তুত করে নিয়ে ট্রেড করা শুরু করেন তখন লাভবান হতে পারেন। যার জন্য প্রয়োজন দীর্ঘ দিনের প্রচেষ্টা এবং সঠিক পন্থায় লেগে থাকার মনমানসিকতা। যারা সঠিক ভাবে ফরেক্স মার্কেট এর সঙ্গে লেগে থাকতে পারবেন তারা নি:সন্দেহে লাভবান হতে পারবেন।

souravkumarhazra6763
2018-05-17, 09:41 PM
ফরেক্স এই সময়ের সব থেকে জনপ্রিয় বিজিনেস,এটি একটি ইন্টারন্যাশনাল বিজিনেস প্লাটফরম,হাজার হাজার মানুষ এই বিজিনেস এর সাথে জড়িত,আমি মনে করি ফরেক্স আমাদের কিভাবে মুনাফা আয় করে নিজের এবং দেশ এর অথৈনৈতিক উন্নয়ন করা জাই এই শিখা প্রদান করে।

uzzal05
2018-05-24, 10:12 AM
ফরেক্স হচ্ছে একটি লোভনীয় ব্যবসা। এটি মনে হয় যেন অনেক সহজ। আসলে বাস্তবে প্রফিট কার অনেক কঠিন। আমি দীর্ঘ ৪ বছর ধরে আছি তারপর ও অনেক লস করি। তবে এখানে লোভ যে করবে সে কোন দিন ফরেক্স করে আয় করতে পারবে না।

fxjaman
2019-03-01, 02:28 PM
আসলে ফরেক্স প্রকৃতভাবে মানুষকে সব ধরনের শিক্ষা দিয়ে থাকে। একজন বিজনেজম্যান কিভাবে তার ব্যবসা পরিচালনা ও পর্যবেক্ষণ করবেন, এবং তার পরিকল্পনা কি স্বল্পমেয়াদী না দীর্ঘমেয়াদী হবে সেটার পূর্ব পরিকল্পনা এবং সে অনুপাতে তাঁর রক্ষণাবেক্ষণের সুষ্ঠ ও সুন্দর এমনকি অভিজ্ঞতাসম্পূর্ণ দায়িত্ববোধ এই শিক্ষাগুলো আমরা এই ফরেক্সের মাধ্যমে পাই।

Grimm
2019-03-01, 03:32 PM
ফরেক্স কোন শিক্ষার জায়গা না। এটা টাকা উপার্জনের জায়গা। আপনি যদি এই ব্যবসা হতে টাকা উপার্জন করতে চান তাহলে আপনাকে আগে শিখে আসতে হবে। আপনি যদি কোন কিছু না শিখেই এই ব্যবসা শুরু করেন তাহলে আপনি কখনই এই ব্যবসা হতে মুনাফা উপার্জন করতে পারবেন না। তাই আগে ভালভাবে শিখুন আর এটাকে শিক্ষার উপকরণ হিসেবে ব্যবহার না করাটাই ভাল। কারণ এটি একটি ব্যবসা শিক্ষার যায়গা না।

SAGOR_HALDER944
2019-03-03, 03:41 PM
ফরেক্স কখনোই লোভ করার শিক্ষা দেয় না, কারন ফরেক্সে আপনি যদি লোভ করেন তাহলে আপনি অল্প কয়েকদিনের মধ্যেই ফরেক্স থেকে হারিয়ে যাবেন। বেশি দিন ফরেক্সে টিকে থাকতে হলে কখনোই লোভ করা যাবে না। বেশি লাভ করার আশায় বিভিন্ন ধরনের এনালাইসিস না করে ট্রেড করলে লসের পাশাপাশি আপনার একাউন্ট ব্যালেন্স শুন্য হয়ে যেতে পারে।

Ronesh186
2019-03-03, 08:18 PM
লোভ সফলতার পথে বাঁধা হয়ে দাঁড়ায়। ফরেক্স কখনো লোভ করার শিক্ষা দেয় না। বরং ধৈর্য্য ধরে ফরেক্সের কাজগুলি শিখে দক্ষতা অনায়ন করে ধীরে ধীরে সফলতার পথে এগিয়ে নিয়ে যায়। কিভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হয় এটা ফরেক্স আমাদের শিক্ষা দেয়। কিভাবে মানি ম্যানেজমেন্ট মেনে অল্প মূলধন নিয়ে লাভ করা যায় এটা ফরেক্স আমাদের শিক্ষা দেয়। কিভাবে ফরেক্সের মাধ্যমে ক্যারিয়ার গড়া যায় এই শিক্ষাগুলি ফরেক্স আমাদের দেয়। ফরেক্সের সকল নিয়ম গুলি মেনে যদি কেউ সামনে আগায় তাহলে সে ফরেক্স ট্রেডিং এ সফল হবে এবং এখান থেকে প্রচুর প্রফিট করতে পারবে।

MdPiashHasan6080892
2019-03-07, 03:48 AM
ফরেক্স একটি ইন্টারন্যাশনাল মার্কেট প্লাটফ। যেখানে লাখ মানুষ ব্যবসা করে লাভবান হচ্ছে।ফরেক্স মার্কেটে যারা ব্যবসা করে তাদের সবাই উদ্দেশ্য ফরেক্স থেকে লাভ করা। ব্যবসায় লাভ লস আছেই এটাই ব্যবসার নীতি ৷ তবে আপনি যদি ফরেক্স মার্কেটে এসে লোভ করেন তাহলে আপনি লসে পরে যাবেন।
ফরেক্স মার্কেটে আপনাকে লাভ করতে হলে দক্ষতার সাথে অবিজ্ঞতা অর্জন করতে হবে। ফরেক্স আমাদের শিখা দেই কিভাবে ফরেক্স থেকে লাভ করতে হয় লোভ নয়।

Ajifa01
2019-03-07, 03:53 AM
খুব সুন্দর একটা প্রশ্ন ফরেক্স কি রকম শিক্ষা দেয় লোক না না আমি মনে করি দুই রকমের শিক্ষা দেয় এগুলো করতে এসে ফেঁসে অনেক টাকার লোভ থাকে শূন্য টাকা নিয়ে ঘরে ফিরে

TanjirKhandokar1994
2019-07-26, 03:47 PM
ভাই সকল প্রকার ব্যবসাতে লাভ লস দুটোই আছে এবং এটা চিরন্তন সত্যি। তবে এখানে আপনি বলেছেন ফরেক্স আমাদের কি শিক্ষা দেয় এর প্রেক্ষিতে আমি বলবো ফরেক্স আমাদের একজন সফল ট্রেডার /মানুষ হওয়ার শিক্ষা দেয়। তবে ফরেক্স কখনোই লোভি হওয়ার শিক্ষা দেয় না। তবে আমরা এখানে লোভি হই এর কারন হলো বেশি লাভ করা। আর এই বেশি লাভ করতে গিয়েই বাধে বিপত্তি। তাই আমাদের সবারই উচিত ফরেক্স ট্রেডিং এ সকল প্রকার লোভ সামলিয়ে ট্রেড করা তাহলে এখানে আমরা সকলেই সফল হতে পারবো বলে আমি মনে করি। কারন লোভের কারনেই সব শেষ হয়ে যায়। ধন্যবাদ

rakib.r
2020-02-01, 05:47 PM
ফরেক্স হলো আন্তর্জাতিক একটা মুদ্রা ব্যাবসা। এটি একটি স্বাধীন ব্যবসা। ফরেক্স করে পৃথিবীতে অনেক মানুষ তাদের জিবিকা নির্বাহ করতেছে। ফরেক্স আমাদের দুই ধরনের ই শিক্ষা দেয় । লাভ বা লোভের শিক্ষা আসলে আমাদের নিজেদের নিয়ে নিতে হবে। ফরেক্সে লোভ মানে হলো নিজের বিপদ নিজে করে ফেলা। তাই আমাদের লোভ কে ভুলে লাগের দিকে নজর দেওয়া উচিৎ। লাভ টা হোক অল্প কিংবা বেশি কিন্তু লোভ যেনো না করি

