View Full Version : ব্যলেন্স বেশি থাকলে স্টপ লস হবে না
basaki
2016-07-18, 12:23 AM
আপনার একাউন্টে যদি বেশি ব্যলেন্স থাকে তবে আপনি যদি কম বা ছোট লটে ট্রেড করেন তবে আমি মনে করি আপনি স্টপ লস ব্যবহার না করলেও পারেন কারন মার্কেটের মুবমেন্ট সব সময় পরিবর্তন হয়ে থাকে এক সময় না এক সময় আপনি কাছে মার্কেট ধরা দিবেই বলে আমি মনে করি।
Sahed
2016-07-18, 03:55 PM
বাসকি আপনাকে ধন্যবাদ *আপনার পোস্টে জন্য ॥ আমি মনে করি আপনার কাথাটি ফরেক্স মার্কেটের জন্য পুরপুরি প্রযোজ্য নয় । কেননা আমরা কেউই বলতে পারব না ফরেক্ মার্কেটের কোন একটি নির্দিষ্ট পেয়ার আগামি কালকে কোথায় গিয়ে দাড়াবে । অথবা মার্কেট আজকে যেখানে অবস্থান করছে আগামী এক বছরেও সেখানে আবার আসবে কি না ।তাই আমি মনে করি স্টপ লস ব্যাবহার করা উত্তম । ধণ্যবাদ ।
majidiqbal
2016-07-18, 06:16 PM
আমি ও মনেকরি যে আপনার কথা ঠিক। কিন্তু আমি এই সূত্রর অংশ বিশেষ মানি। সেটাহল 1ডে টাইম ফেমকে ব্যবহার করে মার্কেট মুভমেন্ট এনালাইস করে ট্রেড করি ষ্টপ লস ছাড়া এর ফলে প্রয় বেশীর ভাগ ট্রেডই লাভের পখে যায়। আর ষ্টপ লস সহ টেড করলে বেশীর ভাগ ক্ষেত্রেই ট্রেড ষ্টপ লস হিট করে।
RUBEL MIAH
2016-07-19, 10:33 PM
ব্যালেন্স বেশী থাকলে চিন্তা কম থাকে কিন্তু যদি ট্রেডারগণ দক্ষ না থাকে তাহলে অবশ্যই চিন্তা বেশী খাকার কথা । কারণ হল ফরেক্স ব্যবসা করার জন্য অবশ্যই আপনার একটা নিজস্ব দক্ষতার প্রয়োজন । যে যত বেশী দক্ষতা অর্জন করতে পারবে সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সব সময় এই ফরেক্স ব্যবসা করার জন্য স্টপ লস ব্যবহার করব ।
Md. Tariqul Islam
2016-07-20, 12:04 PM
ব্যালেন্স বেশী থাকলে চিন্তা কম থাকে কিন্তু যদি ট্রেডারগণ দক্ষ না থাকে তাহলে অবশ্যই চিন্তা বেশী খাকার কথা । কারণ হল ফরেক্স ব্যবসা করার জন্য অবশ্যই আপনার একটা নিজস্ব দক্ষতার প্রয়োজন । যে যত বেশী দক্ষতা অর্জন করতে পারবে সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সব সময় এই ফরেক্স ব্যবসা করার জন্য স্টপ লস ব্যবহার করব ।
mdshowkat
2016-07-20, 02:16 PM
ব্যালেন্স বেশি খাকলে স্টপ লোস না দেওয়াটাই ভালা। তবে ট্রেড কম লোডে ওপেন করতে হবে । বেশি লোড ট্রেড ওপেন করলে লোস হওয়ার ঝুকি থাকে। তাই কম লোডে ট্রেড ওপেন করে স্টপ লোস না দিলে মার্কেট দেরীতে হলেও পূনরায় প্রফিটে ফিরে যাবে। তাই আমার মতে ব্যালেন্স একটু বেশি হলে স্টপ লোস না দেওয়াটাই ভাল।
Md Masud
2017-06-02, 10:14 AM
ফরেক্স মার্কেট আজকে যেখানে অবস্থান করছে আগামী এক বছরেও সেখানে আবার আসবে কিনা তা অামার জানা নেই । তাই আমি মনে করি স্টপ লস ব্যবহার করা উত্তম । কম লোডে ট্রেড ওপেন করে স্টপ লোস না দিলে মার্কেট দেরীতে হলেও পুনরায় প্রফিটে ফিরে যাবে । আমার মতে ব্যালেন্স একটু বেশি হলেও স্টপ লোস না দেওয়াটাই ভালো ।
Mamun13
2017-06-04, 09:24 PM
স্টপলস ব্যবহার করা নতুন ট্রেডারদের জন্য অপরিহার্য৷আপনার ট্রেডিং চার্টে সাপোর্ট/রেসিসট্যান্স লেভেল দেখে চিনে বুঝে যদি সঠিক ভাবে ট্রেডে এন্ট্রী করতে পারেন তাহলে অবশ্যই আপনি প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে আসতে পারবেন৷আর স্টপলস সঠিক যায়গায় সেট করতে পারলে আপনার পুজিঁ খুবই নিরাপদ থাকবে৷স্টপলস দিয়ে রাখলে আপনার বাড়তি কোনো ফী লাগবে না৷
