PDA

View Full Version : what is the pending order?



alal
2014-02-23, 10:42 AM
pending অর্ডার কি ? এতে আমাদের লাভ কি ? যদি কেউ এবিষয়ে জানেন তবে দয়া করে জানাবেন। আমি এ বিষয়ে জানতে খুব আগ্রহি ।

zahidbd9
2014-03-18, 11:36 PM
ফরেক্স মার্কেট এর পেন্ডিং অর্ডার হলো এমন একটি অর্ডার যা কিনা আমাদের অনুপস্থিতিতে মার্কেট এ ট্রেড এর অর্ডার নিবে যেমন কোনো একটি কারেন্সির বর্তমান প্রাইস রয়েসে ১.৫৬৫৬২ তে ধরে নিলাম মার্কেট আগামী এক ঘন্টায় ১.৫৬৬০০ তে যাবে বা তার কিসু উপরেও যেতে পারে এবং তারপর মার্কেট এ ডাউন ট্রেন্ড শুরু হবে আমরা আনুমানিক ১.৫৬৬০০ থেকে একটি সেল পেন্ডিং অর্ডার দিলাম যদি মার্কেট ওই পরিস এ যায় বা তার উপরে যায় আমরা যেখানে অর্ডার ট্রিগার করে দিয়েসী ঐখানে অটোমেটিক অর্ডার এন্ট্রি নিয়ে নিবে

zhbony
2014-03-24, 09:22 PM
এক কথাই পেন্ডিং অর্ডার হল পুরপুরি স্বয়ংক্রিয় ভাবে আপনার ট্রেড টি ওপেন সহ টেক প্রফিট, স্টপ লস এবং ক্লোজ সবকিছুই আটোমেটিক ভাবে করা। এটি একটি কৌশল মাত্র। যার দ্বারা আপনার একউন্ট অটোমেটিক অপেক হবে, টেক প্রফিট করবে, স্টপ লস হবে এবং সবশেষে ক্লোজ হয়ে যাবে। এই পুরো প্রক্রিয়াটি অটোমেটিক ভাবে সম্পাদন হওয়াকে পেন্ডিং অর্ডার বলা হবে।

mamun4earn
2014-03-25, 12:38 AM
ফরেক্স মার্কেট পেন্ডিং অর্ডার হলো এমন একটি অর্ডার।আমাদের অনুপস্থিতিতে মার্কেটে ট্রেডের অর্ডার নিবে। এখন মনে করেন কোনো একটি কারেন্সির বর্তমান প্রাইস যেমন দরুন ইড়ো ইউ এস ডি দাম আছে ১.৩৮৩৭৫আপনি যদি এক ঘন্টার ফ্রেমে ট্রেড করেন তাহলে মনে করেন এক ঘন্টা পরে মার্কেট দাম বাড়তে পারে ১.৩৮৬০০।তখন আপনি একটি বায় পেন্ডিং অর্ডার করে রাখতে পারেন।তার পর অটোমেটিক অর্ডার এন্ট্রি নিয়ে নিবে।কিন্তু আমি মনে করি এতে করে আমাদের ইকুইটি ভালো থাকতে হবে তাহলে লাভ করে বের হতে পারবো।আর ব্যালেন্স কম থাকলে মার্কেট আমার বিপরিত চলে গেলে লস নিয়ে পেন্ডিং অর্ডার ক্লোস হয়ে যাবে।

ahmed
2015-01-19, 01:42 PM
পেন্ডিং অর্ডার হচ্ছে সেটা,যেটা আমরা মার্কেটে প্রাইস একটি নির্দিষ্ট লেভেলে যাওয়ার আগে ঐ প্রাইসে বাই বা সেল অর্ডার দিয়ে রাখা।অনেক সময় আমরা নানা ব্যস্ততার জন্য মার্কেট পর্যবেক্ষন করত পারিনা,সেক্ষেত্রে আমরা যদি পেন্ডিং অর্ডার দিয়ে রাখি,তাহলে পরবর্তিতে প্রাইস ঐ লেভেলে গেলে আমদের অর্ডারটা ওপেন হয়ে যাবে।