MdRubelShaikh
2020-02-01, 05:50 PM
ফরেক্স ট্রেডিং হলো একটা অনলাইন ব্যবসা।আপনার প্রশ্নের উওরে বলতে পারি ফরেক্স ব্যবসায় যে লোভ করবে তার অ্যাকাউন্ট জিরো হবার সম্ভাবনা অনেক বেলি।তাই আমি মনে করি ফরেক্স ব্যবসায় অল্প লাভ করুন এবং নিজের জীবন গড়ুন।

Shohedulla
2020-02-01, 07:33 PM
ফরেক্স আমাদের কখনো লোড করার শিক্ষা দেয় না। কারণ কিলো কখনো কারোর ভালো করতে পারে না। লোভের কারণে বেশিরভাগ ট্রেডার্স রাই লোকসানের সম্মুখীন হয়। যদি কেউ লক করে ট্রেডিং করে তাহলে তার সেই ব্যবসায় লোকসান হবে।

Hredy
2020-03-14, 07:53 PM
ফরেক্স শেয়ার মার্কেট এর মত। এখানে কেও ইনভেস্ট ছাড়া লাভ বা উপারজন করতে পারে না। যেকোনো ব্যবসায় ইটভেস্ট ছাড়া ব্যবসায় করা জায় না। ফরেক্স তার মধ্যে একটি। অনেকেই আছে লোভ করে এই ব্যবসায় করে কিন্তু ফরেক্স এ লোভ না করে লাভ এর জন্য করলে সফল হওয়া সম্ভব।

Kane
2020-03-14, 08:00 PM
ফরেক্স শেয়ার মার্কেট এর মত। এখানে কেও ইনভেস্ট ছাড়া লাভ বা উপারজন করতে পারে না। যেকোনো ব্যবসায় ইটভেস্ট ছাড়া ব্যবসায় করা জায় না। ফরেক্স তার মধ্যে একটি। অনেকেই আছে লোভ করে এই ব্যবসায় করে কিন্তু ফরেক্স এ লোভ না করে লাভ এর জন্য করলে সফল হওয়া সম্ভব।

Lubna1212
2020-03-14, 08:05 PM
প্রিয় ভাই আপনি ঠিক বলেছেন সবাইকে একসাথে কাজ করার পেছনে যে মৌলিক অনুপ্রেরণা হয় তা হ'ল এই আলোকে ফরেক্স আদান-প্রদানের মাধ্যমে সুবিধা অর্জন করা প্রয়োজন। সুতরাং ফরেক্স এক্সচেঞ্জ নিঃসন্দেহে আপনাকে কীভাবে বেনিফিট করতে হয় তা দেখায়। যাই হোক না কেন, যারা ডিলাররা কিছুটা বেশি পাওয়ার সম্ভাবনা বুঝতে পারেন না তাদের জন্য ফরেক্স বিপজ্জনক। সমস্ত ব্রোকারদের যথাযথ এবং যথাযথ বিনিময় করা উচিত এবং পর্যাপ্ত সুবিধা অর্জনের চেষ্টা করা উচিত। বৈদেশিক মুদ্রার বিনিময়ে নগদ অর্থের সঠিক ব্যবহার আপনার কাছে না থাকাই বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পদ্ধতিতে, তদন্ত এবং নির্বাহীদের নগদভাবে প্রশংসনীয়ভাবে অগ্রগতি করা উচিত।

Mas26
2020-03-14, 08:07 PM
ফরেক্স শেয়ার মার্কেট এর মত। এখানে কেও ইনভেস্ট ছাড়া লাভ বা উপারজন করতে পারে না। যেকোনো ব্যবসায় ইটভেস্ট ছাড়া ব্যবসায় করা জায় না। ফরেক্স তার মধ্যে একটি। অনেকেই আছে লোভ করে এই ব্যবসায় করে কিন্তু ফরেক্স এ লোভ না করে লাভ এর জন্য করলে সফল হওয়া সম্ভব।

Hredy
2020-04-26, 07:49 AM
ফরেক্স আমাদের কে শিক্ষা দিচ্ছে তুমি ব্যাবসা কর সেখানে লাভ লস থাকবেই কিন্তু ট্রেড করতে গিয়ে লোভ করা যাবে না। ফরেক্স আমাদের কে এই শিক্ষাই দিয়েছেন লোভ করলে তুমি তোমার ব্যালেন্স শেষ করে ফকির হয়ে যাবেন।

KF84
2020-06-14, 09:17 PM
আপনি যদি কোন কিছু না শিখেই এই ব্যবসা শুরু করেন তাহলে আপনি কখনই এই ব্যবসা হতে মুনাফা উপার্জন করতে পারবেন না । তাই আগে ভালভাবে শিখুন আর এটাকে শিক্ষার উপকরণ হিসেবে ব্যবহার করাটাই ভাল । কারণ এটি একটি ব্যবসা তাই শিক্ষার আদর্শ জায়গা বা অভিজ্ঞতা অর্জনের জায়গা এটাই ।

muslima
2020-06-20, 01:03 AM
ফরেক্স ট্রেড অবশ্যই লাভ কিভাবে করতে হয় তা সম্পর্কে শিক্ষা দেয়। তবে যে ট্রেডাররা একটু বেশি প্রাপ্তির আশায় না বুঝে ট্রেড করেন তাদের জন্য ফরেক্স অনেক ঝুকিপুর্ন। সকল ট্রেডারের উচিত সঠিক ও সুষ্ঠভাবে ট্রেড করা । আপনি যদি কোন কিছু না শিখেই এই ব্যবসা শুরু করেন তাহলে আপনি কখনই এই ব্যবসা হতে মুনাফা উপার্জন করতে পারবেন না। তাই আগে ভালভাবে শিখুন আর এটাকে শিক্ষার উপকরণ হিসেবে ব্যবহার না করাটাই ভাল।

milu
2020-06-20, 08:33 PM
কিভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হয় এটা ফরেক্স আমাদের শিক্ষা দেয়। কিভাবে মানি ম্যানেজমেন্ট মেনে অল্প মূলধন নিয়ে লাভ করা যায় এটা ফরেক্স আমাদের শিক্ষা দেয়। কিভাবে ফরেক্সের মাধ্যমে ক্যারিয়ার গড়া যায় এই শিক্ষাগুলি ফরেক্স আমাদের দেয়। বৈদেশিক মুদ্রার বিনিময়ে নগদ অর্থের সঠিক ব্যবহার আপনার কাছে না থাকাই বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পদ্ধতিতে, তদন্ত এবং নির্বাহীদের নগদভাবে প্রশংসনীয়ভাবে অগ্রগতি করা উচিত।

