PDA

View Full Version : ছোট ছোট লস্টে ট্রেড করুন আর আপনার ব্যলেন্ø



basaki
2016-07-18, 12:09 AM
ফরেক্স মার্কেটে যেই ট্রেড করতে আসে সেই মনে করে যে ফরেক্স মার্কেটে ট্রেড নিলেই খুব লাভ হয় আর তাই তারা মানি মেনেজমেন্ট না করে বড় বড় ট্রেড ওপেন করে আর এর কারনে দেখা যায় এক সময় ফরেক্স মার্কেট তার প্রতিদান দিয়ে থাকে। তাই আপনি যদি কম কম করে লটে ট্রেড করেন তবে আপনার অনেক ভাল হবে।

Sahed
2016-07-18, 04:19 PM
ফরেক্স মার্কেটে আপনাকে একটি কথা মনে রাখতে হবে সেটি হলে ফরেক্ মার্কেটে লাভের পাশাপাশি কিন্ত লস ও বিদ্যমান রয়েছে । মার্কেটে আপনি একটি ট্রেড নেওয়ার আগে চিন্ত করুন এই ট্রেডে আপনি কত লস করতে পারেন বা লস করার সম্ভাবন আছে । আর সেই অনুযায়ী আপনি মার্কেটে লট সাইজ নির্বাচন করে ট্রেড করুন । আশা করি সফলতা পাবেন । ধন্যবাদ ।

RUBEL MIAH
2016-09-15, 04:26 PM
আমরা সব সময় ছোট ছোট ট্রেড করার মন মানসিকতা তৈরি করব । যদি আমরা ছোট ছোট লস্টে ট্রেড করার মন মানসিকতা তৈরি করি তাহলে আমাদের আর এ্যাকাউন্ট যাবার কোন ভয় থাকবে না । সুতরাং আমরা যে সময়েই ট্রেড করব না কেন ছোট ছোট ট্রেড করার চেষ্টা করব ।

Hassan Raja
2016-12-12, 08:44 PM
আপনি যদি আপনার এ্যাকউন্ট শূন্য করতে না চান তবে আপনাকে অবশ্যই ছোট ছোট লটে ট্রেড করা উচিত । আপনি হয়ত ডেমোতে অনেক দিন প্রাকটিস করেছেন সেখানে যখন আপনার ব্যালান্স শেষ হয়েছে তখন আপনি তা রিলোড করেছেন । আপনার রিয়েল এ্যাকাউন্টে কিন্তুু ডেমো এ্যাকউন্টে মতো পারবেন না এখানে আপনার পকেটের টাকা দিতে হবে । তাই ব্যালান্স শুন্য হওয়ার আগে ভাবুন কিভাবে ট্রেড করলে আপনার এ্যাকাউন্ট শূন্য হবে না ।

Competitor
2016-12-12, 09:31 PM
টাইম ম্যানেজমেন্ট এবং ট্রেডিং ম্যানেজমেন্ট ও মানিম্যানেজমেন্ট এসব বিষয়ের যথার্থতার উপরেই র্নিভর করে আপনার আমার ট্রেডিং সাফল্য । একজন ট্রেডারের ট্রেডিং ম্যানেজমেন্ট হতে হবে অনেক বেশি পরিমানে নিখুঁত যাতে করে যে কোন ট্রেডিং এ লাভ না হোক অন্তত একটা ভালো সন্তোষজনক অবস্থানে থাকতে পারে । ছোট ছোট লটে ট্রেড নেওয়া ট্রেডিং ম্যানেজমেন্ট এর একটা অংশ ।

nazib72
2016-12-12, 10:24 PM
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে লোভ নিয়ন্ত্রন করতে পারা খুবি জরুরি, বিশেষ করে ফরেক্স এ যারা নতুন ট্রেডার তাদের জন্য ছোটো ছোটো লটে ট্রেড দিয়ে নিজেদের একাউন্ট প্রফিযত বাড়িয়ে তোলা উচিত কারন অধিকাংশ ট্রেডার প্রথম অবস্থায় বেশি ইনভেস্ট করে না ফলে প্রথমেই লস করে একাউন্ট জিরো হয়ে গেলে ফরেক্স ট্রেডের প্রতি অনেকেই বিরূপ হয়ে যায় এবং ক্ষতি পুরন করতে না পেরে হাল ছেড়ে দেয়, তাই ট্রেড এর ক্ষেত্রে বেশি লোভ করে বেশি লস নাক্রে ছোট লটে ট্রেড করে অল্প অল্প প্রফিট জমানো ভালো আর লস হলেও কম হয়।

Skfarid
2016-12-12, 10:43 PM
ফরেক্স এক সাথে একবার বড় লট নেওয়া কখন ইিচত না বিষেশ করে ইনভেস্ট কম হলে তাহলে আপনার ব্যালেন্স অল্প সময় ০০ হয়ে যাবে। আপনি ছোট ছোট লট নিয়ে ট্রেড ওপেন করেন এতে ভাল ফল পেলে আবার ট্রেড বসান এতে আপনার অল্প অল্প করে অনেক হবে। কিন্তু এক বারে বড় লট নিয়ে ট্রেড ওপেন করলে লাভ হলেতো বালই লস হলে একবারে সব চলে যাবে যাহা কভার দেওয়া আপনার জন্য পরে কষ্ট করে হয়ে যাবে।

