PDA

View Full Version : সিম্পল স্ট্রাটেজি



maziz6989
2016-07-16, 05:59 PM
আমরা সচরাচর ওভার বট এবং ওভার সোল্ড পজিশান নিয়ে কম বেশি সবাই জানি। এটা কে বেজ করে একটা সিম্পল ওয়ার্কএবল স্ট্রাটেজি তৈরী করেছি। যাদের পছন্দ হবে তারা একটু টেস্ট করতে পারেন।
এটা মুলত একটা ইনডিকেটর বেজড স্ট্রাটেজি। এখানে আপনাকে স্টকেসটিক ইনডিকেটর টি ব্যবহার করতে হবে। তার পরে এটা যখন ৮০% এর উপরে থাকবে তখন যদি সেল কনফার্ম করে তবে চোখ বন্ধ করে সেল নিতে পারেন। তবে অবশ্যই এটাকে ৪ ঘন্টা বা তার বড় টাইমফ্রেম এ ব্যবহার করবেন। কোন মেজর নিউজের আগে ট্রেড করবেন না। এর উল্টা টা হবে সেল এর ক্ষেত্রে।

milonkhanfx1993
2016-10-01, 10:49 PM
এটা কি শুধু স্টকাস্টিক এর জন্য ব্যাবহার যোগ্য নাকি আর এস আই এউ একই বিষয় ঘটে? আমি অনেক স্ট্রাটেজি ব্যাবহার করেছি কিন্তু কাজ হয় না কোনটাই

shariful
2016-10-02, 11:50 AM
ভাই এই স্ট্রাটেজি ব্যাবহার আমি করতেছি কিন্তু চলমান ক্যান্ডেল বা আগের ক্যান্ডেল এ ফলাফল একুরেট কিন্তু মাঝে মাঝে ভুল সিগ্নাল দিচ্ছে।

md mehedi hasan
2016-11-02, 03:56 PM
ভাই আপনার এই স্ট্রেজিটি আমার পছন্দ হয়েছে।আমিও ঠিক এই পদ্ধতি আবলম্বন করে টেড করি।তবে অনেক সময় এই পদ্ধতি টি কাজ করে না।তাই স্টকেসটিক ইনডিকেটর টি যখন ৮০ ভাগ উপরে বা নিচে থাকবে তখন একটি আদর্শ বাই বা সেল সিগনাল দেখে মারর্কেটে ইন্ট্রি নেওয়াই ভালো।আশা করি ১০০ ভাগ প্রফিট করবেন।

nbfx
2016-11-03, 01:19 PM
ভাই আপনার স্ট্রাটেজিটি ভাল কাজের। সাথে অমি (আরএসআই-১৪) সেট করে নিয়েছি ভাল কাজ করে।

Mamun13
2017-10-25, 08:16 PM
আমি দীর্ঘদিন এসব নানা রঙ্গের ইনডিকেটর বেইজড স্ট্রাটেজী ব্যাবহার করে দেখেছি এসব ইনডিকেটর নিয়মিত প্রফিটেবল ট্রেড করার জন্য কখোনোই আগাম ও সঠিক-কার্যকরী সিগনাল দিতে পারেনা৷তাই একদম পরিষ্কার ঝঁকঝঁকা ট্রেডিং চার্টে শুধুমাত্র সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো নিজের চোখে দেখে,বুঝে ট্রেডে এন্ট্রী করি এবং খুব অল্প করে হলেও নিয়মিত প্রফিট পাই৷তাই কোনোও ইনডিকেটর ব্যাবহার করার প্রয়োজন বোধ করি না৷