FREEDOM
2020-06-20, 10:55 PM
ফরেক্স হলো আন্তজাতিক মানের একটা ব্যাবসা প্লাটফম। কোটি কোটি মানুষ ব্যাবসা করে জীবিকা নিরবাহ করছে। একটা বিশাল প্লাটফমে অনেক দেশের বিচিত্র মানুষ এক সাথে ব্যাবসা করছে। আমার মনে হয় লাভ-লস নিয়েই এই ব্যাবসা। যেখানে লাভ করা বৈধ কিন্তু লোভ করলেই ধংশ হবেন । সুতরাং লোভ থেকে বিরত থেকে মার্কেট এনালাইসিস করে ট্রেড করলে অনেক লাভ করা সম্ভব ।

ফরেক্স মার্কেটে সবাই লাভ করতেই আসি লস করতে নয়। কিন্তু লাভ তখনই আসবে যখন ফরেক্সে আপনি একজন দক্ষ ট্রেডার হয়ে উঠতে পারবেন। কারন কোনরকম দক্ষতা ছারাই যদি আপনি ট্রেডিং করে আর বেশি প্রফিটের আশা করেন সেক্ষেত্রে প্রফিটতো আসবেনা বরং লস গুনতে হবে। ফরেক্সে এমন অনেক ট্রেডার আছে যারা দ্রুত লাভের আশায় বেশি রিস্ক নিয়ে ট্রেড করে এককথায় লোভে পড়ে যায় আর তখনই ফরেক্সে লাভ নয় লস দেখতে হয় এবং ছিটকে পড়তে হয় ফরেক্স থেকে।

Md.shohag
2020-06-21, 12:56 AM
ফরেক্স হলো আন্তজাতিক মানের একটা ব্যাবসা প্লাটফম। কোটি কোটি মানুষ ব্যাবসা করে জীবিকা নিরবাহ করছে। একটা বিশাল প্লাটফমে অনেক দেশের বিচিত্র মানুষ এক সাথে ব্যাবসা করছে। আমার মনে হয় লাভ-লস নিয়েই এই ব্যাবসা। যেখানে লাভ করা বৈধ কিন্তু লোভ করলেই ধংশ হবেন । সুতরাং লোভ থেকে বিরত থেকে মার্কেট এনালাইসিস করে ট্রেড করলে অনেক লাভ করা সম্ভব ।

NEWVISION2020
2020-06-21, 01:33 AM
ফরেক্স আন্তর্জাতিক ব্যবসা প্ল্যাটফর্ম এবং এখানে সারা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোন পেশার যেকোনো বয়সের মানুষ স্বাধীনভাবে ব্যবসা করতে পারে এটা যেমন সত্য তেমনি আরেকটা গুরুত্বপূর্ণ সত্য হলো ফরেক্স মার্কেটে লোভের কোন স্থান নেই।অর্থাৎ যারাই ফরেক্স মার্কেটে লোভের দ্বারা প্রভাবিত হয়েছে তারা কেউই ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারেনি বরং তাদের ডিপোজিট করা মূলধন হারিয়ে ফরেক্স মার্কেট থেকে সরে যেতে বাধ্য হয়েছে।এটা দেখে আমরা যে শিক্ষা পাই তা হলো ফরেক্স মার্কেটে লোভ করা যাবে না বরং লোভকে সামলে রেখে অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে সঠিক সময়ে সঠিক ট্রেডিং করতে হবে তা হলেও অল্প সময়ের ভিতর খুব ভাল লাভ করা সম্ভব হবে।

Mahmud1984fx
2020-06-21, 07:01 AM
আমার মতে লোভ মানুষের জন্মগত বৈশিষ্ট্য আর লাভ করা জন্মের পরে কোন ব্যবসায় শেখার বিষয়। সুতরাং ফরেক্স আমাদেরকে লাভ করা শেখায়। তবে যাদের আবেগ নিয়ন্ত্রণে নেই এবং লোভকে কোনভাবেই নিয়ন্ত্রণে রাখতে পারে না তাদের কাছে মনে হয় যেন ফরেক্স তাদেরকে লোভ করা শেখায়। এটা ভূল ধারণা। টাকার লোভ কোন পেশায় বা চাকুরী বা ব্যবসায় নেই ? সব পেশাতেই অর্থ ইনকামের বিষয়টা গুরুত্বপূর্ণ। এটা লোভের বিষয় নয় এটা প্রয়োজনীয় বিষয়। নিয়ন্ত্রিত লোভ ভাল কিন্তু অতিরিক্ত লোভ ভাল নয়। ধন্যবাদ।

konok
2020-06-21, 08:54 AM
ফরেক্স হলো আন্তজাতিক মানের একটা ব্যাবসা প্লাটফম। কোটি কোটি মানুষ ব্যাবসা করে জীবিকা নিরবাহ করছে। একটা বিশাল প্লাটফমে অনেক দেশের বিচিত্র মানুষ এক সাথে ব্যাবসা করছে। আমার মনে হয় লাভ-লস নিয়েই এই ব্যাবসা। যেখানে লাভ করা বৈধ কিন্তু লোভ করলেই ধংশ হবেন । তবে যে ট্রেডাররা একটু বেশি প্রাপ্তির আশায় না বুঝে ট্রেড করেন তাদের জন্য ফরেক্স অনেক ঝুকিপুর্ন। সকল ট্রেডারের উচিত সঠিক ও সুষ্ঠভাবে ট্রেড করা এবং পর্যাপ্ত পরিমানে লাভ করার চেষ্টা করা। ফরেক্স ট্রেডে অর্থের সঠিক ব্যবহার করতে হয় তা না হলেই বিপদজনক। তাই এনালাইসিস ও মানি ম্যনেজমেন্ট ভালো করে করা দরকার। অনেকেই আছে লোভ করে এই ব্যবসায় করে কিন্তু ফরেক্স এ লোভ না করে লাভ এর জন্য করলে সফল হওয়া সম্ভব।

FATEMAKHATUN
2020-06-21, 09:07 AM
ফরেক্স আমাদেরকে শেখায় লোভ না করতে শেখায়। লোভে না পড়ে ধৈর্যের সাথে কাজ করতে পারলে লাভ অর্থাৎ সফলতা নিশ্চিত ইনশআল্লাহ্।

FATEMARUMA
2020-06-21, 09:22 AM
লোভ মানুষকে ধ্বংস করে এতে কোন সন্দেহ নেই। তাই ফরেক্সে প্রত্যেকের উচিত, লোভ না করে ঠান্ডা মাথায় ধৈর্য সহকারে ট্রেডিং করা।

HASIBURRAHMAN
2020-06-21, 10:41 AM
লোভে পাপ, পাপে মৃত্যু। অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংসের দিকে ধাবিত করে। তাই লোভ নিয়ে ফরেক্সে আসলে ব্যর্থতা আপনাকে ঢেকেই ফেলবে।

Soh1952
2020-06-21, 11:07 AM
ফরেক্স সব সময় লাভের শিক্ষা দেয়।আর লোভতো সব সময় ক্ষতিগ্রস্ত করে। তাছাড়া আমরা যারা ফরেক্স ট্রেডিং করি আমাদের সকলের একটাই উদ্দেশ্য হল এই ফরেক্স মার্কেট থেকে মুনাফা আয় করা । প্রতিটি ব্যবসা লাভ লস আছে ঠিক তেমনি ফরেক্স ব্যবসা ও লাভ লস আছে । তাই এই ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করে মুনাফা আয় করতে হলে আপনাকে আগে ফরেক্স ট্রেডিং ভালো ভাবে শিখতে হবে। এবং সব সময় লোভ থেকে বিরত থাকতে হবে। লোভ করছেনতো বড় ধরনের লসের মুখে পরতে হবে।

