PDA

View Full Version : লস করতে করতে ক্লান্ত! আসুন এদিকে



maziz6989
2016-07-18, 07:58 AM
আমরা অনেকেই লস করতে করতে এমন পর্যায়ে চলে এসেছি যে আমাদের বিশ্বাস করতেই কষ্ট হয়ে যাচ্ছে যে মার্কেট থেকে প্রফিট করা আদৌ সম্ভব কিনা। তাদের জন্য এই থ্রেড। আপনি ঘেটে দেখেছেন কেন বার বার আপনার একাউন্টে লাল বাত্তি জ্বলছে। একই ভূল বার বার করছেন? লসের বৃত্ত থেকে বের হতে পারছেন না?
তবে কয়েকদিনের জন্য লাইভ ট্রেড অফ করুন এবং ভূলের কারণ গুলো খতিয়ে দেখুন। যদি ভূল বুঝতে না পারেন তবে মার্কেট কে খোদা হাফেজ জানান। আর যদি ভূল ধরতে পারেন তবে সেটা শূধরানোর কাজ শুরু করুন।
ততক্ষণ লাইভ ট্রেড করবেন না যতক্ষণ আপনার প্রফিটেবল স্ট্রাটেজি বিল্ড আপ হয়।
আশা করি উপকার পাবেন্।

Sahed
2016-07-18, 03:48 PM
আমরা যারা ফরেক্স মার্কেটে লস করে থাকি তারা সবাই এই কথাটি স্বীকার করতে হবে যে মার্কেটে *আমরা লস করে থাকি আমাদের নিজের ভূলের জন্যই । এর জন্য আমরা নিজেরাই দায়ী । মার্কেটে আমরা যখন লস করি তখন আমদের উচিত হচ্ছে মার্কেটে ট্রেড করা থেকে বিরত থেকে লস করার কারন টা খুজে বের করা এবং সঠিক পদক্ষেপ নেওয়া । ধন্যবাদ ।

basaki
2016-07-18, 06:59 PM
ভাই আপনি একধম ঠিক কথা বলেছেন আমরা কেন বারবার লস করি তা আমরা কেন বুঝতে পারি না কেন। কিন্তু সবকিছুই আমাদের চোখের সামনে ঘটে কিন্তু আমরা কিছুই বুঝতে পারি না কেন। আসলে আমরা কেন বারবার একই ভুল করে তা বারির করা খুব ধরকার বলে আমিও মনে করি।

RUBEL MIAH
2016-07-23, 09:51 PM
লস করতে করতে আমরা এখন এমন হয়ে গিয়েছি একদম ক্লান্ত হয়ে গিয়েছি । এখন সিদ্বান্ত নিয়ে দেখলাম যে অার ভুল করা যাবে না । আমরা ফরেক্স ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করে তারপর দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব ।

motiar
2016-07-23, 09:57 PM
বিষয়্টি সঠিক কেননা নিজের ভুল ধরতে না পারলে তখন বুঝতে হবে নিজে বুঝিনা । আর যদি না বুঝি তবে ভুল ট্রেড দিয় লস করার যুক্তি নাই । হয়তো শিখুন না হয় বিদায় হোন উপকার হবে ।

MoniraMam818
2016-07-23, 11:59 PM
আমি আপনার দু:খটা কিছুটা হলেও বুঝতে পারছি আমি নিশ্চিত যে আপনার ট্রেডিং কেৌশলে কোন না কোন ত্রুটি অবশ্যই রয়েছে যার কারনে আপনি ফরেক্সে ট্রেড করে এই ভাবে লস করছেন। আমরাও ফরেক্সে নিয়মিত ভাবে ট্রেড করছি এবং তা প্রকৃত ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতার আলোকে যার ফলে প্রতিটি ট্রেডই প্রফিটের মুখ দেখছে।

Md Masud
2017-03-28, 11:04 AM
কথাটা যা বলছেন খারাপ বলেননি । কারণ অামার অবস্থা অাপনার মতই । এ্যাকাউন্ট যে ক'শত গেছে তার কোন হিসাব নেই । লস করতে করতে এক পর্যায় এখন সর্বশান্ত হয়ে যাওয়ার পথে বসেছি । এখন অামার অধ্যবসায় বেশি বেশী করে করতেছি যাতে করে টিকে থাকতে পারি অাপনাদের মাঝে ।

martin
2017-03-28, 01:21 PM
আমরা যারা ফরেক্স মার্কেটে লস করে থাকি তারা সবাই এই কথাটি স্বীকার করতে হবে যে মার্কেটে *আমরা লস করে থাকি আমাদের নিজের ভূলের জন্যই । এর জন্য আমরা নিজেরাই দায়ী । মার্কেটে আমরা যখন লস করি তখন আমদের উচিত হচ্ছে মার্কেটে ট্রেড করা থেকে বিরত থেকে লস করার কারন টা খুজে বের করা এবং সঠিক পদক্ষেপ নেওয়া । ধন্যবাদ ।