PDA

View Full Version : অন্য ফোরাম থেকে এই ফোরামে আসলে বোনাস পাবো 



nestbdit
2016-07-12, 06:48 PM
আমি অন্য একটা ফোরামে পোষ্ট করতাম কিন্তু এখন বাংলাদেশ ফরেক্স ফোরামে পোষ্ট করছি। আমার পুরাতন ইনেক্সতা ফরেক্স একাউন্ট ঐ ফোরাম থেকে মুছে বাংলাদেশ ফরেক্স ফোরামে যুক্ত করলে বোনাস পাবো কি?

fxinfo
2016-07-12, 07:36 PM
আপনি একটি একাউন্টে যেকোন একটি ফোরাম থেকে বোনাস নিতে পারবেন । একাধিন ফোরাম থেকে একটি একাউন্টে বোনাস নিলে একাউন্ট ব্যান হয়ে যেতে পারে । তবে যেহেতু আপনি আগের ফোরামের একাউন্ট মুছে ফেলবেন হয়ত কোন সমস্যা হবে না । আপনি ফোরাম এডমিনদের ব্যক্তিগত মেসেজের মাধম্যে নক করতে পারেন ।

FxShuvo
2016-11-08, 03:48 PM
আমি অন্য একটা ফোরামে পোষ্ট করতাম কিন্তু এখন বাংলাদেশ ফরেক্স ফোরামে পোষ্ট করছি। আমার পুরাতন ইনেক্সতা ফরেক্স একাউন্ট ঐ ফোরাম থেকে মুছে বাংলাদেশ ফরেক্স ফোরামে যুক্ত করলে বোনাস পাবো কি?

যদি ইন্সটাফরেক্স প্রযোজিত অন্য কোনো ফোরামে অ্যাকাউন্ট থাকে তাহলে মাস শেষে শুধুমাত্র একটি ফোরাম থেকেই বোনাস গ্রহন করতে পারবেন। ফোরামে যুক্ত ট্রেডিং অ্যাকাউন্টি কমপক্ষে ২ মাস রাখতে হবে। প্রতি ২ মাস অন্তর অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে পারবেন।
ধন্যবাদ

shohanjacksion
2017-01-21, 06:41 PM
আপনার এ বিষয়টি যদি আপনি সরাসরি ইনস্টা ফরেক্স লাইভ চ্যাটিং অথবা কল ব্যাক সার্ভিস ব্যবহার করে জেনে নিতেন তবে ভাল হতো। একটি ব্রোকার এ আপনি একটি এফিলিয়েট কোড ব্যবহার করতে পারেন। সেইক্ষেত্রে আমার এবং আপনার কাছ থেকে একজনই এফিলিয়েট কমিশন নিয়ে যাবে। তাই,ব্রোকার এই এফিলিয়েট কমিশন একজনকে দিবে,সেজন্য আপনি একটি ফোরাম থেকে বোনাস ক্রেডিট হিসেবে পাবেন বলে আমার ধারনা।