Devdas
2020-07-17, 07:22 PM
ফরেক্স হচ্ছে একটি আন্তজার্তিক মুদ্রা ক্রয়-বিক্রয় বাজার। এখানে সব ট্রেডারগন মুদ্রা ক্রয়-বিক্রয় করার মাধ্যেমে ট্রেড করে যা লাভ পায় তাই ফরেক্স। ফরেক্স থেকে আমরা কোন লোভ পাই না বরং লাভ ই পাই । কেননা, ফরেক্স করে আয় করার জন্য ফরেক্স করে থাকি। তবে একটি কথা যে ফরেক্স প্রথমে আসলে লোভ পাবেই। তবে লোভ থেকে শিক্ষা অর্জন করে তারপর লাভ করা হয় এই ফরেক্স থেকে । তাই আমি বলব যে ফরেক্স থেকে লাভ লোভ দুটুই হয়। ধন্যবাদ।

IFXmehedi
2020-07-22, 10:17 AM
ফরেক্স হলো আন্তজাতিক মানের একটা ব্যাবসা প্লাটফম। কোটি কোটি মানুষ ব্যাবসা করে জীবিকা নিরবাহ করছে। একটা বিশাল প্লাটফমে অনেক দেশের বিচিত্র মানুষ এক সাথে ব্যাবসা করছে। আমার মনে হয় লাভ-লস নিয়েই এই ব্যাবসা। যেখানে লাভ করা বৈধ কিন্তু লোভ করলেই ধংশ হবেন । সুতরাং লোভ থেকে বিরত থেকে মার্কেট এনালাইসিস করে ট্রেড করলে অনেক লাভ করা সম্ভব ।

ভাই সত্যি কথা বলতে কি যেখানে অর্থ আছে বা যেখানে বেশি পাওয়ার প্রবণতা আছে সেখানে লোভ চলে আসে । আর ফরেক্স মার্কেটে যত বেশি অর্থ উপার্জন করার উপায় আছে সে ক্ষেত্রে ফরেক্স মার্কেট থেকেও আমাদের কাছে বেশি ব্যবহার প্রবণতা কাজ করে সেটাই হলো লোভ । আপনি যদি এই লোভ কে নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে আপনি কখনোই ফরেক্স মার্কেটে নিজের সফলতা খুঁজে পাবেন না । আর ফরেক্স মার্কেট কখনো লোভের শিক্ষা দেয় না ।

Devdas
2020-07-22, 10:35 AM
প্রথমে ফরেক্স আমাদেরকে লোভ করাটা শিক্ষা দিয়ে থাকে। ফরেক্স কিন্তু লোভ শিক্ষাটা দেয় না কিন্তু আমরা লোভ এ পরে যাই বিধায় লোভ শিক্ষাটা দেয় আমরা দাবি করি। কিন্তু এই লোভ করে যে পতন হয় সেই শিক্ষাটাও আমরা এই ফরেক্স থেকে পাই। তারপর আমরা যখন লোভকে সামলিয়ে ফরেক্স করি তখন আমরা লাভ করতে পারি। এতেউ আমাদেরকে শিক্ষা দেয় যে লোভ করে ফরেক্স করলে পতন আর লোভ না করলে ফরেক্স থেকে লাভ এই শিক্ষাটা দিয়ে থাকে ফরেক্স।

samun
2020-07-22, 11:24 AM
প্রতিটি কাজের ভাল দিক ও মন্দ দিক রয়েছে। তবে ভাল দিক বুদ্ধিমান ব্যক্তি বেছে নেয়। আর বোকারা ফাদে পা দেয়। ফরেক্স থেকে ভাল আয় করা সম্ভব। তবে ফরেক্সে অধিক লাভের আশায় অনেকে লোভ করে থাকে। যার ফলে খুব তাড়াতাড়ি ফরেক্স থেকে বিদায় নিতে হয়। যেকোনো কাজে টিকে থাকতে হলে অবশ্যই লোভ জিনিসটকে ত্যাগ করতে হবে। তবেই সফলতা অর্জন করা সম্ভব। তাই ফরেক্সের লাভ ও লোভ উভয় দিক রয়েছে, টিকে থাকার জন্য অবশ্যই লোভ পরিহার করে আয় করতে হবে।

mahmudfx84
2020-07-22, 12:11 PM
ফরেক্স ট্রেডিং থেকে আমরা মূলত: শিখতে পারি। ফরেক্স কখনো আমাদেরকে লোভ শেখায় না বরং লোভ থেকে মুক্ত না থাকলে কী পরিমাণ ক্ষতি হতে পারে তা হাতে কলমে শিক্ষা দেয়। অতি লোভ আমাদেরকে তীলে তীলে কিভাবে শেষ করে , জোকের মত রক্ত খেয়ে আস্তে করে শরীর থেকে যেভাবে নেমে যায় ঠিক সেভাবে লোভ আমাদেরকে ধ্বংস করে। এজন্য লোভমুক্ত হয়ে অল্প অল্প করে লাভ করে কিভাবে জীবনে সফল হওয়া যায় তা ফরেক্স আমাদেরকে খুব সুন্দর করে শিখিয়ে দেয়।

Rokibul7
2020-07-22, 12:16 PM
ফরেক্স হলো আন্তজাতিক মানের একটা ব্যাবসা প্লাটফম। কোটি কোটি মানুষ ব্যাবসা করে জীবিকা নিরবাহ করছে। একটা বিশাল প্লাটফমে অনেক দেশের বিচিত্র মানুষ এক সাথে ব্যাবসা করছে। আমার মনে হয় লাভ-লস নিয়েই এই ব্যাবসা। যেখানে লাভ করা বৈধ কিন্তু লোভ করলেই ধংশ হবেন । সুতরাং লোভ থেকে বিরত থেকে মার্কেট এনালাইসিস করে ট্রেড করলে অনেক লাভ করা সম্ভব ।

ফরেক্স মাকেটে যতবার লোভ করেছি তত বার জিরো হয়েছি।আমার এক বন্ধু আছে সে প্রতি মাসেই জিরো হয় আর বোনাস নেয় আবার জিরো হয় বোনাস নেয় । তার লট সাইজ এত বড় যে জিরো হতে বেশি সময় লাগে না ২০০পিপস গেলেই জির।

Hredy
2020-07-22, 12:34 PM
ফরেক্স মার্কেট বিশ্বের মানুষ ট্রেড করে এইটা আমাদের জন্য অনেক বড় সুযোগ কারন বর্তমানে অনলানে কাজ করা সহজ হচ্ছে তাই ফরেক্স মার্কেটে ট্রেড করা সহজ। ফরেক্স মার্কেটে ট্রেড করে টিকে থাকতে হলে আমাদের কে অনেক পরিশ্রম করতে হবে কিভাবে ট্রেড করতে হয় কখন ট্রেড করতে হয় সেটা সম্পর্কে আমাদের বেশি করে জানত। হবে।

rakib.r
2020-07-22, 02:23 PM
প্রতিটা জিনিসের ই কিছু পজেটিভ সাইড থাকে আর কিছু নেগেটিভ সাইড থাকে। ফরেক্সের ক্ষেত্রেও সেইম একটা ব্যাপার। এখানেও যেমন লাভ লস আছে তেমনি লোভ ও আছে ভালো পরিমানে। লোভ মানুষকে খারাপের দিকে নিয়ে যায়। ফরেক্স একটা ঝুকিপূর্ন লোভ জনক ব্যাবসা। মানে হলো ফরেক্সে আসলে আপনি একবার না একবার লোভে পড়বেন ই । কেও ভুল করে শিক্ষা পায় আবার কেও বা ভুলের আগেই সতর্ক হতে পারে। মোট কথা আমাদের ফরেক্সে টিকে থাকতে হলে লোভ বাদ দিয়ে তবেই থাকতে হবে নতুবা আমরা ফরেক্সে টিকে থাকতে পারবো না। লোভ বাদ দিয়ে সঠিক ভাবে এনালাইজ করে ট্রেড করুন দেখবেন সফল হতে পারবেন ইনশাআল্লাহ্*