samirgain
2015-01-19, 03:05 PM
পেন্ডিং অর্ডার হল আপনি ভবিষ্যতে আপনার অনুপস্থিতিতে মার্কেট যদি সেই অবস্থানে যায় যেখানে আপনি আশা করছেন তবে সেই অবস্থানে আপনি যে পরিমান বাই বা সেল যে পরিমান অর্ডার করতে চান সেই অর্ডার আগে থেকে করে রাখা। অনেক সময় মার্কেট অনেক আপ-ডাউন করে, বিশেষ করে নিউজ টাইম এ তখন মার্কেট এর সামনে থাকলেও অর্ডার করার সুযোগ হয় না, অথবা অর্ডার একজায়গায় করলে আরেক জায়গায় গিয়ে পড়ে মার্কেট এর অত্তাধিক মুভমেন্ট এর কারনে, এক্ষেত্রে পেন্ডিং অর্ডার অনেক ভাল।

Arif87
2015-01-19, 04:53 PM
পেন্ডিং অর্ডার হল ভবিষ্যৎতের কোন একটি দমে বাই বা সেল অর্ডার দিয়ে রাখা। যেমন ধরুন আপনি মনে করছেন eur/usd পেয়ার এর মার্কেট একটি নিদিষ্ট ব্রেক করার পর আবার বেড়ে যাবে। এখন আপনি এই দামে পেন্ডিং অর্ডার দিয়ে ঠিক ওই দামেই ট্রেড ওপেন হবে।

FHGCXB
2015-02-16, 09:07 AM
সোজা কথায় পেনডিং অর্ডার হল অটোমেটিক ট্রেড ওপেন হাওয়া। আপনি ধারনা করলেন ১ ঘণ্টায় মার্কেট ৫০ পিপস উপরে উঠবে। তারপর থেকে মার্কেট ডাউন হবে। এখন আপনি যে অবস্থানে পেনডিং অর্ডার চালু করবেন মার্কেট সেই অবস্থানে গেলে অটোমেটিক ট্রেড ওপেন হবে।

TselimRezaa
2015-07-13, 03:03 PM
পেন্ডিং অর্ডারের বাংলা করলে দাঁড়ায় অপেক্ষমান নির্দেশ। আমরা অনেক সময় মার্কেটে থাকিনা। কিন্তু আমরা চাই মার্কেট একটি নির্দিষ্ট জায়গায় গেলে সেখান থেকে ট্রেড নিতে। মার্কেটে না থাকার দরুন সেটা হয়তো সম্ভব হয়না। একারনেই পেন্ডিং অর্ডার দেয়া হয়। মনে করুন এখন মার্কেট ১.৪৫৬৪ এ আছে। মার্কেট ১.৪৫০০ তে গেলে আপনি ট্রেড নিতে চান এক্ষেত্রে পেন্ডিং অর্ডার দিতে পারেন।

azamin
2015-07-13, 05:01 PM
অনেক সময় আমার অনুপস্থিতেই মাকেট উঠা নামা করে । অনেক সময় আমরা মাকেটে থাকিনা। কিন্তু আমরা খুব করে চাই যে ফরেক্স মাকেটের একটি নিদিষ্ট জায়গা থেকে ট্রেড করতে। নিদিষ্ট সময়ে মাকেটে না থাকার কারনে তা আমাদের সম্ভব হয়না। আর এ জন্য আমরা পেন্ডিং অডার ব্যবহার করে াকি।