Eefatali
2017-01-27, 07:54 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অনেক নিয়ম নির্দেশনা মেনে ট্রেড করতে হবে। কত লটে ট্রেড করা যাকে সেটা মার্কেটের পজিশন বুঝে করতে হবে।সবসময় বড় লটে ট্রেড করা যাবেনা। তারচাইতে ভালো হয় ছোট লটে অনেকগুলো ট্রেড করার।এভাবে ছোট ছোট লাভের মাধ্যমে আগাতে হবে। যাইহোক সবকিছু বুঝেশুনে করার চেষ্টা করতে হবে।

asik
2017-01-29, 11:17 AM
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে লোভ নিয়ন্ত্রন করতে পারা খুবি জরুরি, বিশেষ করে ফরেক্স এ যারা নতুন ট্রেডার তাদের জন্য ছোটো ছোটো লটে ট্রেড দিয়ে নিজেদের একাউন্ট প্রফিযত বাড়িয়ে তোলা উচিত কারন অধিকাংশ ট্রেডার প্রথম অবস্থায় বেশি ইনভেস্ট করে না ফলে প্রথমেই লস করে একাউন্ট জিরো হয়ে গেলে ফরেক্স ট্রেডের প্রতি অনেকেই বিরূপ হয়ে যায় এবং ক্ষতি পুরন করতে না পেরে হাল ছেড়ে দেয়, তাই ট্রেড এর ক্ষেত্রে বেশি লোভ করে বেশি লস নাক্রে ছোট লটে ট্রেড করে অল্প অল্প প্রফিট জমানো ভালো আর লস হলেও কম হয়।

shohanjacksion
2017-01-29, 12:35 PM
দারুন লিখেছেন ভাই। মানি ম্যানেজমেন্ট না থাকার দরুনই আমাদের লস হয়। আর যদি ছোট ছেট লটে ট্রেড করলে লাভ বড় লটের চেয়েও অনেক বেশি হয়। যদি আপনাদের কারো মনে প্রশ্ন উঠে যে ছোট লটে ট্রেড করলে বড় লটের ট্রেডের চেয়ে লাভ বেশি হয় কিভাবে তবে আপনি আজ থেকে মানি ম্যানেজমেন্ট ঠিক রাখুন অথবা ছোট লটে ট্রেড শুরু করুন দেখেন ফরেক্স মার্কেটে ফলাফল কি আসে।

Peace
2017-01-30, 09:35 PM
ছোট ছোট লটে ট্রেড করলে রিস্ক কম থাকে। কম ভলিউমে ট্রেড দিলে মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ট্রেড করা যায়। এমনকি নিউজের সময়ও মানি ম্যানেজমেন্ট ঠিক থাকে। বড় লটে ট্রেড করলে হাই ইমফেক্ট নিউজের সময় সবকিছু নড়বড়ে হয়ে যায়। তাই আমাদের উচিত ছোট ছোট ভলিউমে ট্রেড করা। আপনি যতদিন মার্কেটে টিকে থাকতে পারবেন ততদিন আপনার প্রফিট আসতে থাকবে। আপনি লস ঠেকান লাভ এমনিতেই হবে। ছোট লটের ট্রেডই আপনাকে মার্কেটে টিকিয়ে রাখতে পারে।

nbfx
2017-03-27, 01:11 PM
নতুন অবস্থায় ফরেক্সে ট্রেড করতে অনেক বেশি ট্রেড ওপেন করতাম আর লস হতো। ধীরে ধীরে ফরেক্স শিখতে থাকলাম আর হাত পায়ে যেন বেড়ি পড়তে লাগল। যখন তখন ইচ্ছেমত আর ট্রেড ওপেন করতে পারি না। কিন্ত একটি অদ্ভুদ ব্যাপার ট্রেড অনেক কমে যেতে লাগল আর লাভ বেশি হতে লাগল। ফরেক্স বুঝলে এবং ভাল ভাবে শিখলে লাভ অনেক বেশি হতে থাকবে। আসলে ছোট লটে ট্রেড দিলে এবং কম ট্রেড দিলে গড় লাভ ভার পাওয়া যায়।

Md Masud
2017-05-24, 11:44 PM
মানি মেনেজমেন্ট না করে বড় বড় ট্রেড ওপেন করে আর এর কারনে দেখা যায় এক সময় ফরেক্স মার্কেট তার প্রতিদান দিয়ে থাকে । মানি ম্যানেজমেন্ট ঠিক রাখুন অথবা ছোট লটে ট্রেড শুরু করুন দেখেন ফরেক্স মার্কেটে ফলাফল কি আসে । আপনি ছোট ছোট লট নিয়ে ট্রেড ওপেন করেন এতে ভাল ফল পেলে আবার ট্রেড বসান এতে আপনার অল্প অল্প করে অনেক হবে ।