Hredy
2020-07-22, 02:45 PM
ফরেক্স শেয়ার মার্কেট এর মত। এখানে কেও ইনভেস্ট ছাড়া লাভ বা উপারজন করতে পারে না। যেকোনো ব্যবসায় ইটভেস্ট ছাড়া ব্যবসায় করা জায় না। ফরেক্স তার মধ্যে একটি। অনেকেই আছে লোভ করে এই ব্যবসায় করে কিন্তু ফরেক্স এ লোভ না করে লাভ এর জন্য করলে সফল হওয়া সম্ভব।

jimislam
2020-09-23, 11:37 AM
ভাই আপনি ঠিক বলেছেন সবাইকে একসাথে কাজ করার পেছনে যে মৌলিক অনুপ্রেরণা হয় তা হ'ল এই আলোকে ফরেক্স আদান-প্রদানের মাধ্যমে সুবিধা অর্জন করা প্রয়োজন। সুতরাং ফরেক্স এক্সচেঞ্জ নিঃসন্দেহে আপনাকে কীভাবে বেনিফিট করতে হয় তা দেখায়। যাই হোক না কেন, যেকোনো কাজে টিকে থাকতে হলে অবশ্যই লোভ জিনিসটকে ত্যাগ করতে হবে। তবেই সফলতা অর্জন করা সম্ভব। তাই ফরেক্সের লাভ ও লোভ উভয় দিক রয়েছে, টিকে থাকার জন্য অবশ্যই লোভ পরিহার করে আয় করতে হবে।

tutul07
2020-09-23, 03:45 PM
আপনি যদি কোন কিছু না শিখেই এই ব্যবসা শুরু করেন তাহলে আপনি কখনই এই ব্যবসা হতে মুনাফা উপার্জন করতে পারবেন না। তাই আগে ভালভাবে শিখুন আর এটাকে শিক্ষার উপকরণ হিসেবে ব্যবহার না করাটাই ভাল। কারণ এটি একটি ব্যবসা শিক্ষার যায়গা না। তবেই সফলতা অর্জন করা সম্ভব। তাই ফরেক্সের লাভ ও লোভ উভয় দিক রয়েছে, টিকে থাকার জন্য অবশ্যই লোভ পরিহার করে আয় করতে হবে।

uzzal05
2020-09-23, 05:06 PM
ফরেক্স মার্কেট থেকে টাকা আনলিমিট্রেড আয় করা যাবে। কিন্তু তার জন্য অবশ্যই দক্ষ হতে হবে। ফরেক্স লোভী হতে শেখায় না। আপনার নিজেকে নিয়ন্ত্রন করতে হবে। কেননা মার্কেট থেকে যেহেতু আনলিমিট্রেড আয় করার সম্ভাবনা রয়েছে। লোভ করে ফরেক্স এ কখনোই টি কে থাকা যাবে না।

sss21
2020-09-23, 07:11 PM
ফরেক্স ট্রেডিং হলো একটা অনলাইন ব্যবসা।আপনার প্রশ্নের উওরে বলতে পারি ফরেক্স ব্যবসায় যে লোভ করবে তার অ্যাকাউন্ট জিরো হবার সম্ভাবনা অনেক বেলি।তাই আমি মনে করি ফরেক্স ব্যবসায় অল্প লাভ করুন এবং নিজের জীবন গড়ুন।

ABDUSSALAM2020
2020-09-23, 11:07 PM
ফরেক্স কী ধরনের শিক্ষা দেয় লোভ না কী লাভ ?????
ফরেক্স হলো আন্তজাতিক মানের একটা ব্যাবসা প্লাটফম। কোটি কোটি মানুষ ব্যাবসা করে জীবিকা নিরবাহ করছে। একটা বিশাল প্লাটফমে অনেক দেশের বিচিত্র মানুষ এক সাথে ব্যাবসা করছে। আমার মনে হয় লাভ-লস নিয়েই এই ব্যাবসা। যেখানে লাভ করা বৈধ কিন্তু লোভ করলেই ধংশ হবেন । সুতরাং লোভ থেকে বিরত থেকে মার্কেট এনালাইসিস করে ট্রেড করলে অনেক লাভ করা সম্ভব ।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

FRK75
2020-12-17, 08:45 AM
ফরেক্স আমাদের কে শিক্ষা দিচ্ছে তুমি ব্যাবসা কর সেখানে লাভ লস থাকবেই কিন্তু ট্রেড করতে গিয়ে লোভ করা যাবে না। তাই ফরেক্স ট্রেড অবশ্যই লাভ কিভাবে করতে হয় তা সম্পর্কে শিক্ষা দেয়। তবে যে ট্রেডাররা একটু বেশি প্রাপ্তির আশায় না বুঝে ট্রেড করেন তাদের জন্য ফরেক্স অনেক ঝুকিপুর্ন। সকল ট্রেডারের উচিত সঠিক ও সুষ্ঠভাবে ট্রেড করা এবং পর্যাপ্ত পরিমানে লাভ করার চেষ্টা করা।। আসলে বাস্তবে প্রফিট কার অনেক কঠিন। আমি দীর্ঘ ৪ বছর ধরে আছি তারপর ও অনেক লস করি। তবে এখানে লোভ যে করবে সে কোন দিন ফরেক্স করে আয় করতে পারবে না।

Sid
2020-12-17, 09:01 AM
ফরেক্স শেয়ার মার্কেট এর মত। এখানে কেও ইনভেস্ট ছাড়া লাভ বা উপারজন করতে পারে না। যেকোনো ব্যবসায় ইটভেস্ট ছাড়া ব্যবসায় করা জায় না। ফরেক্স তার মধ্যে একটি। অনেকেই আছে লোভ করে এই ব্যবসায় করে কিন্তু ফরেক্স এ লোভ না করে লাভ এর জন্য করলে সফল হওয়া সম্ভব।

micky1212
2020-12-17, 09:20 AM
এক্সচেঞ্জের মূল কারণটি যে কোনও সুবিধা অর্জন করা উচিত তার ভিত্তিতে ফরেক্স বিনিময় করে প্রত্যেককে একটি সুবিধা অর্জন করতে হবে। সুতরাং বৈদেশিক মুদ্রার বিনিময় পুরোপুরি আপনাকে কীভাবে উপকৃত করবেন তা দেখায়। তবুও, বৈদেশিক মুদ্রা কিছু বর্ধিত হওয়ার প্রত্যাশায় স্বীকৃতি না দিয়ে বিনিময়কারীদের পক্ষে অনিরাপদ। সমস্ত ব্রোকারের কার্যকর এবং যুক্তিযুক্ত বিনিময় করা উচিত এবং পর্যাপ্ত সুবিধা অর্জনের চেষ্টা করা উচিত। বৈদেশিক মুদ্রার বিনিময় আপনার পক্ষে নগদ যথাযথভাবে ব্যবহার না করার পক্ষে বিপদজনক। সুতরাং তদন্ত এবং নির্বাহীদের নগদ প্রশংসনীয়ভাবে অগ্রগতি করা উচিত।