Ibr
2015-07-13, 05:50 PM
পেন্ডিং অর্ডার হল ভবিষ্যৎতের কোন একটি দামে বাই বা সেল অর্ডার দিয়ে রাখা। যেমন ঃ
1) Buy Stop : current price থেকে উপরে পেন্ডিং বাই
2) Buy limit : current price থেকে নিচে পেন্ডিং বাই
3) Sell Stop : current price থেকে নিচে পেন্ডিং সেল
4) Sell Limit : current price থকে উপরে পেন্ডিং সেল
eur/usd price এখন ১.৩৭৩০ তে আছে । আপনি যদি ১.৩৭৬০ তে পেন্ডিং বাই দিতে চান তাহলে buy stop এবং পেন্ডিং সেল দিতে চাইলে sell limit . আবার ১.৩৭০০ তে পেন্ডিং বাই দিতে হলে buy limit এবং পেন্ডিং সেল অর্ডার দিতে হলে sell stop ব্যবহার করতে হবে ।

Komla
2015-07-23, 11:57 PM
ফরেক্সে ভবিষ্যৎ মার্কেট সম্পর্কে জানা খুবিই জরুরি পেন্ডিং অর্ডার হল ভবিষ্যৎতের কোন একটি দামে বাই বা সেল অর্ডার দিয়ে রাখা। এতে ফরেক্স থেকে লাভ করতে অনেক সুবিধা হয়

Marufa
2015-12-23, 06:56 PM
পেন্ডিং অর্ডার মানে মার্কেট প্রাইস কততে গেলে আপনি অর্ডার ওপেন করতে চান। এই অর্ডার আপনার বাই বা সেল উভয়ই হতে পারে । পেন্ডিং অর্ডার এর জন্য আপনাকে বাই লিমিট বা সেল লিমিট ইত্যাদি অপশন ব্যবহার করতে হবে ।

basaki
2015-12-23, 07:03 PM
ফরেক্স মার্কেটে যদি আপনি ট্রেড করতে যান তাহলে তিনটা বীষষ সম্পরকে জানতে হবে। প্রথম কিভাবে বাই করতে হয়,সেকেন্ড কিভাবে সেল দিতে হয়। আর পেন্ডিং অডার হচ্ছে আপিনি আপনার ইচ্ছে যত তথতে দাম বসিয়ে রাখা।

sharifulbaf
2016-01-17, 09:24 AM
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে আমরা অনেক সময় পেন্ডিং অর্ডার বসিয়ে থাকি,কারন এই অর্ডার অনেক সময় আমাদের ভাল প্রফিট দিয়ে থাকে,তাই আমাদের পেন্ডিং অর্ডার বসিয়ে থাকি,সে জন্য আমাদের মনে।রাখিতে হবে ফরেক্স মার্কেট কত পর্যন্ত উঠতে বা নামতে পারে সেই ধারনা থেকে এটি করে থাকি।

Realifat
2016-06-22, 09:04 AM
পেন্ডিং অর্ডার ফরেক্সের একটা অটোমেটিক টুলস বলতে পারেরেন। আপনি হয়তো চব্বিশ ঘন্টায় মার্কেটের সামনে থাকতে পারবেন না। আর সবসময় মার্কেটে পরিবর্তন হয় কিন্তু এমন একসময়ে মার্কেট এমনভাবে মুভ করতে পারে যে ট্রেডারের প্লানমাফিক মুভ হয়ে যায়। আর তখন যদি আপনি মার্কেটে না থাকেন তববে ঐ প্রাইসে পেন্ডিং অর্ডার সেট করলে মার্কেট ঐ প্রাইসে গেলে ট্রেড ওপেন হবে।

tarekbsl101
2016-10-27, 11:54 PM
পেন্ডিং আরডার হল আপনি চিন্তা করছেন যে এইখনে থেকে মারক্রেট উওপ্রে যাবে বা নিচে যাবে
ত অই যায়গা গুল তে আমরা পেন্ডিং অরডার দেই

