PDA

View Full Version : Thursday, Jun 16, 2016 Global Economy পর্যালোচনা৤



MohabbatElahi
2016-06-15, 09:51 PM
http://forex-bangla.com/customavatars/1315957939.jpeg
চলতি সাপ্তাহের শেষ দুই দিন অর্থাৎ ১৬ এবং ১৭ ই জুন বিশ্বের বৃহত্তম Currency Market-এ বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে, চলতি সাপ্তাহের শেষ দুই দিনে প্রকাশিত হতে যাচ্ছে US Dollar,British pound,Japanese Yen ও Swiss franc-এর গুরুত্বপূর্ন Economical Key Events Bank interest rate. যা পরিবর্তন করে দিতে পারে Major ও Cross Major অনেকগুলো মূদ্রার ভাগ্য৤

কেমন প্রভাব পড়তে পারে মুদ্রা বাজারে ?
মার্কিন ডলারের বিপরিতে বর্তমানে *British Pound অবস্থান করছে সর্ব নিম্ম মূল্যে যা বিগত ৬ বছরের সর্ব নিম্ম রেট, অর্থাৎ ১.৪১
অপর দিকে মার্কিন ডলার পতনে আছে Japanese Yen-এর বিপরিতে যা বিগত তিন বছরের সর্ব নিম্ম রেট অর্থাৎ ১০৬.২৯
কিন্তু তুলনামূলক সুবিধা জনক অবস্থানে রয়েছে অন্যসব মূদ্রাগুলো৤ যেমন Euro,Australian dollar ও Canadian dollar সমূহ৤

কিন্তু যে সব মূদ্রা বর্তমানে মার্কিন ডলারের বিপরিত সুবধা জনক অবস্থানে রয়েছে আমরা সেসব মূদ্রাগুলোতে প্রবেশ না করে Market Monitoring করতে পারি এবং এটি সঠিক সিদ্ধান্ত গ্রহনে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করবে৤ কারন এসব মুদ্রাগুলো বর্তমানে Resistance ও Support উভয় লেভের মাঝামাঝিতে অবস্থান করছে৤ সূতারং ভাল একটি Ratio পাওয়ার সম্ভাবনা খুবই কম৤ যা সাধারনত পাউন্ড ও জাপানিস মুদ্রা তে পাওয়া যাচ্ছে৤ তাই Trading মার্কেটে প্রবেশের ক্ষেত্রে সামগ্রীক ভাবে গুরুত্বপূর্ন এই Economical Events-এ আমরা Pound ও Japanese Yen সম্পর্কিত মূদ্রা গুলো কে সব চেয়ে বেশি প্রাধান্য দিতে পারি Technical অবস্থান থেকে ৤ যেমন GBP/USD,USD/JPY, GBP/JPY etc....

তবে উল্লেখ্য যে যারা ফান্ডামেন্টাল ও টেকনিকেল দুই এনালাইসিসের সমন্নয় করতে অক্ষম তাদের ক্ষেত্রে উচিত হবে চলতি ইভেন্টেসে মার্কেট এড়িয়ে চলা৤
---------------------------------------------------
Md Mohabbat E Elahi
Analytical Expert: Forex & CFD Market.

Realifat
2016-06-17, 02:19 PM
আমার জন্যআপনার পোস্টটি অনেক উপকার করলো। আমি মূলত ফরেক্সের একজন শিক্ষার্থি। ফরেক্স সম্পর্কে বেশি কিছু জানিনা। তাই সবার কাছ থেকে বিশেষ করে যারা ভালো ফরেক্স জানে তাদের কাছে থেকে ফরেক্সে বিভিন্ন বিষয় শিখতে চাই। আপনার পোস্টটিও আমাকে অনেককিছুই শিখতে সাহায্য করেছে।

Md Masud
2017-05-25, 09:55 PM
সব মূদ্রা বর্তমানে মার্কিন ডলারের বিপরিত সুবধা জনক অবস্থানে রয়েছে আমরা সেসব মূদ্রাগুলোতে প্রবেশ না করে Market Monitoring করতে পারি এবং এটি সঠিক সিদ্ধান্ত গ্রহনে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করবে । অামরা বেশী করে ফরেক্স মার্কেটে কাজ করার চেষ্টা করব ।