PDA

View Full Version : বেশি ট্রেড লস বেশি।



basaki
2016-07-03, 09:16 PM
ফরেক্স মার্কেটে এমন একটা মার্কেটে যেখানে আপনি যদি বেশি বেশি লাভের আশায় ট্রেড বেশি করতে যান তবে আমি মনে করি আপনি লাভের ছেয়ে লস বেশি করবেন কারন আপনি যখন বেশি ট্রেড করবেন তখন আপনি নিজেই জানবেন না আপনি কোথায় আপনি ভুল করছেন তাই কম ট্রেড করা অনেক ভাল।

nestbdit
2016-07-11, 03:08 PM
একদম ঠিক বেশি ট্রেডে বেশি লস। প্রতিদিন এক থেকে দুইটি ট্রেডের টার্গট নিয়ে ট্রেড করলে আমার মনে হয় লস হবে না। ধর্য্য ধরে বুঝে শুনে প্রতিনদিন একটা থেকে দুইটা ট্রেড না করাই ভালো। কারণ আমার পরিচিত ট্রেডারদের ভেতর যারা বেশি বেশি ট্রেড করে তারাই লস করে ফরেক্স থেকে ঝরে পরেছে। আর যার অল্প ট্রেড আর আল্প প্রফিটের আষায় থাকে তারা ফরেক্স থেকে ছিটকে পরে না।

nisho5533
2016-08-17, 08:25 PM
হা ভাই আপনি থিক বলছেন আমি যখন প্রথম ফরেক্স ট্রেডিং করি অধিক লাভের আশায় আনেক গূলো ট্রেড দিই কিন্তু আমি তাতে অনেক লস করি | তাই আমি মনে করি যদি ২ টা থেকে ৩ টা ট্রেড কোড়া হয় তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এর অধিক দেওয়া থিক হবেনা যদি বেশি দেন তবে আপনার লস হতে পারে | তবে আপনার দিক থিক রাকতে হবে|

vodrolok
2016-09-13, 12:38 PM
ফরেক্সে অনেক নতুন ট্রেডারের ধারণা হলো যত বেশি ট্রেড নেয়া যায় ততো লাভ। মাসে ১০০ পার্সেন্ট আর বছর শেষে তিন হাজার পার্সেন্ট ! এটা কিন্তু মস্ত বড় ভুল। থিওরিটিক্যাল এটা ঠিক আছে কিন্তু বাস্তবে দেখা যাবেনা। একটা কথা প্রচলিত আছে যে, স্নিপরের মতো ট্রেড করুন মেশিন গানারের মতো নয়। কারণ বেশি ট্রেড মানে ছোট টাইম ফ্রেম। আর ছোট টাইম ফ্রেম মানে মহা ঝুঁকি। তাই বড় টাইম ফ্রেমে ট্রেড করুন।

RUBEL MIAH
2016-09-16, 03:51 PM
বেশী ট্রেডে লস বেশী হয় । তাই আমরা বেশী করে দক্ষতা অর্জন করার চেষ্টা করব আর কম কম ট্রেড করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । সুতরাং আমরা সব সময় এই ফরেক্স ব্যবসা করার জন্য বেশী ট্রেড করব না ।

milonkhanfx1993
2016-09-18, 08:34 PM
সমস্যা হল আমি নিয়মিত এই কাজটি করি,মানে করতাম জখন আমি নতুন ছিলাম কারন জখন এ আমি মার্কেট আ ইন্টার করতাম সাথে সাথেই আমি ট্রেড নিতাম মনে হত এই বুঝি সমই চলে গেল,কিন্তু লস আর লস তাই আমার মনে হয় ধেরজ সব চেয়ে বড় সমাধান

md mehedi hasan
2016-11-03, 02:48 PM
ফরেক্স মার্কেটে লস করার অনেক কারন আছে।তার মধ্য অন্যতম হচ্ছে ওভার ট্রেড করা।ফরেক্স মার্কেটে যারা বেশি টেড করে তাদেরকে ওভার ট্রেডার বলা হয়।অতিরক্ত কোন কিচুই ভালোনা তেমনি ফরেক্স মার্কেটে অতিরক্ত ট্রেড করা মানে নিজের একাউন্ট হারানোর সামিল।

nasir7
2016-11-12, 12:19 PM
ফরেক্স র্মাকেট িএমন একটি মার্কেট এখানে আপনি বেশি বেশি লাভের আশায় বেশি বেশি ট্রেড করে বেশি লাভ করতে গিয়ে আপনি বেশি লস করছেন । তােই আমি মনে করি 1 থেকে 2 টা ট্রেড করা ভাল বেশি ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