uzzal05
2017-06-09, 03:00 PM
ব্যালেন্স বেশি থাকলে স্টপ লস হবে সেটা ভুল কথা। আমার হাজার ডলার ব্যালেন্স থাকুক আমি যদি বড় লটে ট্রেড দেই তাহলে একাউন্ট আমার শুন্য হবে। সে জন্য সব ট্রেডারগন স্টপ লস ব্যবহার করে থাকেন। এতে একাউন্ট নিরাপদ থাকে।
Competitor
2017-06-13, 02:01 AM
ব্যালেন্স যেমনই থাকুক না কেন আমাদেরকে অবশ্যই স্টপ লসের বিষয়টার প্রতি যথেষ্ট যত্নবান হতে হবে । আমরা যত বেশি পরিমাণে স্টপ লস ব্যবহার করব তত বেশি পরিমাণে আমরা নিজেদের একাউন্টকে যথার্থভাবে নিয়ন্ত্রন করতে পারব । ফরেক্সে তারাই সফল হতে পারে যারা কিনা বেশি পরিমাণে স্ট্রাটেজি ও ফরেক্স বিষয়ে সঠিক কৈশল জানে এবং প্রয়োগ করতে পারে । ফরেক্স তাই সবার জন্যই কল্যাণকর ।
uzzal05
2017-06-13, 11:33 PM
ফরেক্স মার্কেট বিশাল একটা মার্কেট। সেই তুলনায় আমরা অনেক ছোট ট্রেডার। তাই আমাদের ছোট ছোট ট্রেড ওপেন করতে হবে। ব্যালেন্স বেশি থাকলেও আমাদের দ্বারা মার্কেট মুভ করানো সম্ভব নয়। স্টপ লস সব সময় ব্যবহার করতে ফবে প্রত্যক ট্রেডার্কে।
Grimm
2019-01-21, 10:12 PM
এটা আসলে ভুল ধারণা যে ব্যালেন্স বেশি থাকলে স্টপলস হবে না। আপনি যদি সুরক্ষিতভাবে ট্রেড করতে চান তাহলে অবশ্যই আপনাকে স্টপলস ব্যবহার করে ট্রেড করতে হবে আর স্টপলস তখনই পাবেন যখন আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে মার্কেটে এন্ট্রি হবেন। আর আপনি যদি কম জ্ঞান এবং অভিজ্ঞতা নিয়ে এই মার্কেটে ট্রেড করেন তাহলে যতই ব্যালেন্স বেশি নেন না কেন আপনি সেটা লস করবেনই। আর এটার প্রমাণ আমি কিন্তু ইতিমধ্যে পেয়েছি এবং অন্যজনেরটা দেখেছিও। তাই আগে শিখুন তারপর ট্রেড করুন।
md mehedi hasan
2019-01-22, 07:58 AM
ফরেক্স মার্কেটে স্টাপলস হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়।স্টাপলস ছাা ট্রেড করা ফরেক্স মার্কটে একটি গুরুত্বর বোকামি।আনার একউন্টে অনেক ব্যালেন্স থাকতে পারে আর এজন্য আপনি স্টাপলস ব্যবহার করেন নি।কিন্তু যখন বিগ নিউজ প্রকাশিত হবে যদি নিউজ আপনার বিপরীতে যায়।তাহলে একবােই ২০০ থেকে ৩০০ পিপস লসে পড়বেন।যা আপনার একাউন্টের বিশাল অংশ ক্ষতি সাধিত হবে।
edottc
2019-03-21, 08:01 AM
ব্যলেন্স বেশি থাকলে যে শুধু স্টপ লস হবে না এটা ঠিক নয় । কারন আপনার একাউন্ট এ অনেক ব্যলেন্স আছে কিন্তু আপনি বড় লটে ট্রেড করেছেন এতে আপনার একাউন্ট জিরো হয়ে যেতে পারে । এজন্য ট্রেড করার সময় ভাল করে চিন্তা করে ও দেখেশুনে ট্রেড করতে হবে ।
SHARIFfx
2019-03-21, 08:09 AM
যেহেতু ফরেক্স মার্কেট পরিবর্তন শীল। তাই মার্কেট উভয় মুখি। অনেক সময়ে মার্কেট রিটেক্সট করে স্টোপ লস হিট করে পরে আবার অই প্রাইজের দামে পিরে জায়। এতে করে ট্রেডার লসের শিকার হয়। এখানে স্টোপ লস ব্যবহার ছাড়া আপনি বাই স্টোপ আর সেল স্টোপ ব্যবহার করতে পারেন। কখনও লং বাই আবার শট সেল আবার শট বাই লং সেলে থেকে ভালো প্রফিট বের করে আনতে পারেন। তবে ডেইলি কেন্ডেল ফলো করে আপনি ২০-৫০ পিপ্স স্টোপ লস ব্যবহার করে ট্রেড নিলে স্টোপ লস হিট করার সম্ভাবনা অনেক কমে জায়।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.