RUBEL MIAH
2017-04-25, 03:12 PM
ফরেক্স মার্কেটে আমরা pending order অবস্থানে ভালোভাবে বুঝতে হবে তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা যে জায়গা দিয়ে বাই বা সেল সেই জায়গায় গিয়ে আমরা অর্ডার করব । সেই অর্ডার আগে থেকে করে রাখা সম্ভব ।

uzzal05
2017-05-28, 05:50 AM
আপনি মার্কেট এ বর্তমান প্রাইচ এ ট্রেড করতে চাছেন না। আপনি চাইছেন যে মার্কেট উপরে বা নিচে বত্তমান প্রাইচ ছেরে ট্রেড করতে তখন আপনাকে পেন্ডিং অর্ডার বসাতে হবে। পেন্ডিং প্রায়ই আমি দেই। কারন আমি মার্কেট এ সব সময় বসে থাকি না। তাই পেন্ডিং অর্ডার দিয়ে মার্কেট থেকে বের হয়ে যাই।

ForexLife
2017-05-28, 09:56 AM
পেন্দিং অর্ডার ফরেক্স এর গুরুত্তপুন্ন একটা পাট। আপনি মার্কেটের নিদিষ্ট একটা প্রাইচ এ বাই অথবা সেল করতে ছাইলে পেন্দিং অর্ডার ছাড়া বিকল্প নাই। এতে করে আপনি সময়ের অপচয় থেকে বাঁচলেন।যেমন বরতমানে একটি পেয়ারের প্রাইচ ১.৪৪৫৫ কিন্তু আপনি এই পেয়ার টি ১.৪৪৯৯ হলে সেল করতে ছান। এই ক্ষেত্রে আপনি পেন্দিন অর্ডার দিয়ে রাখলে মার্কেট অই প্রাইচ এ গেলে আপনার অর্ডার অ্যাক্টিভ হবে।

Mamun13
2017-12-08, 08:04 PM
পেন্ডিং অর্ডার হলো নির্দিষ্ট স্হানে মার্কেট প্রাইস আসার সাথে সাথে স্বয়ংক্রীয় ভাবে ট্রেডে এন্ট্রী অর্ডার ওপেন হয়ে যাবে৷সেল লিমিট,বাই লিমিট,সেল স্টপ,বাই স্টপ-এই ৪ টি পদ্ধতি আছে যেগুলো সাধারণত দক্ষ ও অভিজ্ঞ ট্রেডারগণ ব্যাবহার করে থাকেন৷এজন্য অবশ্যই সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো চিনতে হবে৷

samun
2021-07-25, 04:26 PM
ফরেক্স মার্কেটে আমি একজন নতুন ট্রেডার অনেক বিষয় সম্পর্কে আমি এখনো অবগত নই এবং সকল বিষয় সম্পর্কে জানার জন্য আমি ফোরামে সকল পোষ্ট পড়ে থাকে এতে করে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দক্ষতা জ্ঞান বৃদ্ধির পাশাপাশি ট্রেডিং ক্ষমতা বৃদ্ধি পেয়েছে এজন্য সকল অভিজ্ঞদের মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি

samun
2021-09-07, 11:24 AM
ফরেক্সে ভবিষ্যৎ মার্কেট সম্পর্কে জানা খুবিই জরুরি পেন্ডিং অর্ডার হল ভবিষ্যৎতের কোন একটি দামে বাই বা সেল অর্ডার দিয়ে রাখা। এতে ফরেক্স থেকে লাভ করতে অনেক সুবিধা হয়। মার্কেট এ বর্তমান প্রাইচ এ ট্রেড করতে চাছেন না। আপনি চাইছেন যে মার্কেট উপরে বা নিচে বত্তমান প্রাইচ ছেরে ট্রেড করতে তখন আপনাকে পেন্ডিং অর্ডার বসাতে হবে। বাই বা সেল সেই জায়গায় গিয়ে আমরা অর্ডার করব । সেই অর্ডার আগে থেকে করে রাখা সম্ভব । পেন্ডিং প্রায়ই আমি দেই। কারন আমি মার্কেট এ সব সময় বসে থাকি না। তাই পেন্ডিং অর্ডার দিয়ে মার্কেট থেকে বের হয়ে যাই।