FRK75
2021-06-12, 10:25 PM
ট্রেড করে সকলেই লাভ করতে চায় কারন ব্যবসায় করার মুল উদ্দেশ্য হল মুনাফা অর্জন করা। তাই ফরেক্স ট্রেড অবশ্যই লাভ কিভাবে করতে হয় তা সম্পর্কে শিক্ষা দেয়। তবে যে ট্রেডাররা একটু বেশি প্রাপ্তির আশায় না বুঝে ট্রেড করেন তাদের জন্য ফরেক্স অনেক ঝুকিপুর্ন। সকল ট্রেডারের উচিত সঠিক ও সুষ্ঠভাবে ট্রেড করা এবং পর্যাপ্ত পরিমানে লাভ করার চেষ্টা করা। ফরেক্স ট্রেডে অর্থের সঠিক ব্যবহার করতে হয় তা না হলেই বিপদজনক।

Sakib42
2021-06-12, 11:03 PM
ফরেক্স ট্রেড করে সকলেই লাভ করতে চায় কারন ব্যবসায় করার মুল উদ্দেশ্য হল মুনাফা অর্জন করা। তাই ফরেক্স ট্রেড অবশ্যই লাভ কিভাবে করতে হয় তা সম্পর্কে শিক্ষা দেয়। এবং আমরা যারা এই খানে আছি তাদের সবারই উদ্দেশ্য হলো মুনাফা মানে অর্থ উপার্জন করা। এই অর্থ উপার্জন করার জন্য আমরা অনেকেই অনেক ভাবে লেগে থাকি কিন্তু আমাদের একটু ভাবতে হবে যেনো আমরা লোভের মুখে না পরি। যদি লোভের মুখে পরি তাহলে সেইটা থেকে লাভ অর্জন করাটা খুব কষ্টকর। তাই লাভ বাদ দিয়ে তারপর চিন্তা ভাবনা করতে হবে।

Mas26
2021-06-12, 11:24 PM
ফরেক্স একটি বড় ধরনের আন্তরযাতিক ব্যাবসা এই ব্যাবসা বুঝতে হলে সময় নিয়ে শিখতে হবে অনেক কিছু।ফরেক্স শেয়ার মার্কেট এর মত। এখানে কেও ইনভেস্ট ছাড়া লাভ বা উপারজন করতে পারে না। যেকোনো ব্যবসায় ইটভেস্ট ছাড়া ব্যবসায় করা জায় না। ফরেক্স তার মধ্যে একটি। অনেকেই আছে লোভ করে এই ব্যবসায় করে কিন্তু ফরেক্স এ লোভ না করে লাভ এর জন্য করলে সফল হওয়া সম্ভব।তবে এতে ভয়ের কিছুই নাই শিখাটা তেমন কোন কঠিন নয়। একটু মনযোগ হলেই শিখে নিতে পারা যায়।

EmonFX
2021-06-12, 11:33 PM
ফরেক্স হলো আন্তজাতিক মানের একটা ব্যাবসা প্লাটফম। কোটি কোটি মানুষ ব্যাবসা করে জীবিকা নিরবাহ করছে। একটা বিশাল প্লাটফমে অনেক দেশের বিচিত্র মানুষ এক সাথে ব্যাবসা করছে। আমার মনে হয় লাভ-লস নিয়েই এই ব্যাবসা। যেখানে লাভ করা বৈধ কিন্তু লোভ করলেই ধংশ হবেন । সুতরাং লোভ থেকে বিরত থেকে মার্কেট এনালাইসিস করে ট্রেড করলে অনেক লাভ করা সম্ভব ।

ফরেক্স মার্কেটে লোভ এবং লাভ এই দুটি বিপরীতমুখী বিষয় পাশাপাশি সহাবস্থান করছে। একজন ট্রেডারকে সিদ্ধান্ত নিতে হবে সে কোনটা গ্রহণ করবে। নিঃসন্দেহে ফরেক্স মার্কেট বিশ্বের অন্যতম বিজনেস প্ল্যাটফর্ম। বর্তমান ফরেক্স মার্কেট বিশ্বের অন্যতম বৃহৎ নিউ ইয়র্ক শেয়ারবাজারের থেকেও 25 গুণ বড়। ফরেক্স মার্কেটে প্রতিদিন নিউ ইয়র্ক শেয়ার মার্কেট এর থেকেও অনেক বেশি আর্থিক লেনদেন হয়ে থাকে। প্রতিনিয়ত ফরেক্সে সদস্যসংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে। এর অন্যতম কারণ হলো এর সহজলভ্যতা।

শুধুমাত্র ইন্টারনেট সংযোগসহ একটি কম্পিউটার বা মোবাইল ফোন হলেই যে কেউ পৃথিবীর যেকোন প্রান্তে বসেই এবং ঘরে বসেই ফরেক্স ট্রেডিং করতে পারেন। এবং বর্তমান ফরেক্স মার্কেট হ্যালো সর্বাধুনিক ও স্মার্ট বিজনেস। এখানে ছাত্র-ছাত্রী, শিক্ষক, চাকুরীজীবী, ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত, বৃদ্ধ যে কোন বয়সের যে কোন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করতে পারেন। এতসব সুবিধার কারণে ফরেক্স মার্কেট বিশ্বের সর্ববৃহৎ ট্রেডিং প্লাটফর্মে পরিণত হয়েছে।

FRK75
2021-08-01, 11:14 AM
লোভ মানুষের জন্মগত বৈশিষ্ট্য আর লাভ করা জন্মের পরে কোন ব্যবসায় শেখার বিষয়। সুতরাং ফরেক্স আমাদেরকে লাভ করা শেখায়। তবে যাদের আবেগ নিয়ন্ত্রণে নেই এবং লোভকে কোনভাবেই নিয়ন্ত্রণে রাখতে পারে না তাদের কাছে মনে হয় যেন ফরেক্স তাদেরকে লোভ করা শেখায়। এটা ভূল ধারণা। টাকার লোভ কোন পেশায় বা চাকুরী বা ব্যবসায় নেই ? সব পেশাতেই অর্থ ইনকামের বিষয়টা গুরুত্বপূর্ণ। এটা লোভের বিষয় নয় এটা প্রয়োজনীয় বিষয়। নিয়ন্ত্রিত লোভ ভাল কিন্তু অতিরিক্ত লোভ ভাল নয়।

Starship
2021-09-09, 11:41 PM
ফরেক্স এর একটি উক্তি বিপদজনক শব্দ হলো লোভ লোভের মাধ্যমে একজন ট্রেডার ঝরে পড়ার জন্য যথেষ্ট। লোভ করার মাধ্যমে কখনো আপনি ফরেক্স প্রফিট করতে পারবেন না বরং নিজের একাউন্ট ব্যালেন্স জিরো করবেন। যখন লোভ নিয়ন্ত্রণ করে নিজেকে অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তুলবেন। উক্ত অভিজ্ঞতা যথাযথ ভাবে কার্যকর করতে পারবেন তখনই আপনি সেটা লাভে রূপান্তরিত হবে। আর লাভ করার মাধ্যমে আপনি আর্থিকভাবে সচ্ছল ও তা ফিরে পাবেন এবং একজন সফল ট্রেডার হিসেবে আত্মপ্রকাশ হবে। তাই লোভ নিয়ন্ত্রণ করুন এবং লাভ অর্জন করুন।

