PDA

View Full Version : দিনে এক থেকে দুইটি ট্রেড লাভ অথবা লস।



basaki
2016-07-18, 12:12 AM
ফরেক্স মার্কেটে আপনি যদি বেশি বেশি ট্রেড করতে যান তবে আমি মনে করি আপনি খুব ভাল কিচু করতে পারবেন না কারন ফরেক্স মার্কেটে ট্রেড বেশি করতে গেলে মাথা একসময় কাজ করে না আর ভুল কারা শুরু হয়ে যায় তাই লাভ অথবা লস দিনে এক দুইটা ট্রেড করাই ভাল মনে করি।

Sahed
2016-07-18, 04:16 PM
বাসকি আমি আপনার সাথে একমত । ফরেক্স মার্কেটে অতিরিক্ত ট্রেডিং এর ফলে আমরা আমাদের মনোযোগ হারিয়ে ফেলি মার্কেটের প্রতি । একটি ট্রেডে আমরা লাভ করলে মনে করি যে আজ সম্ভবত মার্কেটে আমরা লাভই করব । *তাই আমরা অতিরিক্ত ট্রেডিং করা শুরু করি । যখনই এটা আমরা করতে যাই তখনই *আমরা মার্কেটে লস করি । ধণ্যবাদ ।

motiar
2016-07-18, 06:44 PM
আসলে ই বিষয়টি এমন বেশি ট্রেড বেশি লস । কম ট্রেড বেশি লাভ । যতজনলে লসের বিষয়টি বলতে শুনেছি তার সকই একই কথা বলেছে । বেশি ট্রেড করে লস করেছি ।

RUBEL MIAH
2016-07-19, 10:27 PM
ফরেক্স ব্যবসা করতে হলে অবশ্যই আপনাকে কম ট্রেড করতে হবে । যে যত বেশী কম ট্রেড করবে সে তত বেশী লসে কম পড়বে । আমরা দৈনিক ১ টা বা ২ টা ট্রেড করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । সুতরাং আমরা সব সময় এই ফরেক্স ব্যবসা করতে গেলে কম ট্রেড করার চেষ্টা করব ।

Md. Tariqul Islam
2016-07-20, 12:05 PM
বাসকি আমি আপনার সাথে একমত । ফরেক্স মার্কেটে অতিরিক্ত ট্রেডিং এর ফলে আমরা আমাদের মনোযোগ হারিয়ে ফেলি মার্কেটের প্রতি । একটি ট্রেডে আমরা লাভ করলে মনে করি যে আজ সম্ভবত মার্কেটে আমরা লাভই করব । *তাই আমরা অতিরিক্ত ট্রেডিং করা শুরু করি । যে যত বেশী কম ট্রেড করবে সে তত বেশী লসে কম পড়বে । আমরা দৈনিক ১ টা বা ২ টা ট্রেড করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । সুতরাং আমরা সব সময় এই ফরেক্স ব্যবসা করতে গেলে কম ট্রেড করার চেষ্টা করব ।

Md Masud
2017-03-28, 02:23 PM
অামাদের একটি অথবা দুইটি ট্রেডের বেশী করা অনুচিত । কারণ বেশী বেশী ট্রেড করলেই লসের সম্ভাবনা থাকে । দক্ষ ট্রেডাররা সব সময় একটি ট্রেডের বেশী করে না । অামরাও বেশী ট্রেড করব না । একটি করব সেটা দিয়ে লাভ হবে তারপর অন্য একটি ট্রেড ওপেন করব ।

nbfx
2017-03-28, 09:17 PM
ফরেক্স একটি স্বাধীন ব্যবসা। ট্রেডারের ধরন অনুযায়ী ট্রেডে লাভ লস হয়ে থাকে। স্ক্যাপ্লিং ট্রেডাররা দিনে অনেকগুলো ট্রেড লাভ বা লস করে থাকে। অর্থাৎ স্ক্যাপ্লিং এর ক্ষেত্রে অনেক ট্রেড দিয়ে থাকেন। অনেকে ডে-ট্রেডিং পছন্দ করে থাকে তারাও দিনে ২-৩ টি ট্রেড ক্লোজ করে থাকেন।আর লংট্রেডাররা কোনদিন একটি ট্রেড ক্লোজ করেন আবার কখনো একমাসও লেগে যায়। একজন লং ট্রেডারকে যদি স্ক্যাপ্লিং করতে বলা হয় তবে তো তার মাথা নষ্ট হয়ে যাবার কথা। আমার মতে প্রতিটি ট্রেডার তার নিজস্ব স্বকীয় বৈশিষ্ট এবং নিজস্ব চিন্তা-চেতনা দ্বারা ট্রেড করে থাকেন।

Mamun13
2017-03-29, 04:54 PM
আসলে আমি ব্যাক্তিগত ট্রেড করি খুবই কম৷প্রতি মাসে মাত্র ২ টা কি ৩ টা ট্রেড করি মার্কেটের পরিস্হিতি বুঝে৷শর্ট ট্রেড বা স্ক্যালপিং আমি সমর্থন করিনা৷আর ওভার ট্রেডিং বা ঘন ঘন ট্রেড করলে তা অবশ্যই নিয়নত্র্ণের বাইরে চলে যায় ফলে প্রচুর লস দিতেই হবে৷কোনো ছাড় নাই৷তাই আস্তে ধীরে মার্কেট ভালো করে দেখে বুঝে অল্প অল্প ট্রেড করি৷যেন সহজেই হজম করতে পারি৷