PDA

View Full Version : এ/ইউ প্রেডিকশান



maziz6989
2016-07-20, 01:02 AM
এখানে মুলত ত্রিভূজ প্যাটার্ন এর উপর বেসিস করে এই এনালাইসিস করা হয়েছে। ত্রিভুজ পুর্ন হয়ে গেছে এখন আমরা চোখ বন্ধ করে বাই কনফার্ম করতে পারি।তবে যেহেতু এই ট্রেডটা আপাতত ট্রেন্ড রির্ভাসাল তাই একটু বুঝে শুনে এন্ট্রি নিতে হবে। কেননা মার্কেট যে কোন সময় আসল ট্রেন্ড এর দিকে ফিরে আসতে পারে। চার্টটা বোঝার চেষ্টা করুন। আশা করি উপকার পাবেন।

maziz6989
2016-07-20, 08:31 AM
আমাদের এই ট্রেডটা ভ্যলিড আছে এখন পর্যন্ত। তাই কেউ নিজ দায়িত্বে ট্রেড করতে র্চাইলে এই ট্রেড টা নিতে পারেন । আশা করা যায় লস হবে না। কেননা মার্কেট কে রিটেস্ট করতেই হয়। এবং রিটেস্ট ছাড়া কোন ট্রেন্ডই নিয়মিত হয় না। এবং সেখান থেকেই মার্কেট রির্ভার্স করে।

Md. Tariqul Islam
2016-07-20, 01:34 PM
আমাদের এই ট্রেডটা ভ্যলিড আছে এখন পর্যন্ত। তাই কেউ নিজ দায়িত্বে ট্রেড করতে র্চাইলে এই ট্রেড টা নিতে পারেন । আশা করা যায় লস হবে না। কেননা মার্কেট কে রিটেস্ট করতেই হয়। এবং রিটেস্ট ছাড়া কোন ট্রেন্ডই নিয়মিত হয় না। এবং সেখান থেকেই মার্কেট রির্ভার্স করে।

maziz6989
2016-07-20, 04:32 PM
আমাদের এই ট্রেডটা ভ্যলিড আছে এখন পর্যন্ত। তাই কেউ নিজ দায়িত্বে ট্রেড করতে র্চাইলে এই ট্রেড টা নিতে পারেন । আশা করা যায় লস হবে না। কেননা মার্কেট কে রিটেস্ট করতেই হয়। এবং রিটেস্ট ছাড়া কোন ট্রেন্ডই নিয়মিত হয় না। এবং সেখান থেকেই মার্কেট রির্ভার্স করে।

ভাই তরিকুল , দয়া করে কপি পেস্ট করবেন না। অযথা ব্যান খাবেন কেন ভাই। নিজের মত করে কমেন্ট করুন। কেননা বোনাসের জন্য যদি ব্যান খান তবে আম ছালা সবই তো যাবে।
আশা করি ভবিষ্যতে সতর্ক হবেন। ধন্যবাদ।

Sahed
2016-07-23, 02:08 PM
আজিজ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি এ্যনালাইসিস শেয়ার করার জন্য । আপনার এই পোস্টের মাধ্যেমে আমি মার্কেট ধরতে না পারলেও মার্কেট এ্যনালাইসিস করা কিছুটা হলেও শিখেছি । আমি অনেক চেষ্টা করেও ত্রিভূজ প্যাটার্ণ আকতে পারতাম না । এখন আমি অনেকটা শিখেছি ।