Mas26
2021-09-09, 11:44 PM
ফরেক্স মার্কেট বিশ্বের মানুষ ট্রেড করে এইটা আমাদের জন্য অনেক বড় সুযোগ কারন বর্তমানে অনলানে কাজ করা সহজ হচ্ছে তাই ফরেক্স মার্কেটে ট্রেড করা সহজ।তাই ফরেক্স ট্রেড অবশ্যই লাভ কিভাবে করতে হয় তা সম্পর্কে শিক্ষা দেয়। তবে যে ট্রেডাররা একটু বেশি প্রাপ্তির আশায় না বুঝে ট্রেড করেন তাদের জন্য ফরেক্স অনেক ঝুকিপুর্ন। সকল ট্রেডারের উচিত সঠিক ও সুষ্ঠভাবে ট্রেড করা এবং পর্যাপ্ত পরিমানে লাভ করার চেষ্টা করা। ফরেক্স ট্রেডে অর্থের সঠিক ব্যবহার করতে হয় তা না হলেই বিপদজনক।ফরেক্স মার্কেটে ট্রেড করে টিকে থাকতে হলে আমাদের কে অনেক পরিশ্রম করতে হবে কিভাবে ট্রেড করতে হয় কখন ট্রেড করতে হয় সেটা সম্পর্কে আমাদের বেশি করে জানত।

md mehedi hasan
2021-09-10, 05:54 AM
ফরেক্স মার্কেট কোন লোভের ব্যবসা না।কিন্তু আমরা লোভে পরে বা ভুল ধারনার কারনে ফরেক্স মার্কেট সমন্ধে ভালো ভাবে না জেনেই ট্রেড করতে আসি।আর ফরেক্স মার্কেটে এই ধরণের ট্রেডার এর সংখ্যা শতকরা নব্বই ভাগ হয়ে থাকে।আপনি যদি ফরেক্স মার্কেটে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান।আপনি যদি ফরেক্স মার্কেটে নিজেকে দক্ষ হিসাবে গড়ে তুলতে চান।তাহলে ফরেক্স মার্কেট আপনার জন্য আর্শীবাদ সরুপ।আর যদি মনে করেন ফরেক্স মার্কেটে রিয়েল একাউন্ট করে ট্রেড করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবো তাহলে আপনার জন্য ফরেক্স না।আপনি না আপনাকেই ফরেক্স বিদায় জানাবে।

FRK75
2021-11-05, 04:56 PM
অবশ্যই লাভ কিভাবে করতে হয় তা সম্পর্কে শিক্ষা দেয়। তবে যে ট্রেডাররা একটু বেশি প্রাপ্তির আশায় না বুঝে ট্রেড করেন তাদের জন্য ফরেক্স অনেক ঝুকিপুর্ন। সকল ট্রেডারের উচিত সঠিক ও সুষ্ঠভাবে ট্রেড করা । আপনি যদি কোন কিছু না শিখেই এই ব্যবসা শুরু করেন তাহলে আপনি কখনই এই ব্যবসা হতে মুনাফা উপার্জন করতে পারবেন না। তাই আগে ভালভাবে শিখুন আর এটাকে শিক্ষার উপকরণ হিসেবে ব্যবহার না করাটাই ভাল।

samun
2022-01-19, 11:02 PM
ফরেক্স ট্রেড অবশ্যই লাভ কিভাবে করতে হয় তা সম্পর্কে শিক্ষা দেয়। তবে যে ট্রেডাররা একটু বেশি প্রাপ্তির আশায় না বুঝে ট্রেড করেন তাদের জন্য ফরেক্স অনেক ঝুকিপুর্ন। সকল ট্রেডারের উচিত সঠিক ও সুষ্ঠভাবে ট্রেড করা । আপনি যদি কোন কিছু না শিখেই এই ব্যবসা শুরু করেন তাহলে আপনি কখনই এই ব্যবসা হতে মুনাফা উপার্জন করতে পারবেন না।যারাই ফরেক্স মার্কেটে লোভের দ্বারা প্রভাবিত হয়েছে তারা কেউই ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারেনি বরং তাদের ডিপোজিট করা মূলধন হারিয়ে ফরেক্স মার্কেট থেকে সরে যেতে বাধ্য হয়েছে।এটা দেখে আমরা যে শিক্ষা পাই তা হলো ফরেক্স মার্কেটে লোভ করা যাবে না বরং লোভকে সামলে রেখে অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে সঠিক সময়ে সঠিক ট্রেডিং করতে হবে তা হলেও অল্প সময়ের ভিতর খুব ভাল লাভ করা সম্ভব হবে।

samun
2022-01-19, 11:04 PM
আপনি যদি কোন কিছু না শিখেই এই ব্যবসা শুরু করেন তাহলে আপনি কখনই এই ব্যবসা হতে মুনাফা উপার্জন করতে পারবেন না।যারাই ফরেক্স মার্কেটে লোভের দ্বারা প্রভাবিত হয়েছে তারা কেউই ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারেনি বরং তাদের ডিপোজিট করা মূলধন হারিয়ে ফরেক্স মার্কেট থেকে সরে যেতে বাধ্য হয়েছে।এটা দেখে আমরা যে শিক্ষা পাই তা হলো ফরেক্স মার্কেটে লোভ করা যাবে না বরং লোভকে সামলে রেখে অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে সঠিক সময়ে সঠিক ট্রেডিং করতে হবে তা হলেও অল্প সময়ের ভিতর খুব ভাল লাভ করা সম্ভব হবে। ফরেক্স ট্রেড অবশ্যই লাভ কিভাবে করতে হয় তা সম্পর্কে শিক্ষা দেয়। তবে যে ট্রেডাররা একটু বেশি প্রাপ্তির আশায় না বুঝে ট্রেড করেন তাদের জন্য ফরেক্স অনেক ঝুকিপুর্ন। সকল ট্রেডারের উচিত সঠিক ও সুষ্ঠভাবে ট্রেড করা ।

FRK75
2022-04-19, 10:04 AM
লোভ মানুষের জন্মগত বৈশিষ্ট্য আর লাভ করা জন্মের পরে কোন ব্যবসায় শেখার বিষয়। সুতরাং ফরেক্স আমাদেরকে লাভ করা শেখায়। তবে যাদের আবেগ নিয়ন্ত্রণে নেই এবং লোভকে কোনভাবেই নিয়ন্ত্রণে রাখতে পারে না তাদের কাছে মনে হয় যেন ফরেক্স তাদেরকে লোভ করা শেখায়। এটা ভূল ধারণা। টাকার লোভ কোন পেশায় বা চাকুরী বা ব্যবসায় নেই ? সব পেশাতেই অর্থ ইনকামের বিষয়টা গুরুত্বপূর্ণ। এটা লোভের বিষয় নয় এটা প্রয়োজনীয় বিষয়। নিয়ন্ত্রিত লোভ ভাল কিন্তু অতিরিক্ত লোভ ভাল নয়। প্রতিটি কাজের ভাল দিক ও মন্দ দিক রয়েছে। তবে ভাল দিক বুদ্ধিমান ব্যক্তি বেছে নেয়। আর বোকারা ফাদে পা দেয়। ফরেক্স থেকে ভাল আয় করা সম্ভব। তবে ফরেক্সে অধিক লাভের আশায় অনেকে লোভ করে থাকে। যার ফলে খুব তাড়াতাড়ি ফরেক্স থেকে বিদায় নিতে হয়। যেকোনো কাজে টিকে থাকতে হলে অবশ্যই লোভ জিনিসটকে ত্যাগ করতে হবে। তবেই সফলতা অর্জন করা সম্ভব। তাই ফরেক্সের লাভ ও লোভ উভয় দিক রয়েছে, টিকে থাকার জন্য অবশ্যই লোভ পরিহার করে আয় করতে হবে।