Starship
2021-09-08, 07:53 AM
পেন্ডিং অর্ডার এলো বর্তমান মার্কেট প্রাইস থেকে ভিন্ন আপ বা ডাউনে বাই বা সেল করার প্রক্রিয়ায় হলো পেন্ডিং অর্ডার। আমরা সাধারণত ফরেক্সে যে দুই ধরনের ট্রেড করে থাকি তার মধ্যে একটি হল পেন্টিং ওয়াটার অপরটি হল এক্সিকিউশন অর্ডার। পেনশনের অর্ডার এর মাধ্যমে বর্তমান প্রাইজ এর ব্যতিত আমরা বাই বা সেল মাধ্যমে ট্রেড করে থাকি। কিন্তু এক্সিবিশনে অর্ডার বর্তমান প্রাইসে করে থাকি আবার এর ক্ষেত্রে বর্তমান প্রাইস থেকে ভিন্ন প্রাইজের বাই বা সেল করার বসাতে পারে। যেমন গোল্ড এর বর্তমান প্রাইজ হলো ১৮০০. আপনি ১৮৫০ থেকে সেল করতে চাচ্ছেন এজন্য সেল লিমিট সেট করলেন। যখন গোল্ডের প্রাইস ১৮৫০ যাবে তখন ও অটোমেটিক ভাবে সেল ট্রেড একটিভ হয়ে যাবে।

FRK75
2021-11-02, 10:10 PM
ফরেক্স মার্কেটে যদি আপনি ট্রেড করতে যান তাহলে তিনটা বীষষ সম্পরকে জানতে হবে। প্রথম কিভাবে বাই করতে হয়,সেকেন্ড কিভাবে সেল দিতে হয়। আর পেন্ডিং অডার হচ্ছে আপিনি আপনার ইচ্ছে যত তথতে দাম বসিয়ে রাখা।

Smd
2022-02-19, 09:15 AM
পেন্ডিং অর্ডার হলো এমন একটা সিস্টেম ধরুন আপনি একটি পেয়ারে বাই বা সেল নিতে চান কিন্তু আপনার পক্ষে সবসময় মার্কেট দেখা সম্ভব নয়। এই সময়ে আপনি মনে করছেন যদি মার্কেট এই যায়গায় আসতো তাহলে আমি ট্রেড করতাম আর এই জন্য একটি অগ্রিম লটে ট্রেড ওপেন করে রাখেন। মার্কেট যখনই এই নির্দিষ্ট পয়েন্ট আসবে যেইখানে আপনার ট্রেডিং পয়েন্ট ছিলো তখনই ঐ ট্রেডটা রানিং হয়ে যাবে। আর এটাকে আমরা পেন্ডিং অর্ডার বলে থাকি।

Mas26
2022-02-19, 10:47 AM
পেন্ডিং অর্ডার হল আপনি ভবিষ্যতে আপনার অনুপস্থিতিতে মার্কেট যদি সেই অবস্থানে যায় যেখানে আপনি আশা করছেন তবে সেই অবস্থানে আপনি যে পরিমান বাই বা সেল যে পরিমান অর্ডার করতে চান সেই অর্ডার আগে থেকে করে রাখা।আমরা অনেক সময় মার্কেটে থাকিনা। কিন্তু আমরা চাই মার্কেট একটি নির্দিষ্ট জায়গায় গেলে সেখান থেকে ট্রেড নিতে। মার্কেটে না থাকার দরুন সেটা হয়তো সম্ভব হয়না। একারনেই পেন্ডিং অর্ডার দেয়া হয়। মনে করুন এখন gbp/usd মার্কেট 1.3450 এ আছে। মার্কেট 1.3500 তে গেলে আপনি ট্রেড নিতে চান এক্ষেত্রে পেন্ডিং অর্ডার দিতে পারেন।