Shaiful
2016-11-13, 01:46 PM
আমি মনে করি ফরেক্সে বেশি ট্রেড করা ব্যরথতার মূললক্ষ।
ফরেক্সে লাভ করার চাইতে টিকে থাকার প্রচেষ্টা করতে হবে।
আর তার জন্য চাই সঠিক মানি ম্যনেজমেন্ট এর সাথে প্রচুর ধৈর্য।

instasaiful
2016-11-18, 07:43 PM
বেশি ট্রেড করলে যে বেশি লাভ বিষয় তেমন নয়। যখন আপনি বেশি বেশি ট্রেড দিবেন তখন সব ট্রেডে সমান ভাবে নজর রাখতে পারবেন না। কোথায় কোন ট্রডে লাভ হচ্ছে আর কোথায় কোন ট্রেডে লস হচ্ছে তা খেয়াল রাখা যাবে না। তায় যত কম ট্রেড তত বশি ্রেফিটের সম্ভবনা থাকে।

nbfx
2016-12-10, 09:27 PM
যখন ফরেক্স মার্কেটে আপনি বেশী ট্রেড দিতে থাকবেন তখন আপনি মানি মেনেজম্যান্ট ঠিক রাখতে পারবেন না। আর বড় কথা হলো অনেকগুলো কারেন্সির গতিবিধি নিয়ন্ত্রন করা বেশ কঠিন হয়ে পড়ে।ট্রেডার হয়ে যায় দিশেহারা ফলে গুনতে হয় লস।

msisohel
2016-12-16, 11:54 AM
এক দুইটা কারেন্সি পেয়ার সম্পর্কে জেনে বুঝে এবং মার্কেট ট্রেন্ড কোন দিকে সেটা বুঝে, ট্রেড করা ভালো।

riponinsta
2016-12-25, 12:08 PM
আমি ও আপনার সাথে একমত বেশি ট্রেড লস বেশি হয় আপনি যত টেড করবেন তত আপনি বেশি রিক্স নিবেন যা আপনার জন্য ভাল না । অনেক টেড আর আছে যারা দিনে ১ থেকে ৫ তা টেড করে আবার অনেক টেড আর আছে যারা দিনে ১ থেকে ২০০ এর বেশি টেড করে থাকে এটা নিরভর করছে আপনার টেড ইং সিস্টেম এর উপর আপনার টেড সিস্টেম এর মত আপনি টেড করুন ।

edottc
2017-02-02, 10:32 AM
কথায় আছে সবূরে মেওয়া ফলে ফরেক্স মার্কেট এমন মার্কেট যে আপনি মনে করবেন যে কিছু দিনের মধ্যে কোটিপতি হয়ে যাব সেই আশায় যদি বেশি ট্রেড করেন তাহলে আপনি চরম ভুল করবেন েএই মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে অনেক বেশি ধর্য্য ধারন করতে হবে তাই বলি বেশি ট্রেড করবেনা নিজের লস নিজে ডেকে আনবেন না ধর্য্য ধারন করেন সাফলতা আসবে।

Nur Alam
2017-03-06, 11:34 AM
বেশি ট্রেড করলে বেশি লস হয় কথাটা একদম সত্যি। আমার মতে প্রতিদিন দুই থেকে তিনটা ট্রেড করলে লস হবার সম্ভাবনা অনেক কম। যারা নিয়মিত কাজটা করেন তারা অনেকেই দিনে তিন টার বেশি ট্রেড করেন না। তাই ফরেক্স মার্কেটে লাভ করতে হলে আপনাকে কম কম ট্রেড করতে হবে । আমি নিজেও দিনে তিনটার বেশি ট্রেড করি না। মূলকথা হলো বেশি ট্রেড বেশি লস।

shohanjacksion
2017-03-10, 11:35 AM
একদম সত্য কথা বলেছেন। আমার ক্ষেত্রে এই রকম হয়ে থাকে।আমরা অল্প লাভে তুষ্ট থাকিনা। বেশি বেশি ট্রেড করি আর বেশি বেশি লস করি। অথচ যদি মানি ম্যানেজমেন্ট সঠিক রেখে কম ট্রেড করি তবে অন্তত ব্যালেন্সটা জিরো না হয়ে অল্প কিছু লাভ নিশ্চয়ই হয়ে যেত। আমি মনে করি আমাদের মানি ম্যানেজমেন্ট সঠিক রাখতে পারলেই আমরা নিজেদেরকে সফলাতার শীর্ষে নিয়ে যেতে পারতাম।