samun
2022-04-19, 03:04 PM
ফরেক্স হলো আন্তজাতিক মানের একটা ব্যাবসা প্লাটফম। কোটি কোটি মানুষ ব্যাবসা করে জীবিকা নিরবাহ করছে। একটা বিশাল প্লাটফমে অনেক দেশের বিচিত্র মানুষ এক সাথে ব্যাবসা করছে। আমার মনে হয় লাভ-লস নিয়েই এই ব্যাবসা। যেখানে লাভ করা বৈধ কিন্তু লোভ করলেই ধংশ হবেন । তবে যে ট্রেডাররা একটু বেশি প্রাপ্তির আশায় না বুঝে ট্রেড করেন তাদের জন্য ফরেক্স অনেক ঝুকিপুর্ন। সকল ট্রেডারের উচিত সঠিক ও সুষ্ঠভাবে ট্রেড করা এবং পর্যাপ্ত পরিমানে লাভ করার চেষ্টা করা। ফরেক্স থেকে ভাল আয় করা সম্ভব। তবে ফরেক্সে অধিক লাভের আশায় অনেকে লোভ করে থাকে। যার ফলে খুব তাড়াতাড়ি ফরেক্স থেকে বিদায় নিতে হয়। যেকোনো কাজে টিকে থাকতে হলে অবশ্যই লোভ জিনিসটকে ত্যাগ করতে হবে। তবেই সফলতা অর্জন করা সম্ভব। তাই ফরেক্সের লাভ ও লোভ উভয় দিক রয়েছে, টিকে থাকার জন্য অবশ্যই লোভ পরিহার করে আয় করতে হবে।

sss21
2022-06-26, 09:49 PM
ফরেক্স ট্রেড অবশ্যই লাভ কিভাবে করতে হয় তা সম্পর্কে শিক্ষা দেয় । তবে যে ট্রেডাররা একটু বেশি প্রাপ্তির আশায় না বুঝে ট্রেড করেন তাদের জন্য ফরেক্স অনেক ঝুকিপুর্ন । আপনি যদি ফরেক্স মার্কেট ভালো ভাবে বুজেন তাহলে আপনি এখানে অনেক লাভ করতে পারবেন । যারা ফরেক্স ট্রেডিং করি আমাদের সকলের একটাই উদ্দেশ্য হল এই ফরেক্স মার্কেট থেকে মুনাফা আয় করা ।

FRK75
2023-05-06, 11:15 AM
ভাই আপনি ঠিক বলেছেন সবাইকে একসাথে কাজ করার পেছনে যে মৌলিক অনুপ্রেরণা হয় তা হ'ল এই আলোকে ফরেক্স আদান-প্রদানের মাধ্যমে সুবিধা অর্জন করা প্রয়োজন। সুতরাং ফরেক্স এক্সচেঞ্জ নিঃসন্দেহে আপনাকে কীভাবে বেনিফিট করতে হয় তা দেখায়। যাই হোক না কেন, যারা ডিলাররা কিছুটা বেশি পাওয়ার সম্ভাবনা বুঝতে পারেন না তাদের জন্য ফরেক্স বিপজ্জনক। সমস্ত ব্রোকারদের যথাযথ এবং যথাযথ বিনিময় করা উচিত এবং পর্যাপ্ত সুবিধা অর্জনের চেষ্টা করা উচিত। বৈদেশিক মুদ্রার বিনিময়ে নগদ অর্থের সঠিক ব্যবহার আপনার কাছে না থাকাই বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পদ্ধতিতে, তদন্ত এবং নির্বাহীদের নগদভাবে প্রশংসনীয়ভাবে অগ্রগতি করা উচিত।ফরেক্স আন্তর্জাতিক ব্যবসা প্ল্যাটফর্ম এবং এখানে সারা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোন পেশার যেকোনো বয়সের মানুষ স্বাধীনভাবে ব্যবসা করতে পারে এটা যেমন সত্য তেমনি আরেকটা গুরুত্বপূর্ণ সত্য হলো ফরেক্স মার্কেটে লোভের কোন স্থান নেই।অর্থাৎ যারাই ফরেক্স মার্কেটে লোভের দ্বারা প্রভাবিত হয়েছে তারা কেউই ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারেনি বরং তাদের ডিপোজিট করা মূলধন হারিয়ে ফরেক্স মার্কেট থেকে সরে যেতে বাধ্য হয়েছে।এটা দেখে আমরা যে শিক্ষা পাই তা হলো ফরেক্স মার্কেটে লোভ করা যাবে না বরং লোভকে সামলে রেখে অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে সঠিক সময়ে সঠিক ট্রেডিং করতে হবে তা হলেও অল্প সময়ের ভিতর খুব ভাল লাভ করা সম্ভব হবে।

Mas26
2023-05-06, 12:41 PM
ফরেক্স ট্রেড করে সকলেই লাভ করতে চায় কারন ব্যবসায় করার মুল উদ্দেশ্য হল মুনাফা অর্জন করা। তাই ফরেক্স ট্রেড অবশ্যই লাভ কিভাবে করতে হয় তা সম্পর্কে শিক্ষা দেয়। তবে যে ট্রেডাররা একটু বেশি প্রাপ্তির আশায় না বুঝে ট্রেড করেন তাদের জন্য ফরেক্স অনেক ঝুকিপুর্ন। সকল ট্রেডারের উচিত সঠিক ও সুষ্ঠভাবে ট্রেড করা এবং পর্যাপ্ত পরিমানে লাভ করার চেষ্টা করা। ফরেক্স ট্রেডে অর্থের সঠিক ব্যবহার করতে হয় তা না হলেই বিপদজনক। তাই এনালাইসিস ও মানি ম্যনেজমেন্ট ভালো করে করা দরকার।

Ronaldray
2023-05-23, 12:48 PM
ফরেক্স শিক্ষা সরাসরি লোভ বা লাভ শেখায় না। এটি ফরেক্স মার্কেটে ট্রেডিং সম্পর্কিত জ্ঞান এবং দক্ষতা প্রদানের উপর দৃষ্টি নিবদ্ধ করে। লোভ বা লাভের মানসিকতা ব্যক্তি ব্যবসায়ীর উপর নির্ভর করে। সফল ব্যবসায়ীরা সুশৃঙ্খল ট্রেডিং, ঝুঁকি ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদী লাভকে অগ্রাধিকার দেন। শুধুমাত্র দ্রুত লাভের লোভের দ্বারা চালিত না হয়ে কৌশল এবং ঝুঁকি ব্যবস্থাপনার উপর ফোকাস করে একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি সহ ফরেক্স ট্রেডিং এর কাছে যাওয়া গুরুত্বপূর্ণ।

SHARIFfx
2023-05-23, 11:25 PM
মুদ্রাবাজার আপনাকে লাভ করার জন্য শিক্ষা দেয় তবে আপনি লোভ করে বেলেন্স জিরু করে বলেন ফরেক্স খারাপ। আসলে আপনি নিজেই আপনার লোসের জন্য দায়ী। তাই আমি ১০০ বার বলবো আপনি আগে ট্রেডে দক্ষতা অর্জন করুন। নিজেকে ১০০% তৈরী করুন। তার পরে ট্রেড শুরু করুন।